Doctor Bari BD

Doctor Bari BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Doctor Bari BD, Medical and health, Mogbazar Wairless, Maghbazar.

19/06/2024

মেরুদণ্ডের সমস্যা! স্পাইন সার্জারী! হাঁটুর সমস্যা! হাঁটুর সার্জারী!

স্পাইন (মেরুদন্ড) ও হাটুর সার্জন
সহযোগী অধ্যাপক ডা: নাজমুস সাকিব
♦এমবিবিএস ♦বিসিএস(স্বাস্থ্য)-এক্স ♦এমএস(অর্থো সার্জারি) ♦এফএসিএস(USA)
♦গোল্ড মেডেলিস্ট
♦এস.আর.এস স্কলার(আমেরিকা)
♦তাকেদা স্পাইন স্কলার (জাপান)
♦ইনসেল এন্ড পেলিগ্রিনি স্পাইন ফেলো (সুইজারল্যান্ড ও ফ্রান্স)
♦এশিয়া প্যাসিফিক স্পাইন ফেলো (কোরিয়া)
♦পার্ক ফেলো (স্পাইন সার্জারি)
♦এ.ও স্পাইন ফেলো (নয়াদিল্লী)
♦অ্যাপোলো স্পাইন ফেলো (মাদ্রাজ)
♦ট্রেইন্ড ইন এম.আই.এস ও মাইক্রোসার্জারি (সিংগাপুর)
♦এ.ও স্পাইন প্রিন্সিপাল(আহমেদাবাদ)
♦এ্যাডভান্স(ম্যানিলা)

মেরুদন্ড অথবা হাটুঁর ব্যাথা জনিত যেকোনো সমস্যায় অবহেলা না করে ডাক্তারের কাছে যাওয়াই উত্তম।

আপনার যেকোনো পরামর্শ ও সিরিয়াল নিতে যোগাযোগ করুনঃ 01611 622 500


চর্মরোগের ডাক্তার দেখাতে চাচ্ছেন?আমাদের পিপলস হসপিটাল লি: এ নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন। আপনার অ্যাপয়েন্টমেন্ট অথবা যেক...
03/05/2023

চর্মরোগের ডাক্তার দেখাতে চাচ্ছেন?

আমাদের পিপলস হসপিটাল লি: এ নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন।

আপনার অ্যাপয়েন্টমেন্ট অথবা যেকোনো পরামর্শ পেতে যোগাযোগ করুনঃ 01958586900

নাক, কান ও গলা রোগের চিকিৎসায় পিপলস হসপিটাল লিমিটেড সর্বদা আপনার সেবায়।নাক, কান ও গলা রোগের বিশিষ্ট চিকিৎসক সহযোগী অধ্যা...
27/02/2023

নাক, কান ও গলা রোগের চিকিৎসায় পিপলস হসপিটাল লিমিটেড সর্বদা আপনার সেবায়।

নাক, কান ও গলা রোগের বিশিষ্ট চিকিৎসক সহযোগী অধ্যাপক ডাঃ একেএম রেজাউল হক, পিপলস হসপিটাল লিমিটেড’এ নিয়মত চিকিৎসা সেবা প্রদান করছেন।

People’s Hospital | Committed to caring.....

স্বাস্থ্য সম্পর্কিত এবং ডাক্তার সিরিয়ালে কেয়ার লাইনঃ
01958 586 905

#নাককানগলা







ডেঙ্গু জ্বর নিয়ে চিন্তিত!!!আমাদের পিপলস হসপিটালে একঝাঁক দক্ষ ও বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। প্রি...
20/09/2022

ডেঙ্গু জ্বর নিয়ে চিন্তিত!!!

আমাদের পিপলস হসপিটালে একঝাঁক দক্ষ ও বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। প্রিয়জনের অসুস্থতায় আস্থা রাখুন "পিপলস হসপিটালে" 🥰

সিরিয়াল অথবা পরামর্শ পেতে যোগাযোগ করুনঃ
019 5858 6905, +880 1611-622500



ডাবের পানির ১০ উপকারিতা:ডাবের পানি অত্যন্ত উপকারী একটি প্রাকৃতিক পানীয়। সরাসরি ডাব থেকে পাওয়া যায় বলে এতে কোনো প্রকার কৃ...
11/09/2022

ডাবের পানির ১০ উপকারিতা:
ডাবের পানি অত্যন্ত উপকারী একটি প্রাকৃতিক পানীয়। সরাসরি ডাব থেকে পাওয়া যায় বলে এতে কোনো প্রকার কৃত্রিমতার ছোঁয়া নেই। নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও।
বেশ কিছু কারণেই ডাবের পানি শরীরে জন্য উপকারী। তার মধ্যে অন্যতম কিছু গুণাবলী আপনাদের সামনে তুলে ধরা হলো।
১. ডাবের পানি গ্যাসের প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে।নিয়মিত ডাবের পানি করলে গ্যাসজনিত পেটের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
২. ডাবের পানি রক্তের ঘনত্ব বৃদ্ধি করে। এমনকি ডাবের পানি সরাসরি রক্তের মধ্যে দেয়া যায়।
৩. নিয়মিত ডাবের পানি আপনার মুখে বয়সের ছাপ পড়তে দেয় না।
৪. ফলের রসের থেকেও ডাবের পানির গুণাগুণ অনেক বেশি। ফলের রসের থেকে এতে অধিক পরিমাণ মিনারেল থাকে। এছাড়াও ডাবের পানির অন্য একটি গুণ হল এতে ক্যালরি যেমন কম তেমনি সুগারের পরিমাণও কম। ফলে ডায়াবেটিক রোগীদের জন্য এটা বিশেষ উপকারি।
৫. প্রত্যেক দিন এক গ্লাস ডাবের পানি আপনার শরীরের অঙ্গগুলোকে সচল রাখতে সহায়তা করবে।
৬. ডাবের পানিতে পটশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে যা হৃদপিণ্ডের কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়তা করে। এ কারণে হঠাৎ করে শ্বাস- প্রশ্বাসের হার বেড়ে গেলে এক গ্লাস ডাবের পানি খেয়ে নিতে পারেন।
৭. ডাবের পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যা ব্যকটেরিয়া ও ভাইরাস মারতে বেশ কার্যকরী। এ কারণে খাবারসহ অন্যান্য মাধ্যমে প্রত্যেক দিন যেসব ব্যকটেরিয়া ও ভাইরাস আমাদের পেটে প্রবেশ করে সেগুলো মারার জন্য এক গ্লাস ডাবের পানি খাওয়া যেতেই পারে।
৮. ত্বকের জন্য খুবই উপকারী ডাবের পানি। বলা যায়, ত্বকের জন্য বটিকা হিসেবে কাজ করে ডাবের পানি। তাই ত্বক সচেতন মানুষরা নিয়মিত ডাবের পানি পানের
মাধ্যমে নিজের ত্বক নানান সমস্যা থেকে বাঁচাতে পারেন।
৯. ডাবের পানির অন্য আরেকটি গুণ হলো চুলের বৃদ্ধি ও খুশকি দূর করা। ডাবের পানি চুলের পূষ্টি যোগানোর পাশাপাশি খুশকি দূর করতেও সহায়তা করে।
১০. এতক্ষণ সব ডাক্তারি গুণাগুণ বলা হলো। এবার সবচেয়ে মজার গুণটি বলা যাক। ডাবের পানি আড্ডার জন্য বেশ কার্যকর। একটি ডাব কিনেই দুই তিন বন্ধু মিলে বেশ আড্ডা দেয়া যায়। তাতে আড্ডা যেমন জমে তেমনি বাড়ে বন্ধুদের হৃদ্যতা।

হার্টের বিশেষজ্ঞ ডাক্তার  #পিপলস_হসপিটাল_ঢাকা য় নিয়মিত  চিকিৎসা সেবা ও পরামর্শ দিচ্ছেন। আপনার সিরিয়াল অথবা পরামর্শ পেতে ...
07/09/2022

হার্টের বিশেষজ্ঞ ডাক্তার #পিপলস_হসপিটাল_ঢাকা য় নিয়মিত চিকিৎসা সেবা ও পরামর্শ দিচ্ছেন।

আপনার সিরিয়াল অথবা পরামর্শ পেতে যোগাযোগ করুনঃ 01958586905

সার্জারী বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার আমাদের পিপলস হসপিটালে🥰 পিত্তথলির পাথর, পাইলসের সমস্যা, ব্রেস্ট সার্জারী, ল্যাপারোস্প...
07/09/2022

সার্জারী বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার আমাদের পিপলস হসপিটালে🥰 পিত্তথলির পাথর, পাইলসের সমস্যা, ব্রেস্ট সার্জারী, ল্যাপারোস্পপিক অপারেশন ও এক্সিডেন্টাল ইনজুরির চিকিৎসা করা হয়। আলহামদুলিল্লাহ❤️

আপনার সিরিয়াল অথবা পরামর্শ পেতে যোগাযোগ করুনঃ
01611 622 500, 01958 586 905

#পিত্তথলির_পাথর_অপারেশন #গলব্লাডার_অপারেশন #ল্যাপারোস্কোপিক_অপারেশন

পিত্তথলির অপারেশনে ল্যাপারোস্কপি কেন করবেন?অপারেশনের কথা শুনে রোগী বা রোগীর স্বজনেরা একটু শঙ্কিত হবেন এটাই স্বাভাবিক। পে...
08/09/2021

পিত্তথলির অপারেশনে ল্যাপারোস্কপি কেন করবেন?
অপারেশনের কথা শুনে রোগী বা রোগীর স্বজনেরা একটু শঙ্কিত হবেন এটাই স্বাভাবিক। পেটের ভেতরের যেকোন অপারেশনের কথা শুনলে মুখ শুকিয়ে যাবারই কথা।

আমাদের দেশে পিত্তের পাথর বা পিত্তথলির অসুখ খুবই পরিচিত। এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও কম না। অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি থাকলেও পিত্তথলি কেটে ফেলে দেওয়াটাই সবচেয়ে ভালো এবং ফলপ্রসূ চিকিৎসাপদ্ধতি।

অনেক ধরনের চিকিৎসা পদ্ধতির মধ্যে সবথেকে জনপ্রিয় এখন ল্যাপারোস্কপিক পদ্ধতি। কারন সাধারণ অপারেশনের মতো এখানে পেটে লম্বা করে কাটতে হয় না। তাই দাগ হবার সম্ভাবনা নেই। সাথে অপারেশন এর পরের জটিলতাও অনেক কম। জানা যায় ১৯৮৭ সালে প্রথম একজন ফরাসী চিকিৎসক পেট না কেটে নলের মাধ্যমে অস্ত্রোপাচার করেন। পদ্ধতিটি তখন ছিলো একটি অভিনব প্রক্রিয়া। কিন্তু আজকের দিনে এটা একেবারেই সহজ পদ্ধতি।

ল্যাপারোস্কপির সুবিধা কি কি?

১. বেশি দিন হাসপাতালে থাকার প্রয়োজন হয় না।

২. রক্তপাত অপেক্ষাকৃত অনেক কম হয়।

৩. অপারেশন এর পরে ব্যথা কম হয়।

৪. ইনফেকশনের সম্ভাবনা কম।

৫. ছোট ফুটো করা হয় বলে অপারেশনের জায়গায় দাগ হবার সুযোগ কম।

আরো পড়ুন গলব্লাডার বা পিত্তথলির পাথরের ৫টি লক্ষণ ও চিকিৎসা
কাদের ল্যাপারোস্কপি করা যাবে?

কোন কমপ্লিকেশন না থাকলে সব বয়সের মানুষেরই ল্যাপারোস্কপি করা যায়।

খরচ:

অনেকে মনে করেন মেশিনে অপারেশন করা হয় বলে ল্যাপারোস্কপির খরচ অনেক বেশি। কিন্তু ভুলে গেলে চলবে না হাসপাতালে থাকা, ওষুধ খরচ মিলিয়ে এই পদ্ধতিতে খরচ অনেকাংশে কম হয়।

শল্য চিকিৎসায় একটি অভিনব সংযোজোন ল্যাপারোস্কপিক অপারেশন, যার মাধ্যমে পিত্তথলি, পিত্তথলির পাথর, অ্যাপেনডিক্স, ওভারি (ডিম্বাশয়), জরায়ু, স্তন এর অপারেশন ও পেটের অনেক রোগের ডায়াগনোসিস করা সম্ভব। এ কারনেই সনাতনী চিকিৎসার পাশাপাশি ল্যাপারোস্কপির ব্যবহার দিন দিন বেড়ে চলেছ.
More detail:
doctorbaribd.com
01611622500

ল্যাপারোস্কপিক মেশিনের মাধ্যমে পিত্তথলির পাথর অপারেশন করা হয়। লিভার, অগ্নাশয়, পিত্তথলী ও পিত্তনালীর যে কোন রোগের সার্জার...
03/06/2021

ল্যাপারোস্কপিক মেশিনের মাধ্যমে পিত্তথলির পাথর অপারেশন করা হয়। লিভার, অগ্নাশয়, পিত্তথলী ও পিত্তনালীর যে কোন রোগের সার্জারী ও পরামর্শ দেয়া হয়।

চিকিৎসা প্রদান করেন,
সহযোগী অধ্যাপক ডাঃ আখতার আহমেদ শুভ
MBBS, BCS( Health) FCPS(Surgery)
FIBS (Thailand)
MS (Hepatobiliary Surgery)
FACS (USA)
Associate Professor & Head
Department of Hepatobiliary & Pancreatic Surgery( SSMCH)

Appointment & Emergency: 01611622500

লাইপোমা :লাইপোমা হ'ল ফ্যাটি টিস্যুগুলির বৃদ্ধি যা ধীরে ধীরে ত্বকের নীচে বিকাশ লাভ করে। যে কোনও বয়সের লোকেদের লাইপোমা , ...
23/05/2021

লাইপোমা :

লাইপোমা হ'ল ফ্যাটি টিস্যুগুলির বৃদ্ধি যা ধীরে ধীরে ত্বকের নীচে বিকাশ লাভ করে। যে কোনও বয়সের লোকেদের লাইপোমা , হতে পারে তবে শিশুদের খুব কমই লাইপোমা হয়। একটি লাইপোমা শরীরের যে কোনও অংশে হতে পারে তবে এগুলি সাধারণত: ঘাড়, কাঁধ, বাহু, উরু

এগুলি ফ্যাটি টিস্যুগুলির বৃদ্ধি বা টিউমার হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। তবে লাইপোমা ক্ষতি কর নয়।

লাইপোমার জন্য চিকিত্সা করা সাধারণত প্রয়োজন হয় না যতক্ষণ না এটি কোন ক্ষতি করে।

লাইপোমার লক্ষণগুলিঃ

অনেক ধরণের ত্বকের টিউমার রয়েছে তবে একটি লাইপোমা সাধারণত স্বতন্ত্র বৈশিষ্ট্যযুক্ত।

১.স্পর্শে নরম হতে
২.আঙুল দিয়ে ঠেলে সহজেই সরান যায়।
৩.ত্বকের নিচে থাকুন

৪. বর্ণহীন হতে পারে

৫.ধীরে ধীরে বৃদ্ধি হয়।

লাইপোমাস সাধারণত ঘাড়, উপরের বাহু, উরু, ফরোয়ার্ডে অবস্থিত তবে এগুলি পেট এবং পিঠের মতো অন্যান্য ক্ষেত্রেও হতে পারে।

একটি লাইপোমা কেবল তখনই বেদনাদায়ক হয় যদি এটি ত্বকের নীচে স্নায়ুগুলি সংকুচিত করে। নিয়মিত লাইপোমাসের চেয়ে অ্যাঞ্জিওলিপোমা নামে পরিচিত একটি রূপটিও প্রায়শই ব্যথা হয়।

লাইপোমা কীভাবে নির্ণয় করা হয়ঃ
১.ক্লিনিক্যাল পরীক্ষা
২.আল্ট্রাসনোগ্রাফী
৩.বায়োপসি

লাইপোমা চিকিত্সাঃ

সার্জারি

লাইপোমাটির চিকিত্সার সর্বাধিক সাধারণ উপায় হ'ল এটি সার্জারির মাধ্যমে অপসারণ করা।

লাইপোসাকশন

লাইপোসাকশন হ'ল চিকিত্সার বিকল্প। যেহেতু লাইপোমাস ফ্যাট-ভিত্তিক, এই পদ্ধতিটি এর আকার হ্রাস করতে ভাল কাজ করতে পারে। লাইপোসাকশনে একটি বড় সিরিঞ্জের সাথে সংযুক্ত একটি সুই জড়িত থাকে এবং প্রক্রিয়াটির আগে সাধারণত অঞ্চলটি অসাড় হয়ে যায়।

স্টেরয়েড ইনজেকশন

স্টেরয়েড ইঞ্জেকশনগুলি প্রভাবিত অঞ্চলে সরাসরি ব্যবহার করা যেতে পারে। এই চিকিত্সাটি লিপোমা সঙ্কুচিত করতে পারে তবে এটি এটি পুরোপুরি সরিয়ে দেয় না। (ডাঃ তৌহিদুল ইসলাম)

Address

Mogbazar Wairless
Maghbazar
1000

Telephone

+8801611622500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctor Bari BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctor Bari BD:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram