
27/03/2017
সতর্কতামূলক পোস্টঃ- সাবধান হোন, সেয়ার করুন৷
তিন-চার জন লোক আপনার বাসায় আসবে।
এসে বলবে যে তারা পানি সাপ্লাই কোম্পানী থেকে এসেছে। তারা ফ্রী তে আপ্নার বাসার পানির ট্যাপে নতুন এক ধরণের ক্যাপ বসাবে যাতে পানি খরচ কম হয়।
অথবা, তারা বলবে যে, তারা ইলেক্টিক্যাল কোম্পানী থেকে এসেছে। তারা ফ্রী তে আপনার বাসার এনার্জি সেভিং লাইট চেঞ্জ করে দিবে সরকারী প্রজেক্টের কাজ হিসেবে, যাতে বিদ্যুৎ খরচ কম হয়।
তাদেরকে অনেক জায়গায় এরকম করতে দেখা গেছে।
তাদেরকে ঢুকতে দিবেন না। তারা ডাকাত। মানুষের বাসায় ঢুকে বন্দুক ধরে ডাকাতি করে। বাসার দরজা সব সময় বন্ধ রাখুন। অপরিচিত জনকে বাসায় ঢুকতে দিবেন না।
এই পোস্টটি কপি করে নিজের টাইমলাইনে স্টাটাস দিন, এবং আপনার আত্নীয়-স্বজন, বন্ধুবান্ধবদেরকে সেই পোস্টে tag করুন। কপি করে স্টাটাস দেওয়া সম্ভব না হলে শেয়ার করুন।