Dental Care Centre

Dental Care Centre tharums ser quidem rerum facilis dolores nemis omnis fugats vitaes nemo minima rerums unsers sadips

ফাঁকা দাঁতের সমাধান মাত্র ১ ঘন্টায়-------------------------------------------------কসমেটিক ফিলিং এর মাধ্যমে।এই সেবা পেতে...
11/09/2020

ফাঁকা দাঁতের সমাধান মাত্র ১ ঘন্টায়
-------------------------------------------------
কসমেটিক ফিলিং এর মাধ্যমে।
এই সেবা পেতে যোগাযোগ করুন
Dental Care Centre
Dhanmondi, Dhaka
Appointment: 02 9140377
+8801937003681

দাঁতের মাঝের ফাঁকা পুরন করুন ।দাঁতের কোন রকম কাটাছেড়া বা ক্ষতি না করে মাত্র ১ ঘন্টায় ।==================================...
31/08/2020

দাঁতের মাঝের ফাঁকা পুরন করুন ।
দাঁতের কোন রকম কাটাছেড়া বা ক্ষতি না করে মাত্র ১ ঘন্টায় ।
======================================
ডেন্টাল কেয়ার সেন্টার
এডিসি এ্যাম্পায়ার প্লাজা (৩য় তলা), ১৮৩,সাতমসজিদ রোড,
ধানমন্ডি, ঢাকা -১২০৯ (স্টার কাবাব ও পিৎজা হাটের বিপরীতে)
ফোন : 02-9140377, 01937003681

25/07/2020
মাউথওয়াশ করোনোভাইরাস এ লড়াই করতে পারে💦💦💦💦💦💦🗯🗯🗯🗯 কার্ডিফ ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের একাধিক গবেষক যে এই সিদ্ধান্তে ...
25/06/2020

মাউথওয়াশ করোনোভাইরাস এ লড়াই করতে পারে
💦💦💦💦💦💦🗯🗯🗯🗯

কার্ডিফ ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের একাধিক গবেষক যে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে এই পদ্ধতির পরীক্ষা করার জন্য জরুরি প্রয়োজন আছে বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, সহজেই উপলভ্য দাঁতের মাউথওয়াশগুলি করোনাভাইরাসগুলির লিপিড খামটি ধ্বংস করতে, মুখ এবং গলায় ভাইরাসের প্রতিরক্ষার বিরুদ্ধে লড়াই করার সম্ভাবনা রয়েছে। ক্লিনিকাল পরীক্ষায়।

ক্রমবর্ধমানভাবে, গবেষকরা বলেছেন, উদীয়মান গবেষণাগুলি প্রমাণ করেছে যে কীভাবে গলা এবং লালা গ্রন্থিগুলি ভাইরাস প্রতিলিপি এবং সংক্রমণ সাইটগুলি COVID-19 রোগের প্রথম দিকে। SARS-CoV-2 একটি খামযুক্ত ভাইরাস যা বহিরাগত লিপিড ঝিল্লি দ্বারা চিহ্নিত করা হয় যা হোস্ট সেল থেকে উত্পন্ন হয় যা থেকে এটি কুঁকড়ে থাকে।

এছাড়াও, সারস-কোভি -২ লিপিড বায়ো-মেমব্রেনগুলিকে ব্যাহতকারী এজেন্টদের পক্ষে অত্যন্ত সংবেদনশীল। তবে, সংক্রমণ রোধে মৌখিক ধোয়ার সম্ভাব্য ভূমিকা সম্পর্কে কোনও আলোচনা হয়নি, গবেষকরা বলেছেন।

গবেষকরা ইথানল, ক্লোরহেক্সিডিন, সিটিপাইলিডিনিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন পারক্সাইড এবং পোভিডোন-আয়োডিন সহ ব্যাপকভাবে উপলব্ধ মাউথওয়াশ উপাদানগুলির দ্বারা ভাইরাল ঝিল্লি বিঘ্নিত হওয়ার জ্ঞাত প্রক্রিয়াগুলি পর্যালোচনা করেছিলেন।

এছাড়াও, গবেষকরা এই এজেন্টগুলির ঘনত্বের ভিত্তিতে SARS-CoV-2 লিপিড খামকে বিঘ্নিত করার তাদের সম্ভাব্যতার জন্য বিদ্যমান ফর্মুল্যগুলি মূল্যায়ন করেছেন, এই সিদ্ধান্তে এই সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের মধ্যে বেশিরভাগ ক্লিনিকাল মূল্যায়নের যোগ্যতা রয়েছে।

ভাইরাসগুলি পরিবর্তিত হলে লিপিড খামটি পরিবর্তিত হয় না, গবেষকরা বলেছেন। যদি কৌশলটিকে কার্যকর বলে মনে করা হয় তবে অবিরত, এটি এখনও কোনও নতুন করোনভাইরাস স্ট্রেনের উদ্ভবের বিরুদ্ধে কাজ করা উচিত।

প্রমাণ পর্যালোচনা সমীক্ষা, "সারস-কোভি -২ ইনফেকশনে ভাইরাল লিপিড খামকে টার্গেট করে মৌখিক রিন্সের সম্ভাব্য ভূমিকা", শিল্প অংশীদারদের দ্বারা সরবরাহিত বৈশ্বিক গঠনের তথ্য ব্যবহার করে এবং এর সিদ্ধান্তগুলি পুরোপুরি যথাযথভাবে উল্লেখ করা মূল পিয়ার-রিভিউ নিবন্ধ থেকে প্রাপ্ত হয়েছিল। এটি ফাংশন দ্বারা প্রকাশিত হয়েছিল।

15/05/2020

Dental Care Centre
এডিসি এ্যাম্পায়ার প্লাজা
(৩য় তলা), ১৮৩ সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯
( স্টার কাবাব ও পি‌‌‌ৎজা হাটের বিপরিতে )।‌‌‌‌‌‌‌‌‌
ফোন : +8802 9140377
মোবাইল :+8801712167830

03/12/2019

🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

যে সকল সমস্যা হতে পারেঃ
১.মুখের একপাশ হঠাৎ ফুলে যাওয়া।
২.মাঝারি থেকে বেশী ব্যাথা।
৩.বাচ্চা খেতে না চাওয়া।
৪.ফুলে যাওয়া মাড়ি থেকে রক্ত বা পূজ আসা।
৫.বাচ্চা ব্রাশ করতে ভয় পাওয়া।
৬.বাচ্চার জর আসা।

বাবা/মায়ের করনীয়ঃ
১. এরকম অবস্থা দেখলে সাথে সাথেই উষ্ণ লবন গরম পানি কুলিকুচি করাতে থাকবেন।
২.যত তাড়াতাড়ি সম্ভব ডেন্টিষ্ট এর কাছে গিয়ে পরামর্শ গ্রহন করুন।।
৩.খুব বেশী ব্যাথা থাকলে ডাক্তারের কাছে যাওয়ার আগে পর্যন্ত প্যারাসিটামল সিরাপ খাওয়াতে পারেন।

দুধ দাঁতের চিকিৎসা কেন করাতে হবেঃ
দাঁতের মাড়ি ফুলে গেলে চিকিৎসা নিতে হবে কারন মনে রাখবেন -
*দুধ দাত পার্মানেন্ট দাতের পথ প্রদর্শক
*দুধ দাতের ইনফেকশন, পার্মানেন্ট দাত কে ক্ষতিগ্রস্ত করতে পারে।

Dental Care Centre
এডিসি এ্যাম্পায়ার প্লাজা
(৩য় তলা), ১৮৩ সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯
( স্টার কাবাব ও পি‌‌‌ৎজা হাটের বিপরিতে )।‌‌‌‌‌‌‌‌‌
ফোন : +8802 9140377
মোবাইল : +8801937003681
+8801712167830

02/12/2019

স্কেলিং কি???
স্কেলিং দাঁতের এক বিশেষ পরিষ্কার পদ্ধতি যা আপনার দাঁতের গোঁড়ায় জমে থাকা প্লাক ক্যালকুলাস(দাঁতের চারপাশে জমা পাথর) এক বিশেষ যন্ত্রের মাধ্যমে দূর করে। দীর্ঘদিন এরকম জমে থাকা প্লাক ক্যালকুলাস যদি দূর করা না যায় তবে তা দাঁতে সংক্রমণের সৃষ্টি করে ফলে মাড়ি নরম হয়ে যায় যার পরিনতিতে জিনজিভাইটিস পেরিওডনটাইটিস রোগ দেখা দেয় এমনকি দাঁত পড়েও যেতে পারে।
নিয়মিত স্কেলিং কেন প্রয়োজনীয়??
আমরা প্রতিদিন যে খাবার খাই তা দাঁতের চারপাশে জমা হয়। যদি আমরা সঠিক পদ্ধতিতে ও নিয়মিতভাবে দাঁত পরিষ্কার না করি তাহলে এসব খাদ্যকনাগুলো দাঁতের আবরন “পেরিওডেনটাল মেমব্রেনের” উপর শক্ত হয়ে জমে থাকে।এভাবে জমে জমে একসময় পাথরের মতো সৃষ্টি করে।একে ডেন্টাল সাইন্সে ক্যালকুলাস বলে।এইসব পাথর দীর্ঘদিন জমে থাকলে তা একসময় দাঁতের মেমব্রেনটিকে নষ্ট করে ফেলে এবং দাঁত ও মাড়ির বিভিন্ন রোগ যেমন জিনজিভাইটিস পেরিওডনটাইটিস, মাড়ি হতে রক্ত পড়া, মুখে দুর্গন্ধ, দাঁত শিরশির সহ নানা ধরনের সমস্যার সৃষ্টি করে। দীর্ঘদিন যদি এই জমে থাকা ক্যালকুলাস প্ল্যাক রিমুভ না করা হয় তাহলে একসময় ঐ দাঁতে ক্যারিজ হয়ে যায়। তাই এই ক্যালকুলাস রিমুভ করার জন্যে প্রতি ছয় মাস পরপর একজন অভিজ্ঞ ডেন্টিস্ট এর পরামর্শ নেওয়া আবশ্যক। তিনি আপনার দাঁত পরীক্ষা করে বলবে আপনার দাঁত স্কেলিং করা দরকার কিনা? এছাড়াও আমাদের দেশে অনেকে তামাক জাতীয় দ্রব্য যেমন বিড়ি সিগারেট পান সাদা পাতা জর্দা গুল সেবন করে যার ফলে দাঁতে বিশেষ করে সামনের দাঁতে কালো বা বাদামি দাগ পড়ে। প্রাথমিক অবস্থায় এইসব দাগ দূর করার জন্যে স্কেলিং খুবই আবশ্যক। সুতরাং স্কেলিং করলে দাঁত দুর্বল হয় না বরং তা মাড়ির রোগকে প্রতিরোধ করে যাতে মাড়ি হতে রক্ত পড়া, মুখে দুর্গন্ধ, দাঁত শিরশির করা ইত্যাদি সবই ঠিক হয়ে যায়।
ক্যালকুলাস কিভাবে গঠিত হয়???
প্লাক হচ্ছে আঠালো, নরম ব্যাকটেরিয়া ও খাদ্যকণার সমষ্টি যা দাঁতের উপর ক্রমাগত তৈরী হতে থাকে। ব্যাক্টিরিয়া ওখানে অবস্থান নেয় এবং দ্রুত বংশ বৃদ্ধি করে এবং মাড়িতে সংক্রমণ করে, ফলে মাড়ি নরম হয়। যদি দাঁতের প্লাক ১০ থেকে ১৪ ঘণ্টার মধ্যে ব্রাশ করে পরিষ্কার না করা হয় ওগুলো জমে ক্যালকুলাস বা পাথরে পরিণত হয়। ক্যালকুলাস কখনো সাধারণ ব্রাশ এর মাধ্যমে রিমুভ করা সম্ভব নয়। একমাত্র স্কেলিং এর মাধ্যমে এই ক্যালকুলাস রিমুভ করা যায়।
ঠাণ্ডা গরম বা মিষ্টি জাতীয় খাবারে কখন আপনার দাঁত শিরশির করে উঠে?????
আমাদের দাঁতের সর্ববহিঃস্থ আবরন এনামেল সম্পূর্ণ সংবেদনহীন।কিন্তু এনামেলের নীচের আবরনগুলো বেশ সংবেদনশীল। আমরা যে খাবার খাই তা যদি নিয়মিত পরিষ্কার না করা হয় তাহলে একসময় দাঁতে প্ল্যাক, ক্যারিজ, পাথর জমে এনামেলের আবরন টিকে দুর্বল করে ফেলে। ফলে সংবেদনশীল অংশ গুলো বের হয়ে আসে। উপরোক্ত সমস্যার কারনে আমরা ঠাণ্ডা গরম বা মিষ্টি জাতীয় খাবারে দাঁত বেশ শিরশির করতে থাকে। তাই দাঁত প্রতিদিন দুইবার সঠিক নিয়মে
Dental Care Centre
এডিসি এ্যাম্পায়ার প্লাজা
(৩য় তলা), ১৮৩ সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯
( স্টার কাবাব ও পি‌‌‌ৎজা হাটের বিপরিতে )।‌‌‌‌‌‌‌‌‌
ফোন : +8802 9140377
মোবাইল : +8801937003681
+8801712167830

30/11/2019
10/11/2019

Address

Dhanmondi

Telephone

+8801937003681

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dental Care Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dental Care Centre:

Share

Category