Dr Rudro Biswas

Dr Rudro Biswas (স্বাস্থবিষয়ক পরামর্শ ) পেইজে সবাইকে অভিনন্দন। চিকিৎসক' দ্বারা পরিচালিত একটি চিকিৎসা 'সেবামূলক পেইজ'। Follow করে আমাদের সাথে থাকুন

আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হলো সুস্থ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় **স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, প্রাকৃতিক ও বৈজ্ঞানিক তথ্যভিত্তিক পরামর্শ প্রদান এবং সহজ ঘরোয়া উপায়ে ছোটখাটো সমস্যার সমাধান** জানানো।

আমাদের উদ্দেশ্যঃ
✅ বিভিন্ন রোগের কারণ,প্রতিরোধ ও করণীয়
✅ পুষ্টিকর খাবার ও ডায়েট বিষয়ক তথ্য
✅ ভেষজ ও প্রাকৃতিক উপাদানের উপকারিতা
✅ যৌন ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ
✅ ফিটনেস ও দৈনন্দিন স্বাস্থ্য টিপস
✅কন্টেন্ট তৈরির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সঠিক চিকিৎসা ধারণা গড়ে তোলা
✅সঠিক চিকিৎসা পরামর্শ প্রদানের মাধ্যমে সাধারন মানুষের সচেতনতা বৃদ্ধি করা

আমাদের পাশে থেকে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যেতে আপনাদের সহযোগিতা কামনা করছি

**বিশেষ দ্রষ্টব্য:** আমরা কোনো ধরনের সরাসরি চিকিৎসা (Medicine/Prescription) দিই না। শুধু সচেতনতা,সাধারণ করণীয় ও স্বাস্থ্য বিষয়ক গাইডলাইন শেয়ার করি।
ব্যক্তিগত রোগের জন্য অবশ্যই ডাক্তার বা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

Dr.Rudro Biswas
Founder

নতুন চুল গজানোর ভিটামিন ঔষধ🌿বায়োটিন (Vitamin B7) কী?বায়োটিন হলো **জল-দ্রবণীয় ভিটামিন**, যা **B-কমপ্লেক্স ভিটামিন পরিব...
15/10/2025

নতুন চুল গজানোর ভিটামিন ঔষধ

🌿বায়োটিন (Vitamin B7) কী?
বায়োটিন হলো **জল-দ্রবণীয় ভিটামিন**, যা **B-কমপ্লেক্স ভিটামিন পরিবারের** অংশ।
এটি আমাদের শরীরে **চুলের মূল প্রোটিন “ক্যারাটিন (Keratin)”** তৈরি করতে সাহায্য করে — আর ক্যারাটিনই চুলের প্রধান গঠন উপাদান।

⚙️বায়োটিন কীভাবে চুলে কাজ করে👇
**ক্যারাটিন উৎপাদন বাড়ায়
* বায়োটিন **ক্যারাটিন জিনের কার্যকারিতা** বৃদ্ধি করে।
* ফলে চুলের গোড়া (follicle) শক্ত হয় এবং নতুন চুল গজাতে সহায়তা করে।

📌সহজভাবে বললে:
যেমন ইট দিয়ে বাড়ি তৈরি হয়, তেমনি বায়োটিন চুলের “ইট”— ক্যারাটিন তৈরি করতে সাহায্য করে।

#চুলের কোষে শক্তি সরবরাহ করে
* বায়োটিন ফ্যাট, কার্বোহাইড্রেট ও প্রোটিনকে **এনার্জিতে রূপান্তর** করে।
* ফলে চুলের ফলিকলে যথেষ্ট পুষ্টি ও শক্তি পৌঁছে যায়।
* এর ফলে চুল পড়া কমে ও চুলের ঘনত্ব বাড়ে।

#স্ক্যাল্পের স্বাস্থ্য রক্ষা করে
* বায়োটিন মাথার ত্বকে (scalp) **Sebum (প্রাকৃতিক তেল)** উৎপাদন ঠিক রাখে।
* এর ফলে মাথার ত্বক শুকিয়ে যায় না, চুলের গোড়া শক্ত থাকে।

#চুল ভেঙে যাওয়া ও ফাটা রোধ করে
* বায়োটিন চুলের শ্যাফট বা গঠনকে মজবুত করে।
* ফলে চুল সহজে ভাঙে না বা ফাটে না।

🍽️বায়োটিন পাওয়া যায় যেসব খাবারে

| খাবার | প্রতি ১০০ গ্রামে আনুমানিক বায়োটিন |
| ------------------------ | -----------------------
| 🥚 ডিম (বিশেষ করে কুসুম) | ২৫ μg
| 🥜 বাদাম, চিনাবাদাম | ২০–৩০ μg
| 🥩 কলিজা | ৩০–৫০ μg
| 🧀 দুধ ও দই | ৫ μg
| 🥦 ব্রকোলি, ফুলকপি | ৪ μg
| 🍌 কলা | ২ μg
| 🥑 অ্যাভোকাডো | ৩–৪ μg

---

# # 💊 **বায়োটিন সাপ্লিমেন্ট**
* প্রতিদিন প্রাপ্তবয়স্কদের প্রয়োজন প্রায় **৩০–১০০ মাইক্রোগ্রাম (µg)** বায়োটিন।
* বাজারে **Biotin 5,000 µg বা 10,000 µg ট্যাবলেট** পাওয়া যায়।
* তবে অতিরিক্ত মাত্রায় নেওয়া **কোনও অতিরিক্ত উপকার দেয় না**, বরং ল্যাব টেস্টে সমস্যা (বিশেষত থাইরয়েড ও ভিটামিন D টেস্টে) আনতে পারে।
👉 তাই **ডাক্তার বা নিউট্রিশনিস্টের পরামর্শে** নেওয়াই সবচেয়ে নিরাপদ।

Like | Comment | Share

14/10/2025

যে তিনটি কারণে গ্যাস্ট্রিকের ঔষধ খাবেন না | Gastric

14/10/2025

অতিরিক্ত লবণ মারাত্মক ক্ষতিকর শরীরের জন্য। Salt

কিভাবে বুঝব আমার ডায়াবেটিস হয়েছে ?🧩ডায়াবেটিসের সাধারণ লক্ষণ (Symptoms):যদি নিচের ৪–৫টি লক্ষণ একসাথে দেখা যায়, তাহলে ...
14/10/2025

কিভাবে বুঝব আমার ডায়াবেটিস হয়েছে ?

🧩ডায়াবেটিসের সাধারণ লক্ষণ (Symptoms):
যদি নিচের ৪–৫টি লক্ষণ একসাথে দেখা যায়, তাহলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি 👇
1. বারবার প্রসাব হওয়া – বিশেষ করে রাতে।
2. অতিরিক্ত পিপাসা লাগা (সবসময় পানি খেতে ইচ্ছা করে)।
3. অতিরিক্ত ক্ষুধা থাকা, কিন্তু ওজন কমে যাওয়া।
4. সহজে ক্লান্ত লাগা, মনোযোগ কমে যাওয়া।
5. চোখ ঝাপসা দেখা।
6. চামড়ার ক্ষত বা ঘা শুকাতে দেরি হওয়া।
7. ত্বকে চুলকানি বা কালচে দাগ পড়া (বিশেষ করে ঘাড় বা বগলে)।

🧪রক্ত পরীক্ষা (Blood Test) — নিশ্চিত হওয়ার একমাত্র উপায়
তুমি যেকোনো ডায়াগনস্টিক সেন্টারে নিচের টেস্টগুলো করালে একদম পরিষ্কার বোঝা যাবে 👇

| পরীক্ষা | স্বাভাবিক মান | ডায়াবেটিস হলে |
| ------------------------------------------ | ------------- | -----------
| Fasting Blood Sugar (খালি পেটে) | 70–99 mg/dl | ≥126 mg/dl |
| 2 Hours After Meal (খাওয়ার ২ ঘণ্টা পর) | 70–139 mg/dl | ≥200 mg/dl |
| HbA1c (গত ৩ মাসের গড়) |

প্রসাবের সাথে ফেনা কারণ এবং করণীয় ✅স্বাভাবিক বা ক্ষতিকর নয় এমন কারণ**অনেক সময় নিচের কারণে সাময়িকভাবে প্রসাবে ফেনা দেখা ...
13/10/2025

প্রসাবের সাথে ফেনা কারণ এবং করণীয়

✅স্বাভাবিক বা ক্ষতিকর নয় এমন কারণ**
অনেক সময় নিচের কারণে সাময়িকভাবে প্রসাবে ফেনা দেখা দিতে পারে:
* প্রসাবের গতি খুব দ্রুত হলে (forceful urination)
* প্রসাব আটকে রেখে হঠাৎ বেশি পরিমাণে প্রসাব করলে
* কম পানি খেলে, প্রসাব ঘন হয়ে যায় — ফলে ফেনা দেখা দেয়
* টয়লেটের ডিটারজেন্ট বা ক্লিনার মিশে গেলে (chemical reaction)

➡️ এসব ক্ষেত্রে ফেনা এক-দুইবার দেখা দেয়, এবং পরে ঠিক হয়ে যায়।
তবে যদি প্রতিদিন ফেনা দেখা যায় বা দীর্ঘস্থায়ী হয়, তাহলে নিচের কারণগুলো পরীক্ষা করা দরকার।

1.প্রস্রাবে প্রোটিন (Proteinuria)
👉 কিডনি ঠিকমতো কাজ না করলে রক্তের প্রোটিন ফিল্টার হয়ে প্রস্রাবে চলে আসে।
এর ফলে প্রসাবের উপর ফেনা দেখা যায় যা কিছুক্ষণ পরেও মিলিয়ে যায় না।

🔹সম্ভাব্য কারণ:
* কিডনি সমস্যা (Nephrotic syndrome, Glomerulonephritis)
* উচ্চ রক্তচাপ (Hypertension)
* ডায়াবেটিস (Diabetic nephropathy)

2.ডিহাইড্রেশন (পানির ঘাটতি)**
👉 পানি কম খেলে প্রসাব ঘন হয়, ফলে ফেনা দেখা দিতে পারে।
এক্ষেত্রে প্রসাবের রঙ সাধারণত গাঢ় (গাঢ় হলুদ বা অ্যাম্বার রঙের) হয়।

3.মূত্রনালীর সংক্রমণ (UTI)**
👉 সংক্রমণ হলে প্রসাবে ব্যাকটেরিয়া ও পুঁজ তৈরি হয়, ফলে ফেনা ও দুর্গন্ধ হতে পারে।

লক্ষণসমূহ:
* প্রসাবে জ্বালা বা ব্যথা
* ঘন ঘন প্রসাবের বেগ
* প্রসাবের রঙ ঘোলা
* নিচের পেট ব্যথা

4.ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত কিডনি ক্ষতি

👉 দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেসার থাকলে কিডনি ফিল্টার নষ্ট হয়, ফলে প্রসাবে প্রোটিন বের হয় — এতে ফেনা আসে।

✅ করণীয় (সমাধান)

💧প্রচুর পানি পান করুন
প্রতিদিন অন্তত **২.৫–৩ লিটার পানি খান।
শরীর হাইড্রেট থাকলে প্রসাব পাতলা হয় এবং ফেনা কমে যায়।

🍎সুস্থ খাদ্যাভ্যাস বজায় রাখুন
* অতিরিক্ত **লবণ, ভাজা-ভুজি, প্রক্রিয়াজাত খাবার** পরিহার করুন
* ফল, সবজি, ওটস, ডাবের পানি** খাওয়ার অভ্যাস করুন
* প্রোটিন সাপ্লিমেন্ট** (যেমন প্রোটিন পাউডার) ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না

⚕️ডাক্তারের পরামর্শে পরীক্ষা করান (যদি ফেনা নিয়মিত থাকে)
যদি ৩ দিনের বেশি সময় ধরে প্রসাবে ফেনা থাকে, বা এর সঙ্গে নিচের উপসর্গ থাকে:
* প্রসাবের পর ফেনা না মিলিয়ে যাওয়া
* পায়ে বা চোখে ফোলা
* প্রসাবে জ্বালা, রঙ পরিবর্তন, দুর্গন্ধ
* দুর্বলতা বা ক্ষুধামান্দ্য

তাহলে নিচের **পরীক্ষাগুলো** করতে হবে 🔬
* Urine Routine & Microscopy Test
* Urine Protein Test (24-hour protein)
* Blood Urea, Creatinine, Sugar
* Ultrasound of Kidney

Like | Comment | Share

11/10/2025

চুল পড়া বন্ধ করতে যে ঔষধ গুলো খাবেন | Biotin

এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার কারণ এবং সঠিক পদক্ষেপ🦠💊 🔬এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স কী?এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স হ...
11/10/2025

এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার কারণ এবং সঠিক পদক্ষেপ🦠💊
🔬এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স কী?
এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স হলো এমন একটি অবস্থা, যখন ব্যাকটেরিয়া (জীবাণু) ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। অর্থাৎ, যেসব ওষুধ আগে সহজে জীবাণু মেরে ফেলত, সেগুলো আর কাজ করে না। ফলে সাধারণ ইনফেকশনও গুরুতর রূপ নিতে পারে।

⚠️এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার প্রধান কারণ:
1. অপ্রয়োজনে এন্টিবায়োটিক ব্যবহার — ভাইরাসজনিত সর্দি, কাশি, জ্বরের জন্য অকারণে ওষুধ খাওয়া।
2. ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া বা বন্ধ করা — কোর্স শেষ না করা বা নিজের মতো করে বন্ধ করে দেওয়া।
3. প্রাণী ও কৃষিতে অতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহার — মুরগি বা মাছের খাবারে এন্টিবায়োটিক দেওয়া।
4. নিম্নমানের বা নকল ওষুধ ব্যবহার — জীবাণু সম্পূর্ণ ধ্বংস না হয়ে প্রতিরোধী হয়ে ওঠে।
5. স্বাস্থ্যবিধি না মানা ও সংক্রমণ ছড়িয়ে পড়া — এক ব্যক্তি থেকে আরেক জনে প্রতিরোধী ব্যাকটেরিয়া ছড়ায়।

✅সঠিক পদক্ষেপ ও প্রতিরোধের উপায়:
1. 🩺 শুধু চিকিৎসকের পরামর্শে এন্টিবায়োটিক গ্রহণ করুন।
2. 💊 ওষুধের পূর্ণ কোর্স শেষ করুন, মাঝপথে বন্ধ করবেন না।
3. 🍗 খাবারে বা পশুপালনে অকারণে এন্টিবায়োটিক ব্যবহার এড়ান।
4. 🧼 হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন, সংক্রমণ প্রতিরোধে সচেতন থাকুন।
5. 🧫 টিকা গ্রহণ করুন — অনেক ইনফেকশন প্রতিরোধ করা যায়, ফলে এন্টিবায়োটিক কম লাগে।
6. 🧍‍♂️ অন্যের প্রেসক্রিপশন বা বাকি থাকা ওষুধ ব্যবহার করবেন না।

Like | Comment | Share

10/10/2025

চুল পড়ে যে ৪টি অভ্যাসের কারণে | Dr.Rudro Biswas

09/10/2025

যে তিনটি লক্ষণ বলে দিবে শরীরের রক্ত কম! Anemia

ঔষধ ছাড়া সুস্থ থাকার পাঁচ উপায়:🩺সুষম ও প্রাকৃতিক খাদ্যাভ্যাস* বেশি খাবেন: শাকসবজি, ফল, ডাল, মাছ, বাদাম ও পানি।* কম খাব...
09/10/2025

ঔষধ ছাড়া সুস্থ থাকার পাঁচ উপায়:
🩺সুষম ও প্রাকৃতিক খাদ্যাভ্যাস
* বেশি খাবেন: শাকসবজি, ফল, ডাল, মাছ, বাদাম ও পানি।
* কম খাবেন: ভাজাপোড়া, চিনি, প্রক্রিয়াজাত খাবার (জাঙ্ক ফুড)।
🔬কারণ:এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা (ইমিউন সিস্টেম) বাড়ায় এবং হরমোনের ভারসাম্য রক্ষা করে।

🏃‍♂️নিয়মিত শরীরচর্চা (Exercise
* প্রতিদিন অন্তত **৩০ মিনিট হাঁটা, দৌড়ানো বা যোগব্যায়াম** করুন।
* অফিসে বসে কাজ করলে প্রতি ঘণ্টায় অন্তত ৫ মিনিট নড়াচড়া করুন।
🔬কারণ: ব্যায়াম রক্তসঞ্চালন উন্নত করে, হৃদয় ও মস্তিষ্ক সক্রিয় রাখে, মানসিক চাপ কমায়।

😴পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম
* প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন **৭–৮ ঘণ্টা** ঘুম প্রয়োজন।
* ঘুমের আগে মোবাইল বা টিভি না দেখে, মন শান্ত রাখুন।
🔬কারণ: ঘুম শরীরের কোষ পুনর্গঠন করে এবং মানসিক স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখে।

🌞মানসিক প্রশান্তি ও ইতিবাচক চিন্তা
* ধ্যান, প্রার্থনা বা শান্ত সঙ্গীত শুনে মনকে প্রশান্ত রাখুন।
* নেতিবাচক ভাবনা, রাগ বা হিংসা থেকে দূরে থাকুন।
🔬কারণ: মানসিক চাপ কমলে শরীরে কর্টিসল হরমোন কমে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

💧পর্যাপ্ত পানি ও পরিচ্ছন্নতা
* দিনে অন্তত **৮–১০ গ্লাস পানি** পান করুন।
* হাত ধোয়া, দাঁত ব্রাশ, ও পরিষ্কার পোশাকের অভ্যাস বজায় রাখুন।
🔬কারণ:শরীর থেকে টক্সিন বের হয়, হজম ভালো থাকে এবং সংক্রমণের ঝুঁকি কমে।

08/10/2025

১টা মহিলা দুইটা জরায়ু | কারণ -লক্ষণ ও বাচ্চা হবে কি? Didelphys uterus

আজকের ভিডিওর আলোচনার বিষয়ঃ ১টা মহিলা দুইটা জরায়ু | কারণ -লক্ষণ ও বাচ্চা হবে কি? Didelphys uterus

👉অনেক মহিলার শরীরে জন্মগতভাবে **দুইটি জরায়ু (Uterus Didelphys) থাকতে পারে। এই ভিডিওতে জানুন —
🔹 কেন দুইটা জরায়ু তৈরি হয়
🔹 এর লক্ষণ ও পরীক্ষা পদ্ধতি
🔹 এমন অবস্থায় কি স্বাভাবিকভাবে বাচ্চা ধারণ করা যায়
🔹 সম্ভাব্য ঝুঁকি ও চিকিৎসা ব্যবস্থা

📖বৈজ্ঞানিক বিশ্লেষণসহ বিস্তারিত আলোচনা** করা হয়েছে যাতে আপনি সহজে বুঝতে পারেন এই বিরল অবস্থা আসলে কতটা গুরুতর এবং এর সমাধান কী হতে পারে।

📌 নিজেকে ও আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন।
Like | Comment | Share

কোন অঙ্গ কি কি কারণে নষ্ট হয়?🧠১.মস্তিষ্ক (Brain)নষ্ট হওয়ার কারণ:* উচ্চ রক্তচাপ ও স্ট্রোক* অতিরিক্ত মানসিক চাপ ও ঘুমের অভ...
08/10/2025

কোন অঙ্গ কি কি কারণে নষ্ট হয়?

🧠১.মস্তিষ্ক (Brain)
নষ্ট হওয়ার কারণ:
* উচ্চ রক্তচাপ ও স্ট্রোক
* অতিরিক্ত মানসিক চাপ ও ঘুমের অভাব
* মাদক, অ্যালকোহল, সিগারেট
* মাথায় আঘাত
* দীর্ঘ সময় মোবাইল/স্ক্রিনে চোখ রেখে কাজ

**ফল:স্মৃতিশক্তি কমে যায়, চিন্তা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হয়।

💓২.হৃদপিণ্ড (Heart)
নষ্ট হওয়ার কারণ:
* অতিরিক্ত চর্বি বা কোলেস্টেরল
* ধূমপান, মদ, অল্প ব্যায়াম
* উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস
* মানসিক চাপ

ফল:হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, বা আকস্মিক মৃত্যু।

🫁৩.ফুসফুস (Lungs)
নষ্ট হওয়ার কারণ:
* ধূমপান বা সিগারেটের ধোঁয়া
* ধুলোবালি, দূষণ
* ফুসফুসে সংক্রমণ (যেমন TB, Pneumonia)
* শ্বাসকষ্ট বা COPD

ফল:অক্সিজেনের ঘাটতি, শ্বাসকষ্ট,COPD,Asthma, ক্লান্তি।

🫀৪.লিভার (Liver)
নষ্ট হওয়ার কারণ:
* মদ্যপান
* ভাইরাস (Hepatitis B/C)
* অতিরিক্ত ওষুধ বা স্টেরয়েড
* তৈলাক্ত খাবার ও স্থূলতা

ফল:জন্ডিস,লিভার সিরোসিস, ক্যান্সার।

🧠৫.কিডনি (Kidney)
নষ্ট হওয়ার কারণ:
* অতিরিক্ত লবণ, ব্যথার ওষুধ, প্রোটিন সাপ্লিমেন্ট
* ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ
* পানিশূন্যতা
* সংক্রমণ বা পাথর

ফল:মূত্রে সমস্যা, শরীরে পানি জমে যাওয়া, ডায়ালাইসিসের প্রয়োজন।

🍽️৬.পাকস্থলী ও অন্ত্র (Stomach & Intestine)
নষ্ট হওয়ার কারণ:
* ফাস্টফুড, অতিরিক্ত মশলা
* অনিয়মিত খাবার ও ঘুম
* স্ট্রেস
* Helicobacter pylori ব্যাকটেরিয়া সংক্রমণ

ফল:গ্যাস্ট্রিক, আলসার, হজমে সমস্যা।

🧬৭.যৌ'ন অঙ্গ (Male & Female Reproductive Organs)
নষ্ট হওয়ার কারণ:
* হ'স্তমৈথুনের অতিরিক্ততা
* প'র্নোগ্রাফি আসক্তি
* যৌ'নরোগ (STD/STI)
* মানসিক ভয়, স্ট্রেস
* ধূমপান ও মাদক

*ফল:লি'ঙ্গ শক্তি কমে যাওয়া, শু'ক্রাণুর মান নষ্ট, বন্ধ্যাত্ব।

👁️৮.চোখ (Eyes)
নষ্ট হওয়ার কারণ:
* দীর্ঘ সময় মোবাইল/কম্পিউটার
* ডায়াবেটিস
* সূর্যের আলো বা অতিবেগুনি রশ্মি
* ঘুমের অভাব

ফল:চোখ শুকিয়ে যাওয়া, দৃষ্টিশক্তি দুর্বল, চোখ লাল হওয়া।

🦵৯.হাড় ও জয়েন্ট (Bones & Joints)
নষ্ট হওয়ার কারণ:
* ক্যালসিয়াম ও ভিটামিন D এর ঘাটতি
* ব্যায়াম না করা
* ধূমপান, অ্যালকোহল
* দীর্ঘ সময় বসে থাকা

ফল:ব্যথা, দুর্বল হাড়, আর্থ্রাইটিস।

Like | Comment | Share

Address

Kishoregonj ;Dhaka
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr Rudro Biswas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Rudro Biswas:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram