21/12/2023
ক্যালসিয়ামের ঘাটতি পূরণে নিরাপদ প্রাকৃতিক সমাধান নিজেই তৈরী করুন:
উদ্দীপক জল... ( Calcium Deficiency Solution for All )
শিশু থেকে বৃদ্ধ, সবার হাড় এবং দাঁতের ক্ষয়জনিত সমস্যা, দাঁতের মাড়ির রক্ত পড়া, জয়েন্ট এ ব্যাথা, কোমর ব্যাথা, মাংসপেশির শিথিলতা ইত্যাদি সমাধানে উদ্দীপক জল হতে পারে সেরা নিরাপদ পছন্দ, পরিমিত ব্যবহারে কোনো প্রকার সাইড এফেক্ট নাই, বরং মানব শরীরের অন্যান্য অনেক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখে এই উদ্দীপক জল।
*উদ্দীপক জল তৈরির প্রক্রিয়া:
একটি মাটির পাত্রে ৫ থেকে ৬ গ্রাম প্রাকৃতিক চুন (পাথরে চুন) ও ১ লিটার খাবার পানি ঢেলে ৩ দিন রাখতে হবে, প্রথম ২ দিন প্রাকৃতিক চুন মিশ্রিত পানি ভালো ভাবে নেড়ে দিবেন (অন্তত দিনে ৩ বার)। তৃতীয় দিন পানিকে না নাড়িয়ে উপর থেকে পানি কাঁচের পাত্রে তুলে নিন (এমনভাবে করবেন, যেন চুন না আসে বা খুব কম আসে।
এতে ১ লিটার পানি থেকে আনুমানিক ৭৫০ মি.লি. ব্যবহারযোগ্য ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজ সমৃদ্ধ পানি পাওয়া যাবে।
মিশ্রণটিকে আরও শক্তিশালী করার জন্য ৭৫০ মি.লি. পানিতে আধা গ্রাম জাফরান মিশিয়ে দিন (জাফরান দিলে পানির রং কিছুটা হলদে হবে)।
এরপরে পানি সহ পাত্রটিকে একদিনের জন্য সূর্যের আলোয় রাখুন। গরমের সময় ব্যবহারের ক্ষেত্রে পানিতে জাফরান ব্যবহার করবেন না, শুধু শীতকালের জন্য জাফরান ব্যবহার করবেন।
খাবার নিয়মের জন্য যিনি বা যারা খাবেন, তার বয়স, সমস্যা, শারীরিক অবস্থা ইত্যাদি জানিয়ে কমেন্ট অথবা ইনবক্স করতে পারেন। নিয়ম না জেনে ব্যবহার শুরু করা যাবে না।
#বিশ্ববাসী_এক_পরিবার, #আমরা_সবাই_সবার...
... Welcome Beautiful Souls!
*(তথ্য সূত্রঃ জগত-বিখ্যাত বৈদ্য Vaidya Rrajesh Kapoor)
*আনুমানিক খরচ ( জাফরান সহ, শীতকালে) :
১/২ গ্রাম জাফরান ২৩০ থেকে ৩৩০ + কাঁচের পাত্র ২৫ থেকে ৫০ + প্রাকৃতিক চুন ৫ + পারিশ্রমিক ... + প্যাকেজিং ও ডেলিভারি ... + মুনাফা ..., এখানে বিভিন্ন পণ্য জোগাড়ের জন্য যাতায়াত খরচ এবং সময়ের মূল্য যোগ করা হয়নি।
আনুমানিক খরচ: (জাফরান ছাড়া, গরমকালে ):
( কাঁচের পাত্র ২৫ থেকে ৫০ + প্রাকৃতিক চুন ৫ + পারিশ্রমিক ... + প্যাকেজিং ও ডেলিভারি ... + মুনাফা ..., এখানে বিভিন্ন পণ্য জোগাড়ের জন্য যাতায়াত খরচ এবং সময়ের মূল্য যোগ করা হয়নি।
#বিশ্ববাসী_এক_পরিবার
Information Source :