07/12/2025
সাউথ আফ্রিকা থেকে এসেছেন একজন রোগী, তিনি দীর্ঘদিন ধরে উত্থান জনিত সমস্যায় ভুগছিলেন এবং মানসিক অশান্তিতে ভুগছিলেন। এই সমস্যার কারণে তিনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন, জীবনের প্রতি হতাশ হয়ে পড়েছিলেন। উন্নত চিকিৎসার জন্যে তিনি Royal Multispecialty Hospital এ আসেন। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে pe**le implant চিকিৎসার পরামর্শ দেন এবং রোগীকে ভর্তি হতে বলেন।
এই পুরো চিকিৎসা প্রক্রিয়া অভিজ্ঞ ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. আবিদ হোসেনের তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়। পুরো চিকিৎসা যাত্রা, প্রাথমিক সমস্যা নির্ণয় থেকে শুরু করে করণীয় নির্দেশনা পর্যন্ত, বিস্তারিতভাবে তুলে ধরেছেন -
সার্জন-
প্রফেসর ডাঃ মোঃ আবিদ হোসেন
প্রফেসর অফ ইউরোলজি,
এফ.সি.পি.এস.(সার্জারি),
এফ.আর.সি.এস.(আয়্যারল্যান্ড),
এফআরসিএস(গ্লাসগো,ইউকে),
এম.এস.(ইউরোলজি);
বিভাগীয় প্রধান (ইউরোলজি বিভাগ)
রয়্যাল মাল্টিস্পেশালিটি হসপিটাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার;
সাবেক সহকারী ও সহযোগী অধ্যাপক (ইউরোলজি বিভাগ)
কুষ্টিয়া মেডিকেল কলেজ, রাঙ্গামাটি মেডিকেল কলেজ,
ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি (NIKDU)
আমাদের হসপিটালের ঠিকানাঃ
ইউনিট-১:
২০/৩, বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ (জাতীয় হৃদরোগ হসপিটালের বিপরীত পাশে)
গুগল ম্যাপঃ https://maps.app.goo.gl/Up9Gev9KzjM2Gehe6
ইউনিট-২:
মুক্তিযোদ্ধা টাওয়ার-১ এর ৫ম তলা, কলেজগেট, মিরপুর রোড, (শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে)মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
গুগল ম্যাপঃ https://maps.app.goo.gl/LXbNMsyR951oZFAJ7
সাধারণ জিজ্ঞাসা, সিরিয়াল বা চিকিৎসা সেবা পেতে কল করুনঃ
📞 +8801700999222 (WhatsApp/Imo)
📞 +8801317772555 (WhatsApp/Imo)
আমাদের ভিজিট করুনঃ
Website: https://rmshospitals.com