Our Story
মেডিস্টোর বাংলাদেশের প্রথম স্বাস্থ্যসুরক্ষা ও সৌন্দয্যপণ্যর সবছেয়ে বড়, এবং একমাত্র অনলাইন প্লাটফর্ম। যেখানে যেকোন স্বাস্থ্য অথবা সৌন্দয্য সচেতন ব্যক্তিগন তাদের প্রয়োজনীয় যে কোন স্বাস্থ্যসুরক্ষা ও সৌন্দয্যপণ্যর সংক্রান্ত যাবতীয় পন্য সহজেই এক জায়গাতেই পেয়ে যাবে। এবং যে কোন প্রকার হাসপাতাল ও ডায়াগনষ্টিক মেশিনারীও পাচ্ছেন এখানে সহজেই।
বর্তমান এই যান্ত্রিকযুগে মানুষ যখন নিজেদের এই কর্মব্যস্ত জীবনে অবসর সময় খুঁজে পেতে হিমশিম খাচ্ছে, এমনকি নিজের শরীর ও সৌন্দয্যর দিকেও লক্ষ্য করার কথা দিব্বি ভুলে যায়। ঠিক সেই মূহুর্তেই মেডিস্টোর আপনাকে একটি সহজ উপায়ে পেতে সাহায্য করছে। এখন ঘরে বা অফিসে বসে কম্পিউটার অথবা মোবাইল ফোন দিয়ে ভিজিট করুন https://www.medistorebd.com এবং মাউসের ক্লিক অথবা আঙ্গুলের ছোঁয়াতেই খুঁজেনিন আপনার প্রয়োজনীয় পছন্দের স্বাস্থ্যসুরক্ষার কিংবা সোন্দয্য পণ্যটি। এবং অর্ডার করুন আপনার প্রয়োজনীয় দৈনন্দিন ডায়াবেটিস মিটার, গ্লুকোজ টেস্ট স্টিপ, ওয়েট স্কেল, ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন, থার্মোমিটার, হট ওয়াটার ব্যাগসহ যে কোন স্বাস্থ্যসুরক্ষা পণ্য। এছাড়াও মেডিস্টোরে পাবেন, আল্টাসানোগ্রাফী, এক্স-রে, ইসিজি, হরমোন, বায়োকেমিস্ট্রি এজানাইজার সহ যে কোন ডায়াগনষ্টিক পণ্য।
যানজটের এই যান্ত্রিক শহরে মেডিস্টোর এই আপনার মূল্যবান এবং প্রয়োজনীয় সময়ের কথা মাথায় রেখেই আপনার কাজটিকে অনেক সহজ করে দিয়েছে। এখন আপনি আপনার ব্যাক্তিগত মূল্যবান সময় আপনার প্রিয়জনদের সাথেই কাটাতে পারেন। কারণ আপনি/আপনার পরিবারের দৈনন্দিন যে কোন স্বাস্থ্যসুরক্ষা ও সৌন্দয্যপণ্য সহ অসংখ্য প্রয়োজনীয় পন্য খোঁজার ও কেনার দায়-দায়িত্ব এখন মেডিস্টোরের। আমাদের প্রতিটি পণ্যরই পাচ্ছেন নিশ্চিত ৭দিনের রিপ্লেস গ্যারান্টি। আমাদের সকল ডায়াবেটিক টেস্ট মিটারেই পাচ্ছেন লাইফ টাইম রিপ্লেস গ্যারান্টি। এবং আমাদের ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন, ডিজিটাল ওয়েট স্কেল, ডিজিটাল থার্মোমিটার সহ যে কোন পণ্যই পাচ্ছেন ১-৫ বছরের নিশ্চিত ওয়ারেন্টি/গ্যারান্টি।
ডেলিভারী চার্জের কথা ভাবছেন? না! ডেলিভারী একেবারেই অল্প মাত্র। আমরাই ঢাকা মেট্রোপলিটন এরিয়ায় মাত্র ৫০টাকায় নিজস্ব ডেলিভারী ম্যানের মাধ্যমে আপনার প্রয়োজনীয় পছন্দের পণ্যটি অর্ডার এর মাত্র ১২-২৪ ঘন্টায় নিশ্চিত ডেলিভারী করছি। আর ঢাকার বাহিরে যে কোন পণ্য মাত্র ১০০টাকায়, এস এ পরিবহণ, জননী, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ২৮-৪৮ ঘন্টায় ডেলিভারী দিচ্ছি। মেডিস্টোরের বছরে ৩৬৫ দিন/ সপ্তাহে ৭ দিন, দিন-রাত ২৪ ঘণ্টা খোলা। পন্যের দাম নিয়ে ভাবছেন? আমাদের উপর আস্থা রাখতে পারেন !!! বিশ্বাস না হলে, আমাদের ওয়েব সাইট (https://www.medistorebd.com) ভিজিট করে মূল্য যাচাই করে নিন। ধন্যবাদ।
আরও বিস্তারিত জানতে কল করতে পারেনঃ +880 1988 121212, +880 1316 400768