সুখাতী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Sukhati
  • সুখাতী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়

সুখাতী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় জাতীয় পুরস্কার প্রাপ্ত বিশেষ শিশুদের জন্য চিকিৎসা, প্রশিক্ষন ও থেরাপি ভিত্তিক সমন্বিত স্কুল।
(1)

অর্ধ বার্ষিক মুল্যায়ন ২০২৫ আজকে থেকে শুরু হলো।
24/06/2025

অর্ধ বার্ষিক মুল্যায়ন ২০২৫
আজকে থেকে শুরু হলো।

বিশেষ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরন
28/03/2025

বিশেষ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরন

আলহামদুলিল্লাহ! নাম প্রকাশে অনিইচ্ছুক আপুর যাকাত ফান্ডের মাধ্যমে আজ দুটি অসহায় পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়ে...
28/03/2025

আলহামদুলিল্লাহ!
নাম প্রকাশে অনিইচ্ছুক আপুর যাকাত ফান্ডের মাধ্যমে আজ দুটি অসহায় পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রতিটি পরিবারকে একটি করে ছাগল প্রদান করা হয়েছে, যা তাদের জন্য দীর্ঘমেয়াদি আয়ের উৎস হিসেবে কাজ করবে।

এই ছাগলগুলোর দেখভাল ও প্রজননের মাধ্যমে তারা ভবিষ্যতে আরও আয় বাড়াতে পারবে এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে। আমাদের লক্ষ্য শুধু আর্থিক সহায়তা দেওয়া নয়, বরং টেকসই উন্নয়নের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলা।

আপনিও চাইলে আপনার যাকাতের মাধ্যমে কারও জীবন বদলে দিতে পারেন। আসুন, একসঙ্গে গড়ে তুলি স্বাবলম্বী ও সমৃদ্ধ একটি সমাজ!

#যাকাত_ফান্ড #স্বাবলম্বী_জীবন

রুপা'স ভিশনের সহযোগিতায় আমাদের শিশুদের মাঝে শীতের উষ্ণতা বিতরন।
27/01/2025

রুপা'স ভিশনের সহযোগিতায় আমাদের শিশুদের মাঝে শীতের উষ্ণতা বিতরন।

শুভ জন্মদিন আপা ❤️আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত দাতা জনাব নুসরাত জাহান আপার আজ জন্মদিন।জন্মদিনে আপনার প্রতি শ্রদ্ধা দোয়া ...
22/01/2025

শুভ জন্মদিন আপা ❤️
আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত দাতা জনাব নুসরাত জাহান আপার আজ জন্মদিন।
জন্মদিনে আপনার প্রতি শ্রদ্ধা দোয়া ও ভালবাসা রইলো।
আপনার মানবিক কর্মে বেঁচে থাকুন হাজার বছর, হাজারো মানুষের প্রার্থনায়।
শুভ কামনা আপা ❤️
শুভ জন্মদিন ❤️

নতুন বছরের নতুন বই বিতরন।  শীতের সকালে শিশুদের হাতে নতুন বই তুলে দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলমগীর হোসাইন এস...
12/01/2025

নতুন বছরের নতুন বই বিতরন।
শীতের সকালে শিশুদের হাতে নতুন বই তুলে দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলমগীর হোসাইন এসময় অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সুখবর ভর্তি চলছে  ভর্তি চলছে ভর্তি চলছে জাতীয় পুরস্কার প্রাপ্ত বিশেষ শিশুদের জন্য চিকি...
28/12/2024

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সুখবর
ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে
জাতীয় পুরস্কার প্রাপ্ত বিশেষ শিশুদের জন্য চিকিৎসা, প্রশিক্ষণ ও থেরাপি ভিত্তিক সমন্বিত বিশেষায়িত প্রতিষ্ঠান
সুখাতী স্পেশাল স্কুলে ভর্তি চলছে ।

অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিন্ড্রোম, বুদ্ধি প্রতিবন্ধীতা, অতি চঞ্চল বা অস্থিরতা, নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার, বিলম্বে কথা বলা, বিলম্বে বিকাশ, পড়াশুনায় অমনোযোগী, অতিরিক্ত মোবাইলে আসক্তিসহ যে কোন ধরনের প্রতিবন্ধকতা সম্পন্ন শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা, প্রশিক্ষণ ও থেরাপি সেবাসহ সাবলম্বি করতে সুখাতী স্পেশাল স্কুলে ভর্তি চলছে।

কেন আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করাবেন ?
আমাদের রয়েছে বিশেষ সেবা যেমন,
ফিজিও থেরাপি, অকুপেশনাল থেরাপি, সেন্সরী ইন্টিগেশন থেরাপি, সাইকোলজিক্যাল থেরাপি, ডান্স, আর্ট ও গ্রুপ থেরাপিসহ শিশুর প্রয়োজন অনুযায়ী সকল থেরাপি সেবা।

সুখাতী স্পেশাল স্কুলের বিশেষ বৈশিষ্ট্য :
* ১জন বিশেষ শিশুর জন্য ১জন শিক্ষক।
* রংপুরের সিনিয়র শিশু বিশেষজ্ঞ ডা: বিকাশ মজুমদার এর তত্ত্বাবধানে চিকিৎসা ব্যবস্থা।
* প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক ও অভিজ্ঞ থেরাপিস্ট ।
* মনোরম পরিবেশ ও উপযুক্ত শিক্ষা উপকরনের মাধ্যমে শিক্ষাদান।
* প্রতিটি শিশুর জন্য আলাদা আলাদা শিক্ষা পদ্ধতি।
* প্রতিটি বিশেষ শিশুকে তার দাঁত ব্রাশ থেকে ওয়াশরুম ব্যবহারসহ দৈনন্দিন সকল কাজে সাবলম্বীতার প্রশিক্ষণ।
* নিজস্ব ক্যাম্পাস ও নিজস্ব পরিবহনের ব্যবস্থা।
* অভিভাবকদের প্রশিক্ষনের ব্যবস্থা।

আপনার বিশেষ শিশুর বিকাশকে তরান্বিত করতে আজই যোগাযোগ করুন

সুখাতী স্পেশাল স্কুল
সুখাতী, নাগেশ্বরী, কুড়িগ্রাম।
মোবাইল : 01716-157208

সুবিধাবঞ্চিত বিশেষ শিশুদের মাঝে শীতের উষ্ণতা বিতরণ।আজ সুবিধাবঞ্চিত বিশেষ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে আমরা অত্...
26/12/2024

সুবিধাবঞ্চিত বিশেষ শিশুদের মাঝে শীতের উষ্ণতা বিতরণ।
আজ সুবিধাবঞ্চিত বিশেষ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তাদের মুখের হাসি আমাদের এই উদ্যোগকে সার্থক করেছে।
শ্রদ্ধেয় হাসিনা হাফিজ আপুর ভালোবাসা ও সহযোগিতাই এই উদ্যোগকে সফল করেছে। ধন্যবাদ আপাকে আমাদের পাশে থাকার জন্য।
#বিশেষশিশু #শীতেরউষ্ণতা #সহানুভূতি

Address

Sukhati
<<NOT-APPLICABLE>>

Alerts

Be the first to know and let us send you an email when সুখাতী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সুখাতী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়:

Share