Ceragem Dakkhin Khan

Ceragem Dakkhin Khan Its A Thermal Heat Therapy Center. Free for all patients.

09/01/2025

Ceragem teaches sick people to live healthy.
So, Ceragem is essential for healthy life.
Come and join with us.........

31/12/2024

প্রিয় সেরাজেম পরিবারের সদস্যরা,
আপনাদের সাথে পথচলার এই যাত্রায় আমরা কৃতজ্ঞ।
আপনার স্বাস্থ্যই আমাদের প্রধান অগ্রাধিকার। নতুন বছরে আপনার জীবন হোক সুস্থতা, শক্তি, এবং সুখে পূর্ণ। আসুন, স্বাস্থ্যকর জীবনের পথে একসাথে এগিয়ে যাই।

সেরাজেম সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছরের প্রাণবন্ত শুভেচ্ছা।
শুভ নববর্ষ ২০২৫! 🎉

আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। অনুগ্রহ করে আমাদের সেন্টার  এ আসুন এবং আপনার পরিবারকে সাথে নিয়ে সম্পূ...
29/12/2024

আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। অনুগ্রহ করে আমাদের সেন্টার এ আসুন এবং আপনার পরিবারকে সাথে নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে সুস্থ জীবনের জন্য আমাদের অত্যাধুনিক ডিভাইস ব্যবহার করুন।
সেরাজেম দক্ষিণ খান
01861-156975,
01916-692464
Near Dhaka Airport

ইনশাআল্লাহ একদিন প্রখর আলোয় আলোকিত হবে সেরাজেম দক্ষিণ খান। আপনাদের সবাইকে আমন্ত্রণ
12/09/2021

ইনশাআল্লাহ একদিন প্রখর আলোয় আলোকিত হবে সেরাজেম দক্ষিণ খান। আপনাদের সবাইকে আমন্ত্রণ

20/07/2021

আসসালামু আলাইকুম,

تَقَبَّلَ اللهُ مِنّا وَمِنْكُم صالحَ الأَعْمال.

"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

মহান আল্লাহ তা'আলা আমাদের এবং আপনাদের ('আমলগুলো) কবুল করে নিন।

"ঈদ মুবারক" দক্ষিণ খান সেরাজেম সেন্টার এর পক্ষ থেকে সকল ক্রেতা সাধারণ এবং সেন্টারে সেবাগ্রহীতা সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা।

নাজমুল হক
পরিচালক
01916-692464

08/06/2021

আসন্ন বর্ষাকালে দক্ষিনখানে বাসবাসকারীদের সুস্থতা ধরে রাখার জন্য সেরাজেম বব্যহার করার অনুরোধ রইল।
০১৯১৬-৬৯২৪৬৪

05/06/2021

বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বােঝা মনে হয়।
কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা
হয়।বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন
ডাস্টবিনে পাওয়া যায়।
পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলাে আপনার উপকারের কথা
মানুষ বেশিদিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলাে, কার কাছে আপনি কতদিন প্রায়ােরিটি পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর।
এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি।
আজ সকালে যে পত্রিকার দাম ১০ টাকা, একদিন পর সে একই পত্রিকার ১ কেজির দাম ১০ টাকা। হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলাে গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলােই কেজি মাপে বিক্রি করে দেন।
সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার,
সবকিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে ২ টাকা দেয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না।এতকিছুর পরও চলুন একটু হেসে কথা বলি। রাগটাকে কমাই। অহংকারকে কবর দেই।
যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান।

আপনি কারাে জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান। কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে।
আবার কেউ যদি আপনার জন্য খুব ছােট কিছুও করে
থাকে, তবে সেটা আজীবন মনে রাখবেন। কারণ এটা
আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতাসম্পন্ন একজন ভালাে মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে।

17/05/2021

সেরাজেম দক্ষিনখানের পক্ষ থেকে সবাই কে ধন্যবাদ

17/05/2021

সেরাজেম দক্ষিনখান আগামীকাল ১৮/০৫/২০২১ইং তারিখ থেকে নির্দিষ্ট নিয়ম মেনে সেবা কার্যক্রম শুরু হবে।
০১৯১৬-৬৯২৪৬৪

সেরাজেম দক্ষিনখানের পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ইনশাল্লাহ আগামী ১৮/০৫/২০২১ ইং থেকে যথা নিয়মে সেবা কার্যক্রম শ...
12/05/2021

সেরাজেম দক্ষিনখানের পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ইনশাল্লাহ আগামী ১৮/০৫/২০২১ ইং থেকে যথা নিয়মে সেবা কার্যক্রম শুরু হবে...

03/04/2021

Address

Dhaka

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

01916692464

Alerts

Be the first to know and let us send you an email when Ceragem Dakkhin Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ceragem Dakkhin Khan:

Share