Dr.Sifat Ibne Salam

Dr.Sifat Ibne Salam Assalamu Walaikum

পুরুষের মেহ/ প্রমেহ/ ঘন ঘন প্রসাব/ প্রসাবে ক্ষয়/ প্রসাবে ইনফেকশন/ অল্প উত্তেজনায় ধাতুঝরা/ বাথরুমের সহিত ধাতুক্ষয়/ দ্রুত ...
11/07/2024

পুরুষের মেহ/ প্রমেহ/ ঘন ঘন প্রসাব/ প্রসাবে ক্ষয়/ প্রসাবে ইনফেকশন/ অল্প উত্তেজনায় ধাতুঝরা/ বাথরুমের সহিত ধাতুক্ষয়/ দ্রুত স্থলঙ্গন সমস্যার কার্যকরী এবং স্থায়ী সমাধানের চিকিৎসা প্রদান করা হয়।
ডা.সিফাত ইবনে সালাম(সিফাত)।
#ডিএইসএমএস-বিএইচবি,ঢাকা।
#বিএইসএমএস(অন কোর্স)ঢাকা বিশ্ববিদ্যালয়।
যোগাযোগ-whatsapp or call
01771-995308

30/06/2024
দ্রুত বীর্যপাত, উত্থান জনিত সমস্যা এবং পেরোনিজ ডিজিজের কারণে অনেক সময় সঙ্গিনীর সঙ্গে সম্পর্কের দূরত্বের সৃষ্টি হয়। তাই ভ...
30/06/2024

দ্রুত বীর্যপাত, উত্থান জনিত সমস্যা এবং পেরোনিজ ডিজিজের কারণে অনেক সময় সঙ্গিনীর সঙ্গে সম্পর্কের দূরত্বের সৃষ্টি হয়। তাই ভালবাসার সম্পর্কের বিষয়ে সচেতন হোন।

ডা.সিফাত ইবনে সালাম।
#ডিএইসএমএস-বিএইচবি,ঢাকা।
#বিএইসএমএস(অন কোর্স)ঢাবি।
যোগাযোগ-whatsapp or call

ডা.সিফাত ইবনে সালাম। #ডিএইসএমএস-বিএইচবি,ঢাকা। #বিএইসএমএস(অন কোর্স)ঢাবি।যোগাযোগ-whatsapp or call01771-995308
30/06/2024

ডা.সিফাত ইবনে সালাম।
#ডিএইসএমএস-বিএইচবি,ঢাকা।
#বিএইসএমএস(অন কোর্স)ঢাবি।
যোগাযোগ-whatsapp or call
01771-995308

কাশি হলেই ফার্মেসীতে দৌড় দিয়ে কাশির সিরাপ, মোনাস ট্যাবলেট, সালবিউটামল সিরাপ/ট্যাবলেট, স্টেরয়েড, এন্টিবায়োটিক সহ কত মেডিস...
16/12/2023

কাশি হলেই ফার্মেসীতে দৌড় দিয়ে কাশির সিরাপ, মোনাস ট্যাবলেট, সালবিউটামল সিরাপ/ট্যাবলেট, স্টেরয়েড, এন্টিবায়োটিক সহ কত মেডিসিন কিনে ফেলে মানুষ। অথচ এই কাশি কেন হচ্ছে, রোগের ডায়াগনোসিস কি সেটার কোনো খবর নাই। মেডিসিন এর মিসইউজ আর নিজ থেকে চিকিৎসা নেয়া, একবার চিকিৎসক দেখিয়ে উন্নতি না হলে ফলো আপে না যাওয়া, ঘন ঘন মেডিসিন ও চিকিৎসক চেঞ্জ করার কারনে বাংলাদেশের রোগীরা এক অসুখে দীর্ঘদিন ভুগেন

উপসর্গ এবং হিস্ট্রি অনুযায়ী কাশি থেকে ডায়াগনোসিসঃ

১) কাশি+ধূমপায়ী+ক্রমবর্ধমাণ শ্বাস কষ্ট+শ্লেষ্মা = সিওপিডি
২) কাশি+কাশির কারণ ট্রিগারিং ফ্যাক্টরস(ধূলো, ব্যায়াম, ঠাণ্ডা বাতাস, অন্যান্য এলার্জেন এর সংস্পর্শে কাশি উঠা)+কাশি রাতে বেড়ে ঘুম ভাঙ্গে+এজমার আর কোন উপসর্গ নেই=কফ ভ্যারিয়েন্ট এজমা

৩) কাশি+কাশির কারণ ট্রিগারিং ফ্যাক্টরস(ধূলো, ব্যায়াম, ঠাণ্ডা বাতাস, অন্যান্য এলার্জেন)+সকালে/রাতে বাড়ে+স্টেথোস্কোপ এর সাহায্যে বুকে এক ধরণের হুইসেল (হুইজ)শুনা যায় +শ্বাসকষ্ট=এজমা

৪) কাশি+মিউকয়েড স্পুটাম (শ্লেষ্মাযুক্ত কফ)+একটানা ৩মাসের অধিকাংশ দিন ধরে কাশি, দু’বছর ধরে =ক্রনিক ব্রঙ্কাইটিস

৫) কাশি+কাশি বাড়ে শুয়া, বসা, দাড়ানোর সাথে+সকালে কাশি বাড়ে+ শ্লেষ্মা/মাঝে মাঝে কফে অল্প রক্ত মিশ্রিত দূর্গন্ধযুক্ত কফ+বার বার কমপ্লিকেটেড নিউমোনিয়া=ব্রংকিএকটেসিস

৬) শুকনো কাশি+ডিস্ট্রেসিং+প্রগ্রেসিভ শর্টনেস অফ ব্রেথ=ডিপিএলডি
৭) কাশি+তীব্র কাশি+হলুদ দুর্গন্ধযুক্ত অনেক পরিমাণে কফ +মাঝে মাঝে কফের সাথে অল্প রক্ত+কাঁপুনি যুক্ত তীব্র জ্বর =লাং এবসেস (ফুসফুসে ফোঁড়া)

৮) প্রথমে শুকনো কাশি পরে হলুদ ফফ+কাঁপুনিযুক্ত তীব্র জ্বর +বুকে ব্যথা যা কাশি/লম্বা নিঃশ্বাস নিলে বাড়ে= নিউমোনিয়া

৯) প্রাথমিকভাবে শুকনো কাশি+মাঝে মাঝে কফ শ্লেষ্মা যুক্ত +মাঝে মাঝে কফে অল্প তাজা রক্ত+এক দু’বার কাশির সাথে অনেক রক্ত(কফের প্যাটার্ন+কালার চেঞ্জ হবে)+ওজন হ্রাস=ব্রংকোজেনিক কারসিনোমা (ফুসফুসে ক্যান্সার)

১০) কাশি+নাক বন্ধ/সর্দি+জ্বর+গলা ব্যথা=ভাইরাল রেস্পিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন/সাইনুসাইটিস(উপসর্গ বারবার হলে)/ন্যাসাল পলিপ

১১) কাশি+গলার স্বরে পরিবর্তন=ল্যারিংজাইটিস
১২) তীব্র কাশি+শ্বাসকষ্ট+বুকে ঘড়ঘড় শব্দ হওয়া যা স্টেথো ছাড়াই সবাই শুনতে পায় =ফরেন বডি ইম্প্যাকশন

১৩) কাশি+ দীর্ঘদিন কাশি+শুকনো কাশি+রাতে বাড়ে+বুক জ্বালাপোড়া বিশেষ করে খাবার পর=গ্যাস্ট্রো-ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (গ্যাস্ট্রিকের সমস্যা)

১৪) কদীর্ঘদিন কাশি+এজমা/সিওপিডি/ডিপিএলডি কোন উপসর্গ নেই=সোমাটিক কফ সিন্ড্রোম/ক্রনিক ইডিওপ্যাথিক কফ সিন্ড্রোম
১৫) কাশি+কানে কটন বাট ঢুকানোর সাথে সাথে= আরনল্ডস রিফ্লেক্স(কানের ভেতরের পর্দা ইরিটেশনের জন্য হয়)

১৬) কাশি+ফেনা ফেনা গোলাপি কফ+হার্ট ফেইলর এর লক্ষণ =পালমোনারি ইডিমা

১৭) শুরুতে শুকনো কাশি এরপর শ্লেষ্মাযুক্ত +মাঝে মাঝে কফে রক্ত+সন্ধ্যায় জ্বর আসা+ওজন কমা =পালমোনারি টিবি বা যক্ষা /টিউবার কুলার প্লুরাল ইফিউশন।

এত প্রকারের অসুখের লক্ষণ হচ্ছে কাশি। কাশি নিজে কোনো রোগের নাম না। তাই রোগ ডায়াগনোসিস না করে রেজিস্ট্রার্ড চিকিৎসক কর্তৃক চিকিৎসা না নিলে কাশি ভালো হবেনা। সব কাশির চিকিৎসা এক মেডিসিন দিয়ে হয়না।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Sifat Ibne Salam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share