Physiotherapy Home Service Dhaka

Physiotherapy Home Service Dhaka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Physiotherapy Home Service Dhaka, Dhaka.

অত্যাধুনিক উন্নত মেশিন এবং ব্যায়ামের মাধ্যমে অভিজ্ঞ ফিজিওথেরাপিষ্ট দ্বারা বাসায় গিয়ে যত্নসহকারে ফিজিওথেরাপি চিকিৎসা ও সেবা দেওয়া হয়।
আপনাদের শতভাগ সেবা দিয়ে সুস্থ করা আমরা অঙ্গীকারবদ্ধ।

21/06/2025


20/06/2025
বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমানে এই রোগ টা ছরাচ্ছে৷ নিজে সতর্ক হন,,  অন্য কে সতর্ক করুন 🫵👍 আপনাদের  সন্তানের চুলকানি বা...
14/06/2025

বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমানে এই রোগ টা ছরাচ্ছে৷
নিজে সতর্ক হন,, অন্য কে সতর্ক করুন 🫵👍

আপনাদের সন্তানের চুলকানি বা স্ক্যাবিস থেকে মুক্তি পেতে হলে আমার লেখা এই পোস্টটি ভালো ভাবে পড়ুন এবং বুঝুন।
________________________________________
স্ক্যাবিস এখন মহামারি আকার ধারন করেছে। সবাইকে তাই সচেতন হবার অনুরোধ করছি।

স্ক্যাবিস (Scabies) একটি তীব্র চর্মরোগ, যা Sarcoptes Scabiei নামক এক ধরনের পোকা বা ক্ষুদ্র পরজীবী মাইট (mite) দ্বারা হয়। এটি খুবই সংক্রামক এবং চুলকানির মাধ্যমে এর প্রধান উপসর্গ প্রকাশ পায়।

স্ক্যাবিসের ভয়াবহতা :

১. চরম চুলকানি: স্ক্যাবিস হলে বিশেষ করে রাতে বেশি চুলকানি হয়, ঘুমের ব্যাঘাত ঘটায়। অনেক বাচ্চারা চুলকাতে চুলকাতে ঘুম ভেঙে যায়, যন্ত্রনায় কান্নাকাটি করে।

২. চামড়ায় ফুসকুড়ি ও ক্ষত: স্ক্যাবিস হলে ঘর্ষণ এবং চুলকানোর ফলে চামড়ায় ঘা ও ইনফেকশন হতে পারে। কখনো কখনো চামড়ার নিচে পুঁজ জমে যায়।

৩. পরিবারে দ্রুত ছড়ায়: স্ক্যাবিস রোগে পরিবারে একজন আক্রান্ত হলে তার সংস্পর্শে এলে পুরো পরিবার এই রোগে আক্রান্ত হতে পারে। মারাত্মক ছোঁয়াচে রোগ এটি।

৪. দীর্ঘমেয়াদে হলে সেকেন্ডারি ইনফেকশন: স্ক্যাবিসের সঠিক চিকিৎসা না হলে শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণ, সেলুলাইটিস, এমনকি শিশু রোগীর কিডনি সমস্যা পর্যন্ত হতে পারে, তাই সচেতনতা ভীষন ভাবে প্রয়োজন।

৫. মানসিক অস্বস্তি: অতিরিক্ত চুলকানি ও অস্বস্তির কারণে শিশুর মানসিক চাপ ও অস্থিরতা তৈরি হয়।

স্ক্যাবিস থেকে মুক্তির উপায়:

১. চিকিৎসা:

☞ পারমেথ্রিন - ৫% (Permethrin - 5%) ক্রিম: এটি সবচেয়ে কার্যকর। শরীরের গলা থেকে পা পর্যন্ত মেখে রাতভর রেখে সকালে (১০-১২ ঘন্টা শরীরে রাখার পর) ধুয়ে ফেলতে হয়। এই নিয়মে একটু ভুল হলে কোনেভাবেই এউ স্ক্যাবিস রোগ শরীর থেকে যাবেনা। মাসের পর মাস এই রোগের অসহ্য যন্ত্রণা ভোগ করতে হবে। হাজার হাজার টাকা, ১০-১২টা ডাক্তার যাই করেন, কাজ হবেনা। শরীরের এক ইঞ্চি তো দূরের কথা একসূতা পরিমাণ জায়গাও বাদ রাখবেন না, রাতে ওয়াসরুমে গেলে, ওষুধ ধুয়ে গেলে, আবার প্রয়োগ করুন। মনে রাখবেন, ভীষণ জরুরি। না কমলে ৭ দিন পরপর একই নিয়মে ব্যবহার করুন। আর অবশ্যই পরদিন সকালে গায়ে থাকা পোষাক, বিছানার চাদর, বালিশের কাভার সব কিছু গরম পানিতে ৩০ মিনিট ধরে সিদ্ধ করে ধুয়ে ফেলুন। নিজের ও শিশুর শরীর গরম পানি ও বডি ওয়াস দিয়ে ভালো ভাবে রগরে গোসল করুন ও করান।

☞ আপনার শিশুকে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী (Permethrin - 5% + Crotamiton) Combined Cream বা Monosulfuram - 25% Solutions ইত্যাদি ব্যাবহার করতে পারবেন।

☞ আইভারমেকটিন (Ivermectin) ওষুধ: কিছু ক্ষেত্রে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আপনার শিশুর স্ক্যাবিস রোগের চিকিৎসায় খাওয়ার ওষুধ দিতে পারেন, বিশেষ করে জটিল ও পুনঃসংক্রমণের ক্ষেত্রে।

☞ অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট: চুলকানি কমাতে সাহায্য করে। শিশুদের ক্ষেত্রে Syrup বড়দের ক্ষেত্রে ট্যাবলেট।

২. পরিষ্কার-পরিচ্ছন্নতা:

আক্রান্ত ব্যক্তির পোশাক, বিছানার চাদর, তোয়ালে গরম পানিতে ৩০ মিনিট ধরে সিদ্ধ করে ধুয়ে রোদে শুকাতে হবে।

এই রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র থেকে ৩ দিন পর্যন্ত দূরে রাখতে হবে (কারণ রোগ সৃষ্টিকারী পোকা বা মাইট ২–৩ দিন বেঁচে থাকে)।

৩. একসাথে চিকিৎসা:

পরিবারের সকল সদস্যকে একসাথে চিকিৎসা গ্রহণ করা জরুরি। এমনকি উপসর্গ না থাকলেও। এটা খুবি জরুরি।

৪. নিয়মিত হাত ধোয়া ও শরীর পরিষ্কার রাখাবেন। বাইরে থেকে বাসায় ফিরে সবার আগে ভালো ভাবে হাত ধোয়ার অভ্যাস করবেন। এতে রিইনফেকশন হবার সম্ভাবনা কমে যায়।

বিশেষ সতর্কতা:

শিশুদের জন্য শিশু বিশেষজ্ঞ এবং গর্ভবতীদের নারীদের গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কারণ ঔষধ গুলো শিশু ও নারীদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

বিশেষ দ্রষ্টব্য:
এই স্ক্যাবিসকে সাধারন ভাবে দেখবেন না। এর ভয়াবহতা অনেক। তাই সচেতন হবেন। যারা আক্রান্ত হয়েছিলেন এখন সম্পূর্ণ সুস্থ তারাও প্রতি মাসে একবার করে পরিবারের সবাই একসাথে পারমিথ্রিন ৫% ব্যবহার করুন এবং পরিধেয় পোষাক, বিছানার চাদর গরম পানিতে ধুয়ে নিন।
নিজে জানুন অন্যকে জানান।

আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে, আমার জন্য দোয়া রাখবেন, সবাই সুস্থ থাকবেন, সম্ভব হলে এই পোস্টটি শেয়ার করবেন।

দয়া করে আপনারা সবাই সচেতন হবেন।

12/06/2025

Celebrating my 8th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you.🎉

01/06/2025

26/05/2025

Physiotherapy Home Service Dhaka

19/05/2025

যে সব রোগের ফিজিওথেরাপি সেবা দেওয়া হয়ঃ

১। স্ট্রোক (প্যারালাইসিস)
২। ঘাড়ে ব্যাথা (Neck pain)
৩। কোমর ব্যাথা Back pain)
৪। পিঠের ব্যাথা
৫। হাঁটু ব্যাথা(knee pain)
৬। অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত(Joint pain)
৭। কাঁধে ব্যথা(Shoulder pain/Frozen shoulder)
৮। কব্জি ব্যথা
৯। carpal tunnel syndrome
১০। কনুই ব্যথা
১১। পায়ে ব্যাথা
১২। wrist drop
১৩। মাংসপেশীর ব্যাথা (muscle strain), মাসল পুল
১৪। হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা, ফ্র্যাকচার পেইন
১৫। Foot drop
১৬। COPD
১৭।ফেসিয়াল প্যারালাইসিস বা বেল'স পলসি
১৮ অস্টিওপোরোসিস (হাড়ের ক্ষয়)
১৯। Trigger finger
২০। Musculoskeletal disorder
২১। ডায়াবেটিস জনিত ব্যাথা বা দূর্বলতা।
২২। ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপ্স/ হারনিয়েশান,(PLID)
২৩। মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা
২৪। পারকিনসন্স ডিজিজ(Parkinson disease)
স্পোর্টস ইঞ্জুরি
২৫। Rickets
২৬। Osteomalacia
২৭। sciatica
২৮। vertigo (মাথা ঘোরা)
২৯। ব্রেইন ডিজিজ ও ডিজঅর্ডার,
৩০। Transverse myelitis
৩১।Guillain–Barré syndrome(GBS)
৩২। TMJ Dysfunction Syndrome
৩৩। মেরুদন্ডে আঘাত
৩৪। স্পন্ডালাইটিস
৩৫। অটিজম
৩৬। সেরিব্রাল পালসি(CP)

13/03/2025

An accident occurred after falling from the and got severe in her , since then she could not sit down. After taking the service at home through the doctor's advice, the patient got better day by day, Alhamdulillah

  যে ভাই,বোনেরা চেয়ার টেবিল বসে জব করেন তারা অবশ্যই পায়ে একটা সাপোর্ট বা পাদানির উপর পা রাখবেন,এতে আপনার হাড্ডি ক্ষয় ও ম...
26/02/2025


যে ভাই,বোনেরা চেয়ার টেবিল বসে জব করেন তারা অবশ্যই পায়ে একটা সাপোর্ট বা পাদানির উপর পা রাখবেন,এতে আপনার হাড্ডি ক্ষয় ও মাসেল উইক্নেস থেকে রক্ষা পাবেন।সহজে ব্যাক পেইন হবেনা।
দয়া করে সবার উপকারের জন্য পোষ্ট টা শেয়ার করবেন।🙏✌️

Address

Dhaka

Telephone

+8801911810847

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physiotherapy Home Service Dhaka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Physiotherapy Home Service Dhaka:

Share