Sakhina Agro Food Enterprise - SAFE

Sakhina Agro Food Enterprise - SAFE Its all about acidity in the stomach and how to get rid of that. We manufacture and supply Home made nusrat herbal tea which is very good and effective.

পেটে গ্যাস সৃষ্টির কারন
এবার নিশ্চই আপনার জানতে ইচ্ছা করবে কি করে মূল্যবান সম্পদের খনি আমার আপনার পেটে তৈরী হয়? হ্যা, আপনি ২/৩ মিনিট পড়লেই জেনে যাবেন দুর্বিসহ জীবনের এক গোপন রহস্য ।
ক. খাবার স্টাইল, অভ্যাস আর ধরন

১.খুব তাড়াতাড়ি বা তাড়াহুড়া করে গোগ্রাসে খাবার খাওয়া আর পানিয় পান করা ।

২. একটি নিয়মের মধ্যে রুটিন মাফিক প্রতি দিন একই সময় খাওয়া দাওয়া না করা । অন্যভাবে বলাযায় এলোমেলোভাবে এক এক দিন এক এক সময় খাওয়া দাওয়া করা ।

৩. পর্যাপ্ত পরিমানে না ঘুমানো । একজন পুর্ন বয়স্ক মানুষকে দৈনিক ৭-৮ ঘন্টা ঘুমানো উচিৎ । কম ঘুমালে বা রাত জাগলে পেটে গ্যাস সৃস্টি হবার সমূহ সম্ভাবনা আছে ।

৪. যথেস্ট পরিমানে পানি পান না করাও পেটে গ্যাস সৃস্টির একটা কারন হতে পাওে । পুরুষ মহিলা ভেদে গড়ে দৈনিক আড়াই থেকে তিন লিটার পানি পান করা উচিৎ ।

৫. বিশেষ করে রাতে খাবার খাওয়ার পরেই ঘুমাতে যাওয়া ।

৬. গ্যাসের থেকে পরিত্রান পাওয়ার জন্য অতি মাত্রায় এ্যন্টাসিড ট্যাবলেট সেবনে গ্যাস না কমে বরং দীর্ঘ মেয়াদে সমস্যা বাড়তেও পারে ।

৭. মুখ হাঁ করে খাদ্য চিবানো এবং খাওয়া আর ধুমপান করা।

৮.চুইংগাম আর চকলেট চোষা ।

৯.স্ট্র বা পাইপ দিয়ে ডাব সহ যে কোনও পানিয় পান করা ।

১০.দাঁতের মাড়ি আর দাঁত আকাঁবাকাঁ ও উচুনিচু হলে ।

১১.শরীর কসা হলেও পেটে গ্যাস হতে পারে ।
খ. খাদ্য সামগ্রি

১.শাকসব্জি যথা ব্রকলি, সিম, বরবটি, ফুলকপি, বাধাকপি, মুলা, গোলআলু, মাসরুম, চালকুমড়া, মসুরের ডাল, কাঁচামরিচ, কাঁচা পিয়াজ ও মটর সুটি ইত্যাদি।

২.ফলফলাদি যেমন কলা বিশেষকরে নেপালি, সাগর ও সবরি কলা, ফুটি, তরমুজ, আপেল, পিচ, পিয়ার ও নাশপাতি উত্যাদি ।

৩.আস্ত গম, পাস্তা, ঢেকিছাটা চাউল, ওটমিল, কর্ন, গমের রুটি, পাউরুটি, ডিম, ভাজাপোড়া, সব রকমের ফাস্টফুড, প্যাকেটজাত বা টিনজাত খাবার ।

৪. অতি বেশি মাত্রায় মসল্লাযুক্ত খাবারেও পেটে গ্যাস সৃস্টি করে ।

৫.সব ধরনের কোমল পানিয় বিশেষ করে কার্বনেটেড (যে পানিয়তে বুদবুদ ওঠে), বোতল জাত জুস, এনার্জি ড্রিঙ্ক এবং এ্যালকোহল ।

৬. অতিমাত্রায় চা কফি পান করার কারনেও পেটে গ্যাস হতে পারে ।

৭. সব ধরনের চকলেট, ক্যান্ডি আর চুইংগাম ইত্যাদি ।

৮.সব ধরনের মাদক ও তামাকজাত দ্রব্য (বিড়ি, সিগারেট, জর্দ্দা, সাদাতামাক ও গুল ইত্যাদি ।

৯.চিনি, চিনির বিকল্প, অতিরিক্ত তৈল, ঘি ও চর্বিযুক্ত খাবার ।

১০.দুধ, দুধজাতিয় খাবার যেমন আইসক্রিম, মিস্টি দই এবং পনির ইত্যাদি ।
গ. ব্যাকটেরিয়া

আমাদের পাকস্থলিতে কিছু বন্ধু ব্যাকটেরিয়া (চির কৃমি এবং অন্যান্ন) আছে যারা খাদ্য হজমে সাহায্য করে । লক্ষ্য করলে আপনি গরুর পেটেও দেখতে পাবেন অনেক ব্যাকটেরিয়া । যাইহোক কখনও কখনও এরা সংখ্যায় বেড়ে যায় বা ধরন পরিবর্তিত হয় । এসব ব্যাকটেরিয়াও হজম প্রক্রিয়ার সময় পেটে অতিরিক্ত গ্যাস তৈরী করতে পারে । যার ফলে দেখা দিতে পারে নানা রকমের পেটের সমস্যা ।
ঘ. মানষিক কারন

মানষিক উত্তেজনা, চাপ, ক্রোধ, দুশ্চিন্তা ও অস্থিরতা বাড়ে এমন কোনও কাজ, ঝগড়া, কলহ-বিবাদ ও টেনশন করলেও পেটে গ্যাস তৈরী হয় ।-------

বাবারা, বাপের টাকায়  ৩টা মোবাইল   কিনে ৫ টা ফেস বুক আইিডি খুলে কোনো লাভ হবে না ।  নিজে কিছু করার সুযোগ আর সম্ভাবনা খতিয়ে...
04/11/2016

বাবারা, বাপের টাকায় ৩টা মোবাইল কিনে ৫ টা ফেস বুক আইিডি খুলে কোনো লাভ হবে না । নিজে কিছু করার সুযোগ আর সম্ভাবনা খতিয়ে দেখুন …….

বন্ধুরা, আমাদের আবেদনটা শেয়ার করার বিনীত অনুরোধ রইলো …
23/10/2016

বন্ধুরা, আমাদের আবেদনটা শেয়ার করার বিনীত অনুরোধ রইলো …

আমি আপনি আর সে সহ পৃথীবির ৭০০ কোটি মানুষ  ৭০০ কোটি অবস্থায় আছে । মাত্র কয়েকজনের  মনের অবস্হা  তুলে ধরা হল । আসুন দেখি তু...
15/10/2016

আমি আপনি আর সে সহ পৃথীবির ৭০০ কোটি মানুষ ৭০০ কোটি অবস্থায় আছে । মাত্র কয়েকজনের মনের অবস্হা তুলে ধরা হল । আসুন দেখি তুলনা করে আমরা কেমন আছি বা থাকতে চাই অনাগত দিনে ।

জোর করে ছেলমেয়েদের পড়ার বিষয় চাপিয়ে দিবেন না । তবে ভাল মন্দ বা সুবিধা অসুবিধা অবশ্যই বুঝিয়ে বলবেন । মাত্র ১০ মিনিট চোখ ব...
02/10/2016

জোর করে ছেলমেয়েদের পড়ার বিষয় চাপিয়ে দিবেন না । তবে ভাল মন্দ বা সুবিধা অসুবিধা অবশ্যই বুঝিয়ে বলবেন । মাত্র ১০ মিনিট চোখ বুলান আমাদের পেইজ আর ওয়েব সাইটে ।

যাদুর ছোয়ায় যা চাইবেন তাই পাইবেন ! দেরী নয়, এখনই শিখে নিন যাদু গুলো ।
01/10/2016

যাদুর ছোয়ায় যা চাইবেন তাই পাইবেন ! দেরী নয়, এখনই শিখে নিন যাদু গুলো ।

প্রীয় সন্তান, ভাইবোন, বন্ধু বা আত্মিয়  স্মজনের হাসিখুশি মুখ যখন মলিন হয়ে যায় তখন কি করবেন ?
27/09/2016

প্রীয় সন্তান, ভাইবোন, বন্ধু বা আত্মিয় স্মজনের হাসিখুশি মুখ যখন মলিন হয়ে যায় তখন কি করবেন ?

সাফল্যের ম্যাজিক শিখতে চান !!! নজর রাখুন !!!!
21/09/2016

সাফল্যের ম্যাজিক শিখতে চান !!! নজর রাখুন !!!!

20/09/2016

কেউ ১০ বছরে সিনিয়র এক্সিকিটিভ বা ম্যানেজার হয় আবার কেউ ৫ বছরে ডিজিএম বা জিএম হয় । রহস্য কি ? এক নিমিশে জেনে নিতে ভিজিট করুন ওয়েব বা পেইজ ।

সাফল্যের ম্যাজিক শিখতে চান !!! নজর রাখুন !!!!
20/09/2016

সাফল্যের ম্যাজিক শিখতে চান !!! নজর রাখুন !!!!

Address

19/6 Azam Road, Townhall, Mohammadpur
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

01677014394

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sakhina Agro Food Enterprise - SAFE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sakhina Agro Food Enterprise - SAFE:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram