01/08/2025
MBBS itself is enough prestigious...
Post graduation can glorify it..
এই ছোট্ট ব্যাপারটা বেশিরভাগ মানুষেরই মাথায় ঢোকে না।।।
কেউ ছোট করে দেখাতে ব্যবহার করে কেউবা না বুঝেই।।।
ডাক্তারসমাজের ডিপ্রেশন,সুইসাইডাল টেনডেন্সি বাড়ার অন্যতম কারণ।।।
*এমবিবিএস!! পুরো মিনিংটাই অনেকে জানে না।।
(ব্যাচেলর অফ মেডিসিন এন্ড
ব্যাচেলর অফ সার্জারী)
ডাবল ব্যাচেলর ডিগ্রী!
একইসাথে দুইটি অনার্স সমমান হলে সারা বিশ্বে তাকে মাস্টার্স সমমান ধরা হয়।
পুরো ওয়ার্ল্ড র্যাংকিং এ
সবচেয়ে কঠিন ব্যাচেলর ডিগ্রী।
যারা বলেন গ্লোরিফাই করার কিছু নাই তাদের বলি অবশ্যই আছে।
প্রথমত যেকোনো পেশার যেকোনো মানুষ যতবড় ভুলই করুক,
হোক সেটা হাজার কোটি টাকার সেটারও ক্ষতিপূরণ হয়।
কিন্তু জীবন অমূল্য তাই সৃষ্টিকর্তা নিশ্চয়ই সবাইকে ডাক্তার হওয়ার সুযোগ দেননা।
এরচেয়ে সেন্সিটিভ,রিস্কি,অনারেবল পেশা আর নাই, হতে পারেনা।
তাই দিনরাত ডাক্তারকে গালি দিয়ে,
ও তো শুধু এমবিবিএস বলার আগে
এই "শুধু এমবিবিএস" টুকুর ওজন আগে বুঝে নিয়েন।
ধন্যবাদ।
# copied
এবার আমার কিছু কথা বলি
আমি যত জায়গায় কাজ করেছি মেক্সিমাম মানুষের মেন্টালিটি এমন, ফফ্যাক্টরির বড় কর্মকর্তা থেকে শুরু করে হাস্পাতালের ওটি বয় ইভেন আমি অবাক হয়েছি আমাদের সিনিয়র ডাক্তার রাও এমন মনভাব পোষন করেন।
যেখানে নিজেদের পেশার লোকজন রাই এমন মন ভাব রাখেন সেখানে বাইরে কি ভাবলোতা নিয়ে মাথাব্যথা রাখা নিছক বোকামি।
আমাদের এই এমবিবিএস ডিগ্রির ওজন কমানোর পেছনে কাজ করছে বিভিন্ন মানহীন মেডিকেল কলেজ যারা প্রতিবছর প্রচুর অর্থের বিনিময়ে ছাত্র ছাত্রী ভর্তি নিচ্ছে।
দিনশেষে এইটাই দুঃখ যেখানে বাইরের উন্নত বিশ্বে ৬ মাসেও একটা জুনিয়র লেভেলের ডাক্তারের এপয়েন্টমেন্ট নেয়া কস্ট সাধ্য সেখানে এইদেশের জনগন চাওয়া মাত্রই নিজেদের ইচ্ছামত ডাক্তার দেখাতে পারছে and it's not about money! টাকা কমবেশি সবদেশের মানুষেরই আছে its about how country treat our profession and treat us! It's about availability! Same MBBS is not available in foreign country and they are honoured by country and people but the scene is different and opposite here!
End of the day Junior doctors mostly are trying to locate their goals in foreign countries now a days.
(Collected Post)