02/10/2025
"ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটারী মেডিসিন এন্ড রেফারেল সেন্টার " ঢাকার আগারগাঁও এ অবস্থিত সম্পূর্ণ সরকারি এই প্রতিষ্ঠানে প্রায় সকল প্রকার পরীক্ষা করা হয় সরকারি অনেক কম মূল্যে।
আমি যেহেতু সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করি সেহেতু প্রায়শই এখানে রোগীকে রেফার করি।
➡️এখানে পরীক্ষা করার সুবিধা হচ্ছে, আপনি যে কোন রেজিস্ট্রার্ড চিকিৎসকের প্রেসক্রিপশনেই পরীক্ষা করাতে পারবেন, রিপোর্ট নিতে না আসলেও চলবে অনলাইনে রিপোর্ট দেওয়া হয়।
➡️সময়: শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে শনি থেকে বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।
➡️ঠিকানা: সহজে চেনার জন্য বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে শ্যামলী বা আগারগাঁও নেমে রিকশায় শেরে বাংলা নগর থানা বললেই যেতে পারবেন, শেরে-ই-বাংলানগর থানার ঠিক পাশের বিল্ডিং টা ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটারী মেডিসিন ভবন।
এর পরও না চিনতে পারলে NILMRC লিখে গুগলে সার্চ দিলেও চলে আসবে।
আপনারা যারা চান কম খরচে ভালো মানের পরিক্ষা করাবেন তারা নির্দ্বিধায় এখানে যেতে পারেন।
এখানে পরীক্ষার রিপোর্টের মান খুবই ভালো।
একটি মূল্য তালিকা আপনাদের সামনে উপস্থাপন করলাম, যদিও এর বাইরে আরও অনেক পরিক্ষা হয়।
পোস্ট টি শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিন।
ডা: আবদুল্লাহ মোহাম্মদ হোসাইন
এফ.সি.পি.এস ট্রেইনি (মেডিসিন)
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল