Prof. Dr. Sangjukta Saha

Prof. Dr. Sangjukta Saha Professor & Head, Dept. of Gynae & Obs , Shahabuddin Medical College Hospital. Chairman of Grace Hospital Limited. MBBS, MS (Obs & Gynae).

of Gynae, Obs & Laparoscopic Surgery, Shahabuddin Medical College Hospital,Gulshan,Dhaka. Diploma- Advanced Laparoscopic Surgery (America & Germany). Higher Trained in Infertility And Test-tube Baby (Mumbai & London). Specialist in Gynae and Obs (Pregnancy, Menstrual, Uterus, Female)

29/11/2025
24/11/2025
04/09/2025

🌸 স্বাভাবিক সন্তান প্রসবে গ্রেস হাসপাতালের অঙ্গীকার 🌸

আপনি কি জানেন❓
গ্রেস হাসপাতালে অধ্যাপিকা ও জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ডাক্তার নিজ হাতে স্বাভাবিক সন্তান প্রসব (Normal Delivery) পরিচালনা করেন।

👉 তাই এখানে নেই অপ্রয়োজনীয় সিজারিয়ান ঝুঁকি,
👉 রয়েছে নিরাপদ, ব্যথামুক্ত (Painless) স্বাভাবিক প্রসবের নিশ্চয়তা,
👉 আর রয়েছে মা ও নবজাতকের সর্বোচ্চ সেবা।

আমরা বিশ্বাস করি—
মায়ের জন্য স্বাভাবিক প্রসবই সবচেয়ে নিরাপদ ও স্বাভাবিক পথ। 💙

📍 গ্রেস হাসপাতালে আধুনিক ডেলিভারি কক্ষ, অভিজ্ঞ টিম ও ২৪/৭ মেডিকেল সাপোর্ট নিশ্চিত করে আপনাকে দিচ্ছে নিরাপত্তা ও আস্থা।

✨ স্বাভাবিক প্রসব, অধ্যাপিকার তত্ত্বাবধানে – আপনার মাতৃত্বের সেরা অভিজ্ঞতা।

📍 ঠিকানা: ৩A, রোড-০৪, গ্রীন রোড, ধানমন্ডি, ঢাকা
📞 এপয়েন্টমেন্ট: 01759514834

04/09/2025

👩‍🍼 এক মায়ের স্বপ্ন —
“আমার সন্তানের জন্ম হোক স্বাভাবিক পথে, নিরাপদ হাতে।”

গ্রেস হাসপাতালে সেই স্বপ্ন বাস্তব হয় ✨
কারণ এখানে অধ্যাপিকা নিজেই স্বাভাবিক সন্তান প্রসব করান,
অভিজ্ঞ হাতে, মমতায় ভরা হৃদয়ে।

🌸 নেই অযথা সিজারিয়ান চাপ
🌸 আছে painless ডেলিভারি
🌸 আছে মা-শিশুর নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা

🤱 স্বাভাবিক প্রসবই সবচেয়ে স্বাভাবিক আনন্দ –
আর সেই আনন্দকে করে তোলাই গ্রেস হাসপাতালের অঙ্গীকার।

📍 গ্রেস হাসপাতালে আসুন —
মাতৃত্বের মুহূর্ত হোক স্বাভাবিক, সুন্দর, নিরাপদ। 💙

📍 ঠিকানা: ৩A, রোড-০৪, গ্রীন রোড, ধানমন্ডি, ঢাকা
📞 এপয়েন্টমেন্ট: 01759514834

🌸✨ জন্ম হোক আনন্দের, ব্যথার নয়! ✨🌸প্রসবের মুহূর্ত — প্রতিটি মায়ের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নকে ব্যথা...
04/09/2025

🌸✨ জন্ম হোক আনন্দের, ব্যথার নয়! ✨🌸

প্রসবের মুহূর্ত — প্রতিটি মায়ের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নকে ব্যথার ভয় যেন কখনো আড়াল না করে!

👉 গ্রেস হাসপাতাল নিয়ে এসেছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পেইনলেস নরমাল ডেলিভারি সেবা – যেখানে মা থাকবেন নিশ্চিন্ত, আর নবজাতকের প্রথম কান্না হবে এক অবিস্মরণীয় সুখের স্মৃতি।

🔥 কেন গ্রেস হাসপাতাল?
✔️ অভিজ্ঞ প্রফেসর ও সিনিয়র কনসালট্যান্ট দ্বারা সরাসরি প্রসব
✔️ আধুনিক এপিডিউরাল পদ্ধতিতে ব্যথামুক্ত প্রসব
✔️ ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ মেডিকেল টিম ও জরুরি সাপোর্ট
✔️ মা ও শিশুর জন্য নিরাপদ, আরামদায়ক পরিবেশ

🌺 কারণ প্রতিটি মা প্রাপ্য একটি সুন্দর ও ব্যথামুক্ত মাতৃত্বের অভিজ্ঞতা।

📍 ঠিকানা: ৩A, রোড-০৪, গ্রীন রোড, ধানমন্ডি, ঢাকা
📞 এপয়েন্টমেন্ট: 01759514834

✨👶 আপনার নবজাতকই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার 👶✨Grace Hospital – 24/7 NICU Care🍼 অনেক নবজাতক জন্মের পরেই জন্ডিসে আক্রান্ত ...
04/09/2025

✨👶 আপনার নবজাতকই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার 👶✨
Grace Hospital – 24/7 NICU Care

🍼 অনেক নবজাতক জন্মের পরেই জন্ডিসে আক্রান্ত হতে পারে।
প্রথমে হালকা মনে হলেও, অবহেলা করলে এটি হয়ে উঠতে পারে ঝুঁকিপূর্ণ।

🩺 লক্ষণসমূহ:

1️⃣ মুখ ও চোখ হলুদ হয়ে যাওয়া
2️⃣ হাতের তালু ও পায়ের পাতায় হলুদাভ ভাব
3️⃣ প্রস্রাব গাঢ় হলুদ হওয়া
4️⃣ মলের রঙ সবুজ হওয়া

🌿 এসব লক্ষণ দেখা দিলে দেরি করবেন না।

✨ আমাদের সিনিয়র কনসালট্যান্ট দ্বারা পরিচালিত NICU (Neonatal Intensive Care Unit)
✅ আধুনিক চিকিৎসা ব্যবস্থা
✅ দক্ষ নার্সিং টিম
✅ ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ
✅ শিশুর জন্য নিরাপদ পরিবেশ

📞 তথ্য জানতে বা সিরিয়ালের জন্য কল করুনঃ
📍 ঠিকানা: ৩A, রোড-০৪, গ্রীন রোড, ধানমন্ডি, ঢাকা
📞 এপয়েন্টমেন্ট: 01759514834

💙 Grace Hospital – প্রতিটি নবজাতকের জন্য নিরাপদ আশ্রয়।

Address

Grace Hospital, Road-4, House-3/A, Green Road, Dhanmondi
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Prof. Dr. Sangjukta Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Prof. Dr. Sangjukta Saha:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram