15/09/2025
আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফ করছেন অধ্যাপক ডা. মোঃ আবু জাফর স্যার, মহাপরিচালক , স্বাস্থ্য অধিদপ্তর। প্রেস ব্রিফিং- এ স্যার বিভিন্ন গণযোগাযোগ মাধ্যমের উপস্থিত সাংবাদিকবৃন্দকে টাইফয়েড জ্বর, , টাইফয়েডজনিত জটিলতা, টাইফয়েড টিকার গুরুত্ব এবং টিকাদান ক্যাম্পেইন বিষয়ে বিভিন্ন তথ্য প্রদান করেন। এছাড়াও টাইফয়েড টিকার গুরুত্ব বিষয়ে প্রচারনা এবং জনসচেতনতা সৃষ্টির জন্য সাংবাদিকবৃন্দকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
প্রেস ব্রিফিং-এ আরো উপস্থিত ছিলেন অতিঃ মহাপরিচালক (প্রশাসন), অতিঃ মহাপরিচালক (পরিকল্পনা এবং উন্নয়ন), ইপিআই-সহ স্বাস্থ্য অধিদপ্তরের সকল পরিচালকবৃন্দ, স্বাস্থ্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফের প্রতিনিধিবৃন্দ।