Hepatitis B Survivors' Community Bangladesh

Hepatitis B Survivors' Community Bangladesh We are here to help you! The information provided on this wall is not intended to serve as medical advice or endorsement of any product.

We strongly recommend each person discuss this information and their questions with a qualified health provider.

"HBsAg ELISA" টেস্ট নিয়ে কিছু কথা 💖HBsAg ( Elisa) রিপোর্টের পয়েন্ট নিয়ে অনেকেই নানা প্রশ্ন করে থাকেন। যেমন, আমার পয়েন্ট ...
21/09/2021

"HBsAg ELISA" টেস্ট নিয়ে কিছু কথা 💖

HBsAg ( Elisa) রিপোর্টের পয়েন্ট নিয়ে অনেকেই নানা প্রশ্ন করে থাকেন। যেমন, আমার পয়েন্ট এত এটা কি বেশি মারাত্মক , প্লিজ জানান। আমার পয়েন্ট এত, আমার লিভার ভাল না খারাপ?

HBsAg test এর এই পয়েন্ট আসলে শুধু হেপাটাইটিস বি ভাইরাস আপনার শরীরে আছে কি নেই তা নির্ণয়ে কাজে লাগে। Cut off value র পয়েন্ট এর চেয়ে sample value (রোগীর)র পয়েন্ট যদি বেশি হয়, তাহলে HBsAg র রেজাল্ট positive অথবা reactive ধরা হয়। আর যদি উল্টাটা হয় তাহলে রেজাল্ট নেগেটিভ।

Cut off value হচ্ছে ল্যাবে ব্যবহৃত রিএজেন্ট এর ভ্যালু। এটি অনেক ল্যাবের ক্ষেত্রে ১ থাকে, কোন ল্যাবে ০.১ বা অন্য কোন ভ্যালু থাকে। তাই sample valueর পয়েন্ট ১০০ হলেও রেজাল্ট পজিটিভ, ৩০০০ হলেও রেজাল্ট পজিটিভ হবে।

এখন প্রশ্ন হচ্ছে যার পয়েন্ট ১০০ হয়ে পজিটিভ হল তার রিপোর্ট কি ৩০০০ পয়েন্ট যার তার চেয়ে ভাল? কিংবা যার পয়েন্ট ৩০০০ তার রিপোর্ট কি খুব খারাপ?
উত্তর হচ্ছে, না।

এই পয়েন্ট কারো শরীরে ভাইরাস বেশি না কম কিংবা লিভার ভাল না খারাপ, ভাইরাস এক্টিভ না ইনএকটিভ তার কিছুই বলতে পারে না। শুধু ভাইরাস আছে কি নেই এটা বলতে পারে।

ভাইরাস বেশি না কম, এক্টিভ না ইনএকটিভ, লিভারে ক্ষতি করছে কিনা তা বোঝা যায় অন্যান্য টেস্টের মাধ্যমে। যেমন, HBeAg, HBV DNA, ALT.

তাই HBsAg test এর পয়েন্ট দেখার জন্য বারবার এই টেস্ট করে লাভ নেই। অবশ্য এই পয়েন্ট দিয়ে যদি উপরের প্রশ্ন গুলোর উত্তর পাওয়া যেত, ভালই হত তাহলে। কম খরচে কম পরীক্ষায় অনেক তথ্য জানা যেত।
Faiz Ahmad Khondaker - Page

কিভাবে দীর্ঘস্থায়ী হেপ বি স্বাস্থ্যকে প্রভাবিত করে :দীর্ঘস্থায়ী হেপ বি তে আক্রান্ত মানুষদের , ক্ষত, ফাইব্রোসিস (যকৃতের ম...
25/08/2021

কিভাবে দীর্ঘস্থায়ী হেপ বি স্বাস্থ্যকে প্রভাবিত করে :

দীর্ঘস্থায়ী হেপ বি তে আক্রান্ত মানুষদের , ক্ষত, ফাইব্রোসিস (যকৃতের মাঝারি পরিমাণ ক্ষতিগ্রস্ততা) এবং সিরোসিস (যকসের তীব্র ক্ষতিগ্রস্ততা) সহ যকৃতের গুরুতর সমস্যা হতে পারে ৷ যকৃতের ক্ষতিগুলি সাধারণত 20-30 বছর ধরে ধীরে গতিতে ঘটতে থাকে৷ দীর্ঘস্থায়ী হেপ বি তে আক্রান্ত মানুষেরা রোগটির যেকোনো পর্যায়ে যকৃতের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁটিযুক্ত থাকেন এবং তাদের উচিত প্রত্যেক ছয় মাস অন্তর লিভার ক্যান্সারের জন্য পরীক্ষা করানো৷

তথ্যসূত্র: NYC Health

জনসার্থে
Hepatitis B Survivors' Community Bangladesh

হেপ বি এর উপসর্গগুলিতীব্র  হেপ  বি  এর  লক্ষণ  এবং  উপসর্গগুলির মধ্যে অন্তর্ভুক্ত  হতে  পারে  জ্বর,  ক্লান্তি ,  ক্ষধামা...
21/08/2021

হেপ বি এর উপসর্গগুলি

তীব্র হেপ বি এর লক্ষণ এবং উপসর্গগুলির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে জ্বর, ক্লান্তি , ক্ষধামান্থ্য, বমিবমি ভাব, বমি করা, পেটের যন্ত্রণা, ঘন বর্ণের মূত্র , ছাই রঙের মল, গাঁটের যন্ত্রণা অথবা জন্ডিস (চােখ এবং ত্বক হলুদ বর্ণের হয়ে যাওয়া)৷ এই উপসর্গগুলি সাধারণত কয়েক সপ্তাহের মধ্যেই চলে যায়৷

দীর্ঘমেয়াদী হেপ বি তে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অধিকাংশের বহু দশক যাবত কোনও উপসর্গ থাকে না এবং তাঁরা তাঁদের সংক্রমণটির সম্পর্কে জানতেও পারেন না, কিন্তু তা হলেও ভাইরাসটিকে সঞ্চালিত করতে পারেন৷ যখন উপসর্গগুলি দেখা দেয়, তখন প্রায়শই সেগুলি হয়ে অগ্রবর্তী হওয়া যকৃতের অসুস্থতার লক্ষণগুলি, যেন যকৃতটি আর তার কাজগুলি করতে সক্ষম হয় না৷ আপনি হেপ ববি তে সংক্রমিত কিনা সেটি জানার একমাত্র উপায় হলো পরীক্ষা করানো৷

তথ্যসূত্র: NYC Health

জনসার্থে
Hepatitis B Survivors' Community Bangladesh

আসুন জেনে নেই, এবং সুস্থ থাকি 💖হেপ বি এর পর্যায়গুলি:1. তীব্র হেপ বি হলো একটি নতুন সংক্রমণ ৷ হেপ  বি  তে আক্রান্ত হওয়া  প...
11/08/2021

আসুন জেনে নেই, এবং সুস্থ থাকি 💖

হেপ বি এর পর্যায়গুলি:

1. তীব্র হেপ বি হলো একটি নতুন সংক্রমণ ৷ হেপ বি তে আক্রান্ত হওয়া প্রাপ্তবয়স্কদের মধ্যে অধিকাংশই কোনও চিকিৎসক ছাড়াই ছয় মাসের মধ্যে সংক্রমণ মুক্ত হয়ে যান ৷ যদি আপনি তীব্রতার পর্যায়েটিতে হেপ বি কে প্রতিহত করে থাকেন , তাহলে আপনার অনাক্রম্যতা সৃষ্টি হয়েছে , অর্থাৎ আপনি হেপ বি এর দ্বারা সংক্রাবমিত হওয়া থেকে সুরক্ষিত ৷ একটি দুর্বল রোগ প্রতিরাধ শক্তিযুক্ত ব্যক্তিরা, যেমন ছোট বাচ্চা , শিশু অথবা HIV-এর দ্বারা সংক্রমিত ব্যক্তিরা হলেন, সংক্রমণটির তীব্রতার পর্যায়ে , হেপ বি কে প্রতিহত করার কম সম্ভাবনাযুক্ত মানুষ৷

2. দীর্ঘমেয়াদী হেপ বি হলো একটি চলমান অথবা জীবনব্যাপী সংক্রমণ যেটির বিকাশ ঘটে যখন শরীর ছয় মাসের মধ্যে ভাইরাসটিকে অপসারিত করতে সক্ষম হয় না৷ দীর্ঘমেয়াদী হেপ বি সহ অধিকাংশ মানুষই এটির দ্বারা সংক্রামিত হয়ে থাকবেন যখন তাঁরা সদ্যোজাত অথবা অতিশয় ছোট শিশু ছিলেন ৷

তথ্যসূত্র: NYC Health

জনসার্থে
Hepatitis B Survivors' Community Bangladesh

আসুন জেনে নেই, এবং সুস্থ থাকি কীভাবে কোনও একজন হেপ বি -এর সংক্রামিত হতে পারেন?হেপ বি রক্ত, বীর্য এবং যোনির তরল উপাদানগুল...
05/08/2021

আসুন জেনে নেই, এবং সুস্থ থাকি

কীভাবে কোনও একজন হেপ বি -এর সংক্রামিত হতে পারেন?

হেপ বি রক্ত, বীর্য এবং যোনির তরল উপাদানগুলির মাধ্যমে এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির মধ্যে সঞ্চালিত হতে পারে ৷ হেপ বি সঞ্চালিত করার কয়েকটি সাধারণ উপায়ের মধ্যে অন্তর্ভুক্ত হল:•

1. সন্তান প্রসবের সময়ে; হেপ বি তে আক্রান্ত একজন গর্ভবতী ব্যক্তি তার সন্তানের শরীরে হেপ বি সঞ্চালিত করতে পারেন।
2. হেপ বি তে আক্রান্ত একজন ব্যক্তির সঙ্গে একটি শারীরিক বাধা, যেমন কনডম অথবা ডেন্টাল ড্যামস ছাড়াই যৌনক্রিয়া করা৷
3. ছুঁচ, চিকিৎসা বিষয়ক অথবা ইঞ্জেকশন সরঞ্জাম, যেমন ইনসুলিনের জন্য গ্লুকোজ মনিটর, মাদকের ব্যবহার , স্টেরয়েড , ট্যাটু অথবা আকুপাঙ্কচার করানো৷
4. ব্যক্তিগত পরিচর্যার উপাদানগুলি শেয়ার করা, যেমন রেজার বা ক্ষুর, দাঁত মাজার ব্রাশ অথবা অন্য যেকোনো বস্তু যেটিতে রক্ত স্পর্শ করতে পারে, বীর্য অথবা যোনি তরল৷

তথ্যসূত্র: NYC Health

জনসার্থে
Hepatitis B Survivors' Community Bangladesh

আসুন জেনে নেই, এবং সুস্থ থাকি 💗হেপাটাইটিস বি (হেপ বি) এবং আপনার যকৃত বা লিভার হেপাটাইটিসের অর্থ হল যকৃতের প্রদাহ৷ আপনার ...
02/08/2021

আসুন জেনে নেই, এবং সুস্থ থাকি 💗

হেপাটাইটিস বি (হেপ বি) এবং আপনার যকৃত বা লিভার

হেপাটাইটিসের অর্থ হল যকৃতের প্রদাহ৷ আপনার যকৃত বহুভাবে আপনাকে স্বাস্থ্যবান রাখে৷ এটি আপনার শরীর থেকে বিষাক্ত উপাদানগুলোকে অপসারিত করে এবং খাবারের পুষ্টিকর উপাদানগুলিকে শক্তিতে পরিণত করে৷

হেপ বি, যকৃতে ক্ষত, যকৃতের ব্যর্থতা, লিভার ক্যান্সার এবং অকাল মৃত্যুর, গুরুতর স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। বিভিন্ন ন্ন প্রকারের হেপাটাইটিস আছে৷ হেপ বি এর কারণ হল হেপ বি ভাইরাস যা যকৃতে আক্রমণ এবং সংক্রমিত করে৷

হেপ বি এর প্রতিরোধ করা যেতে পারে একটি নিরাপদ টীকার সাহায্যে এবং যকৃতের গুরুতর ক্ষতের অগ্রগতি ধীর গতির করতে অথবা বন্ধ করতে পারে৷ হেপ বি এর দ্বারা আক্রান্ত মানুষেরা একটি দীর্ঘ সময় বাঁচতে এবং স্বাস্থ্যবান জীবনযাপন করতে পারেন।

তথ্য সূত্র: NYC Health
জনসার্থে
Hepatitis B Survivors' Community Bangladesh

হেপাটাইটিস বি ও সি মূলত রক্ত বাহিত রোগ। আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে এসে নতুনভাবে ছড়ায়। এ ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো মা...
01/08/2021

হেপাটাইটিস বি ও সি মূলত রক্ত বাহিত রোগ। আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে এসে নতুনভাবে ছড়ায়। এ ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে :

1.একই সিরিঞ্জ বারবার ব্যবহার না করা
2.অন্যের ব্যবহার করা কোন সুই ব্যবহার না করা
3.পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বা অচেনা উৎস থেকে রক্ত গ্রহণ না করা
4.যেকোনো সরঞ্জাম ব্যবহার করার সময় সুরক্ষা গ্রহণ করা
5.বছরে অন্তত দুইবার রক্তের পরীক্ষা করা, যাতে আক্রান্ত হলে শুরুতেই চিকিৎসা করা যায়
6.আক্রান্ত হলে পরিবারের সদস্যদের সঙ্গে দূরত্ব বজায় রাখা

আজ 28 জুলাই, বিশ্ব হেপাটাইটিস দিবসআপনি জানেন কি :1.বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত2.প্রায় 20 ...
28/07/2021

আজ 28 জুলাই, বিশ্ব হেপাটাইটিস দিবস

আপনি জানেন কি :
1.বাংলাদেশে প্রায় 1 কোটি মানুষ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত
2.প্রায় 20 হাজার রোগী প্রতি বছর হেপাটাইটিস মারা যায়
3.হেপাটাইটিসে আক্রান্ত রোগীদের 10 জনের 9 জনই জানেন না তারা এই ভাইরাসে আক্রান্ত

হেপাটাইটিস সংক্রমণের জন্য দায়ী :
1.সংক্রমিত রক্ত গ্রহণ
2.অরক্ষিত যৌন মিলন
3.হেপাটাইটিস বি অথবা সি তে আক্রান্ত মা থেকে সন্তানে সংক্রমণ
4.সংক্রমিত সূঁচ বা রেজার ব্যবহারের মাধ্যমে
5.কান বা Tatoo-এর মাধ্যমে
6.অসচেতনভাবে দাঁতের চিকিৎসা
7.সার্জারি করার ক্ষেত্রে জীবাণুমুক্ত নয় এরূপ যন্ত্রের ব্যবহার
8.দূষিত খাদ্য অথবা পানীয় গ্রহণ

হেপাটাইটিস প্রতিরোধের উপায় :
1.নিয়মিত রক্ত পরীক্ষা করানো
2.রোগীর শরীরের রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান প্রবেশ করানোর পূর্ব তা পরীক্ষা করানো
3.অনিরাপদ যৌন মিলন থেকে বিরত থাকা
4.সূঁচ ব্যবহারে সাবধানতা অবলম্বন করা
5.ডিসপোজিবল সিরিঞ্জ ব্যবহার করা
6.বাইরের খোলা খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকা

"হেপাটাইটিস বি" নিয়ে দেশের একজন বিখ্যাত ডাক্তার এবং লিভার বিশেষজ্ঞ Prof Dr Mamun-Al-Mahtab (Shwapnil) Sir এর বক্তব্য শুন...
07/07/2021

"হেপাটাইটিস বি" নিয়ে দেশের একজন বিখ্যাত ডাক্তার এবং লিভার বিশেষজ্ঞ Prof Dr Mamun-Al-Mahtab (Shwapnil) Sir এর বক্তব্য শুনে আশা যাক ।

উনি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ( P G Hospital ) এর লিভার & হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন ।

বিঃদ্রঃ হেপাটাইটিস বি সম্পর্কিত আপনাদের যেকোনো জিজ্ঞাসা এর জন্যে আমাদের ইনবক্সে মেসেজ দিতে পারেন । 🥰
Doctorola.com
https://youtu.be/IEF9nPrDElk

Topic: Hepatitis B treatment in bangladeshGuest: Assoc. Prof. Dr. Mamun-Al-Mahtab (Shwapnil). MBBS, MSC (London), FACG (USA), MD (Hepatology).Associate Profe...

07/06/2021
This might be helpful 💖
12/03/2021

This might be helpful 💖

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান ছুটির দিনগুলোতে মোবাইলে পরামর্শ দেবেন দেশের ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক। ঘনবন্দ....

Did you know? 9 in 10 people living with viral hepatitis don't know they have it. Undiagnosed, it can be deadly.
09/02/2021

Did you know? 9 in 10 people living with viral hepatitis don't know they have it.
Undiagnosed, it can be deadly.

Address

Dhanmondi
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hepatitis B Survivors' Community Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hepatitis B Survivors' Community Bangladesh:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram