21/09/2021
"HBsAg ELISA" টেস্ট নিয়ে কিছু কথা 💖
HBsAg ( Elisa) রিপোর্টের পয়েন্ট নিয়ে অনেকেই নানা প্রশ্ন করে থাকেন। যেমন, আমার পয়েন্ট এত এটা কি বেশি মারাত্মক , প্লিজ জানান। আমার পয়েন্ট এত, আমার লিভার ভাল না খারাপ?
HBsAg test এর এই পয়েন্ট আসলে শুধু হেপাটাইটিস বি ভাইরাস আপনার শরীরে আছে কি নেই তা নির্ণয়ে কাজে লাগে। Cut off value র পয়েন্ট এর চেয়ে sample value (রোগীর)র পয়েন্ট যদি বেশি হয়, তাহলে HBsAg র রেজাল্ট positive অথবা reactive ধরা হয়। আর যদি উল্টাটা হয় তাহলে রেজাল্ট নেগেটিভ।
Cut off value হচ্ছে ল্যাবে ব্যবহৃত রিএজেন্ট এর ভ্যালু। এটি অনেক ল্যাবের ক্ষেত্রে ১ থাকে, কোন ল্যাবে ০.১ বা অন্য কোন ভ্যালু থাকে। তাই sample valueর পয়েন্ট ১০০ হলেও রেজাল্ট পজিটিভ, ৩০০০ হলেও রেজাল্ট পজিটিভ হবে।
এখন প্রশ্ন হচ্ছে যার পয়েন্ট ১০০ হয়ে পজিটিভ হল তার রিপোর্ট কি ৩০০০ পয়েন্ট যার তার চেয়ে ভাল? কিংবা যার পয়েন্ট ৩০০০ তার রিপোর্ট কি খুব খারাপ?
উত্তর হচ্ছে, না।
এই পয়েন্ট কারো শরীরে ভাইরাস বেশি না কম কিংবা লিভার ভাল না খারাপ, ভাইরাস এক্টিভ না ইনএকটিভ তার কিছুই বলতে পারে না। শুধু ভাইরাস আছে কি নেই এটা বলতে পারে।
ভাইরাস বেশি না কম, এক্টিভ না ইনএকটিভ, লিভারে ক্ষতি করছে কিনা তা বোঝা যায় অন্যান্য টেস্টের মাধ্যমে। যেমন, HBeAg, HBV DNA, ALT.
তাই HBsAg test এর পয়েন্ট দেখার জন্য বারবার এই টেস্ট করে লাভ নেই। অবশ্য এই পয়েন্ট দিয়ে যদি উপরের প্রশ্ন গুলোর উত্তর পাওয়া যেত, ভালই হত তাহলে। কম খরচে কম পরীক্ষায় অনেক তথ্য জানা যেত।
Faiz Ahmad Khondaker - Page