Medilife Specialized Hospital LTD

Medilife Specialized Hospital LTD Medical Service

" শোকবার্তা "রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোন ক্যাম্পাসে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
21/07/2025

" শোকবার্তা "

রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোন ক্যাম্পাসে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

PLID (Pr*****ed Lumbar Intervertebral Disc)হচ্ছে যখন মেরুদণ্ডের ডিস্কটি ফেটে গিয়ে ভেতরের অংশ স্নায়ুতে চাপ ফেলে। সাধারণত ...
16/07/2025

PLID (Pr*****ed Lumbar Intervertebral Disc)

হচ্ছে যখন মেরুদণ্ডের ডিস্কটি ফেটে গিয়ে ভেতরের অংশ স্নায়ুতে চাপ ফেলে। সাধারণত হঠাৎ ব্যথা শুরু হয়, যা পিঠ থেকে নিতম্ব ও পায়ে ছড়ায় (sciatica)।

🩺 লক্ষণ:

কোমর ব্যথা
একপাশে পায়ে ব্যথা বা ঝিনঝিনে অনুভূতি
বসা বা হঠাৎ ভাজ হওয়া মুভমেন্টে ব্যথা বাড়ে

🧠 Spinal Stenosis

হচ্ছে মেরুদণ্ডের ভিতরের জায়গা সংকুচিত হয়ে স্নায়ুর ওপর চাপ পড়া। এটি সাধারণত বয়সের সঙ্গে সঙ্গে হয়। ব্যথা ধীরে ধীরে বাড়ে।

🩺 লক্ষণ:

দুই পায়ে ব্যথা, ভারী ভাব
হাঁটলে বা দাঁড়ালে ব্যথা বাড়ে
বসলে বা ঝুঁকে থাকলে ব্যথা কমে

🔍 মূল পার্থক্য

PLID সাধারণত একপাশে ব্যথা দেয়,
Spinal Stenosis দুই পায়ে অনুভূতি দেয়
PLID-এ ব্যথা তীব্র ও হঠাৎ হয়,
Stenosis-এ ধীরে ধীরে বাড়ে

সিরিয়াল : ০৯৬১৪-৫০২২৯৯
Medilife Specialized Hospital LTD

জরুরী সতর্কতা: আসুন আমরা আবার মাস্ক পরা শুরু করি। কারণ করোনা তথা  COVID-Omicron XBB আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও...
10/06/2025

জরুরী সতর্কতা:
আসুন আমরা আবার মাস্ক পরা শুরু করি। কারণ করোনা তথা COVID-Omicron XBB আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও বিপজ্জনক। এটি সহজে শনাক্তও হয় না, তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি।

১. COVID-Omicron XBB এর নতুন উপসর্গগুলো:

i) কাশি নেই।
ii) জ্বর নেই।
বেশিরভাগ উপসর্গ হলো—
iii) অস্থিসন্ধিতে ব্যথা।
iv) মাথাব্যথা।
v) গলাব্যথা।
vi) পিঠে ব্যথা।
vii) নিউমোনিয়া।
viii) ক্ষুধা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া।

২. এই ভ্যারিয়েন্টটি ডেল্টার চেয়ে ৫ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও বেশি।

৩. উপসর্গগুলো খুব অল্প সময়েই মারাত্মক আকার ধারণ করে এবং কখনও কখনও কোনো স্পষ্ট উপসর্গ না দেখিয়েই অবস্থা খারাপ হতে শুরু করে।

৪. তাই আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন।

এই ভ্যারিয়েন্টটি নাসোফ্যারেঞ্জিয়াল (নাকের গভীর অংশ) অঞ্চলে পাওয়া যায় না, বরং সরাসরি ফুসফুসের “উইন্ডো” অংশে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়।

৫. কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্স-রে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া নাক দিয়ে নেয়া স্যাম্পলে (সোয়াব) পরীক্ষায় নেগেটিভ ফল আসছে, যা পরীক্ষায় ভুল রিপোর্ট (ফলস নেগেটিভ) এর সংখ্যা বাড়াচ্ছে। এ কারণে এই ভাইরাসকে ‘ধূর্ত’ বলা হচ্ছে।

এর মানে হলো— এটি সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটায়, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। এই কারণে COVID-Omicron XBB এত বেশি ছোঁয়াচে ও প্রাণঘাতী হয়ে উঠেছে।

৬. যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন, খোলা জায়গাতেও অন্তত ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, সঠিকভাবে মাস্ক পরুন, এবং নিয়মিত হাত ধুয়ে ফেলুন—even যদি কাশি বা হাঁচি না থাকে।

এই COVID-Omicron XBB "ওয়েভ" প্রথম COVID-19 মহামারির চেয়েও ভয়াবহ।

সতর্কতা, সচেতনতা ও বৈচিত্র্যময় সুরক্ষা ব্যবস্থাই আমাদের রক্ষা করতে পারে।

ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন।
Medilife Specialized Hospital LTD

ঈদুল আযাহা মানে ত্যাগের শিক্ষা, ভালোবাসার বার্তা আর আল্লাহর রহমতের ছোঁয়া। সবাইকে ঈদের শুভেচ্ছা!মেডিলাইফ স্পেশালাইজড হাস...
06/06/2025

ঈদুল আযাহা মানে ত্যাগের শিক্ষা, ভালোবাসার বার্তা আর আল্লাহর রহমতের ছোঁয়া। সবাইকে ঈদের শুভেচ্ছা!
মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতাল লিঃ "এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ-উল-আযাহা অনেক অনেক শুভেচ্ছা
"ঈদ মোবারক"

৪,৫ মিটফোর্ড রোড, মিটফোর্ড টাওয়ার, ঢাকা-১১০০
☎️০৯৬১৪৫০২২৯৯
Medilife Specialized Hospital LTD

সম্মানিত হজ্জ যাত্রীদের জন্য  সাস্থ্য পরীক্ষার বিশেষ প্যাকেজ মাত্র ১০০০টাকা।☎️০৯৬১৪-৫০২২৯৯Medilife Specialized Hospital ...
15/04/2025

সম্মানিত হজ্জ যাত্রীদের জন্য সাস্থ্য পরীক্ষার বিশেষ প্যাকেজ মাত্র ১০০০টাকা।
☎️০৯৬১৪-৫০২২৯৯
Medilife Specialized Hospital LTD
#হজ্জসেবা

মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতাল লিঃ  "এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা          "শুভ নববর্ষ ১৪৩২"৪,৫ মি...
13/04/2025

মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতাল লিঃ "এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা "শুভ নববর্ষ ১৪৩২"
৪,৫ মিটফোর্ড রোড, মিটফোর্ড টাওয়ার, ঢাকা-১১০০
☎️ ০৯৬১৪-৫০২২৯৯
Medilife Specialized Hospital LTD
#পহেলা বৈশাখ ১৪৩২

মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতাল লিঃ  "এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ-উল-ফিতরের অনেক অনেক শুভেচ্ছা                  "ঈদ মোবার...
30/03/2025

মেডিলাইফ স্পেশালাইজড হাসপাতাল লিঃ "এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ-উল-ফিতরের অনেক অনেক শুভেচ্ছা
"ঈদ মোবারক"
৪,৫ মিটফোর্ড রোড, মিটফোর্ড টাওয়ার, ঢাকা-১১০০
☎️০৯৬১৪৫০২২৯৯
Medilife Specialized Hospital LTD

থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য কিছু ঘরোয়া উপায়!আসলে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হলে তেমন কোন ঘরোয়া উপায় নেই এটি প্রতিরোধের জন্...
07/03/2025

থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য কিছু ঘরোয়া উপায়!

আসলে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হলে তেমন কোন ঘরোয়া উপায় নেই এটি প্রতিরোধের জন্য। কিন্তু অবস্থার যেন আরও অবনতি না ঘটে সেটার জন্য আমরা আমাদের লাইফ স্টাইলে কিছু পরিবর্তন আনতে পারি।

১. অতিরিক্ত আয়রন গ্রহন না করা

২. স্বাস্থ্যসম্মত খাদ্য এবং থ্যালাসেমিয়ার হলে ফলিক এসিড আছে এমন খাদ্য গ্রহণ করুন

৩. ইনফেকশন থেকে দূরে থাকুন

৪.গর্ভধারণের পূর্বে টেস্ট

৫.বিয়ের আগেই ব্লাড টেস্ট

👉 যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন:

৪,৫ মিটফোর্ড রোড, মিটফোর্ড টাওয়ার, ঢাকা-১১০০
☎️০৯৬১৪-৫০২২৯৯

ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তির খাদ্যতালিকা-প্রথমত ডেঙ্গু জ্বর হলে প্রথমেই খেয়াল রাখতে হবে দেহকে কীভাবে হাইড্রেটেড রাখা য...
18/02/2025

ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তির খাদ্যতালিকা-

প্রথমত ডেঙ্গু জ্বর হলে প্রথমেই খেয়াল রাখতে হবে দেহকে কীভাবে হাইড্রেটেড রাখা যায়। সারাদিনে কমপক্ষে ৩ লিটার পানি পান করতে হবে। জ্বর হলে অনেক সময় পানি পান করতে অনীহা দেখা যায়, তাই পানির চাহিদা পূরণ করতে পানির পাশাপাশি তাজা ফলের রস, ডাবের পানি পান করতে হবে।

▶️ভিটামিন সি যুক্ত খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং খাবারের রুচি বাড়াতে সাহায্য করে। সেই সাথে দ্রুত আরোগ্য লাভেও সহায়তা করে। মাল্টা, কমলা, লেবু, পেয়ারা, স্ট্রবেরি, পেঁপে, পাকা বেল, নাশপাতি, আনারস, ডালিম সহ পানি বেশি করে খাওয়া উচিত।

▶️ডেঙ্গু জ্বরের সময় রোগীকে সুস্থ রাখতে সহায়তা করে তরল জাতীয় খাবার। তরল খাবার হজমে সহজ এবং এগুলো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতেও সহায়তা করে। তরল খাবার হিসেবে যে খাবারগুলো দেওয়া যেতে পারে সেগুলো হলো মিক্সড ভেজিটেবল স্যুপ, টমেটো স্যুপ, চিকেন বা কর্ণ স্যুপ দেওয়া যেতে পারে। এতে পানির চাহিদা পূরণ হবে, পাশাপাশি প্রোটিন ও অ্যান্টি অক্সিডেন্টের চাহিদা পূরণ হবে।

▶️ তরল খাবারের পাশাপাশি অর্ধতরল খাবার যেমন- নরম সেদ্ধ করা খাবার, জাউ ভাত, ভাতের মাড়, চিড়া ভেজানো পানি, সুজি, সাগু ইত্যাদি দেওয়া যেতে পারে। এসব খাবার সহজপাচ্য এবং এ সময় দ্রুত শরীরে শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে।

👉 যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন:

৪,৫ মিটফোর্ড রোড, মিটফোর্ড টাওয়ার, ঢাকা-১১০০
☎️০৯৬১৪-৫০২২৯৯

অল্প বয়সে চুল পাকা রোধের ১০টি উপায়-▶️ অল্প বয়সে চুল পাকা রোধে স্ট্রেস থেকে দূরে থাকুন ▶️ অল্প বয়সে চুল পাকা রোধে ধূমপান...
16/02/2025

অল্প বয়সে চুল পাকা রোধের ১০টি উপায়-

▶️ অল্প বয়সে চুল পাকা রোধে স্ট্রেস থেকে দূরে থাকুন
▶️ অল্প বয়সে চুল পাকা রোধে ধূমপান পরিহার করুন
▶️ শরীরের আদ্রতা বজায় রাখুন
▶️ কপার সমৃদ্ধ খাবার খান
▶️ আয়োডিন যুক্ত খাবার খান
▶️ অত্যাবশ্যকীয় উপাদান প্রোটিন
▶️ পর্যাপ্ত ঘুম
▶️ বি গ্রুপের ভিটামিনের উপর গুরুত্ব দিন
▶️ ইম্প্রুভ সার্কুলেশন
▶️ সেলেনিয়াম সমৃদ্ধ খাবার নির্বাচন করুন

👉 যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন:

৪,৫ মিটফোর্ড রোড, মিটফোর্ড টাওয়ার, ঢাকা-১১০০
☎️০৯৬১৪-৫০২২৯৯

হেয়ার ফল প্রতিকারে টিপসসমূহ-১) ওষুধ সম্পর্কে জানুন ২) ক্যালরিযুক্ত খাবার খান ৩) স্ট্রেস ম্যানেজমেন্ট করুন ৪) হাই- প্রোটি...
14/02/2025

হেয়ার ফল প্রতিকারে টিপসসমূহ-

১) ওষুধ সম্পর্কে জানুন

২) ক্যালরিযুক্ত খাবার খান

৩) স্ট্রেস ম্যানেজমেন্ট করুন

৪) হাই- প্রোটিনযুক্ত খাবার খান

৫) তেল ম্যাসেজ করুন

৬) পেয়াজের রস ব্যবহার করুন

৭) মেহেদি দিন

৯) ভেজা চুল আঁচড়ানো যাবে না

১০) স্ট্রেইটনার ও কেমিকেল সামগ্রী থেকে চুল দূরে রাখুন

👉 যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন:

৪,৫ মিটফোর্ড রোড, মিটফোর্ড টাওয়ার, ঢাকা-১১০০
☎️০৯৬১৪-৫০২২৯৯

অল্প বয়সে চুল পাকা রোধে কিছু ঘরোয়া উপায়-▶️ প্রতিদিন রাতে আমলকীর রস, বাদামের তেল আর কয়েক ফোটা লেবুর রস চুলে ম্যাসাজ কর...
12/02/2025

অল্প বয়সে চুল পাকা রোধে কিছু ঘরোয়া উপায়-

▶️ প্রতিদিন রাতে আমলকীর রস, বাদামের তেল আর কয়েক ফোটা লেবুর রস চুলে ম্যাসাজ করুন, অল্প বয়সে চুল পাকা থেকে রেহাই পাবেন।

▶️ আদা গ্রেট করে মধুর সাথে মিশিয়ে প্রত্যেক দিন ১ চা চামচ করে খান।

▶️ চায়ের ঘন লিকার চুলে লাগালে চুল তার রঙ হারায় না।

▶️ কারি পাতা নারকেল তেলের সাথে মিশিয়ে ফুটিয়ে নিন তারপর ঠাণ্ডা করে চুলে লাগান।

👉 যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন:

৪,৫ মিটফোর্ড রোড, মিটফোর্ড টাওয়ার, ঢাকা-১১০০
☎️০৯৬১৪-৫০২২৯৯

Address

Dhaka

Telephone

01742788888

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medilife Specialized Hospital LTD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share