Ask Doctor ।। স্বাস্থ্য জিজ্ঞাসা

Ask Doctor ।। স্বাস্থ্য জিজ্ঞাসা ঘরে বসেই এখন COVID 19 টেস্ট এবং ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা পরামর্শ।

#রেজিস্ট্রেশন_করলেই_পাচ্ছেন_২০০_টাকার_হেলথ_ক্যাশ
#বাসায়_বসে_ভিডিও_কলে_স্বাস্থ্য_সেবা
Download: � u.nu/askdoctor

Ask Doctor #মোবাইল_অ্যাপ এবং াধিক #যোদ্ধা_চিকিৎসক আপনার জন্য আন্তরিক সেবা ডালি নিয়ে সম্পুর্ন প্রস্তুত।
কি করে পৌঁছাবেন তার কাছে?
জাস্ট �একটি কাজ করতে হবে।
অনুগ্রহ করে লিংক (u.nu/askdoctor) থেকে "Ask Doctor" ফাইলটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন।
এপয়েন্টমেন্

ট দিন,
পূর্ববর্তী মেডিকেল রেকর্ড উপলোড করুন,
নিশ্চিন্তে কল করুন এবং
জেনে নিন আপনার রোগ প্রতিরোধে করণীয়সহ প্রয়োজনীয় পরামর্শ ও ডিজিটাল প্রেসক্রিপশন ।
�এ ছাড়াও সাথে থাকছে আকর্ষণীয় সব ফিচার।

30/10/2024

সবাইকে বিশ্ব স্ট্রোক দিবসের শুভেচ্ছা। স্ট্রোক বিষয়ে আলোচনা করছেন ডা মো তরিকুল হাসান, রেসিডেন্ট, নিউরোলজি বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ।

03/09/2024

আসসালামুয়ালাইকুম
আমার সকল বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করছি:
আমাদের লক্ষীপুরে আমার নিজ গ্রাম মনোহরপুর এবং পাশ্ববর্তী গ্রাম যাত্রাপুরে সরোজমিনে ভিজিট করে দেখা গেলো যে এখানে গতকালকের হিসেব অনুযায়ী প্রায় ৪০০+ মানুষ বিভিন্ন রোগ যেমন: ডায়রিয়া, বিভিন্ন স্কীন ডিজিজ, জ্বর ও সর্দি কাশি , কাটা ছেড়া ইত্যাদি পানিবাহীত রোগে আক্রান্ত। এদের বড় একটা অংশ বন্যার কারণে নিয়মিত আয় রোজগার থেকে বঞ্চিত।
এদের সুস্থতার জন্য আমরা চিন্তা করেছি আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর আমরা সেখানে হেলথ ক্যাম্প করবো। অনেকেই ইতোপূর্বে বিভিন্ন মাধ্যমে বর্নাত্যদের সহযোগিতা করেছেন। এখন যদি কারো সুযোগ থাকে নিচের মেডিসিন গুলু একক ভাবে অথবা যে কোন ২ /১ টা আইটেম আমাদের এলাকার জন্য গিফট করেন তবে কৃতজ্ঞ থাকিবো।
কৃতজ্ঞতায়
ডা. মো: শফিকুল ইসলাম জুয়েল

( যদি কোন হৃদয়বান ব্যক্তি মেডিসিন গিফট করতে চান তাহলে কষ্ট করে আজ এবং আগামীকালকের মধ্যে আমাদের কাছে পৌঁছানোর অনুরোধ রইলো)
মেডিসিন পৌঁছানোর ঠিকানা:

মঈন উদ্দিন ভাই
রেডিক্যাল হসপিটাল ফার্মেসি
উত্তরা, ১২ নং সেক্টর, ঢাকা

যোগাযোগ:
ডা: শফিকুল ইসলাম জুয়েল
রেডিক্যাল হসপিটাল লিমিটেড , উত্তরা, ১২ নং সেক্টর, ঢাকা
মোবা: ০১৭০০৫৬৩৬৭২ ( বিকাশ )

মেডিসিনের তালিকা( সম্ভাব্য মূল্য তালিকা সহ, প্রাইস সমান্য কমও বেশি হতে পারে)

1. Tab Paracetamol 565 mg ( Napa Extra)/ Ace plus/ 200 strip = 6000/
2. ⁠Syr. Napa: 100 ps: 3500/
3.Orsaline : 1200ps : 6000/
4. Rice saline: 200 ps: 2000/
5. Aceclofenac 100mg: 100 strip : 5000/
6. Citirizine 10 mg: 210 strip: 4200/
7. Montilucast 10 mg: 100 strip: 11200
8. Tab. Faxofenadine 120mg: 100 strip: 6300/
9. Syr. Fexo: 100 ps: 5500
10. One time strip 1000 ps: 2000/
11.Poviodone solution: 30 ps: 3000/
12. Tab. Metronidazole: 200strip: 3400/
13. Tab. Azithromycin 500 mg: 20 strip: 8000/
14. Syr. Ambroxol 100 ps: 5000/
15. Cap. Flucloxacillin 250/ 500mg: 100 strip: 10000/
16. Tab. Rupatadine 10 mg/ Tab. Hydroxyzen Hydrochloride 25 mg: 50 strip: 5000/
17. Tab. Xorel 20 mg: 100 strip: 4000/

মোট: ৯০১০০/ ( নব্বই হাজার একশত টাকা মাত্র)

27/08/2024

বন্যায় টিউবওয়েল ডুবে গেলে পরবর্তীতে এই টিউবওয়েলের পানি খাওয়ার নিয়ম :

বন্যার পানিতে টিউবওয়েল ডুবে গিয়ে থাকলে সেই টিউবওয়েলের পানি খাওয়া নিরাপদ নয়। এক্ষেত্রে করণীয়:

* টিউবওয়েলের ওপরের অংশ বাকেটসহ খুলে নিয়ে, পরিষ্কার বিশুদ্ধ পানি দিয়ে বাকেট ধুয়ে পুনঃস্থাপন করতে হবে।
* ১০০ গ্রাম ব্লিচিং পাউডারের সাথে দেড় থেকে ২ লিটার পানি মিশিয়ে মিশ্রণ তৈরী করে ১৫/ ২০ মিনিট পর টিউবওয়েলের ভেতর এই পানি ঢেলে আধা ঘণ্টা অপেক্ষা করতে হবে।
* এরপর একটানা আধা ঘণ্টা চেপে টিউবওয়েলের পানি বের করে ফেলে দিলে টিউবওয়েলের পানি খাওয়ার উপযোগী হবে।
* ব্লিচিং পাউডার পাওয়া না গেলে একটানা এক ঘণ্টা চেপে টিউবওয়েলের পানি বের করে ফেলতে হবে। এক ঘণ্টা পর টিউবওয়েলের পানি খাওয়ার উপযোগী হবে।

জনস্বার্থে:
Dr. Md. Shafiqul Islam Jewel

22/08/2024

আমি বন্যা কবলিত বিভিন্ন এলাকায় যাওয়ার অভিজ্ঞতা থেকে বলছি:
বর্নাত্যদের রেসকিউ করার পাশাপাশি ত্রাণ দিতে বিশুদ্ধ পানি, বিস্কুট, জুস, মুড়ি, স্যালাইন, প্যারাসিটামল ট্যাবলেট ও সিরাপ এবং শিশুদের পোশাক কে প্রাধান্য দিন।

22/08/2024
01/02/2024
02/12/2023

‘(সেদিন) প্রবল কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা চূর্ণবিচূর্ণ হয়ে তা বিক্ষিপ্ত ধূলিকণায় পর্যবসিত হবে।’
(সুরা ওয়াকিয়া: ৪-৬)

লিম্ফডিমার (Lymphoedema) অত্যাধুনিক চিকিৎসা
06/11/2023

লিম্ফডিমার (Lymphoedema) অত্যাধুনিক চিকিৎসা

আমাদের দেশে আশঙ্কাজনকভাবে ব্রেস্ট ক্যান্সারের প্রবণতা বেড়েছে, আর সেই সাথে বেড়েছে ক্যান্সার অপারেশন বা কেমো র.....

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ask Doctor ।। স্বাস্থ্য জিজ্ঞাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share