Doctor's Cupping Corner

Doctor's Cupping Corner MBBS Doctor দ্বারা পরিচালিত। ঔষধ ও কাপিং এর সমন্বয়ে অসুস্থতার বেস্ট সলিউশন পেতে আমাদের সেবা নিন।
(1)

07/09/2025

🌿 চুল পড়ার সমস্যার কার্যকর সমাধান এখন কাপিং থেরাপি দিয়ে! 🌿

চুল পড়া আজকাল একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই নানারকম ওষুধ ও ট্রিটমেন্ট নিয়ে চেষ্টা করেন, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পান না।
Doctor’s Cupping Corner এর বিশেষজ্ঞ ডাক্তাররা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছেন 👉 কাপিং থেরাপি কীভাবে মাথার রক্তসঞ্চালন বৃদ্ধি করে চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে। ✨

🎥 এই ভিডিওতে পাবেন –
✔ ডাক্তারদের আলোচনা
✔ বাস্তব রোগীর অভিজ্ঞতা
✔ চুল পড়া কমানোর কার্যকর উপায়

💬 আমাদের রোগীরাই জানিয়েছেন, কাপিং নেওয়ার পর তাদের চুল পড়া আগের তুলনায় অনেকটা কমে গেছে এবং নতুন চুল গজাতে শুরু করেছে।

👉 চুল পড়া নিয়ে দুশ্চিন্তায় আছেন? তবে অবশ্যই এই ভিডিওটি দেখুন। হতে পারে এটাই আপনার খোঁজা সমাধান!

আমাদের চিকিৎসা নিতে কল করুনঃ 01775-565572

07/09/2025

রাতের আপনার ঘুম কি ঠিকমতো হয় না?

আবু হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃতিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা যেসব চিকিৎসা গ্রহ...
05/09/2025

আবু হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমরা যেসব চিকিৎসা গ্রহণ করে থাকো তার মধ্যে #হিজামা হলো #সর্বোত্তম চিকিৎসা।

সুনানে আবু দাউদ, হাদিস নং ৩৮৫৭
হাদিসের মান: সহিহ হাদিস


আবূ কাবশাহ আল-আনমারী (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মাথার মাঝখানে এবং দু’ কাঁধের মাঝ বরাবর হিজামা করাতেন এবং বলতেনঃ যে ব্যক্তি নিজ দেহের এ অংশ থেকে হিজামা করাবে, সে তার কোন রোগের চিকিৎসা না করালেও তার কোন ক্ষতি হবে না।

সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৩৪৮৪
হাদিসের মান: সহিহ হাদিস

আমাদের চিকিৎসা নিতে কল করুনঃ 01775-565572
সম্পূর্ণ অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দ্বারা পরিচালিত।

03/09/2025

ডাক্তার বদলান, ওষুধ বদলান, কিন্তু রোগ কি একই রকম রয়ে গেছে?

🦟 চিকুনগুনিয়া: ব্যথা কতটা ভয়ংকর হতে পারে?চিকুনগুনিয়া শুধু জ্বরের নাম নয়—এটা এমন এক ভাইরাস সংক্রমণ যেটার সবচেয়ে কষ্টকর দি...
03/09/2025

🦟 চিকুনগুনিয়া: ব্যথা কতটা ভয়ংকর হতে পারে?

চিকুনগুনিয়া শুধু জ্বরের নাম নয়—এটা এমন এক ভাইরাস সংক্রমণ যেটার সবচেয়ে কষ্টকর দিক হলো ব্যথা।

📌 গবেষণায় দেখা গেছে—

তীব্র ব্যথা: জ্বরের সাথে সাথেই রোগী এমন ব্যথা অনুভব করে যেন হাড়-জোড়া ভেঙে যাচ্ছে। এজন্যই ইংরেজিতে একে "that which bends up the joints" বলা হয়।

সময়কাল:

বেশিরভাগ রোগীর ব্যথা ২–৩ সপ্তাহে কমে যায়।

কিন্তু WHO’র তথ্য অনুযায়ী প্রায় ৪০% রোগীর ক্ষেত্রে ব্যথা ৩ মাসের বেশি স্থায়ী হয়।

কিছু রোগীর ব্যথা এমনকি ১–২ বছর পর্যন্ত থেকে যায় এবং একেবারে arthritis-এর মতো দীর্ঘস্থায়ী হয়ে যায়।

(রেফারেন্স: CDC, WHO, Weaver SC & Lecuit M. Chikungunya virus and the global spread of a mosquito-borne disease. NEJM 2015)

👉 তাই দেখা যাচ্ছে, চিকুনগুনিয়ার ব্যথা শুধু সাময়িক নয়, অনেক সময় জীবনের গুণগত মান নষ্ট করে দিতে পারে।

🌿 সমাধান: কাপিং থেরাপি (Hijama)

আধুনিক গবেষণায় দেখা গেছে, কাপিং থেরাপি শরীরের রক্ত সঞ্চালন বাড়ায়, inflammation কমায়, আর endogenous pain killer (endorphin) নিঃসরণে সাহায্য করে। এজন্য joint pain ও muscular pain-এ কাপিং ভালো ফলাফল দেয়।

📌 আমাদের অভিজ্ঞতায় দেখা গেছে—
অনেক চিকুনগুনিয়া-পরবর্তী রোগী যারা মাসের পর মাস জোড়ার ব্যথায় ভুগছিলেন, কাপিং থেরাপি নেওয়ার পর উল্লেখযোগ্য স্বস্তি পেয়েছেন।

👉 তাই যদি আপনি বা আপনার পরিচিত কেউ চিকুনগুনিয়া-পরবর্তী দীর্ঘস্থায়ী ব্যথায় ভুগে থাকেন, তাহলে কাপিং হতে পারে প্রাকৃতিক ও নিরাপদ সমাধান।

📲 বিস্তারিত জানতে: m.me/doctorscupping

02/09/2025

ইদানিং মাথাব্যথার প্রচুর রোগী পাচ্ছি। আপনারও কি মাইগ্রেন এট্যাক হচ্ছে?

⚽ বিশ্বের অন্যতম সেরা ফুটবলাররাও তাদের স্বাস্থ্য ও পারফরম্যান্স ধরে রাখতে হিজামা থেরাপি নেন। কারণ হিজামা শুধু একটি চিকিৎ...
31/08/2025

⚽ বিশ্বের অন্যতম সেরা ফুটবলাররাও তাদের স্বাস্থ্য ও পারফরম্যান্স ধরে রাখতে হিজামা থেরাপি নেন। কারণ হিজামা শুধু একটি চিকিৎসা নয়, এটি শরীরের ভেতরের অপ্রয়োজনীয় টক্সিন দূর করে শরীরকে করে তোলে আরও হালকা, সক্রিয় ও শক্তিশালী।

🔍 অনেকেই বছর বছর ধরে ব্যথা, ক্লান্তি বা হজম সমস্যায় ভুগছেন। ঔষধে সাময়িক স্বস্তি পেলেও মূল সমস্যার সমাধান হচ্ছে না। হিজামা শত শত বছরের প্রাচীন ও প্রমাণিত সুন্নাহ ভিত্তিক চিকিৎসা, যা শরীরকে ভেতর থেকে সুস্থ করে।

🌿 হিজামা সেশনের উপকারিতা:
✔ রক্ত সঞ্চালন বাড়ায়
✔ টক্সিন ও নোংরা রক্ত বের করে দেয়
✔ ব্যথা ও প্রদাহ কমায়
✔ শরীরের এনার্জি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

🩺 Doctor’s Cupping Corner – এখানে অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে নিরাপদ ও সঠিকভাবে হিজামা করা হয়।

📞 এপয়েন্টমেন্টের জন্য কল করুন: ০১৭৭৫-৫৬৫৫৭২
📍 ঠিকানা: ১৯/১০ সমীরন, বাবর রোড, ব্লক- বি, ২ নং গেইট। মোহাম্মদপুর ঢাকা।

💡 যখন বিশ্বসেরা খেলোয়াড়রা হিজামা নিয়ে ফিট থাকেন, তখন আপনার জন্য কেন নয়?

হিজামার ইতিহাসহিজামার ইতিহাস নিয়ে কথা হবে আজকে। হিজামা কাপিং থেরাপি নামেও পরিচিত। এই প্রাচীন চিকিৎসা পদ্ধতিটা ৫,০০০ বছরে...
29/08/2025

হিজামার ইতিহাস

হিজামার ইতিহাস নিয়ে কথা হবে আজকে। হিজামা কাপিং থেরাপি নামেও পরিচিত। এই প্রাচীন চিকিৎসা পদ্ধতিটা ৫,০০০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করা হয়েছে এবং এটি ইতিহাস জুড়ে বিভিন্ন সংস্কৃতিতে চিকিৎসার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবেই লিপিবদ্ধ হয়েছে।

হিজামার উৎপত্তি খুঁজতে গেলে ফিরে যেতে হয় প্রাচীন মিশরে। মিশরীয় সভ্যতায় অবিচ্ছেদ্যভাবে মিশে আছে এই চিকিৎসা পদ্দতির নাম। এটি বিভিন্ন রোগ নিরাময়ের চিকিৎসা হিসেবে ব্যবহৃত হত।

প্রাচীন গ্রীসেও প্রচলিত ছিল কাপিং থেরাপি। গ্রীসে এটি বিখ্যাত গ্রীক চিকিৎসক হিপোক্রেটিস এর নামানুসারে "হিপোক্রেটিক কাপিং" নামে পরিচিত ছিল। তিনি এটি বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ব্যবহার করেছিলেন।

ইসলামী বিশ্বে, হিজামা মহানবী মুহাম্মদ (সাঃ) এর সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। যিনি নিজেও এর মাধ্যমে চিকিৎসা করেছিলেন এবং অসংখ্য স্বাস্থ্য সমস্যার প্রতিকার হিসাবে তার অনুসারীদের কাছে এটি সুপারিশ করেছিলেন। তাঁর কাজ ও কথা মুসলিমদের কাছে নিজের জীবনের চেয়ে দামী। তাই, হিজামা/কাপিং ইসলামী চিকিৎসার একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছিল। এবং এটি বহু শতাব্দী ধরে মুসলিম পন্ডিত এবং চিকিৎসকদের দ্বারা ব্যাপকভাবে প্র্যাকটিস করা হয়েছে।

মধ্যযুগে, কাপিং থেরাপি ইউরোপে প্রবর্তিত হয়েছিল বিখ্যাত চিকিৎসক অ্যাভিসেনা বা, ইবনে সিনা এর মাধ্যমে। তিনি একজন মুসলিম পণ্ডিত ও চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। চিকিৎসাশাস্ত্রে অ্যাভিসেনার কাজ অত্যন্ত প্রভাবশালী ছিল এবং তাকে চিকিৎসার ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়।

১৯ শতকে, হিজামা পশ্চিমা বিশ্বে ফরাসি চিকিৎসক ড. চার্লস-এডুয়ার্ড ব্রাউন-সিকার্ড দ্বারা জনপ্রিয় হয়ে ওঠে। ডাঃ চার্লস মাথাব্যথা, বাত এবং এমনকি যক্ষ্মা সহ বিভিন্ন রোগের জন্য তার রোগীদের চিকিৎসা করার জন্য এই পদ্ধতি ব্যবহার করেছিলেন। কাপিং থেরাপি ইউরোপীয় এবং আমেরিকান চিকিৎসকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে এবং ২০ শতক পর্যন্ত এটি ব্যাপকভাবে চিকিৎসা হিসাবে ব্যবহৃত হত।

আধুনিক সময়ে, হিজামা একটি পরিপূরক এবং বিকল্প ঔষধ হিসাবে একটি পুনরুত্থান করেছে। ব্যথা উপশম, প্রদাহ এবং স্ট্রেস ম্যানেজমেন্টের মতো বিভিন্ন স্বাস্থ্য অবস্থার জন্য প্রাকৃতিক প্রতিকার খোঁজার লোকদের মধ্যে এটি জনপ্রিয়তা অর্জন করেছে। কাপিং মূলধারার চিকিৎসা প্রতিষ্ঠান থেকেও স্বীকৃতি লাভ করেছে। কিছু গবেষণায় কিছু স্বাস্থ্য অবস্থার চিকিৎসায় এর কার্যকারিতা প্রমাণ করে।

উপসংহারে, হিজামার ইতিহাস হাজার হাজার বছর ধরে থেরাপিউটিক প্র্যাকটিস হিসাবে এর জনপ্রিয়তার একইভাবে রয়েছে। যদিও অনুশীলনটি সময়ের সাথে সাথে পরিবর্তন এবং অভিযোজনের মধ্য দিয়ে গেছে, এর মৌলিক নীতিগুলি একই রয়ে গেছে।

হাজার বছরের পুরানো এই চিকিৎসা পদ্ধতি ও সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মিশেলে আপনার অসুস্থটার কার্যকর সমাধান দিতে কাজ করে যাচ্ছে ডক্টর্স কাপিং কর্নারের ডাক্তাররা। যারা ডাক্তার হিসেবে যেমন দক্ষ ও অভিজ্ঞ, তেমনি একই ভাবে কাপিং থেরাপি নিয়েও অগাধ জ্ঞান রাখেন ও চর্চা করেন। আপনার অসুস্থতার সমাধানে এর থেকে ভালো অপশান আর কি হতে পারে?

এপয়েন্টমেন্টের জন্য কল করুনঃ 01775565572

লেখাটি ভালো লাগলে শেয়ার দিয়ে দিন এখনই।

, , ,

পেশেন্ট রিভিউ "আমার গ্যাস্ট্রিক আর টেনশনের কারণে সারাদিন অস্থির লাগত। রাতে ঘুম হতো না। হিজামা করার পর মনে হলো শরীর থেকে ...
26/08/2025

পেশেন্ট রিভিউ
"আমার গ্যাস্ট্রিক আর টেনশনের কারণে সারাদিন অস্থির লাগত। রাতে ঘুম হতো না। হিজামা করার পর মনে হলো শরীর থেকে ভারী কিছু বের হয়ে গেছে।
এখন আর টেনশন হয় না, ঘুমও ভালো হয় আলহামদুলিল্লাহ"

#
#

📝 আপনার মতামত আমাদের জন্য অমূল্যআমরা চাই আপনাদের অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতেই আমাদের সেবা আরও উন্নত করতে। তাই আমরা একটি ...
25/08/2025

📝 আপনার মতামত আমাদের জন্য অমূল্য

আমরা চাই আপনাদের অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতেই আমাদের সেবা আরও উন্নত করতে। তাই আমরা একটি ছোট্ট Anonymous সার্ভে তৈরি করেছি।

👉 আপনার নাম বা পরিচয় কোথাও লাগবে না। শুধু কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে আমাদের সাহায্য করুন।

🔗 ফর্ম লিংক: https://form.svhrt.com/68abedfeb2f59d063be1e7e1

আপনার সৎ মতামতই আমাদের জন্য সবচেয়ে বড় উপহার। ❤️

শরীরের ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছেন?
23/08/2025

শরীরের ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছেন?

Address

903, SEL Haq Sky Park, 23/2 Khilji Road, Shishumela
Dhaka
1207

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801775565572

Alerts

Be the first to know and let us send you an email when Doctor's Cupping Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Doctor's Cupping Corner:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category