CHC- capp health care

CHC- capp health care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CHC- capp health care, Medical and health, Dhaka.

চীনের সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাক মা বলেন, "যদি তুমি বানরের সামনে কলা এবং টাকা রাখো। বানরটি কলা বেছে নেবে কারণ বানরটি জানে...
19/01/2025

চীনের সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাক মা বলেন,
"যদি তুমি বানরের সামনে কলা এবং টাকা রাখো।
বানরটি কলা বেছে নেবে কারণ বানরটি জানে না যে টাকা দিয়ে অনেক কলা কেনা যায়।"

আসলে, আপনি যদি মানুষকে কাজ এবং ব্যবসা প্রস্তাব করেন, তাহলে তারা কাজ করার সিদ্ধান্ত নেবে কারণ বেশিরভাগ মানুষ জানেননা যে একটি ব্যবসা বেতনের চেয়ে বেশি অর্থ উপার্জন করা যেতে পারে।

দরিদ্রদের দরিদ্র হওয়ার একটি কারণ হল দরিদ্রদের উদ্যোক্তা হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় না ।

তারা স্কুলে অনেক সময় ব্যয় করে,
আর স্কুলে যা শিখে তা হল নিজের জন্য কাজ না করে বেতনের জন্য কাজ করা।

বেতন থেকে ব্যবসায়িক লাভ অনেক ভাল কারণ বেতন আপনাকে জীবন পরিচালনার জন্য সাপোর্ট দিবে কিন্তু ব্যসায়িক লাভ আপনাকে একটি ভাগ্য তৈরি করে দিবে।

(সংগৃহীত)

10/04/2024

পবিত্র ঈদুল ফিতরের শুভেচছা। মোঃ রাসেল খান রানা। কমিউনিটি এডভান্সমেন্ট অব পুওর পিপলস্- (ক্যাপ) ।

নয়ারচর, ঘিওর, মানিকগঞ্জ এলাকার এক  মা শারীরিক ভাবে খুবই অসুস্থ, স্ট্রোক করে বাম পাশ অবস হয়ে দুর্বিষহ যন্ত্রণা ভোগ করছে, ...
24/12/2023

নয়ারচর, ঘিওর, মানিকগঞ্জ এলাকার এক মা শারীরিক ভাবে খুবই অসুস্থ, স্ট্রোক করে বাম পাশ অবস হয়ে দুর্বিষহ যন্ত্রণা ভোগ করছে, পরিবারটি খুবই গরীব সঠিকভাবে ঔষধ মতো সামর্থ্য নেই, এই মায়ের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রয়োজন,
কমিউনিটি এডভান্সমেন্ট অব পুওর পিপলস্ -" ক্যাপ হেল্থ কেয়ার" এর পক্ষ থেকে থেরাপি চিকিৎসা চলছে, সংস্থার ফান্ডের সল্পতার কারণে ষোলআনা সহায়তা করা সম্ভব হচ্ছেনা তাই সমাজের বৃত্তবান ও দাতাদের সহায়তা কামনা করছি ধন্যবাদ।
প্রচারে
কমিউনিটি এডভান্সমেন্ট অব পুওর পিপলস্( ক্যাপ)
কার্যনির্বাহী সচিব,
সি এইচ সি - ক্যাপ হেল্থ কেয়ার এর
নির্বাহী পরিচালক।

ভালো লাগে যখন দেখি আমার পরিশ্রম কাজে লাগছে, খুশিতে বুক ভরে যায় যখন দেখি আমার প্রচেষ্টা সফল হয়েছে, আমাদের মিজান ভাইয়ের সু...
09/12/2023

ভালো লাগে যখন দেখি আমার পরিশ্রম কাজে লাগছে, খুশিতে বুক ভরে যায় যখন দেখি আমার প্রচেষ্টা সফল হয়েছে,
আমাদের মিজান ভাইয়ের সুস্থতার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।

CHC- ক্যাপ হেল্থ কেয়ার।

07/12/2023

I run an organization named "Community Advancement of Poor People", working to improve the quality of life of the poor and helpless people, also providing treatment for paralysis, pain, bleeding, lethargy, etc. Your support and financial donations would be very beneficial for us. They have poor peopleCan't eat properly, can't get difficult and expensive treatment like paralysis and die without treatment, we are trying as much as possible for them, we want your help.

02/12/2023
স্ট্রোক এর কারণে প্যরালাইসিস বা হাত পা অবস হয়ে গেলে চিন্তার কোনো কারণ নেই,"কমিউনিটি এডভান্সমেন্ট আব পুওর পিপলস্ " CAPP-ক...
29/11/2023

স্ট্রোক এর কারণে প্যরালাইসিস বা হাত পা অবস হয়ে গেলে চিন্তার কোনো কারণ নেই,

"কমিউনিটি এডভান্সমেন্ট আব পুওর পিপলস্ " CAPP-ক্যাপ। গভঃ রেজি নং- ঢ-০৪৯৬১।
সমাজসেবা মানবাধিকার সংস্থা আছে আপনার পাসে।
CHC - ক্যাপ হেল্থ কেয়ার। যোগাযোগ ০১৯২৬১৬৭২৩৪।

গোপাল কাকা ব্রেইন স্ট্রোক করে বাম পাশ অবস হয়ে হাঁটতে পারতেননা, দুমাস নিয়মিত  থেরাপি দেয়ায় আল্লাহর রহমতে এখন সে হাটতে পার...
29/11/2023

গোপাল কাকা ব্রেইন স্ট্রোক করে বাম পাশ অবস হয়ে হাঁটতে পারতেননা, দুমাস নিয়মিত থেরাপি দেয়ায় আল্লাহর রহমতে এখন সে হাটতে পারে, এককিলো মিটার রাস্তা হেটে আমাদের থেরাপি সেন্টারে এসে থেরাপি নিয়ে যায়।

প্রচারে
CHC -ক্যাপ হেল্থ কেয়ার।

সাবেক মেম্বার মোঃ চান মিয়া ভাই ব্রেইন স্ট্রোক করে ১০ বছর যাবত অসুস্থ আছেন, অঙ্গ হানি না হলেও মানুষিক ভারসাম্যহীনতা ও শরী...
26/11/2023

সাবেক মেম্বার মোঃ চান মিয়া ভাই ব্রেইন স্ট্রোক করে ১০ বছর যাবত অসুস্থ আছেন, অঙ্গ হানি না হলেও মানুষিক ভারসাম্যহীনতা ও শরীর ভার হয়ে পায়ে পানি জমে হাঁটাচলা বন্ধ হয়ে গেছে, সকলে চান মিয়া ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করবেন।

CHC- Capp health care.

22/11/2023

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।

এই কথা গুলো কথার কথা হয়ে রইল ,
বর্তমানে- সংস্থা, সংগঠন, সমাজ সেবক, সেচ্ছাসেবী কর্মী, মানবাধিকার কর্মী, সাংবাদিক অভাব নেই।
ঠিক তেমনি অভাব নেই- দুর্নীতি, জালিয়াতি, ভূমি জবরদখল, মাদক সহ বিভিন্ন ধরনের অপরাধের।

বর্তমানে সচেতন মানুষেরও নেই অভাব শুধু অভাব হয়েছে মনুষ্যত্বের।

আমরা সচেতনতা বলে বুঝি কি?

চোখের সামনে অন্যায় হচ্ছে চুপচাপ চোখ বন্ধ করে কৌশলে সরে পড়ার মানেই হলো সচেতনতা।

এমন জীবন করিও গঠন মরিবে তুমি কাঁদিবে ভুবন।

আজ আমরা এমন জীবন গঠনের প্রতিযোগিতায় নেমেছি কে কতো টাকা ব্যাংকে জমাতে পারি আর অহংকার করতে পারি কিন্তু অহংকার যে পতনের মূল তা ভুলে গেছি, মানুষ মানুষের জন্য তাও ভুলে গেছি, পাশের বাড়ির মানুষগুলো ছোট ছোট বাচ্চা গুলো না খেতে পেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে সেই খোঁজ নিতে ভুলে গেছি।

শুধু মনে আছে কি করে রাষ্ট্রের কোষাগার খালি করে নিজের কোষাগার ভরাবো।

কি করে ওয়ারেশ ফাঁকি দিয়ে এতিমের সম্পদ ভোগ করবো।

মৃত্যুর পরে খালি হাতে যেতে হবে ভুলে গেছি।

কমিউনিটি এডভান্সমেন্ট অব পুওর পিপলস্- CAPP- (ক্যাপ) গভঃ রেজি নং- ঢ-০৪৯৬১।

CAPP - Community Advancement of Poor Peapuls.
CCN - Capp Crime News.
CHC - Capp Health care.
মূল সংস্থা ও অঙ্গ পতিষ্টান পরিচালনার জন্য
কিছু সংক্ষক উপদেষ্টা,দ্বাতা ও সেচ্ছাসেবী সদস্য প্রয়োজন।

কেন্দ্রীয় কার্যনির্বাহী সচিব মোঃ রাসেল খান রানা।
যোগাযোগ নাম্বার ০১৯২৬১৬৭২৩৪।

১২ দিন আগে যখন মিজানের চিকিৎসা শুরু করি তখন দুজন মানুষের দরকার হতো তাকে দাড় করাতে, আলহামদুলিল্লাহ আজ সে একাই দাঁড়াতে পার...
22/11/2023

১২ দিন আগে যখন মিজানের চিকিৎসা শুরু করি তখন দুজন মানুষের দরকার হতো তাকে দাড় করাতে, আলহামদুলিল্লাহ আজ সে একাই দাঁড়াতে পারছে, সকলের দোয়ায় সে দ্রুতই হাটতে পারবে ইনশাআল্লাহ।

CHC- capp health care.

18/11/2023

CHC- capp health care.
সি এইচ সি- ক্যাপ হেল্থ কেয়ার।

CAPP- Community Advancement of Poor Peoples.
ক্যাপ-কমিউনিটি এডভান্সমেন্ট অব পুওর পিপলস।

ক্যাপ সংস্থা সহ সংস্থার অঙ্গ পতিষ্ঠানের সম্মানিত সদস্য ও সেচ্ছাসেবী সদস্য দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংস্থার সাথে সম্পৃক্ত সকলের জন্য, সংস্থার অঙ্গ পতিষ্ঠান "সি এইচ সি " এর উদ্যোগে সকলের সাস্থ সচেতনতার লক্ষে আলোচনা এবং বিশেষ প্রশীক্ষন কর্মসূচির আয়োজন করা হচ্ছে, এমতাবস্থায় সকল সদস্য বৃন্দকে সংস্থার কার্যনির্বাহী সচিব মোঃ রাসেল খান রানার সাথে যোগাযোগ করার জন্য জানানো যাচ্ছে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when CHC- capp health care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram