Easy Visa Consultancy

Easy Visa Consultancy All Kind of Visa Processing, Hotel Booking, International Health Insurance, Airline Ticket and Embas Schengen Countries is a great country in which to study.

Here, you will find a wide selection of courses you can take at low cost. Public universities are eager to welcome foreign students, while Schengen area cities not only offer suitable conditions for studying but also boast plenty of attractions.

+8801920324895What's app
04/05/2023

+8801920324895
What's app

Croatia work permit visa success What’s app Only
26/04/2023

Croatia work permit visa success
What’s app Only

যারা ই-পাসপোর্ট করতে চান তাদের জন্য সম্পূর্ন গাইড লাইনঃ০১. ই পাসপোর্ট করতে কখনোই কোন অবস্থাতেই কোন দালালের সরনাপন্ন হবেন...
07/11/2021

যারা ই-পাসপোর্ট করতে চান তাদের জন্য সম্পূর্ন গাইড লাইনঃ

০১. ই পাসপোর্ট করতে কখনোই কোন অবস্থাতেই কোন দালালের সরনাপন্ন হবেন না। কেনোনা এই ডিজিটাল ব্যপারটায় দালালের কিছুই করাআর নেই। তাই নিজের টা নিজে করুন।

০২. আপনারা নিজের টা অবশ্যই নিজে পারবেন। আপনার পরিবারেরটাও আপনি পারবেন।

০৩. এম আর পি থেকে ই পাসপোর্ট করা আর নতুন ভাবে ই পাসপোর্ট করার ফর্মালিটি একই। এম আর পি পাসপোর্ট থাকলে শুধু এর ডাটা গুলো ভুল না করে সঠিক ভাবে নতুন আবেদনে উল্লেক্ষ করুন।

০৪. একটা বিষয় মাথায় রাখবেন ই পাসপোর্ট করতে যে সাপরটিং পেপার লাগে তা অবশ্যই আবেদনের পূর্বেই নিজের কাছে সংগ্রহে রাখুন, জেনো কোন অবস্থাতেই আপনার আবেদিন টা পরিপূর্ণ করতে কোন রকম ঝামেলায় পড়তে না হয়।

★কি কি ডকুমেন্ট লাগবে?

(ক) আপনার বয়স যদি ১৮ থেকে ২০বছরের মাঝে হয়, তবে NID অথবা ১৭ ডিজিটের ভেরিফাইড Birth Certificate. আর ২০ বছরের উপর হলে অবশ্যই NID লাগবে।
(খ) পুরাতন পাসপোর্ট থাকলে তার যে পেইজে ডাটা রয়েছে সেই পাতাটির ফটোকপি।
(গ) যারা বিবাহিত তাদের কাবিন নামার কপি।
(ঘ) ১৮ বছরের নিচে হলে বাবা মা এর NID এর কপি।
(অ) ৬ বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে গ্রে বেকগ্রাউন্ডের উপর পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
(আ) ১৫ বছরের নিচের বাচ্চাদের জন্য তাদের বাবা মা এর পাসপোর্ট সাইজের ছবি।
ই পাসপোর্টের জন্য এই সব কাগজের কোন কিছুই সত্যায়িত করার প্রয়োজন নেই।
তবে যেদিন এপয়েন্টমেন্ট তারিখে আপনারা পাসপোর্ট অফিসে যাবেন সেদিন এই সকল কপির মুল সেট টি অবশ্যই সাথে নিয়তে হবে।

★এবার আসি আবেদনের ব্যপারে।

০১. প্রথমেই একটি বৈধ ই মেইল আইডি থেকে epassport.gov.bd এই ঠিকানায় গিয়ে নির্দেশনা মোতাবেক আপনার একটা account খুলুন। একাউন্ট খুলতে আপনার একটা সচল বৈধ মোবাইল নাম্বার ব্যবহার করুন যা সব সময় আপনার নিজের কাছে থাকবে।account খোলার সময় একটা password use করতে হবে । তা যত্ন সহ সংরক্ষন করুন।
০২. আপনার একটা account থেকেই আপনি আপনার নিজের ও আপনার পরিবারের সদস্যদের জন্য আবেদন করতে পারবেন।
০৩. এবার আপনার আবেদন গুলো নির্ভয়ে আস্তে আস্তে সময় নিয়ে (প্রয়োজন হলে দুই তিন দিন ) পুরন করুন। এটা পুরন করতে গিয়ে প্রতিটা ষ্টেপে "Save and Continue" নির্ভয়ে চাপুন আর পরবর্তী ধাপে এগিয়ে যান। কেননা এখানে ভুল হলেও আপনি তা শুদ্ধ করার সুযোগ পাবেন। এভাবে একে একে আপনার সব গুলো আবেদন পত্র গুলো পুরন করুন। একটা বিষয় খেয়াল রাখবেন আবেদন পত্র পুরনের শেষ ধাপে "Confirm and Submit" অপশন আসবে। এই খানে ক্লিক করার আগে আপনি এতক্ষন যা পুরন করেছেন তা দারি কমা সহ পুঙ্খানুপুঙ্খ ভাবে চেক করে নিন। প্রয়োজন হলে এই ড্রাফটের একটা কপি প্রিন্ট করে নিয়ে ভালো ভাবে এর ইনফরমেশন গুলো যচাই করে নিন। আপনি এই অবস্থায় আপনার কম্পিউটার থেকে বেরিয়ে গেলেও অসুবিধা নেই । আপনার এতোক্ষন কাজের সব কিছুই সেইভ হয়ে থাকবে।
সব কিছু ঠিক থাকলে "Confirm and Submit" বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার আবেদন এর কাজ শেষ। এই পর্যায়ে আপনার কাছে আপনি কবে পাসপোর্ট অফিসে গিয়ে ছবি উঠাবন, আঙ্গুলের ছাপ দিবেন, চোখের আইরিশ ফিতে পারবেন তার এপয়েন্টমেন্ট এর শিডিউল চাইবে, তখন আপনি আপনার সুবিধামত এপয়েন্টম্যান্ট নিন। আর এই এপয়েন্টমেন্ট শিট এর একটি কপি প্রিন্ট করে নিন। এবার আপনার আবেদনের ৩ পাতার মুল কপিটি প্রিন্ট করে রাখুন।

নাম লেখার ব্যপারে অনেকেই একটা সমস্যায় ভুগেন যেমন কারো নাম যদি হয় A.Z.M. ZUBAIDUR RAHMAN হয় তবে তিনি Sure Name এর ক্ষেত্রে লিখবেন RAHMAN. আর Given Name এ লিখবেন AZM ZUBAIDUR . এখানে কোন Dot ba ফোটা ব্যবহার করা যাবেনা।

আর মনে রাখবেন আপনার শিক্ষা সার্টিফিকেটে আপনার নাম যেভাবেই লিখা থাকুক তাতে কিছুই আসে যায়না। আপনি আপনার আবেদনে নাম লিখবেন আপনার NID অনুযায়ী।

এবার আপনি নির্দিষ্ট ব্যাংক কে আপনার পাসপোর্ট এর ফী জমা দিন। মনে রাখবেন আপনার আবেদনে যেভাবে নাম লিখেছেন ব্যাংক এর জমার স্লিপ এর নামও ঠিক হুবুহু একই যেনো হয়। ব্যাংক এ টাকা জমা দেওয়ার পর ব্যাংক আপনাকে এটা স্লিপ দিবে, যেখানে একটা রেফারেন্স নাম্বার থাকবে। এই রেফারেন্স নাম্বার টা আপনার মুল আবেদনের ৩য় পাতায় নির্ধারিত জায়গায় যত্নি নিয়ে নিরভুল্ভাবে লিখুন। আর ৩য় পাতার নিচে আপনি সাক্ষর ও তারিখ দিন।
এবার পর্যায়ে ক্রমে উপর থেকে নিচের দিকে ব্যাংক জমার স্লিপ, এপয়েন্টমেন্ট লেটার, মুল আবেদন পত্র, নিজের NID এর কপি, পুরাতন পাসপোর্ট এর ফটোকপি, (যদি থাকে), স্ত্রী এর NID কপি, কাবিন নামার ফটোকপি একসাথে করে একটা সেট বানিয়ে স্টেপ্লার করে সংরক্ষন করুন আর নিশ্চিন্তে এপয়েন্টমেন্ট দিনের জন্য অপেক্ষা করুন।

দ্বিতীয় ধাপ: আগে থেকে নির্ধারণ করা তারিখে পাসপোর্ট অফিসে দেখা করবেন সেই প্রিন্ট করা পত্রগুলো ও ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ নিয়ে। পরে বিভিন্ন ভাবে আবেদন পত্রগুলো ও জাতীয় পরিচয়পত্র চেক করে পত্রগুলোর উপর ছিল মেরে দিয়ে একটি কক্ষে যেতে বলবে। সেখানে যাওয়ার পর ছবি তুলবে হাতের ফিঙ্গার প্রিন্ট ও চোখের লেন্স নেয়া হবে। পরে পাসপোর্ট ভেলিভারির একটি স্লিপ দেওয়া হবে। পরে বাড়িতে পুলিশ ভেরিফিকেশন হবে। ও ভেরিফিকেশন সম্পন্ন করা হবে।

ব্যাংক ফিঃ
ওয়ান ব্যাংক,প্রিমিয়ার ব্যাংক,সোনালী ব্যাংক,ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া,ঢাকা ব্যাংক

৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৪০২৫/- ২১ দিনে
৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৬৩২৫/- ৭/১০ দিনে জরুরি ডেলিভারিতে
৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৮৬২৫/- ২ দিনে
সুপার এক্সপ্রেস ডেলিভারিতে

৪৮ পেজ ১০ বছর মেয়াদে ৫৭৫০/- ২১ দিনে
৪৮ পেজ ১০ বছর মেয়াদে ৮০৫০/- ৭/১০ দিনে জরুরি ডেলিভারিতে
৪৮ পেজ ১০ বছর মেয়াদে ১০৩৫০/- ২ দিনে
সুপার এক্সপ্রেস ডেলিভারিতে

তৃতীয় ধাপ: পাসপোর্ট সংগ্রহ
পাসপোর্ট ভেলিভারি স্লিপের তারিখ অনুযায়ী আবার পাসপোর্ট অফিসে দেখা করবেন। ফিঙ্গারপ্রিন্ট চেক করে ই-পাসপোর্ট বুঝিয়ে দেয়া হবে।

বিশেষ দ্রষ্টব্য: ও লক্ষনীয় বিষয়
১: কোন ভূল ও মিথ্যা তথ্য দিবেন না।
২: ভূল বা মিথ্যা ঠিকানা ব্যবহার করবেন না।
৩: পাসপোর্ট সংক্রান্ত কোন সমস্যা হলে দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন
৪: পুলিশ ভেরিফিকেশনে ঘুষ চাইলে পাসপোর্ট তদন্ত কর্মকর্তাকে তাৎক্ষণিক জানান
৫: পাসপোর্ট অফিসে কোন সমস্যা হলে সেখানে দায়িত্বরত পুলিশ, আনসার, সেনাবাহিনী বা অন্য কর্মকর্তাদের জিজ্ঞাসীত করেন তারাই বলে দিবে আপনাকে কি করতে হবে কোন কক্ষে যেতে হবে। সুতরাং কারো সাথে অভদ্র আচরণ করবেন না।

ই-পাসপোর্ট আবেদনের জন্য যা প্রয়োজন:
১: আপনার বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি
২: আপনার জাতীয় পরিচয়পত্র

পুলিশ ভেরিফিকেশন যা দেখতে চাইতে পারে:
১: আপনার ও আপনার বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র
২: পাসপোর্ট আবেদনে যে পেশা দিয়েছেন তার প্রমাণ। যেমন স্টুডেন্ট দিলে স্টুডেন্ট আইডি কার্ড।
৩: বিদ্যুৎ বিলের ফটোকপি বা বিদ্যুৎ বিল কার্ডে রিচার্জ করলে কার্ডের ফটোকপি।
copy post

🇷🇸🇷🇸  #সার্বিয়া_কাজের_ভিসা🇷🇸🇷🇸 2021       Work Permit in  , 2021=============================✅  ইউরোপ যাবার সুবর্ণ সুযোগ...
17/02/2021

🇷🇸🇷🇸 #সার্বিয়া_কাজের_ভিসা🇷🇸🇷🇸 2021

Work Permit in , 2021
=============================
✅ ইউরোপ যাবার সুবর্ণ সুযোগ.....!!
® ভিসার জন্য ইন্ডিয়া যেতে হবেনা।
Sure shot visa ইনশাআল্লাহ!!

ভিসার পর #ম্যানপাওয়ার হবে এবং #বাংলাদেশ থেকে #ফ্লাইট হবে।

◼কাজের ধরনঃ ফ্যাক্টরী ,কোম্পানি।
◼বেতনঃ ৪৫০-৫৫০ ইউরো + ওভারটাইম।
◼প্রসেসিং টাইমঃ ১.৫- ২ মাস

প্রয়োজনীয় ডকুমেন্টস:
▪ অরিজিনাল পাসপোর্ট
▪ছবি ৩৫×৪৫ মি সাদা ব্যাকগ্রাউন্ড, ম্যাট পেপার
▪ ন্যাশনাল আইডি

বিস্তারিত জানতে কল করে অফিসে যোগাযোগ করুন :+8801920324895
What's app only

04/02/2021

Work Permit
Romania - Croatia - Serbia
Cell - +8801920324895
Whats app Only

Alhamdullia🇭🇷CROATIA  🇭🇷Visa SuccessCongratulations 🎊 😂😂😂😂SELIM  AHMED
23/01/2021

Alhamdullia
🇭🇷CROATIA 🇭🇷
Visa Success
Congratulations 🎊 😂😂😂😂SELIM AHMED

23/01/2021

ইউরোপের কাজের ভিসা !!
সার্বিয়া! রোমানিয়া !ক্রোয়েশিয়া !
+8801920324895
What's app only

*ক্রো‌শিয়া * #ওয়ার্ক পার‌মিট ভিসা*সা‌র্বিয়া টোটাল প‌্যা‌কেজ।* #ওয়ার্ক পার‌মিট ভিসা।*অাল‌বে‌নিয়া ওয়ার্ক পার‌মিট ই~‌ভিসা...
04/01/2021

*ক্রো‌শিয়া * #ওয়ার্ক পার‌মিট ভিসা

*সা‌র্বিয়া টোটাল প‌্যা‌কেজ।* #ওয়ার্ক পার‌মিট ভিসা।

*অাল‌বে‌নিয়া ওয়ার্ক পার‌মিট ই~‌ভিসা*


*রুমা‌নিয়া * #ওয়ার্ক পার‌মিট ভিসা

+8801920324895 what's app only
Info.evcbd@gmail.com

21/12/2020
Welcome to the UK Canada Edu Expo 2020Helpline: 01913542769Date: 16th & 17th October 2020Place: Pan Pacific Sonargaon Ho...
28/09/2020

Welcome to the UK Canada Edu Expo 2020
Helpline: 01913542769
Date: 16th & 17th October 2020
Place: Pan Pacific Sonargaon Hotel, Dhaka

ডেনমার্ক : 🇩🇰🇩🇰🇩🇰🇩🇰 ডেনমার্ক একটি সুন্দর এবং ধণী দেশ। এর প্রতিবেশি দেশ গুলো হলো সুইডেন, নরওয়ে, যুক্তরাজ্য। বসবাসের জন্য ...
19/09/2020

ডেনমার্ক : 🇩🇰🇩🇰🇩🇰

🇩🇰 ডেনমার্ক একটি সুন্দর এবং ধণী দেশ। এর প্রতিবেশি দেশ গুলো হলো সুইডেন, নরওয়ে, যুক্তরাজ্য। বসবাসের জন্য ডেনমার্ক পৃথিবী অন্যতম সেরা দেশ গুলোর একটা। ডেনমার্কের সরকার তার নাগরিকদের সব ধরণের সুযোগ-সুবিধা দিয়ে থাকে।

✳️ ভাষা: ডেনিশ, জার্মান, ইংরেজি

🇩🇰 শিক্ষা ব্যবস্থা : ডেনমার্কের শিক্ষা ব্যাবস্থা পৃথিবীর অন্যতম সেরা। ডেনমার্কের কিছু ভার্সিটি অাছে যেগুলোর ওয়ার্ল্ড র‌্যাংকিং ১০০-২০০ মধ্যে। ডেনমার্কের ভার্সিটি গুলো প্রায় ৬০০ প্রকারের ইংরেজি ভাষার প্রোগ্রাম অফার করে থাকে। তাছাড়া তো ডেনিশ ভাষার কোর্স আছেই।

👉 আবেদনের সময়: ডেনমার্কের ভার্সিটি গুলোতে দুটি সেশন সেপ্টেম্বর এবং ফেব্রুয়ারি।

🇩🇰 স্কলারশিপ : ডেনিশ সরকার এক ধরণের স্কলারশিপ দিয়ে থাকে। যেটা আপনার সমস্ত খরচ বহন করবে। টিউশন ফ্রি, আবাসন, যাতায়াত, ফ্রুড, চিকিৎসা ইত্যাদি। এছাড়াও Erasmus স্কলারশিপ রয়েছে।

👉 লিঙ্ক : https://studyindenmark.dk (স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত এইখানে পাবেন)

🇩🇰 লিভিং কস্ট : ৪৫০ - ৫৫০ ইউরো।

🇩🇰 খন্ড কালীন চাকুরী : আপনি যদি কোপেনহেগেন বা বড় কোন শহরের আশেপাশে থাকেন তবে লিভিং কস্ট টা খুব সহজেই ম্যানেজ করতে পারবেন। তবে টিউশন ফ্রি দিতে পারবেন কি না বলতে পারছি না। তবে টিউশন ফ্রির ৭০% নিজেই খন্ড কালীন চাকুরী করে ম্যানেজ করতে পারবেন। সপ্তাহে ২০ ঘন্টা এবং ছুটিতে ফুল টাইম জব করতে পারবেন।

🇩🇰 ভার্সিটিতে আবেদন যে ভাবে করবেন : নিচের লিঙ্ক থেকে বিস্তারিত জানতে পারবেন।

👉 লিঙ্ক : https://studyindenmark.dk

🇩🇰 স্থায়ী ভাবে বসবাসের সুযোগ : আপনি যদি ডেনমার্কের পাবলিক ভার্সিটি থেকে পড়া শেষ করেন তাহলে পড়া শেষে দুই বছরের ভিসা দিবে। এই দুই বছরের মধ্যে যদি কোন জব ম্যানেজ করতে পারেন তবে ভিসা রিনিউ করাতে পারবেন। প্রাইভেট ভার্সিটি থেকে পড়া শেষ করলে ছয় মাসের ভিসা পাবেন মাএ। একটানা পাঁচ বছর থাকলে আপনি PR এর জন্য আবেদন করতে পারবেন। তবে বর্তমানে এটিকে আট বছর করার জন্য চেষ্টা চলছে।

✡ কয়েকটি উপরের সারির ভার্সিটি :

👉 Copenhagen university

👉 Technical university of Denmark

👉 Aarhus university

👉 University of southern Denmark

👉 University of Aalborg

👉 Roskidle university

👉 Copenhagen business school

👉 IT university of Copenhagen
********************************************************
👉 IELTS Requirement : 6.5
👉 Tuition Fees Range 4,000 - 7,500 Euro (Per Semester)
********************************************************

✅ ডেনমার্কের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি আপনার স্পাউস সহ যেতে পারবেন।

✅ ভার্সিটিতে এক সেমিস্টারের টিউশন ফ্রি দিয়ে যেতে পারবেন

✅ কোন প্রকার ব্যাংকে টাকা দেখাতে হবে না, তবে স্পাউসের জন্য দেখাতে হবে।

✡ For Professional Consultancy Services Regarding
🇩🇰 STUDY IN DENMARK 🇩🇰

Address

173, Mukto Bangla Shopping Complex, 7th Floor, Mirpur/1
Dhaka
1216

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801920324895

Alerts

Be the first to know and let us send you an email when Easy Visa Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Easy Visa Consultancy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Our Story

Easy Visa Consultancy Services are providers of expert VISA consultancy services and advice for Education (Study), Employment (Work permit) & Immigration (permanent residence) visa to USA / CANADA / UK / AUSTRALIA / NEW ZEALAND / EUROPEN & many more countries. With 5+ years of experience in this field Easy Visa Consultancy has a placement record of more than 500+ qualified students & 250+ skilled employer placed in different countries.

With such vast experience, expertise and a placement record of 100%, Easy Visa Consultancy has grown to be most reputed and trusted consultancy in Bangladesh and has leveraged people’s faith and trust in the advice pertaining to the field of student visa and Employment abroad.