Ekagra Health

Ekagra Health Most Advanced Diabetes, Neuropathy, Wound and Foot Care Center in Bangladesh

Appointments: +88 09617 444 222
WhatsApp: +88 01898 488 192
(1)

18/09/2025

"বারবার ব্যথায় ভুগছেন? ক্ষত শুকাচ্ছে না? হাঁটতে কষ্ট হচ্ছে?"
👉 আপনার জন্যই রয়েছে VacuArc Therapy

🌟 কারা নিতে পারেন VacuArc Therapy? 🌟

✅ ডায়াবেটিক ফুট আলসার রোগী
✅ দীর্ঘস্থায়ী ক্ষত (যা শুকাচ্ছে না)
✅ দুর্বল রক্তসঞ্চালন (Peripheral Vascular Disease) রোগী
✅ নিউরোপ্যাথি (স্নায়ুর ক্ষতি) রোগী
✅ পায়ে বা পায়ের পাতা ব্যথা
✅ হাঁটুর ব্যথা (Knee Pain)
✅ কাঁধের ব্যথা (Shoulder Pain)
✅ কোমর বা জয়েন্টের ব্যথা (Lower back & Joint Pain)
✅ বারবার ড্রেসিং নেওয়ার পরও উন্নতি না হওয়া রোগী

✨ VacuArc Therapy রক্তসঞ্চালন বাড়ায়, ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে এবং ব্যথা কমিয়ে আপনাকে ফিরিয়ে দেয় চলাফেরার শক্তি।

📌 সঠিক চিকিৎসা ও সু-পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন!
🏨 একাগ্রা হেলথ
🌍 ওয়াহাব পয়েন্ট, ৭ম তলা, বাড়ি ১৩, রোড ২, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ।
📞 09617 444 222
📲 01898 488 192 (WhatsApp)

দীর্ঘস্থায়ী ক্ষত, ব্যথা ও ডায়াবেটিস চিকিৎসায় বিশেষায়িত একাগ্রা হেলথ — এখন ধানমন্ডিতে।ডায়াবেটিক ফুট, ইনফেকশনযুক্ত বা না শ...
13/09/2025

দীর্ঘস্থায়ী ক্ষত, ব্যথা ও ডায়াবেটিস চিকিৎসায় বিশেষায়িত একাগ্রা হেলথ — এখন ধানমন্ডিতে।
ডায়াবেটিক ফুট, ইনফেকশনযুক্ত বা না শুকানো ঘা, পায়ের জ্বালা-ঝিনঝিনি ও ব্যথা, হাঁটু-কোমর-ঘাড়ের ব্যথা, এবং উন্নত ডায়াবেটিস ব্যবস্থাপনায় একসাথে সব সুবিধা একাগ্রা হেলথ-এ।

✅ দীর্ঘস্থায়ী ক্ষত ও ইনফেকশনের চিকিৎসা
✅ পেইন ম্যানেজমেন্ট (হাঁটু, কোমর, ঘাড়, স্নায়ুব্যথা)
✅ উন্নত ডায়াবেটিস কেয়ার (স্ক্রিনিং ও ম্যানেজমেন্ট)

📌 সঠিক চিকিৎসা ও সু-পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন!
🏨 একাগ্রা হেলথ
🌍 ওয়াহাব পয়েন্ট, ৭ম তলা, বাড়ি ১৩, রোড ২, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ।
📞 09617 444 222
📲 01898 488 192 (WhatsApp)

#ধানমন্ডি

✨ A New Chapter in Healing ✨We are proud to announce the expansion of Ekagra Enhanced Healing Center at Evercare Hospita...
10/09/2025

✨ A New Chapter in Healing ✨

We are proud to announce the expansion of Ekagra Enhanced Healing Center at Evercare Hospital, Dhaka!

Following its successful introduction at Ekagra Health, Dhanmondi, we are now bringing Advanced Intermittent Vacuum Therapy (VacuArc) to Evercare — making it available in a hospital setting for the very first time.

💠 What is VacuArc (IVT)?
A cutting-edge therapy proven to:

Improve circulation and oxygen delivery

Accelerate healing of chronic wounds and post-surgical recovery

Relieve neuropathic and vascular pain

Support patients with diabetes-related complications

Enhance mobility, energy, and overall well-being

This marks a new milestone in advanced wound care, neuropathy management, pain relief, and vascular health in Bangladesh.

📍 Location: Evercare Hospital, Dhaka – 4th Floor, Block E
📞 Call: 01896 268040
📲 WhatsApp: 01898 488192
🌐 Visit: ekagra.health

09/09/2025

দুর্ঘটনা হতেই পারে, কিন্তু বার্নের পর কী করবেন?
এই ভিডিওতেই পাবেন সঠিক গাইডলাইন।
📍 Ekagra Health, Wahab Point, 7th Floor, House 13, Road 2, Dhanmondi, Dhaka
📞 09617 444 222
📲 01898 488 192 (WhatsApp)

পায়ে জ্বালা, অবশভাব, বা ক্ষত?ডায়াবেটিসজনিত সমস্যার আধুনিক ও নিরাপদ চিকিৎসা এখন একাগ্রা হেলথ-এ!ডা: মো: এজাজ বারী চৌধুরী...
08/09/2025

পায়ে জ্বালা, অবশভাব, বা ক্ষত?
ডায়াবেটিসজনিত সমস্যার আধুনিক ও নিরাপদ চিকিৎসা এখন একাগ্রা হেলথ-এ!

ডা: মো: এজাজ বারী চৌধুরী
কনসালট্যান্ট ডায়াবেটোলজিস্ট,
ডিপার্টমেন্ট অব ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন
MBBS (DMC), CCD (BIRDEM)
পোস্ট গ্রাজুয়েট ডায়াবেটোলজিস্ট (জোন্স হপকিন্স, আমেরিকা)
বিভাগীয় প্রধান, মেডিনোভা মেডিক্যাল সার্ভিসেস, সিটি হাসপাতাল
এবং মেডিকেয়ার (ইউনাইটেড হাসপাতালের ধানমন্ডি শাখা) – ডায়াবেটিস সেন্টারসমূহ

আপনার নিচের সমস্যাগুলোর যেকোনোটি থাকলে আজই একাগ্রায় বুকিং নিন:
✅ অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ঔষধ ও ইনসুলিন নির্ধারণ এবং ধাপে ধাপে ডোজ এডজাস্টমেন্ট
✅ অতিরিক্ত ওজন কমানোর চিকিৎসা ও পরামর্শ
✅ গর্ভকালীন ডায়াবেটিস (প্রেগন্যান্সি ডায়াবেটিস)
✅ দীর্ঘস্থায়ী পায়ের ক্ষতের চিকিৎসা ও পরামর্শ
✅ ডায়াবেটিসজনিত স্নায়বিক সমস্যা (নিউরোপ্যাথি)
✅ হাত-পা ঝিনঝিন, অবশভাব বা ব্যথা
✅ ইনসুলিন প্রয়োগের সঠিক নির্দেশনা
✅ রোগী ও পরিবারের জন্য সচেতনতামূলক কাউন্সেলিং
✅ বিদেশে রেফার্ড রোগীদের চিকিৎসা পরিকল্পনার গাইডলাইন
✅ ডায়াবেটিক রোগীদের জন্য ডায়েট ও লাইফস্টাইল পরামর্শ
✅ পায়ের যত্ন, ডায়াবেটিক জুতো ও সঠিক ড্রেসিং ব্যবস্থাপনা

🩺 রোগী দেখার সময় (একাগ্রা হেলথ):
শনিবার, রবিবার, বুধবার ও বৃহস্পতিবার
(দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত)

📍 একাগ্রা হেলথ, ওহাব পয়েন্ট, ৭ম তলা, বাড়ি ১৩, রোড ২, ধানমন্ডি, ঢাকা
📞 ০৯৬১৭ ৪৪৪ ২২২, ০১৮৯৮ ৪৮৮ ১৯২ (WhatsApp)


07/09/2025

ডায়াবেটিক ফুট স্ক্রিনিং এর পর আমরা কি কি সেবা দিচ্ছি?
একাগ্রা হেলথে ডায়াবেটিক ফুট স্ক্রিনিং শেষে রোগীরা পান:
👉 আধুনিক ড্রেসিং ও উন্নত থেরাপি
👉 প্রয়োজন অনুযায়ী অ্যাডভান্সড ট্রিটমেন্ট
👉 নিয়মিত ফলো-আপ কেয়ার

কারণ আমাদের লক্ষ্য শুধু সমস্যা শনাক্ত নয়, বরং দ্রুত আরোগ্য নিশ্চিত করা। 🦶

📍 Ekagra Health, Wahab Point, 7th Floor, House 13, Road 2, Dhanmondi, Dhaka
📞 09617 444 222
📲 01898 488 192 (WhatsApp)

04/09/2025

ক্ষত দেখে সবসময় বোঝা যায় না ভেতরে ইনফেকশন আছে কি না।
MolecuLight স্ক্যান সেই লুকানো ইনফেকশনকে চোখের সামনে স্পষ্ট করে তোলে।
ফলে চিকিৎসকরা সঠিক জায়গায় সঠিক চিকিৎসা দিতে পারেন, আর রোগীর ক্ষত দ্রুত সারে।
একাগ্রা হেলথে আমরা এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করি রোগীর সুস্থতার পথে নিশ্চিত অগ্রগতি আনার জন্য।

দুর্ঘটনা, ডায়াবেটিস বা দীর্ঘস্থায়ী ক্ষতের সঠিক যত্ন পেতে যোগাযোগ করুন।
📍 লোকেশন: একাগ্রা হেলথ, ওয়াহাব পয়েন্ট (৭ম তলা), হাউস ১৩, রোড ২, ধানমন্ডি, ঢাকা।
📞 কল করুন: 09617 444 222
📲 WhatsApp: 01898 488 192

03/09/2025

✨ ডায়াবেটিক ফুট স্ক্রিনিং এ এখন ৩৫% ছাড়!
🔍 ডায়াবেটিস আছে, তবে পায়ে সমস্যা না থাকলেও কেন স্ক্রিনিং জরুরি?

ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব অনেক সময় চোখে দেখা যায় না, কিন্তু ভিতরে ভিতরে স্নায়ু দুর্বল হয়ে যায়, রক্ত সঞ্চালন কমে যায় বা ক্ষত হওয়ার ঝুঁকি তৈরি হয়। অনেক রোগী দেরিতে বুঝতে পারেন, আর তখনই অঙ্গহানির মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।

👉 একটি ছোট প্রতিরোধমূলক পদক্ষেপ—এই স্ক্রিনিং প্যাকেজ—আপনাকে আগেভাগেই ঝুঁকি সম্পর্কে সতর্ক করবে।
👉 আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা পরীক্ষা করি—
✔️ রক্ত সঞ্চালন কেমন চলছে
✔️ স্নায়ুতে কোনো দুর্বলতা আছে কিনা
✔️ টিস্যুতে যথেষ্ট অক্সিজেন যাচ্ছে কিনা
✔️ ক্ষতে সংক্রমণ হওয়ার ঝুঁকি আছে কিনা

এভাবে আপনি জানতে পারবেন, ভবিষ্যতে কোনো জটিলতা তৈরি হতে পারে কি না এবং আগেভাগেই পদক্ষেপ নিতে পারবেন।

📢 মনে রাখবেন: “আজকের একটি সচেতনতা কালকের অঙ্গহানি থেকে আপনাকে রক্ষা করতে পারে।”

📍 লোকেশন: একাগ্রা হেলথ, ওয়াহাব পয়েন্ট (৭ম তলা), হাউস ১৩, রোড ২, ধানমন্ডি, ঢাকা।
📞 কল করুন: 09617 444 222
📲 WhatsApp: 01898 488 192

আপনার প্রতিটি পদক্ষেপ হোক নিরাপদ।

একাগ্রা হেলথ সম্প্রতি করটিয়া, টাঙ্গাইলে একটি উন্ড কেয়ার ক্যাম্পেইন আয়োজন করেছে।এই ক্যাম্পেইনে স্থানীয় রোগীরা ডায়াবেটিক ফ...
01/09/2025

একাগ্রা হেলথ সম্প্রতি করটিয়া, টাঙ্গাইলে একটি উন্ড কেয়ার ক্যাম্পেইন আয়োজন করেছে।
এই ক্যাম্পেইনে স্থানীয় রোগীরা ডায়াবেটিক ফুট, দীর্ঘমেয়াদি ক্ষত ও ইনফেকশনের জন্য আধুনিক চিকিৎসা ও পরামর্শ পেয়েছেন।
একাগ্রার অভিজ্ঞ চিকিৎসক ও সেবাদানকারী টিম সরাসরি রোগীদের পাশে থেকে ড্রেসিং, ইনফেকশন কেয়ার এবং সচেতনতামূলক পরামর্শ প্রদান করেছেন।

আমাদের প্রতিশ্রুতি একটাই—রোগীর দোরগোড়ায় পৌঁছে দেওয়া আধুনিক চিকিৎসা ও নির্ভরযোগ্য সেবা।

📞 যোগাযোগ: 09617 444 222 | WhatsApp: 01898 488 192

28/08/2025

আপনার ডায়াবেটিস কি শুধুই সুগার কন্ট্রোলের বিষয়? নাকি ভিতরে লুকানো বিপদও আছে?
👉 TM Flow স্ক্যান জানিয়ে দেয় আপনার পায়ের স্নায়ু, রক্তপ্রবাহ ও অটোনমিক সিস্টেম ঠিক আছে কি না।
🔬 এটি পেইনলেস, দ্রুত ও নির্ভরযোগ্য পরীক্ষা, যা আগে থেকেই জটিলতার ঝুঁকি শনাক্ত করতে সাহায্য করে।

👣 কারা এই স্ক্যান করাবেন (Indications):
দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত রোগী
পায়ে ঝিনঝিনি, জ্বালা বা অবশভাব আছে
ক্ষত হচ্ছে কিন্তু শুকোতে সময় নিচ্ছে
হাঁটলে ব্যথা হয়, বসলে বা বিশ্রামে কমে যায়
পা অনেক সময় ঠান্ডা বা ফ্যাকাশে হয়ে যায়
পরিবারে ডায়াবেটিস বা Peripheral Arterial Disease (PAD) এর ইতিহাস আছে

✅ কেন জরুরি?
নিউরোপ্যাথি ও রক্তপ্রবাহের সমস্যা অনেক সময় ব্যথাহীন থাকে (Silent Neuropathy)।
ক্ষত হওয়ার আগেই ঝুঁকি ধরা সম্ভব।
চিকিৎসককে সাহায্য করে সঠিক থেরাপি ও চিকিৎসা পরিকল্পনা করতে।

🎥 একাগ্রা হেলথে TM Flow স্ক্যান করান, জানুন আপনার পায়ের ভেতরের সত্য।
📌 সময়মতো পরীক্ষা মানেই অঙ্গ রক্ষা।

🏨 একাগ্রা হেলথ
🌍 ওয়াহাব পয়েন্ট, ৭ম তলা, বাড়ি ১৩, রোড ২, ধানমন্ডি, ঢাকা
📞 09617 444 222 | 📲 WhatsApp: 01898 488 192

27/08/2025

👣 অঙ্গহানির দোড়গোড়ায় ছিলেন তিনি।
আজ আবার নিজের পায়ে হেঁটে ফিরছেন—একাগ্রার চিকিৎসা আর সঠিক যত্নে।

এটি শুধু চিকিৎসা নয়, এটি একটি নতুন জীবনের শুরু।
🎥 দেখুন তাঁর রিকভারি জার্নি – হয়তো আপনার কাছের কারো জন্যও এটা হতে পারে অনুপ্রেরণা।

📌 পায়ের যেকোনো ক্ষত, ডায়াবেটিস বা অসাড়তা নিয়ে দেরি না করে যোগাযোগ করুন আজই।

🏨 একাগ্রা হেলথ
🌍 ওয়াহাব পয়েন্ট, ৭ম তলা, বাড়ি ১৩, রোড ২, ধানমন্ডি, ঢাকা।
📞 09617 444 222
📲 01898 488 192 (WhatsApp)

#ডায়াবেটিকচিকিৎসা

✅কিভাবে জানবেন আপনি নিউরোপ্যাথিক সমস্যা এ ভুগছেন?হাত-পা ঝিনঝিন করা, পা জ্বালাপোড়া, বা পিন ফোটার মতো ব্যথা অনেক সময় অবহ...
26/08/2025

✅কিভাবে জানবেন আপনি নিউরোপ্যাথিক সমস্যা এ ভুগছেন?

হাত-পা ঝিনঝিন করা, পা জ্বালাপোড়া, বা পিন ফোটার মতো ব্যথা অনেক সময় অবহেলা করা হয়। কিন্তু এগুলো হতে পারে নিউরোপ্যাথির পূর্ব লক্ষণ।
একগ্রা হেলথ-এর অত্যাধুনিক লেজার বুট প্রযুক্তি নার্ভ পুনরুদ্ধার এবং ব্যথা কমাতে কার্যকর। সঠিক রোগ নির্ণয় ও অত্যাধুনিক চিকিৎসায় ফিরিয়ে আনুন আপনার স্বাভাবিক জীবন।
আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং দ্রুত সঠিক চিকিৎসা শুরু করুন।
-
📌 সঠিক চিকিৎসা ও সু-পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন!
🏨 একাগ্রা হেলথ
🌍 ওয়াহাব পয়েন্ট, ৭ম তলা, বাড়ি ১৩, রোড ২, ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ।
📞 09617 444 222
📲 01898 488 192 (WhatsApp)
--
📌যেসব চিকিৎসা সেবা প্রদান করা হয়ঃ
✅ডায়াবেটিক পায়ের চিকিৎসা
● সেলুলাইটিস
● গ্যাংগ্রিন
● ভেনাস আলসার
● কর্নস ও ক্যালাসেস
● প্লান্টার ফ্যাসাইটিস
● রক্তনালির চিকিৎসা
● অ্যাবসেস
● প্লাস্টিক সার্জারি
● প্রেসার অফলোডিং
● চারকোট ফুট সার্জারি
✅থেরাপি
● ভ্যাকু-আরক থেরাপি
● লেজার বুট
● ইলেকট্রিক রিবিল্ডার
● পিআরপি
● অক্সিজেন থেরাপি
● ওজন থেরাপি
● ভ্যাক থেরাপি
● হোল ব্লাড ক্লট থেরাপি
✅স্ক্রিনিং টেস্ট
● TM Flow: ভাস্কুলার অ্যাসেসমেন্ট টেস্ট/পিএডি টেস্ট/নিউরোপ্যাথি টেস্ট
● নিউরোটাচঃ নিউরোপ্যাথি স্ক্রিনিং (হট, কোল্ড, ভাইব্রেশনাল, মনোফিলামেন্ট)
● ফ্লুরোসেন্ট বেইজড ইমেজিং: Infection screening
● ইনফ্রারেড বেইজড ইমেজিং: Blood flow screening
● ফাইব্রোস্ক্যান: Fatty liver disease screening
✅ডায়াবেটিক পায়ের চিকিৎসা ও সেবা
● কাস্টমাইজড জুতা
● কাস্টমাইজড প্রেসার অফলোডিং জুতা
● কাস্টমাইজড ইনসোল
● কাস্টমাইজড মোজা
● প্রেসার ম্যাপিং ও থ্রিডি ফুট স্ক্রিনিং
✅নেফ্রোলজি
● ডায়ালাইসিস পরামর্শ
-
📌Stay Connected With:
🔎Facebook: https://www.facebook.com/EkagraHealthBD
🔎YouTube: https://www.youtube.com/
🌐Website: ekagra.health
--

Address

Wahab Point, Floor 7, House 13, Road 2, Dhanmondi
Dhaka
1209

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8809617444222

Alerts

Be the first to know and let us send you an email when Ekagra Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ekagra Health:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram