03/09/2025
কেন ঘাড়ে ব্যথা হয়?
✅ ঘাড়ে ব্যথার সাধারণ কিছু কারণঃ
1. ভুল ভঙ্গি (Poor posture):
>অনেকক্ষণ মোবাইল বা কম্পিউটার ব্যবহার করা।
>সামনে ঝুঁকে বসা বা শোয়া।
>কাঁধ নামিয়ে বা বাঁকিয়ে বসা।
2. পেশীর টান বা স্ট্রেইন (Muscle strain):
>হঠাৎ ঘাড় ঘোরানো।
>ভারী জিনিস তোলা।
>দীর্ঘ সময় একই অবস্থায় থাকা।
3. আঘাত (Injury / Trauma):
>সড়ক দুর্ঘটনায় হুইপল্যাশ (হঠাৎ মাথা সামনে-পেছনে নড়ে যাওয়া)।
>খেলাধুলা বা পড়ে গিয়ে আঘাত পাওয়া।
4. হাড় ও ডিস্কের সমস্যা:
>সারভাইকাল স্পন্ডাইলোসিস (বয়স বাড়ার সাথে হাড় ক্ষয় বা জোড়া শক্ত হয়ে যাওয়া)।
>ডিস্ক স্লিপ বা হার্নিয়েটেড ডিস্ক (PLID / CLID).
>অস্টিওআর্থ্রাইটিস।
>নার্ভে চাপ আসা (Nerve compression).
5. অন্যান্য কারণ:
>মানসিক চাপ বা স্ট্রেস → পেশী টান ধরে ব্যথা হয়।
>ভুল বালিশ ব্যবহার করা।
>ঠাণ্ডা বাতাসে ঘাড় জমে যাওয়া।
#চৌধুরীফিজিওথেরাপি