
10/07/2025
আলহামদুলিল্লাহ..
✅✅ ডোপিং কন্ট্রোল অফিসার (ডিসিও) হিসাবে সনদপ্রাপ্ত হয়েছেন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক জনাব ডাক্তার দেলোয়ার হোসেন চৌধুরী ।
✅✅ কোরিয়া এন্টি ডোপিং এজেন্সীর (kADA) পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের ব্যবস্থাপনায় গত তিন দিনব্যাপী (৫- ৭ জুলাই, ২০২৫ ইং) Doping Control Officer ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ভবন, টঙ্গী আরচারি স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ঢাকায় । এতে বেশ কয়েকটি দেশের প্রশিক্ষণাথীঁ অত্র ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন। উক্ত ট্রেনিং টি সফলভাবে সম্পন্ন করে জনাব ডাক্তার মো: দেলোয়ার হোসেন চৌধুরী, Doping Control Officer (DCO) হিসাবে সনদ প্রাপ্ত হন।
✅✅ DCO সনদ প্রাপ্ত হওয়াতে, চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের সকল কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে জনাব ডাক্তার মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী সাহেবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
#চৌধুরীফিজিওথেরাপি