Yoga, Acupressure & Reflexology

Yoga, Acupressure & Reflexology Yoga, Acupressure & Reflexology centre

25/11/2025

Rucking = হাঁটার সবচেয়ে শক্তিশালী ভার্সন
হাঁটার সেরা ভার্সন—অনেকে জানেনই না।
হালকা ব্যাগ (৫–১০ কেজি) নিয়ে হাঁটা
3–4x calorie burn হবে
1.knee joint safe ব‍্যথা সহজে হবেনা
2.posture improve হবে
3.back/core strengthen
এবং

খাবারের ক্রম পরিবর্তন করলেই huge health benefit:
1. সবজি/ডাল/ফাইবার আগে/সালাদ/পানি
2. তারপর প্রোটিন
3. শেষে কার্ব/ভাত/রুটি কম পরিমাণে
মনে রাখবেন লো ক‍্যালরি মানে আয়ুকাল বেশি ,অসুখ কম।

এতে:
• গ্লুকোজ স্পাইক ৩০–৪০% কম
• ইনসুলিন লোড কম
• খিদে কমে যায়
• ওজন নিয়ন্ত্রণ হয় জাদুর মতো

একই খাবার—শুধু খাওয়ার ক্রম বদলালে ইনসুলিন উন্নত হয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে আর যাদের হয়নি তাদের না হওয়া সম্ভবনা কম থাকবে।
(কপি)

22/11/2025

ভূমিকম্পের সময় কী করবেন: যখন মাটি কাঁপে, তখন প্রস্তুত থাকুন!

ঢাকার যে অবস্থা সেখানে বড় সাইজের ভুমিকম্প হলে হয়ত কিছুই করা যাবে না। এত বিল্ডিং সব গায়ে গায়ে লাগা, তেমন কোন সেফটি চেক ছাড়াই অনেকগুলা নির্মান করা। ভুমিকম্পের পর আমাদের নাই কোন ন্যাশানাল ইমার্জেন্সি রেস্পন্স যেটা রেডি টু ডিপ্লয়, নাই ন্যাশানাল এম্বুলেন্স সার্ভিস আর হাসপাতালে নাই ইমার্জেন্সি ডিপার্টমেন্ট যেগুলা ইকুইপড মাস ক্যাজুয়েল্টি হ্যান্ডেল করার। এটা একটা সুযোগ এগুলা সব আপগ্রেড করার - বিশেষজ্ঞ অনেক আছে, জাস্ট দরকার সরকারের সদিচ্ছা।

তাও কিছু জিনিস জানা দরকার সবার পার্সোনাল সেফটির জন্যে। ভূমিকম্প কোনো সতর্কতা ছাড়াই আঘাত হানে, তাই এই অপরিহার্য নির্দেশিকাটি একবার দেখে নিন! বিশেষ করে বাংলাদেশ ভুমিকম্প জোনে, তাই প্রস্তুত থাকা অরুরি।

১. নুইয়ে পড়ুন, আশ্রয় নিন এবং ধরে থাকুন! (যদি ভেতরে থাকেন) - Drop, Cover and Hold On

এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ:
* তাৎক্ষণিকভাবে হাত ও হাঁটুর ওপর নুইয়ে পড়ুন (Drop)। এই অবস্থান আপনাকে ঝাঁকুনিতে পড়ে যাওয়া থেকে রক্ষা করবে।

* আপনার মাথা ও ঘাড় হাত দিয়ে প্রটেক্ট করেন (COVER)। সম্ভব হলে একটি মজবুত টেবিল বা ডেস্কের নিচে যান। যদি আশেপাশে কোনো আশ্রয় না থাকে, তবে একটি ভেতরের দেয়ালের (বাইরের দেয়াল বা জানালার কাছে নয়) পাশে নিচু হয়ে বসুন।

* ঝাঁকুনি বন্ধ না হওয়া পর্যন্ত আপনার আশ্রয়স্থল (টেবিল/ডেস্ক) ধরে থাকুন (HOLD ON)।

২. ঘরের ভেতরে যা এড়িয়ে চলবেন:

* বাইরে দৌড়ে যাবেন না যতই মনে হয় এটা করতে। বাইরের দরজার কাছে বা দেয়ালের পাশ দিয়ে ছোটার সময় ওপর থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে আহত হওয়ার ঝুঁকি থাকে।

* জানালার কাঁচ, আয়না, বাইরের দরজা এবং দেয়াল এবং পড়ে যেতে পারে এমন যেকোনো কিছু, যেমন ভারী ফার্নিচার বা আলমারি থেকে দূরে থাকুন।

* লিফট ব্যবহার করবেন না (Do NOT)।

৩. যদি আপনি বাইরে থাকেন:

* বড় বিল্ডিং, রাস্তার ল্যাম্প পোস্টএবং ইউটিলিটি তার থেকে দূরে সরে যান। কোন বাসার বাইরের দরজার ঠিক বাইরে এবং বাইরের দেয়ালের পাশে সবচেয়ে বেশি বিপদ থাকে।

* একবার খোলা জায়গায় এলে, নুইয়ে পড়ুন, আশ্রয় নিন এবং ধরে থাকুন। ঝাঁকুনি বন্ধ না হওয়া পর্যন্ত নিচু হয়ে থাকুন।

৪. গাড়িতে থাকলে:

* নিরাপদে রাস্তার পাশে গাড়ি থামান এবং হ্যান্ডব্রেক অন করবেন। ভবন, ব্রিজ, ওভারপাস বা ইউটিলিটি তারের নিচে থামানো এড়িয়ে চলুন।

* ঝাঁকুনি বন্ধ না হওয়া পর্যন্ত আপনার গাড়ির ভেতরে থাকুন । গাড়ি আপনাকে ধ্বংসাবশেষ থেকে রক্ষা করতে পারে।

ঝাঁকুনি বন্ধ হওয়ার পর

১. নিজের এবং অন্যদের আঘাত কেমন হয়েছে দেখুন আর ভাবেন কোন চিকিৎসা লাগবে কিনা।

২. আফটারশক বা পরবর্তী ঝাঁকুনির জন্য প্রস্তুত থাকুন। আবার হলে তাৎক্ষণিকভাবে নুইয়ে পড়ুন, আশ্রয় নিন এবং ধরে থাকুন।

৩. বিপদগুলো বুঝে নিন: ছোট আগুন লাগলে তা নেভান। গ্যাস, পানি এবং বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা দেখুন। যদি গ্যাসের গন্ধ পান, তবে জানালা খুলুন, দ্রুত ঘর থেকে বের হয়ে যান এবং মূল গ্যাসের ভালভ বন্ধ করে দিন।

মুসলিম যারা, আমাদের জন্যে অতি গুরুত্বপুর্ন যে এই সময় গুলোতে আল্লাহর স্মরন করি, তাওবা করি ও তাঁর সাহায্য কামনা করি।

লেখাঃ ডা. রাঈয়্যিক রিদওয়ান, ইমার্জেন্সি মেডিসিন স্পেশালিস্ট

আপনি কি মোবাইল ফোন পাশে রেখে ঘুমান??মোবাইল থেকে অদৃশ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড (EMF) নির্গত হয়, যা আপনার ব্রেইন, হার্ট ...
13/11/2025

আপনি কি মোবাইল ফোন পাশে রেখে ঘুমান??

মোবাইল থেকে অদৃশ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড (EMF) নির্গত হয়, যা আপনার ব্রেইন, হার্ট এবং কোষের বৈদ্যুতিক ক্ষেত্রের সঙ্গে মিথস্ক্রিয়া করে।
এই মিথস্ক্রিয়া আমাদের শরীরে নানারকম সমস্যার সৃষ্টি করে। যেমন:
# ঘুমে ব্যাঘাত ঘটায়

# উচ্চ রক্তচাপ সৃষ্টি করে

# হার্টবিট বাড়ায়

# স্মৃতিশক্তি ও একাগ্রতা কমে যায়

# শরীরে ইনফ্লামেশন বৃদ্ধি করে

# মুড চেইঞ্জ হয়

# স্ট্রোকের ঝুঁকি বাড়ায়

# হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়

# ডিএনএ ড্যামেজ করে

এই কারণেই ঘুমানোর সময় মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো শরীর থেকে যতটা সম্ভব দূরে রাখা উচিৎ।

12/11/2025
06/11/2025

কিছু অভ্যাস আপনার জীবন পাল্টে দিবে।

ভিটামিন D এর পর্যাপ্ত মাত্রা বজায় রাখুন

নিয়মিত ব্যায়াম করুন

বীজজাত তেল (seed oils) পরিহার করুন

চিনি পরিহার করুন

পরিবর্তিত (modified) স্টার্চযুক্ত খাবার পরিহার করুন

রান্নায় পার্সলি, থাইম, অরিগানো এবং বাসিল ব্যবহার করুন

ইন্টারমিটেন্ট ফাস্টিং (Intermittent Fasting) অনুশীলন করুন

সামাজিক সম্পর্ক বজায় রাখুন

ফারমেন্টেড (Fermented) খাবার খান

প্রতিদিন লেবুর পানি পান করুন

খাবারের পরে হালকা হাঁটুন

লোহা (Iron) তৈরি পাত্রে রান্না করা এড়িয়ে চলুন

প্রতি রাতে ৭–৯ ঘণ্টা ঘুমান

03/10/2025

স্ট্রেচিং হলো সবচেয়ে ভালো অ্যান্টি-এজিং উপায় যা আপনাকে সচল ও ব্যথামুক্ত থাকতে সাহায্য করে। এটা শক্ত হয়ে যাওয়া (stiffness) প্রতিরোধ করে, যেটাকে বেশিরভাগ মানুষ ‘শুধু বয়স বাড়ছে’ বলে দোষ দেয়।

19/09/2025

একটা বয়সের পরে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে তাই বয়স বাড়ার সাথে সাথে কিছু খাবার বাদ দেওয়া উচিত। যেমন:

#কোল্ডড্রিংকস
#ফাস্টফুড
#প্যাকেটজাতখাবার
#বেকারিআইটেমস

29/08/2025
রাজধানীর ওয়ারীর "বেলাহেত" সাহেব। দীর্ঘদিন ধরে নানা রকম শারীরিক জটিলতায়( কিডনি ডিজিজ, পার্কিনসন, প্রোস্টেট ইনলার্জড, কোলে...
12/08/2025

রাজধানীর ওয়ারীর "বেলাহেত" সাহেব। দীর্ঘদিন ধরে নানা রকম শারীরিক জটিলতায়( কিডনি ডিজিজ, পার্কিনসন, প্রোস্টেট ইনলার্জড, কোলেস্টেরল, হাঁটা-চলায় ইমব্যালেন্স, রিসেন্ট ম্যামরি লস) ভুগতেছিলেন। আকুপ্রেসার ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন তার কিডনি নরমাল রেঞ্জ এ আছে, প্রোস্টেট গ্লান্ড ঠিক হইছে, হাটার গতি বাড়তেছে, কোলেস্টেরল নরমাল আছে। আশাকরি খুব দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে যাবে।
প্রয়োজনে যোগাযোগ করতে পারেন
তারেক মাহমুদ
01763-904011

12/08/2025

Address

Mirpur/10
Dhaka
1216

Opening Hours

Monday 06:00 - 18:00
Tuesday 06:00 - 18:00
Wednesday 06:00 - 18:00
Thursday 06:00 - 18:00
Friday 06:00 - 18:00
Saturday 06:00 - 18:00
Sunday 06:00 - 18:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yoga, Acupressure & Reflexology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category