16/09/2025
✨ সেপ্টেম্বর হলো 𝐏𝐂𝐎𝐒 (𝐏𝐨𝐥𝐲𝐜𝐲𝐬𝐭𝐢𝐜 𝐎𝐯𝐚𝐫𝐲 𝐒𝐲𝐧𝐝𝐫𝐨𝐦𝐞) সচেতনতা মাস ✨
নারীদের বন্ধ্যাত্বের অন্যতম প্রধান কারণ হলো 𝐏𝐂𝐎𝐒 । এটি শুধু মাসিক সমস্যার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ডিম্বাশয়ের হরমোনাল ভারসাম্য নষ্ট করে গর্ভধারণের সক্ষমতাকেও প্রভাবিত করে।
👉 অনিয়মিত মাসিক বা মাসিক বন্ধ থাকা
👉 ডিম্বাণু তৈরি না হওয়া (Ovulation problem)
👉 মুখে বা শরীরে অতিরিক্ত লোম গজানো
👉 ওজন বৃদ্ধি ও ইনসুলিন রেজিস্ট্যান্স
👉 ব্রণ, চুল পড়া ও হরমোনজনিত সমস্যা
এসব লক্ষণ থাকলে তা ভবিষ্যতে বন্ধ্যাত্ব, ডায়াবেটিস, হরমোনাল ভারসাম্যহীনতা এমনকি মানসিক চাপের কারণ হতে পারে।
🔹 সময়মতো চিকিৎসক পরামর্শ, সঠিক জীবনযাত্রার পরিবর্তন, ডায়েট নিয়ন্ত্রণ এবং প্রয়োজনে আইভিএফ চিকিৎসা গ্রহণ করলে গর্ভধারণ সম্ভব।
🔹 PCOS থাকলেও আধুনিক চিকিৎসায় মাতৃত্ব এখন হাতের নাগালে।
📸 ফটো ক্রেডিট: ডা. উম্মুল খায়ের মাহমুদা
বন্ধ্যাত্ব ও আইভিএফ বিশেষজ্ঞ
ল্যাপারোস্কোপিক এবং হিস্টেরোস্কোপিক সার্জন
কনসালটেন্ট
লুমিনা আইভিএফ এন্ড ফার্টিলিটি কেয়ার লিঃ