04/06/2025
তাকবীরে তাশরিক । আইয়ামে তাশরিক কবে?
কোরবানির ঈদ: তাকবীরের সুরে ভরে উঠুক হৃদয়
তাকবীর উচ্চারণের মাধ্যমে আল্লাহর মহত্ব ঘোষণা করা হয়, যা ঈমানের শক্তি বৃদ্ধি করে এবং আত্মার প্রশান্তি এনে দেয়। তাকবীর উচ্চারণ করা অত্যন্ত ফজিলতপূর্ণ। তাকবীরে তাশরীক পাঠের মাধ্যমে মুসলমানদের মাঝে সেই চেতনা কাজ করে। অতএব ইবরাহীম আ. ও তাঁর পুত্র ইসমাঈল আ. এর স্মৃতিবিজড়িত ‘তাকবীরে তাশরীক’ ইসলামে শরীয়তে বিশেষ গুরুত্বের দাবিদার।
৯ জিলহজ ফজর থেকে শুরু করে ১৩ জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক বলা ওয়াজিব। জামাতে হোক বা একা, সর্বাবস্থায় এটা বলতে হবে। পুরুষ হোক বা নারী সকলকেই বলতে হবে।
‘আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।’
অর্থ: আল্লাহ মহান, আল্লাহ মহান; আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই; আল্লাহ মহান, আল্লাহ মহান; সকল প্রশংসা মহান আল্লাহর জন্য
এই তাকবির জোর আওয়াজে বলা ওয়াজিব। তবে নারীরা আস্তে বলবে। নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে এই তাকবির বলতে হবে। ইমাম যদি বলতে ভুলে যানও তবু মুক্তাদিরা সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বলবেন।
বক্তব্য রেখেছেন
অধ্যাপক ডাঃ মোঃ আবিদ হোসেন
চেয়ারম্যান ও বিভাগীয় প্রধান (ইউরোলজি বিভাগ)
রয়্যাল মাল্টিস্পেশালিটি হসপিটাল
সাবেক সহযোগী অধ্যাপক (ইউরোলজি বিভাগ) কুষ্টিয়া মেডিকেল কলেজ,কুষ্টিয়া।
সাবেক সহকারী অধ্যাপক (ইউরোলজি বিভাগ)
ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি।