29/10/2025
Assalamualaikum
Today I will be presenting a topic -
' Cardiac Arrhythmia '
🔶 কার্ডিয়াক অ্যারিথমিয়া কি?
-- Cardiac arrhythmia means an abnormal heart rhythm — the heart may beat too fast, too slow, or irregularly because of problems in the heart’s electrical conduction system.
🔴 কার্ডিয়াক অ্যারিথমিয়া সাধারণত বয়স্ক ব্যক্তি (৬০ বছর এবং ঊর্ধ্ব) এবং হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এছাড়াও অন্যান্য রোগে আক্রান্ত ব্যক্তি যেমন:
🔻থাইরয়েডের রোগ (হাইপারথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম)
🔻ডায়াবেটিস রোগী
🔻উচ্চ রক্তচাপের রোগী ।
🔴 জীবনযাপন ও অভ্যাসগত ঝুঁকি যেমন:
🔻অতিরিক্ত ক্যাফেইন, অ্যালকোহল, ধূমপান
🔻স্ট্রেস ও মানসিক চাপ নিদ্রাহীনতা
ইত্যাদি কারণেও কার্ডিয়াক অ্যারিথমিয়া দেখা দিতে পারে।
🔶 Types of Arrhythmia :
1. Tachycardia – heart rate > 100 bpm
🔸অ্যাট্রিয়াল ট্যাকিকারডিয়া: অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্লাটার, সুপারভেন্ট্রিকুলার ট্যাকিকারডিয়া (SVT)
🔸 ভেন্ট্রিকুলার ট্যাকিকারডিয়া: ভেন্ট্রিকুলার ট্যাকিকারডিয়া, ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন (জরুরি অবস্থা)
2. Bradycardia – heart rate < 60 bpm
🔸সাইনাস ব্র্যাডিকার্ডিয়া হার্ট ব্লক (১ম, ২য়, ৩য় ডিগ্রি)
3. Irregular rhythms
🔸 অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন (সবচেয়ে সাধারণ)
🔸অকাল অ্যাট্রিয়াল সংকোচন (PACs)
🔸অকাল ভেন্ট্রিকুলার সংকোচন
🔶Causes :
🛑 করোনারি ধমনীর রোগ (ইস্কেমিয়া) ,
🛑হার্ট অ্যাটাক (এমআই)
🛑ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতা (যেমন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম)
🛑 হার্টের গঠনগত পরিবর্তন (যেমন, কার্ডিওমায়োপ্যাথি) থাইরয়েড রোগ (হাইপার/হাইপোথাইরয়েডিজম)
🛑ওষুধ (যেমন, ডিজিটালিস, অ্যান্টিঅ্যারিথমিক, উদ্দীপক)
🛑স্ট্রেস, ক্যাফেইন, অ্যালকোহল ।
🔶Symptoms :
➡️Palpitations (feeling heart racing, pounding, or skipping beats)
[বুক ধড়ফড় করা -- হৃদস্পন্দন, ধড়ফড়, অথবা স্পন্দন এড়িয়ে যাওয়া]
➡️Dizziness or lightheadedness [মাথা ঘোরা বা হালকা মাথাব্যথা]
➡️Shortness of breath [শ্বাসকষ্ট]
➡️Chest discomfort [বুকে অস্বস্তি]
➡️Syncope (fainting) — dangerous sign[ মূর্ছা যাওয়া (মূর্ছা যাওয়া) — বিপজ্জনক লক্ষণ]
🔶Diagnosis :
♦️ECG (Electrocardiogram) – primary tool
(ইসিজি (ইলেক্ট্রোকার্ডিওগ্রাম )
♦️Holter monitor (24–48 hours)
(হোল্টার মনিটর (২৪-৪৮ ঘন্টা)
♦️Event recorder (ইভেন্ট রেকর্ডার)
♦️Echocardiography (structure & function)
( ইকোকার্ডিওগ্রাফি --গঠন এবং কার্যকারিতা)
♦️Blood tests (electrolytes, thyroid)
রক্ত পরীক্ষা (ইলেক্ট্রোলাইট, থাইরয়েড)
🔶Treatment :
🔸Depends on type and severity (চিকিৎসা প্রকার এবং তীব্রতার উপর নির্ভর করে) :
•☑️ জীবনধারা: ক্যাফেইন, অ্যালকোহল, মানসিক চাপ, ধূমপান এড়িয়ে চলতে হবে।
•☑️ওষুধ: বিটা-ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অ্যান্টিঅ্যারিথমিক্স।
🔶Procedures:
•☑️ (Electrical cardioversion) --বৈদ্যুতিক কার্ডিওভার্সন ছন্দ পুনরায় সেট করার জন্য শক।
•☑️Pacemaker (for bradycardia)--পেসমেকার (ব্র্যাডিকার্ডিয়ার জন্য)
•☑️Implantable cardioverter-defibrillator (ICD) for life-threatening rhythms ---জীবন-হুমকিপূর্ণ ছন্দের জন্য ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার-ডিফিব্রিলেটর (আইসিডি)
•☑️Catheter ablation (destroy abnormal conduction pathways)--- ক্যাথেটার অ্যাবলেশন (অস্বাভাবিক পরিবাহিতা পথ ধ্বংস করে)
✍🏻বয়স্ক ব্যক্তি এবং হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের কার্ডিয়াক আরিথমিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকায় তাদের সঠিক সময়ে সঠিক চিকিৎসা এ রোগ থেকে মুক্তির প্রধান উপায়। যে কোনো ধরনের উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
Jannatune Nayema
Session: 2024-2025
Rangpur Community Medical College , Rangpur