01/12/2025
দেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল, এভারকেয়ার হসপিটাল ঢাকা- এর শিশু হৃদরোগ বিভাগ বিনামূল্যে শিশুদের হৃদরোগ চিকিৎসা প্রদানের লক্ষ্যে নরসিংদী জেলায় দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।
২৮ ও ২৯ নভেম্বর নরসিংদী জেলার বেলাবো উপজেলার ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি চলে। ক্যাম্পের নেতৃত্ব দেন এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশ (ঢাকা ও চট্টগ্রাম)-এর শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা এবং সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. তাহেরা নাজরীন।
অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন ১০৬৭৮ নাম্বারে অথবা ক্লিক করুন লিংকে https://www.evercarebd.com/en/dhaka/specialities/paediatric-cardiology
#জন্মগত_হৃদরোগ #শিশুর_হৃদরোগ #এভারকেয়ার_হসপিটাল_ঢাকা