MedSchool BD

MedSchool BD মেডস্কুল বিডি একটি বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল পরিচালিত ইউটিউব চ্যানেল। 1944627409102141 মেডস্কুল বিডি একটি বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল পরিচালিত ইউটিউব চ্যানেল।
(1)

22/11/2025
নগর পরিকল্পনার ছাত্র ছিলাম বলেই হয়তো এসব দূর্যোগ আসলে অটো গালাগাল চলে আসে। মাত্র ৪.৯-৫.৭ মাত্রার ভূমিকম্পে অনেক দেয়ালে চ...
21/11/2025

নগর পরিকল্পনার ছাত্র ছিলাম বলেই হয়তো এসব দূর্যোগ আসলে অটো গালাগাল চলে আসে।

মাত্র ৪.৯-৫.৭ মাত্রার ভূমিকম্পে অনেক দেয়ালে চির ধরেছে, অনেক ছোট ছোট ফাটল দেখা দিছে ঢাকার কিছু বিল্ডিং এ। এটা তো মাঝারী সাইজের ছিল, এত ভয় পাচ্ছেন কেন?

কারণ আপনি ৬ তলার অনুমতি নিয়ে ১৪ তলা বানাইসেন, সয়েল টেস্ট এর ভুয়া রিপোর্ট বানাইসিলেন, আপনার বিল্ডিং এর নিচে শুধু পলিথিন আর ময়লা। আপনার প্লটে Floor Area Ratio মেনটেন করা হয় নাই, Setback (বিল্ডিং এর চারপাশে একটা নির্দিষ্ট জায়গা খালি রাখতেই হবে) রাখেন নাই.. আপনি দেখছেন কত স্কয়ার ফিট বানাইলে কত টাকায় ভাড়া দেয়া যাবে।

এখন এতটাই ভয় পান যে ভাড়া দিয়ে অন্য বাসায় গিয়ে থাকেন.. মরলে ভাড়াটিয়া রা মরুক।

ঢাকার নিচে পানি নাই, পানির স্তর নেমে গেসে।বিলাসবহুল কংক্রিটের নিচের অংশটাই ফাঁপা, না আছে আসল মাটি না পানি।পুরাণ ঢাকার কথা তো বলতেও ভয় লাগে, সেটারে ভার্টিক্যাল স্লাম বললেও ভুল হবে না।

যুগের পর যুগ ধরে চলে আসা অনিয়ন্ত্রিত নগরায়ন, প্রতি ইঞ্চি জমি চিপড়ায়া টাকা বের করার যে লোভ সেটার তো একটা পরিনাম আছে।

আফসোস.. আমাদের সেটা ভোগ করতেই হবে। এভোয়েড করার কোনো সুযোগ নাই।

এই ভূমিকম্পটা আমরা অনেক কম সময় ফিল করলেও এপিসেন্টারে ১৮ সেকেন্ড স্থায়ী হইসে, ১৮ সেকেন্ড! বড় ভূমিকম্প হলে একটা শহর মাটির সমান করে দিতে ১০ সেকেন্ডও লাগে না।

কিছু একটা অশুভ আসতেছে সামনে। 😔

18/11/2025
07/11/2025
06/11/2025

আশির দশকের একটি বিজ্ঞাপন। পাচ মিনিটে ঢাকা থেকে কোলকাতা।
এটাই রকেট সায়েন্স। হাহা।

নেন এবার ব্রাহ্মণবাড়িয়ার সুরমার সাথে এই চাইনিজ ছেলের বিয়ে সম্পন্ন হয়েছে। এপ্স থেকে পরিচয় মাত্র ১ মাস। কেউ কারো ভাষা বুঝে...
03/11/2025

নেন এবার ব্রাহ্মণবাড়িয়ার সুরমার সাথে এই চাইনিজ ছেলের বিয়ে সম্পন্ন হয়েছে। এপ্স থেকে পরিচয় মাত্র ১ মাস। কেউ কারো ভাষা বুঝে না। ইংরেজি জানে না। ভয়েস ট্রান্সলেটর দিয়ে কথা বলে!!

যেখানে গত ২৫ মে, ঢাকার চীনা দূতাবাস থেকে নিজ নাগরিকদের সতর্ক করেছে এই ধরণের বিয়েতে না জড়াতে! বিশেষ করে তাদের দেশের নিঃসঙ্গ পুরুষরা যেন, বিদেশী স্ত্রী কেনায় না জড়ায়, অনলাইন ডেটিং, সোলম্যাট সাইট স্ক্যামে না জড়ায়/এজেন্টদের ফাঁদে না পড়ে।

মানে সরাসরি, স্বীকার করে নাই যে, চীনা পাত্রগুলোই এমন! বুঝিয়েছে, পাত্ররা স্ক্যামে পড়তে পারে। অথচ এই পাত্ররাই মেয়েগুলোকে বিয়ে করে নিয়ে যায় এবং বিক্রি করে দেয়। এতকিছুর পরেও দেশের মূর্খ, লোভী মেয়েগুলো তা শুনছে না।

মাসখানেক আগে, চাইনিজদের 'নারী পাচার' নিয়ে সতর্ক করে একটি পোস্ট করেছিলাম। যেন লেখাটি আমার পরিচিত ঐ মেয়ের চোখে পড়ে। তার বিয়েটা বন্ধ হয়ে যায়।

কিন্তু পোস্টটি মেয়েটি দেখার পরও বলেছিলো, 'তাঁর বয়ফ্রেন্ড এমন নয়। ভিডিওকলে ওর বাবা মাকে আমরা দেখেছি। উনারাও বিয়েতে রাজী।'

ভাবেন একবার , ছেলের বাড়িঘর কিছুই দেখেনি। ভিডিওকলে যে কাউকে বাবা মা হিসেবে সাজালেও কী ঐ মেয়ের বুঝার কথা?

যেখানে এদের পরিচয় মাত্র দুই সপ্তাহ!!! দুই সপ্তাহের পরিচয়ে বিয়ের মতো সিদ্ধান্ত!!

অথচ এই মেয়ের মুখেই শোনা তার ঐ বয়ফ্রেন্ড তাকে বলেছিলো, 'তোমার পরিচিত কোন গরীব ঘরের মেয়ে হবে? আমার এক সিনিয়র ফ্রেন্ড, একটু বয়স্ক, পাত্রী খুঁজছেন। দেখো না পাত্রী পাও কীনা। পাত্রী ম্যানেজ করে দিতে পারলে, টাকাও দিবেন।'

এত বড় প্রমাণের পর মনে হয় না আসলে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ চাইনিজদের এই ফাঁদে পা দিবে। ঐ মেয়েটি তারপরেও দিয়েছে। বিয়েও করেছে।

আজকে ১৮ বছর ধরে প্রায় ইন্টারনেট চালাই। সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুকটাই চালানো হয়। ইন্সটা, টুইটার একাউন্ট থাকলেও তেমন ব্যবহার করি না।

আর আমাদের দেশের এই ওভারস্মার্ট মেয়েগুলো **** Talk,**** Talk ইত্যাদি বেনামী এপ্স চালায়! এদের বেশীরভাগই দরিদ্র, মধ্যবিত্ত ঘরের মেয়ে। গ্রাম গঞ্জের।

মেয়েগুলো এপ্স যখন ইন্সটল করে, তখনই মাথার মধ্যে এই প্লান নিয়েই করে যে, এই এপ্স থেকে কোন ছেলেকে পটিয়ে বিয়ে করবো! এখন এই এপ্সগুলোর নাম এরা জানে কীভাবে? নিশ্চয়ই ইউটিউব, ফেসবুকের মুখরোচক বিজ্ঞাপন দেখেই সন্ধান পায়।

এরপর চাইনিজ স্ক্যামার ছেলেদের ফাঁদে পড়ে। প্রেম হয়। ছেলে জানায়, আমি নাস্তিক। ইসলাম ধর্ম বা তোমার গ্রহন করতে রাজী আছি। মেয়ে আরও গলে যায়। এরপর ছেলে ছুটে আসে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। কিন্তু এদের মধ্যে বিন্দুমাত্র ভয় ভীতি, লজ্জাবোধও কাজ করে না। এরা আরও ভাইরাল হওয়ার জন্য মিডিয়ার কাছে ইন্টারভিউও দেয়। যেন অনেক বড় ভালো কাজ করে ফেলেছে।

দুই সপ্তাহ আগের কথা। এক মেয়ে পালিয়ে আসে। এভাবেই অনলাইনে প্রেম। বিয়ে। নিজে বিয়ে করার পর - আপন খালাতো বোনকেও বিয়ে দিয়ে চীনে নিয়ে যান।

যাওয়ার পর টের পান এরা ফাঁদে পড়ে গিয়েছে। জোরপূর্বক পতিতাবৃত্তি করানো হচ্ছে। নিজে পালিয়ে আসতে পারলেও খালাতো বোন এখনও ওখানে বন্দি।

লেখা আর বড় করবো না।

'গত কয়েক মাস বা বছর ধরে বাংলাদেশে চীনা ছেলেরা আসছে। প্রথমে বেনামী এপ্সের *** Talk, **** Talk এর মাধ্যমে আমাদের দেশের মেয়েদের সাথে সম্পর্ক করে। অতঃপর বাংলাদেশে এসে ইসলাম ধর্ম বা মেয়ের যেই ধর্ম সেটি গ্রহণ করে ইম্প্রেস করে। হিন্দু ধর্মের মেয়েদের পটিয়েছে এমন কেস সম্ভবত একটি পেয়েছিলাম।

এরপর বিয়ে করে নিয়ে যাচ্ছে নিজেদের দেশে।

নিউজসূত্রের অনুসন্ধান অনুযায়ী, এদেরকে চীনের গ্রামগুলোতে কোন বয়স্ক লোকের স্ত্রী হিসেবে বিক্রি করে দিচ্ছে, নয়তো জোরপূর্বক পতিতাবৃত্তি করাচ্ছে। এক সন্তাননীতির কারণে চীনের গ্রামগুলোতে প্রচণ্ড নারী সংকট! বিয়ে করার জন্য বুড়োরা মেয়ে পাচ্ছে না।

সেই সংকট পূরণের জন্য নারী পাচার করা হচ্ছে। এদের টার্গেট দেশ: বাংলাদেশ, নেপাল, ভারতে, পাকিস্তানের দরিদ্র বা লোভী মেয়েগুলো! যাদের পটানো অনেকটা সহজ।'

২০১৯ সালের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানে ২ বছরে ৬০০ অধিক মেয়েকে বিয়ের নামে পাচার করে বিক্রি করলে সেই দেশের সরকারের টনক নড়ে। সেখানে বেশীরভাগ দরিদ্র খ্রিস্টান ধর্মের মেয়েকে টার্গেট করতো। আমাদের সরকারের টনক কবে নড়বে দেখার বিষয়!

সতর্ক করার দরকার ছিলো: আবারও সতর্ক করে দিচ্ছি। ভুলেও কেউ চাইনিজদের স্বল্প পরিচয়, অনলাইন প্রেম ও বিয়ের ফাঁদে পা দিবেন না।

আমার তো মনে হচ্ছে: ✅ Save Our Bangladeshi Sisters from Chinese Men ক্যাম্পেইন চালানো জরুরী।

কমেন্টে বিভিন্ন নিউজপেপার, টিভি রিপোর্টের লিংক সংযোজন করা হলো।

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে স্থগি...
18/10/2025

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

08/10/2025
শুরুতে স্টারবাক্স ছিল ছোট একটা কফিশপ চেইন। মালিকরা নিজেরাই সব ম্যানেজ করতেন—সাপ্লাই, বিক্রি, এমনকি দোকান সাজানো পর্যন্ত।...
06/10/2025

শুরুতে স্টারবাক্স ছিল ছোট একটা কফিশপ চেইন। মালিকরা নিজেরাই সব ম্যানেজ করতেন—সাপ্লাই, বিক্রি, এমনকি দোকান সাজানো পর্যন্ত। কোম্পানি বড় হচ্ছিল না। পরে হাওয়ার্ড শুলৎজ এসে মালিকদের বোঝান যে ডেলিগেশন ছাড়া গ্রোথ সম্ভব নয়। তিনি পেশাদার ম্যানেজার, মার্কেটিং বিশেষজ্ঞ, আর ট্রেইনিং টিম তৈরি করেন। মালিকরা দায়িত্ব ছেড়ে দেন, আর কয়েক বছরের মধ্যেই স্টারবাক্স শুধু কফি শপ না, হয়ে ওঠে একটি গ্লোবাল ব্র্যান্ড, যার ভ্যালু এখন ১০০ বিলিয়ন ডলারের বেশি।

ঢাকার এক বড় রিয়েল এস্টেট মালিক — সব কাজ তিনি নিজেই করেন। সকালে সাইটে গিয়ে রাজমিস্ত্রির ইট গুনেন, দুপুরে অফিসে বসে কাস্টমারের কিস্তি নেন, বিকেলে মার্কেটিং টিমের ফেসবুক অ্যাডে লাইক-কমেন্ট গোনেন, আর রাতে আর্কিটেক্ট হয়ে নিজেই বিল্ডিং ডিজাইন করেন! মাসাল্লাহ!!

শেষে যখন ক্রেতা জিজ্ঞেস করলো—
“স্যার, আমার ফ্ল্যাট কবে হাতে পাবো?”
বস উত্তর দিলেন—
“ওইটা তো এখনো ভাবিনি, আগে দেখি আপনি আমাদের ফেসবুক পোস্টে কয়টা লাইক দিলেন"

শুরুতে গুগলের দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেজ আর সের্গেই ব্রিন নিজেরাই প্রতিটি সিদ্ধান্ত নিতেন—প্রোডাক্ট ডিজাইন থেকে শুরু করে কর্মী নিয়োগ পর্যন্ত। ফলে কোম্পানি দ্রুত বাড়তে থাকলেও অপারেশনাল জটিলতা দেখা দেয়। ২০০১ সালে তাঁরা এরিক শ্মিটকে সিইও হিসেবে নিয়োগ দেন এবং প্রকৃত অর্থে ডেলিগেশন শুরু করেন। শ্মিট অপারেশন সামলালেন, আর ল্যারি-সের্গেই টেকনোলজি ইনোভেশনে ফোকাস করলেন। ফলাফল? গুগল হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেক কোম্পানির একটি, যার ভ্যালু এখন ১.৫ ট্রিলিয়ন ডলারের বেশি।

📌 ডিবেট: কেন ডেলিগেশন এত গুরুত্বপূর্ণ?
মালিক যদি সব করতে চায়, সে বস নয়—সে “অফিসের সুপারম্যান”। সুপারম্যান সিনেমায় চলে, ব্যবসায় নয়।
সঠিক ম্যানেজমেন্ট বসালে মালিক ভিশনে ফোকাস করতে পারে।
সঠিক লোক দায়িত্ব নিলে accountability বাড়ে, দুর্নীতি কমে।
ভুল ডেলিগেশন = ধ্বংস, সঠিক ডেলিগেশন = গ্রোথ।
তেলবাজদের দৌরাত্ত কমে, মালিককে তেল মারার সুযোগ বন্ধ হয়।

তাই Rancon, Edison, Shanta-রা আজ এগিয়ে, কারণ মালিকরা দায়িত্ব বুঝে ভাগ করেছেন। এই তিনটা কোম্পানির ডেভেলপমেন্ট দেখার মত, তাদের প্রতিটা কাজ এ এলিগেসি আছে, তাদের কর্মীরাও হ্যাপি, তাদের গ্রোথও ভাল। যাদের এখনো বস নিজেই “ড্রইং করে, কিস্তি কালেক্ট করে, সাইটে ইট গুনে, সারাক্ষন সিসিটিভির দিকে তাকিয়ে থাকে”—তাদের ভবিষ্যৎ অন্ধকার।

Address

C-Block, Shohid Baki Sarak, Khilgaon
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when MedSchool BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to MedSchool BD:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Story of MedSchool BD

I am sure even you do not know what causes diabetics.

Sugar? Sweet?

Well, none of the above. But most of us know that sugar or sweet is the main reason for diabetics.

That means we have a huge lack of knowledge when it comes to health and well-being.