01/12/2025
পুরুষের বড় স্ত'ন( গাইনেকোমাস্টিয়া) বিব্রতকর এক সমস্যা ও সমাধান ।
অনেক সময় পুরুষের স্ত'ন অস্বাভাবিক বড় হয়ে যায়।পুরুষের স্ত'ন বৃদ্ধি পাওয়ার কারণটা সাধারণত ‘ইস্ট্রোজেন’ হরমোনের মাত্রা বেড়ে যাওয়া কিংবা ‘টেস্টোস্টেরন’ হরমোনের মাত্রা কমে যাওয়া। যেকোনো বয়সেই এই সমস্যা হতে পারে।
শারীরিক এই পরিবর্তন যেমন অস্বস্তিকর, অনেকের জন্য তেমনি আবার দুশ্চিন্তারও কারণ। বিশেষ করে কিশোরদের জন্য এ সমস্যা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে, সতীর্থদের কাছে বুলিংয়েরও শিকার হতে দেখা যায়।
গাইনেকোমাস্টিয়া সার্জারির মাধ্যমে পুরুষদের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং রুগী তার আত্মবিশ্বাস ফিরে পায়।
অধ্যাপক ডাঃ সৈয়দ সামসুদ্দিন আহমেদ
বার্ন, প্লাস্টিক, হ্যান্ড ও কসমেটিক সার্জন
(সাবেক বিভাগীয় প্রধান, বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল)
নিয়মিত রোগী দেখছেনঃ
বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল,রামপুরা, ঢাকা
সময়ঃ বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত (রবি - শুক্র)
📱 01814-793091
WhatsApp : 01814-793091
#গাইনেকোমাস্টিয়া