Indo Bangla Care

Indo Bangla Care This is a medical tourism agency for Indian medical treatment. We consult for better treatment in In We consult for better treatment in India.

We provide all medical tourism services; including visa processing, doctor appointment, hospital admission, hotel booking, air/bus/rail ticketing, airport pick & drop etc. Taste a better service with us. Contact:

01863413045 or
01559082392

Address :
218(4th floor), Pradhan Mansion, Agargaon, Taltola, Dhaka-1207

আপনার পাসপোর্টে কি ইমিগ্রেশন থেকে  O/C লিখে দিয়েছে?আসুন জেনে নেই এই এই ওসি এর মানে কি?নিচের ছবির স্ট্যাম্প গুলো ভালে করে...
25/06/2024

আপনার পাসপোর্টে কি ইমিগ্রেশন থেকে O/C লিখে দিয়েছে?

আসুন জেনে নেই এই এই ওসি এর মানে কি?

নিচের ছবির স্ট্যাম্প গুলো ভালে করে থেয়াল করুন। উনি ২০ তারিখে গেদে বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করেছেন।

২২ তারিখে বেনাপোল দিয়ে ফেরৎ এসেছেন।

আপনি যথন এক পোর্ট দিয়ে প্রবেশ করে অন্য পোর্ট দিয়ে ফেরৎ আসবেন। তখন আপনার পাসপোর্টে ইংরেজিতে ও অবলিক সি লিখে দিতে পারে।

বেনাপোল বর্ডারে আপনাকে কখনো কখনো ১৩০ নং রুমে গিয়ে স্টাম্পিং করতে বলবে।
এতে আতংকিত হওয়ার কিছু নাই। এটা ওদের একটা রেকর্ড। ওসি এর পাশে একটা নাম্বার লিখে দিবে। যেমন এখানে ৫১ লিখা আছে।

এটা একটা সিরিয়াল। মানে ঐ দিন আরো ৫১ জন সেম কাজ করেছে।

এটা কোন সমস্যা না। আপনি নিশ্চিত করবেন, আপনার স্টাম্পিং ঠিক মতো হয়েছে কিনা।

এটা ভিন্ন দেশ থেকে ফেরার সময় ও হতে পারে।
যেমনঃ আপিনি থাইল্যান্ড গেলেন, সেখান থেকে মালোশিয়া গেলেন। মালেঅশিয়া থেকে বাংলাদেশে ফিরলেন।

তখনো আপনার পাসপোর্টে ওসি লিখে দিবে। আবার না লিখে দিলেও কোন সমস্যা নাই।

কলকাতা টু ভেলোর বা বেঙ্গোলুর অগ্রীম ট্রেনের টিকিট নিতে চাচ্ছেন? আজই Humsafar এক্সপ্রেস ট্রেনের এসি স্লিপার সিট নিন। হটলা...
10/07/2019

কলকাতা টু ভেলোর বা বেঙ্গোলুর অগ্রীম ট্রেনের টিকিট নিতে চাচ্ছেন? আজই Humsafar এক্সপ্রেস ট্রেনের এসি স্লিপার সিট নিন। হটলাইনঃ ০১৫৫৯০৮২৩৯২

ট্রেন টিকিট নিয়ে চিন্তিত? আর নয় এখানে ওখানে, আজই আমাদেরকে জানান। নিশ্চিন্ত মনে অগ্রীম টিকিট সংগ্রহে রাখুন।

ট্রেনের নামঃ হামসাফার এক্সপ্রেস
ছাড়ার সময়ঃ দুপুর ১ টা ১০ মিনিটে
পৌঁছানোর সময়ঃ পরের দিন রাত ১২ টায়
মোট সময় লাগবেঃ ৩৬/৩৭ ঘন্টা হায়েস্ট
ডিরেক্ট কলকাতা বেঙ্গালুর
টের ধরণঃ 3A tier (Full AC train)
ছাড়বেঃ প্রতি সপ্তাহে সোমবার শুধু

ভাড়াঃ ৩৮০০ থেকে ৪৫৫০ টাকা পর্যন্ত প্রতিজন
ছাড়বেঃ প্রতি সোমবার
রিটার্নঃ বুধবার, সকাল ৭ টায় বেঙ্গালুর থেকে থেকে কলকাতা

এই ট্রেনের ফেয়ার আপডাউন হয়ে থাকে।

আপনার আসনটি নিশ্চিত করতে আমাদেরকে মেসেজ বা ফোন করুন, টিকিট আপনার ঘরে বসে পেয়ে যাবেন অথবা ইমেইলে পেয়ে যাবেন।

আমরা ১০০% অনলাইন সেবা দিয়ে আসছি গত ৩ বছর যাবৎ তাই আমাদের উপর আস্থা রাখুন।

পেমেন্ট একদম সহজ। বিকাশ/রকেট/ব্যাংক একাউন্ট এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

ভারতের ভিসা প্রাপ্তিতে আপনার পাশে আছি
05/07/2019

ভারতের ভিসা প্রাপ্তিতে আপনার পাশে আছি

26/06/2018
26/06/2018
26/06/2018

আমদের পেজে ২০০ লাইক হলো।সবাইকে আন্তরিক অভিনন্দন।

This is a medical tourism agency for Indian medical treatment. We consult for better treatment in In

ভিসার জন্য পেশা প্রমান/ NOCভারতের মেডিকেল ভিসা পেতে হলে আপনাকে আপনার পেশার সপক্ষে একটি কাগজ বা একটি নো অবজেকশন সার্টিফিক...
26/11/2017

ভিসার জন্য পেশা প্রমান/ NOC

ভারতের মেডিকেল ভিসা পেতে হলে আপনাকে আপনার পেশার সপক্ষে একটি কাগজ বা একটি নো অবজেকশন সার্টিফিকেট (ভ্রমনে অনাপত্তী পত্র) দিতে হবে।

১. আপনি ছাত্র হলে আপনার স্টুডেন্ট আইডি কার্ড এর দু পিঠের ফটোকপি।

২. আপনি প্রাইভেট সার্ভিস হোল্ডার হলে আপনার প্রতিষ্ঠান থেকে নেওয়া নো অবজেকশন সার্টিফিকেট বা NOC। (NOC মানে আপনি যে বিদেশে যাচ্ছেন সেটা আপনার কোম্পানি জানে এবং এতে তাদের কোন আপত্তি নাই।)

৩. আপনি ব্যাবসায়ি হলে ট্রেড লাইসেন্স এর ফটোকপি ও ভিজিটিং কার্ড।

৪. আপনি বাড়িওয়ালা/ কৃষক হলে জমির পর্চা বা খতিয়ান এর ফটোকপি।

৫. সরকারি চাকুরিজিবী হলে জিও লাগবে। যা আবার সংশ্লীষ্ট দপ্তরের ওয়েব সাইটে আপলো্ড করা থাকতে হবে। ( তবে সরকারী চাকুরিজিবীদের ভিসার আবেদন দরকার হয় না।জিও নিয়ে পোর্টে গেলেই পোর্টএন্ট্রি ভিসা দিয়ে দেয়)

৫. আপনি বেকার হলে! এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি বেকার হলে হয় ভাই ব্রাদার কারো কাছ থেকে একটা NOC যোগার করে দিন, নয়তো সাদা কাগজে লিখিত ভাবে জানিয়ে দিন আপনি বেকার। সাথে এডুকেশন এর লাস্ট সার্টিফিকেট এর ফটোকপি দিবেন।

NOC একান্তই ম্যানেজ করতে না পাড়লে এখানে কমেন্ট করিয়েন। অথবা আমাদের কল করুন, ০১৫৫৯০৮২৩৯২ এই নাম্বারে।

নিচে কয়েকটি নো অবজেকশন সার্টিফিকেট এর ছবি দিয়ে দিলাম।

পোস্টটি কপি পেস্ট না করে শেয়ার করার অনুরোধ রইলো।

ইউটিলিটি বিলভারতে মেডিকেল ভিসা আবেদন এর সময় আবাসিক ঠিকানা প্রমানের জন্য একটি ইউটিলিটি বিলের কপি দিতে হয়। বিলটি পরিশোধিত ...
26/11/2017

ইউটিলিটি বিল

ভারতে মেডিকেল ভিসা আবেদন এর সময় আবাসিক ঠিকানা প্রমানের জন্য একটি ইউটিলিটি বিলের কপি দিতে হয়। বিলটি পরিশোধিত বিল হতে হবে এবং লাস্ট তিন মাসের মধ্যে হতে হবে। মুল বিলটি জমা দিতে হবে না,ফটোকপি দিলেই হবে তবে মুল বিলটি সাথে রাখতে হবে। যদি মুল বিলের কপি জমা নিয়ে নেয়, তাহরে টেনশনের কোন কারন নাই। পাসপোর্ট এর সাথে মুল বিলটি ফেরৎ দিয়ে দিবে।

কোন কোন বিল ইউটিলিটি বিলের অন্তর্গত?
বিদুৎ বিল, পানির বিল, গ্যাসের বিল ও টেলিফোন বিল

বিদুৎ বিল এর কপিটি পল্লি বিদুৎ, ডেসকো বা ওপদা র হলেই হবে। এখন অনেক এলাকায় প্রিপেইড স্মার্ট কার্ডে বিল নেয়, সেক্ষেত্রে কার্ডের দু পিঠের ফটোকপি দিলেই হবে। পানির ক্ষেত্রে ওয়াসা, গ্যাসের ক্ষেত্রে তিতাস ও টেলিফোন এ বিটিসিএল এর বিল গ্রহনযোগ্য।

আপনি যেখানেই থাকুন না কেন, যে বিলটি জমা দিবেন ফরমে বর্তমান ঠিকানার যায়গায় ঐ বিলের ঠিকানা দিবেন। আর স্থায়ি ঠিকানাটি পাসপোর্ট থেকে দিবেন।

ইউটিলিটি বিল নিয়ে আর কোন প্রশ্ন থাকলে বিনা দ্বীধায় কমেন্ট করুন অথনা আমাদের কল করুন ০১৫৫৯০৮২৩৯২ অথবা ০১৬১৬১২০৪৮৯

পোস্টটি কপি পেস্ট না করে শেয়ার করার অনুরোধ রইলো।

ভিসা আবদনের জন্য ছবি কেমন হবে: ভারতের মেডিকেল ভিসা আবেদনের ক্ষেত্রে ২ বাই ২ স্কয়ার ছবি ফ্রমের সাথে জমা দিতে হয়। ছবির তোল...
26/11/2017

ভিসা আবদনের জন্য ছবি কেমন হবে:

ভারতের মেডিকেল ভিসা আবেদনের ক্ষেত্রে ২ বাই ২ স্কয়ার ছবি ফ্রমের সাথে জমা দিতে হয়। ছবির তোলা বা প্রিন্ট করার ক্ষেত্রে নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
১. ফরমে আপলোড করা ছবি ও ফরমে আঠা দিয়ে লাগানো ছবি একই হতে হবে।

২. ছবিটি সামনে থেকে,পুরা মুখমন্ডল, চোখ খোলা রেখে স্বাভাবিক এক্সপ্রেশনে হতে হবে। বাচ্চার বয়স ১ বছরের নিচে হলে চোখ খোলা না খাকলেও চলবে।

৩. রিসেন্ট ছবি দিতে হবে। (৩ মাসের পুরানো নয়)

৩. ছবি প্রিন্ট এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন ছবির ৬০ ভাগ মুখ মন্ডল হয়।

৪. ছবির ব্যাগগ্রাউন্ড সাদা হবে।

৫. ছবিটি কালার প্রিন্ট এ হবে।

৬. ছবিটি ল্যাব প্রিন্ট হবে।

৭. ছবি তোলার সময় একদম সাদা বা কালো পোশাক পড়া যাবে না।

৮. ছবি তোলার সময় মাথায় টুপি/ ক্যাপ(শুধুমাত্র ধর্মীয় কারন ছাড়া) চোখে চশমা (প্রেসক্রিপশন ছাড়া) রাখা যাবে না। মেয়েদের ক্ষেত্রে হিজাব পড়লে কপালে চুলের গোড়া ও দুই কান স্পট দেখা যেতে হবে।

(টেকনিক্যাল: কোন ইডিট করা যাবে না। Size 51mm*51mm or 2*2 inch. Resolution (dpi) Upto 300kb, dimensions 350*350 upto 1000*1000 pixel, Formet: JPG or JPEG)

ভাই, একটা ছবি তুলতে আর কি কি করতে হবে বলেন?

তারপরও ভিসা আবেদনের ছবি বা এ সংক্রান্ত যে কোন তথ্য জানতে আমাদের কল করুন ০১৫৫৯০৮২৩৯২

দয়াকরে পোস্টটি কপি পেস্ট না করে শেয়ার করুন।

মেডিকেল ভিসাআপনি ভারতে চিকিৎসা করতে চাইলে আপনাকে অবশ্যই মেডিকেল ভিসা নিয়ে ভারতে যেতে হবে। এ পোস্টে আমরা আলোচনা করবো কিভা...
26/11/2017

মেডিকেল ভিসা
আপনি ভারতে চিকিৎসা করতে চাইলে আপনাকে অবশ্যই মেডিকেল ভিসা নিয়ে ভারতে যেতে হবে। এ পোস্টে আমরা আলোচনা করবো কিভাবে মেডিকেল ভিসা করে ও কি কি লাগে?

মেডিকেল ভিসা করতে যা যা লাগে:

১. ভিসা সেন্টারের ওয়েব সাইটে আবেদন করে তার প্রিন্ট কপি।

২. ভোটার আইডি(এনআইডি) কার্ড বা জন্ম নিবন্ধন এর ফটোকপি।

৩. ২ বাই ২ সাইজের সাদা ব্যাগগ্রাউন্ড এর ল্যাব প্রিন্ট রঙ্গিন ছবি।

৪. ঠিকানা প্রমানের জন্য পানি / বিদুৎ / গ্যাস বা টেলিফোন বিলের ফটোকপি

৫. পেশা প্রমানের জন্য এনওসি/ ট্রেড লাইসেন্স/ জমির দলিল

৬. আর্থিক সচ্ছলতা প্রমানের জন্য ব্যাংক স্টেটমেন্ট বা ডলার এন্ডোজম্যান্ট এর পেপার।

৭. বাংলাদেশি কোন ডাক্তারের রেফার লেটার।

৮. ভারতের কোন হাসপাতাল থেকে ইনভাইটেশন/অফার লেটার।

৯. মেডিকেল চেকআপের সব কাগজ ও প্রেসক্রিপশন।

১০. আগের ইন্ডিয়ান ভিসা থাকলে তার ফটোকপি।

১১. পুরাতন পাসপোর্ট থাকলে তার ফটোকপি

১২. পাসপোর্ট এর ফটোকপি।

১৩. ভিসা ফি জমার ইনভয়েস।

গুলশান ভিসা সেন্টারে জমা দিলেই হবে।

আরো কোন তথ্যের জন্য আমাদের কল করুন ০১৫৫৯০৮২৩৯২ অথবা ০১৬১৬১২০৪৮৯ নাম্বারে।

ভারতিয় ভিসায় আর ই টোকেন লাগবে না
15/10/2017

ভারতিয় ভিসায় আর ই টোকেন লাগবে না

ভারতীয় ভিসা সেন্টার(আইভিএসি) শ্যামলি সেন্টার মিরপুর রোড-এ এ্যাপয়েন্টমেন্ট বা ই টোকেন প্রয়জন হবে না। ১০ অক্টোবর ২০১৭-এর পর থেকে ভ্রমণ...

হাসপাতালগুলো ডলার নিচ্ছে!ভারতে হাসপাতালগুলো রুপিতে বিল নিচ্ছে না এমন একটি পত্রিকার ছবির উপর ভিত্তি করে অনেকে আতংকিত হয়েছ...
15/08/2017

হাসপাতালগুলো ডলার নিচ্ছে!

ভারতে হাসপাতালগুলো রুপিতে বিল নিচ্ছে না এমন একটি পত্রিকার ছবির উপর ভিত্তি করে অনেকে আতংকিত হয়েছেন। চলুন সমাধান শুনি।
গত বছর কালোটাকা বের করতে ভারত সরকার নোট বাতিলের সিদ্ধান্ত নেয়। তার পর থেকে গোটা ভারত জুড়ে চলছে ক্যাশ সংকট। সরকার চায় সবাই টাকা ব্যাংকে জমা দিক, তাহলে সরকারের কাছে মানুষের টাকার সঠিক হিসাব আসবে আর সে ঠিকমত ট্যাক্স নিতে পারবে।
তাই সরকার সবাইকে ইলেকট্রনিক ক্যাশ ট্রান্সফার এর কথা বলছে। এটিএমগুলো থেকে সপ্তাহে লিমিটেড টাকা তুলতে দিচ্ছে। অপরদিকে মাছ বাজার থেকে শুরু করে সব দোকানে ইলেকট্রিক ক্যাশ ট্রান্সফারের ব্যাবস্থা করছে দিচ্ছে। তারপরও হাসপাতালগুলোর কাছে প্রচুর লিকুইড মানি চলে আসছে। সেটা ঠেকাতে ভারত সরকার হাসপাতাল গুলোকে প্রতি কাস্টমারের কাছ থেকে প্রতিদিন ২ লাখের বেশি ক্যাশ রুপি নিতে নিষেধ করেছে। সেটা ভারতিয় হোক বাংলাদেশি হোক। কারন কেউ ক্যাশে বেশি টাকা লেনদেন করুক সেটা ভারত সরকার পছন্দ করে না।

সমাধান
১ : আপনি ভারতে গিয়ে চিকিৎসার জন্য যে টাকা খরচ করবেন তা বৈধ ভাবে ডিক্লারেশ দিয়ে( পাসপোর্ট এ এন্ডোজ করে) ডলার হিসেবে নিয়ে যান।

২: কোন অপারেশনে যাওয়ার আগে, হাসপাতাল থেকে সে সম্পর্কে ধারনা ও বাজেট নিন।

৩: যদি সেটি ৫০০০ ডলারের উপরে হয় তাহলে আপনি ওই হাসপাতালের ব্যাংক একাউন্টে বাংলাদেশ থেকে টাকা ইলেকট্রিক ট্রন্সফার দিন।

৪: যদি অপারেশন বা হাসপাতাল বিল ২ লাখ রুপির বেশি আসে, তাহলে প্রতিদিন ২ লাখ করে ক্যাশে জমা দিয়ে রশিদ নিয়ে নিন। যদি ১০ লাখ বিল আসে, তাহলে ৫ দিনে ১০ লাখ দিন।

৫: যেখান থেকে ডলার চেন্জ করবেন সেখান থেকেই রিসিপ্ট নিয়ে নিন।

৬ : হাসপাতালে কোন সমস্যা হলে ইন্টারন্যাশনাল রিলেশন অফিসার কে জানান। আরো বেশি সমস্যা হলে আপনি বাংলাদেশ এম্বেসিতে জানান।

আর কোন তথ্য জানতে চাইলে বিনা দ্বিধায় এখানে কমেন্ট করুন, অথবা পেইজে ইনবক্স করুন।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Friday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801559082392

Alerts

Be the first to know and let us send you an email when Indo Bangla Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Indo Bangla Care:

Share