
25/06/2024
আপনার পাসপোর্টে কি ইমিগ্রেশন থেকে O/C লিখে দিয়েছে?
আসুন জেনে নেই এই এই ওসি এর মানে কি?
নিচের ছবির স্ট্যাম্প গুলো ভালে করে থেয়াল করুন। উনি ২০ তারিখে গেদে বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করেছেন।
২২ তারিখে বেনাপোল দিয়ে ফেরৎ এসেছেন।
আপনি যথন এক পোর্ট দিয়ে প্রবেশ করে অন্য পোর্ট দিয়ে ফেরৎ আসবেন। তখন আপনার পাসপোর্টে ইংরেজিতে ও অবলিক সি লিখে দিতে পারে।
বেনাপোল বর্ডারে আপনাকে কখনো কখনো ১৩০ নং রুমে গিয়ে স্টাম্পিং করতে বলবে।
এতে আতংকিত হওয়ার কিছু নাই। এটা ওদের একটা রেকর্ড। ওসি এর পাশে একটা নাম্বার লিখে দিবে। যেমন এখানে ৫১ লিখা আছে।
এটা একটা সিরিয়াল। মানে ঐ দিন আরো ৫১ জন সেম কাজ করেছে।
এটা কোন সমস্যা না। আপনি নিশ্চিত করবেন, আপনার স্টাম্পিং ঠিক মতো হয়েছে কিনা।
এটা ভিন্ন দেশ থেকে ফেরার সময় ও হতে পারে।
যেমনঃ আপিনি থাইল্যান্ড গেলেন, সেখান থেকে মালোশিয়া গেলেন। মালেঅশিয়া থেকে বাংলাদেশে ফিরলেন।
তখনো আপনার পাসপোর্টে ওসি লিখে দিবে। আবার না লিখে দিলেও কোন সমস্যা নাই।