Mustafiz Glaucoma Research & Eye Hospital

Mustafiz Glaucoma Research & Eye Hospital A charity Eye Hospital of BECS & NABIC. Eye treatments, cataract and all surgeries done at low cost.

It is a charity eye hospital project of Bangladesh Eye Care Society (BECS). All eye related treatments and surgeries including Cataract (Phaco) done here

বৈদ্যুতিক শকে চোখের কি কোন ক্ষতি হয় ?হ্যাঁ- বৈদ্যুতিক শকে- অনেকক্ষেত্রে চোখের লেন্স ঘোলা হয়ে যেতে পারে বা ছানি পড়ে যেতে ...
15/10/2025

বৈদ্যুতিক শকে চোখের কি কোন ক্ষতি হয় ?

হ্যাঁ- বৈদ্যুতিক শকে- অনেকক্ষেত্রে চোখের লেন্স ঘোলা হয়ে যেতে পারে বা ছানি পড়ে যেতে পারে। এ জাতীয় ছানিকে বলা হয়- ইলেকট্রিক ক্যাটারাক্ট।

বৈদ্যুতিক শক পাবার পরপরই সাধারণত: চোখে কোন সমস্যা বোঝা যায় না। খুব ধীরে ধীরে চোখের লেন্সের কোষের পরিবর্তন করে ফোটা ফোটা আকারে লেন্স ঘোলা হতে থাকে এবং সাথে সাথে রোগীরও দেখার অবনতি হতে থাকে।

অনেক সময়- বৈদ্যুতিক শকের ৭-৮ বছর পর রোগী কম দেখা শুরু করেন এবং আরো ২/৩ বছর পর পুরো লেন্সটাই ঘোলা হয়ে যায়, দেখার অনেক অবনতি ঘটে।

এ জাতীয় ‘ইলেকট্রিক ক্যাটারাক্ট’ ফ্যাকো সার্জারী করে ও কৃত্রিম লেন্স সংযোজন করলে পূর্বের ন্যায় দেখার উন্নতি হয়।

👉 চোখের যেকোনো সমস্যার সর্বাধুনিক সেবা পেতে আজই যোগাযোগ করুন-

MUSTAFIZ GLAUCOMA RESEARCH AND EYE HOSPITAL
১২৮/৩ দারুস সালাম রোড, মিরপুর-১, ঢাকা ।

যোগাযোগঃ 01780-162478,01914-946662

#দৃষ্টি_সচেতনতা #চোখের_যত্ন

‘কালার ব্লাইন্ড’ বা বর্ণান্ধ কেন হয় ?বেশিরভাগ ক্ষেত্রে বর্ণান্ধ বা কালার ব্লাইন্ড জন্মগত চোখের ত্র“টি। এই রোগে দুই চোখই ...
12/10/2025

‘কালার ব্লাইন্ড’ বা বর্ণান্ধ কেন হয় ?

বেশিরভাগ ক্ষেত্রে বর্ণান্ধ বা কালার ব্লাইন্ড জন্মগত চোখের ত্র“টি। এই রোগে দুই চোখই আক্রান্ত হয় এবং কোন চিকিৎসা নেই।

জন্মগত কালার ব্লাইন্ড দুই প্রকার হতে পারে।

1️⃣ আংশিক বা পারসিয়াল কালার ব্লাইন্ড। এই প্রকার রোগীরা লাল, সবুজ কিংবা নীল রং চিনতে পারেন না। এর মধ্যে সবুজ কালার ব্লাইন্ডই বেশি দেখা যায়।

2️⃣ পুরাপুরি বা টোটাল কালার ব্লাইন্ড- এই প্রকার রোগীরা কোন প্রকার রংই চিনতে পারেন না এবং সব কিছুই ধুসর দেখেন। সৌভাগ্যবশত: এই প্রকার কালার ব্লাইন্ড এর সংখ্যা সবচেয়ে কম।

জন্মগত কালার ব্লাইন্ড ছাড়াও অনেক অসুখে এবং কয়েকটি ওষুধ সেবনের ফলে চোখের অপটিক নার্ভ ও ম্যাকুলার পরিবর্তন হয়েও বর্ণান্ধ হতে পারে।

👉 চোখের যেকোনো সমস্যার সর্বাধুনিক সেবা পেতে আজই যোগাযোগ করুন-

MUSTAFIZ GLAUCOMA RESEARCH AND EYE HOSPITAL
১২৮/৩ দারুস সালাম রোড, মিরপুর-১, ঢাকা ।

যোগাযোগঃ 01780-162478,01914-946662

#দৃষ্টি_সচেতনতা #চোখের_যত্ন

09/10/2025

World Sight Day 2025
2025 – “Love Your Eyes”

2025–উপলক্ষে Ekhon TV তে প্রচারিত অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্যার এর আলোচনা।

৯ অক্টোবর — এই দিনটি বিশ্বের জন্য একটি স্মরণযাগ্য তারিখ। চোখের যত্ন, দৃষ্টিহীনতা প্রতিরোধ ও সকলের জন্য চোখের সেবা পৌঁছানো — এগুলোই আমাদের মিশন।

“প্রতিটি কাহিনী গুরুত্বপূর্ণ” — দৃষ্টিহীনতা, চোখের রোগ, চক্ষু চিকিৎসার অভিজ্ঞতা, এই সব মানুষের কথা তুলে ধরা হবে, যাতে আমরা বুঝতে পারি চোখের স্বাস্থ্য কতটা মূল্যবান।


👉 চোখের যেকোনো সমস্যার সর্বাধুনিক সেবা পেতে আজই যোগাযোগ করুন-

MUSTAFIZ GLAUCOMA RESEARCH AND EYE HOSPITAL
১২৫/৩ দারুস সালাম রোড, মিরপুর-১, ঢাকা ।

যোগাযোগঃ 01780-162478,01914-946662

#দৃষ্টি_সচেতনতা #চোখের_যত্ন #এখনটিভি

World Sight Day 2025  2025 – “Love Your Eyes”৯ অক্টোবর — এই দিনটি বিশ্বের জন্য একটি স্মরণযাগ্য তারিখ। চোখের যত্ন, দৃষ্টি...
08/10/2025

World Sight Day 2025

2025 – “Love Your Eyes”

৯ অক্টোবর — এই দিনটি বিশ্বের জন্য একটি স্মরণযাগ্য তারিখ। চোখের যত্ন, দৃষ্টিহীনতা প্রতিরোধ ও সকলের জন্য চোখের সেবা পৌঁছানো — এগুলোই আমাদের মিশন।

“প্রতিটি কাহিনী গুরুত্বপূর্ণ” — দৃষ্টিহীনতা, চোখের রোগ, চক্ষু চিকিৎসার অভিজ্ঞতা, এই সব মানুষের কথা তুলে ধরা হবে, যাতে আমরা বুঝতে পারি চোখের স্বাস্থ্য কতটা মূল্যবান।

কি করতে পারি আমরা!

✅ নিজের ও পরিবারের চোখ পরীক্ষা করান
✅ চোখে কোনো সমস্যা লাগলে সময়মতো চোখের বিশেষজ্ঞের কাছে যান
✅ সামাজিক মাধ্যমে চোখের যত্ন সম্পর্কিত তথ্য শেয়ার করুন
✅ সমাজকে সচেতন করুন — “চোখ তোমার, সুরক্ষা তোমার”

👉 চোখের যেকোনো সমস্যার সর্বাধুনিক সেবা পেতে আজই যোগাযোগ করুন-

MUSTAFIZ GLAUCOMA RESEARCH AND EYE HOSPITAL
১২৮/৩ দারুস সালাম রোড, মিরপুর-১, ঢাকা ।

যোগাযোগঃ 01780-162478,01914-946662

#দৃষ্টি_সচেতনতা #চোখের_যত্ন

বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫তারিখঃ ০৯ অক্টোবর, ২০২৫, বৃহস্পতিবারআপনার চোখকে ভালোবাসুনশিশুর চোখের যত্ন নিনশুধুমাত্র আজকের জন্যস...
08/10/2025

বিশ্ব দৃষ্টি দিবস ২০২৫
তারিখঃ ০৯ অক্টোবর, ২০২৫, বৃহস্পতিবার
আপনার চোখকে ভালোবাসুন
শিশুর চোখের যত্ন নিন
শুধুমাত্র আজকের জন্য
সকল প্রকার টেস্ট-এ ১০% ডিসকাউন্ট
আয়োজনে:
মোস্তাফিজ গ্লুকোমা রিসার্চ অ্যান্ড আই হসপিটাল
১২৫/৩, দারুস সালাম রোড (সরকারি বাংলা কলেজ এর বিপরীতে) মিরপুর-১, ঢাকা।
01780-162478, 01914-946662

চোখের কোটর থেকে চোখ বেরিয়ে আসে কেন ?চক্ষুগোলকটি খুব নিরাপদভাবেই চোখের কোটরে অবস্থান করে এবং বিভিন্ন দিকে তাকাতে সুবিধা হ...
06/10/2025

চোখের কোটর থেকে চোখ বেরিয়ে আসে কেন ?

চক্ষুগোলকটি খুব নিরাপদভাবেই চোখের কোটরে অবস্থান করে এবং বিভিন্ন দিকে তাকাতে সুবিধা হয়। চক্ষুগোলকের পেছনে, পাশে মাংশপেসী, রক্তনালী, গ্রন্থি, চর্বি ইত্যাদি থাকে।

কোন কারণে এসব অংশে- কোন পরিবর্তন হয়ে আকারে বড় হয়ে গেলে- চোখ সামনের দিকে বেরিয়ে আসে। এই অবস্থাকে বলা হয় প্রপটোসিস। চোখের পেছনের কোন নার্ভ বা এর পর্দার টিউমার যেমন- অপটিক নার্ভ গ্লাইওমা, মেনিনজিওমা, মাংশপেশীর টিউমার র‌্যাবডোমাইওসারকোমা, ল্যাকরিমাল গ্রন্থির টিউমার, রক্তনালীর টিউমার, হেমাঞ্জিওমা, লিম্ফোমা ইত্যাদি নানা কারণে চোখ বেরিয়ে আসতে পারে।

কোটরের প্রদাহ অরবিটাল সেলুলাইটিস রোগেও চোখ সামনের দিকে বেরিয়ে আসতে পারে। শরীরে থাইরয়েড হরমোন বেশি হলে বা হাইপারথাইরয়েডিজম হলে চোখের কোটরে প্রচুর পরিমাণ মিউকোপলিস্যাকারাইড জমে, মাংশপেশীর প্রসারণ হয় এবং ২ চোখই একত্রে সামনে চলে আসে। এই অবস্থার নাম এক্সোফথ্যালমোস।

যে কোন কারণেই হোক না কেন চোখ বেরিয়ে আসলে চোখের কর্ণিয়া শুকিয়ে যায়- কর্ণিয়ার আলসার হয়, অপটিক নার্ভে টান পড়ে তা শুকিয়ে যায়। সময়মত চিকিৎসা করা না গেলে বিভিন্ন জটিলতা থেকে চোখ অন্ধ হয়ে যেতে পারে।

👉 চোখের যেকোনো সমস্যার সর্বাধুনিক সেবা পেতে আজই যোগাযোগ করুন-

MUSTAFIZ GLAUCOMA RESEARCH AND EYE HOSPITAL
১২৮/৩ দারুস সালাম রোড, মিরপুর-১, ঢাকা ।

যোগাযোগঃ 01780-162478,01914-946662

#দৃষ্টি_সচেতনতা #চোখের_যত্ন

শিশুদের চোখ কখন পরীক্ষা করানো উচিত?✅ যে সকল শিশুর চোখের কোন সমস্যা নেই, দেখার ও কোন সমস্যা নেই তাদের স্কুলে যাবার পূর্বে...
03/10/2025

শিশুদের চোখ কখন পরীক্ষা করানো উচিত?

✅ যে সকল শিশুর চোখের কোন সমস্যা নেই, দেখার ও কোন সমস্যা নেই তাদের স্কুলে যাবার পূর্বে একবার পরীক্ষা করানো উচিত।

কারণ চোখের অনেক রোগই আছে যা বাবা মার নজরে নাও আসতে পারে। অনেক বড় হয়ে ঐ রোগ ধরা পড়লে- সঠিক চিকিৎসার সময় পার হয়ে যেতে পারে।

এছাড়া -

✅ যেসব শিশুর দেখতে সমস্যা হয়,
✅ নিকটে গিয়ে টিভি দেখে,
✅ চোখের পরিমাপ খুব ছোট বা বড় হলে,
✅ চোখের জন্মগত কোন ত্রত্রুটি মনে হলে,
✅ চোখের মণিতে সাদা কোন দাগ মনে হলে,
✅ চোখ দিয়ে পানি পড়লে ইত্যাদি নানা সমস্যায়- যে কোন বয়সেই শিশুর চোখ পরীক্ষা করানো উচিত।

👉 চোখের যেকোনো সমস্যার সর্বাধুনিক সেবা পেতে আজই যোগাযোগ করুন-

MUSTAFIZ GLAUCOMA RESEARCH AND EYE HOSPITAL
১২৮/৩ দারুস সালাম রোড, মিরপুর-১, ঢাকা ।

যোগাযোগঃ 01780-162478,01914-946662

আপনি কি জানেন চোখ ট্যারা হয় কেন?নানা কারণে চোখ ট্যারা হতে পারে যেমন-প্রথম বংশগত কারণে। বাবা-মা পূর্ব পুরুষের ট্যারা চোখে...
27/09/2025

আপনি কি জানেন চোখ ট্যারা হয় কেন?

নানা কারণে চোখ ট্যারা হতে পারে যেমন-

প্রথম বংশগত কারণে। বাবা-মা পূর্ব পুরুষের ট্যারা চোখের ইতিহাস থাকলে শিশুরাও চোখ ট্যারা নিয়ে জন্মাতে পারে। এসব ক্ষেত্রে চোখের মাংশপেশির অসামঞ্জস্যতাই দায়ী।

বংশগত ট্যারা চোখে সাধারণত: ছোটবেলায় ২ চোখেই ভালো দেখার পাওয়ার থাকে। কিন্তু এক চোখ ট্যারা থাকার দরুন সেই চোখে দৃষ্টির ভালো উন্নতি সাধন হয় না। পরবর্তীতে ঐ চোখ অলস চোখ (ষধুু বুব) এ পরিণত হয়।

সেইজন্য শিশুদের বেলায় যদি চোখের পাওয়ার ঠিক থাকে তাহলে অপারেশন এর মাধ্যমে চোখ সোজা করে নেয়া উচিত। যত অল্প বয়সে করবে তত দুই চোখের দৃষ্টির উন্নতি ভালো হবে।

তবে সাধারণত: ৮ বছর বয়স হবার পূর্বেই চিকিৎসা বা অপারেশন করাতে হবে। এর পরে চিকিৎসা করলে আশানুরূপ দৃষ্টির উন্নতি সম্ভব নাও হতে পারে।

এছাড়া চোখের পাওয়ার খুবই বেশি প্লাস কিংবা মাইনাস থাকলে, কোন কারণে এক চোখের দৃষ্টি বেশি কম থাকলে জন্মের পরও চোখ ট্যারা হয়ে যেতে পারে।

এসব ক্ষেত্রে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চশমা নেয়া বা প্রয়োজনীয় চিকিৎসা করতে হবে, তাহলে ট্যারা চোখ ভালো হবার সম্ভাবনা থাকবে।

👉 চোখের যেকোনো সমস্যার সর্বাধুনিক সেবা পেতে আজই যোগাযোগ করুন-

MUSTAFIZ GLAUCOMA RESEARCH AND EYE HOSPITAL
১২৫/৩ দারুস সালাম রোড, মিরপুর-১, ঢাকা ।
(সরকারি বাংলা কলেজ এর বিপরীতে)

যোগাযোগঃ 01780-162478,01914-946662

26/09/2025

গ্লুকোমার প্রাথমিক লক্ষণ ও উপসর্গ | কোন কোন উপসর্গ নিয়ে রোগীরা আসে

👉 চোখের যেকোনো সমস্যার সর্বাধুনিক সেবা পেতে আজই যোগাযোগ করুন-

MUSTAFIZ GLAUCOMA RESEARCH AND EYE HOSPITAL
১২৫/৩ দারুস সালাম রোড, মিরপুর-১, ঢাকা ।
(সরকারি বাংলা কলেজ এর বিপরীতে)

যোগাযোগঃ 01780-162478,01914-946662

চোখে এসিড নিক্ষেপ করা হলে তার তাৎক্ষণিক চিকিৎসা কি ?চোখের মধ্যে এসিড বা অম্ল জাতীয় পদার্থ গেলে তা চোখের জন্য একটি অতি জর...
24/09/2025

চোখে এসিড নিক্ষেপ করা হলে তার তাৎক্ষণিক চিকিৎসা কি ?

চোখের মধ্যে এসিড বা অম্ল জাতীয় পদার্থ গেলে তা চোখের জন্য একটি অতি জরুরী বিষয় কারণ তাৎক্ষণিকভাবে চিকিৎসা করা না হলে চোখের অনেক ক্ষতি হয়ে যায়।

দুর্ভাগ্যজনক হলেও সত্য- আমাদের দেশে এখনও এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। ফলে মুখে-চোখে এসিড লেগে শরীরের ক্ষতি করে।

যে কোন কারণে চোখে এসিড গেলে সঙ্গে সঙ্গে তা পরিস্কার করে অনেকক্ষণ পর্যন্ত চোখ ধুতে হবে। কাছাকাছি যেখানেই পানি পাওয়া যাবে, সেখানে গিয়ে প্রচুর পরিমাণ পানি চোখে দিতে হবে।

এরপর চোখের এন্টিবায়োটিক ফোঁটা ও মলম ব্যবহার করতে হবে। এসিড জাতীয় পদার্থ চোখে গেলে চোখের কনজাংকটিভা, কর্ণিয়া ও অন্যান্য অংশ একে অপরের সাথে লেগে নানা জটিলতার সৃষ্টি করে যা থেকে দৃষ্টিশক্তি কমে যেতে পারে।

এ ধরনের জটিলতা এড়ানোর জন্য এসিড বা অ্যালকালি জাতীয় পদার্থ চোখে পড়লে যত তাড়াতাড়ি সম্ভব একজন চক্ষু বিশেষজ্ঞ এর পরামর্শ নিতে হবে।

👉 চোখের যেকোনো সমস্যার সর্বাধুনিক সেবা পেতে আজই যোগাযোগ করুন-

MUSTAFIZ GLAUCOMA RESEARCH AND EYE HOSPITAL
১২৫/৩ দারুস সালাম রোড, মিরপুর-১, ঢাকা ।
(সরকারি বাংলা কলেজ এর বিপরীতে)

যোগাযোগঃ 01780-162478,01914-946662

21/09/2025

গ্লুকোমা, চোখের নিরব ঘাতক | রোগের লক্ষণ ও প্রতিকার |

👉 চোখের যেকোনো সমস্যার সর্বাধুনিক সেবা পেতে আজই যোগাযোগ করুন-

MUSTAFIZ GLAUCOMA RESEARCH AND EYE HOSPITAL
১২৫/৩ দারুস সালাম রোড, মিরপুর-১, ঢাকা ।
(সরকারি বাংলা কলেজ এর বিপরীতে)

যোগাযোগঃ 01780-162478,01914-946662

চোখে চুন পড়লে তার চিকিৎসা কি ?চোখে কোন কারণে চুন পড়লে চিকিৎসা করা জরুরী। যারা পান-চুন খান তাদের ক্ষেত্রে এরকম দুর্ঘটনা অ...
21/09/2025

চোখে চুন পড়লে তার চিকিৎসা কি ?

চোখে কোন কারণে চুন পড়লে চিকিৎসা করা জরুরী। যারা পান-চুন খান তাদের ক্ষেত্রে এরকম দুর্ঘটনা অনেক বেশি পাওয়া যায়।

চুন হচ্ছে ক্ষার জাতীয় পদার্থ। চোখে পড়ার সঙ্গে সঙ্গে চোখের কর্ণিয়া, কনজাংকটিভা কেমিক্যাল বার্ণ হয়ে যায় এবং কোষকে ধ্বংস করে চোখের অভ্যন্তরে প্রবেশ করে আইরিস ও লেন্সের ক্ষতি করে। সুচিকিৎসা না হলে দৃষ্টিশক্তির অনেক অবনতি হয়।

চোখে চুন জাতীয় পদার্থ পড়লে সাথে সাথে পানি দিয়ে চোখ ধুতে হবে। আশে পাশে যেখানেই পানি পাওয়া যায়- তা দিয়ে অনেকক্ষণ চোখ ধুতে হবে।

কাছাকাছি কোন ক্লিনিক থাকলে সেখানে গিয়ে আরও ভালো করে দেখে দেখে চোখ ধুতে হবে। যতটা সম্ভব চুন পরিস্কার করার পর চোখে এন্টিবায়োটিক ফোঁটা ওষুধ ও মলম ঘন ঘন ব্যবহার করতে হবে। এতেও চোখের সমস্যা দূরীভূত না হলে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

👉 চোখের যেকোনো সমস্যার সর্বাধুনিক সেবা পেতে আজই যোগাযোগ করুন-

MUSTAFIZ GLAUCOMA RESEARCH AND EYE HOSPITAL
১২৫/৩ দারুস সালাম রোড, মিরপুর-১, ঢাকা ।
(সরকারি বাংলা কলেজ এর বিপরীতে)

যোগাযোগঃ 01780-162478,01914-946662

Address

125/3 Darus Salam Road, Mirpur-1
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 13:30
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 13:30
Thursday 09:00 - 13:30
Saturday 09:00 - 13:30
Sunday 09:00 - 13:30

Telephone

+8801780162478

Alerts

Be the first to know and let us send you an email when Mustafiz Glaucoma Research & Eye Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mustafiz Glaucoma Research & Eye Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram