15/10/2025
বৈদ্যুতিক শকে চোখের কি কোন ক্ষতি হয় ?
হ্যাঁ- বৈদ্যুতিক শকে- অনেকক্ষেত্রে চোখের লেন্স ঘোলা হয়ে যেতে পারে বা ছানি পড়ে যেতে পারে। এ জাতীয় ছানিকে বলা হয়- ইলেকট্রিক ক্যাটারাক্ট।
বৈদ্যুতিক শক পাবার পরপরই সাধারণত: চোখে কোন সমস্যা বোঝা যায় না। খুব ধীরে ধীরে চোখের লেন্সের কোষের পরিবর্তন করে ফোটা ফোটা আকারে লেন্স ঘোলা হতে থাকে এবং সাথে সাথে রোগীরও দেখার অবনতি হতে থাকে।
অনেক সময়- বৈদ্যুতিক শকের ৭-৮ বছর পর রোগী কম দেখা শুরু করেন এবং আরো ২/৩ বছর পর পুরো লেন্সটাই ঘোলা হয়ে যায়, দেখার অনেক অবনতি ঘটে।
এ জাতীয় ‘ইলেকট্রিক ক্যাটারাক্ট’ ফ্যাকো সার্জারী করে ও কৃত্রিম লেন্স সংযোজন করলে পূর্বের ন্যায় দেখার উন্নতি হয়।
👉 চোখের যেকোনো সমস্যার সর্বাধুনিক সেবা পেতে আজই যোগাযোগ করুন-
MUSTAFIZ GLAUCOMA RESEARCH AND EYE HOSPITAL
১২৮/৩ দারুস সালাম রোড, মিরপুর-১, ঢাকা ।
যোগাযোগঃ 01780-162478,01914-946662
#দৃষ্টি_সচেতনতা #চোখের_যত্ন