08/12/2023
১) হৃদপিন্ড ( Heart): হৃদপিন্ড পেশী দিয়ে তৈরী একটি পাম্প যন্ত্র। হৃদপিন্ড পেশী রক্তকে পাম্প করে শরীরের মধ্যে চালনা করে। হৃদপিন্ড বুকের মধ্যে দুই ফুসফুসের মাঝ খানে অবস্থিত এবং স্টারনামের পিছনে কিনতু কিছুটা বাম দিকে অবস্থিত। হৃদপিন্ডএর নিচের অংশ বুকের বাম পার্শে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম রিবস ( Ribs) প্রযন্ত বিস্তৃত। হৃৎপিণ্ডের শীর্ষকোন ( Apex) পঞ্চম ও ষষ্ঠ পাজরের মধ্যবর্তী স্থানে ও স্তনবৃত্তের সামান্য নিচে অবস্থিত। সমগ্র হৃৎপিণ্ডের একটি দিস্তর বিশিষ্ট পেরিকার্ডিয়াম নামক পাতলা ঝিল্লি দ্বারা আবৃত। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ চারটি। হৃৎপিণ্ডের প্রাচীর তিনটি স্তরে গঠিত। যথা বাহিরে পেরিকার্ডিয়াম ( pericardium) , মাঝখানে মায়োকার্ডিয়াম ( Myocardium) এবং ভিতরে অ্যান্ডোকার্ডিয়াম ( Endocardium)