Medical Information

Medical Information Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Medical Information, Medical and health, Dhaka.

08/12/2023

১) হৃদপিন্ড ( Heart): হৃদপিন্ড পেশী দিয়ে তৈরী একটি পাম্প যন্ত্র। হৃদপিন্ড পেশী রক্তকে পাম্প করে শরীরের মধ্যে চালনা করে। হৃদপিন্ড বুকের মধ্যে দুই ফুসফুসের মাঝ খানে অবস্থিত এবং স্টারনামের পিছনে কিনতু কিছুটা বাম দিকে অবস্থিত। হৃদপিন্ডএর নিচের অংশ বুকের বাম পার্শে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম রিবস ( Ribs) প্রযন্ত বিস্তৃত। হৃৎপিণ্ডের শীর্ষকোন ( Apex) পঞ্চম ও ষষ্ঠ পাজরের মধ্যবর্তী স্থানে ও স্তনবৃত্তের সামান্য নিচে অবস্থিত। সমগ্র হৃৎপিণ্ডের একটি দিস্তর বিশিষ্ট পেরিকার্ডিয়াম নামক পাতলা ঝিল্লি দ্বারা আবৃত। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ চারটি। হৃৎপিণ্ডের প্রাচীর তিনটি স্তরে গঠিত। যথা বাহিরে পেরিকার্ডিয়াম ( pericardium) , মাঝখানে মায়োকার্ডিয়াম ( Myocardium) এবং ভিতরে অ্যান্ডোকার্ডিয়াম ( Endocardium)

08/12/2023

রক্ত সংবহন তন্ত্রের গঠন ( Blood Circulatory system)

রক্ত সংবহন তন্ত্রের মধ্যে রয়েছে _১) হৃদপিন্ড
২) ধমনী
৩) শিরা
৪) কৈশিকনালি

07/12/2023
07/12/2023

কঙ্কাল তন্ত্র কে ৬ টি অংশে ভাগ করা হয়েছে। যথা
১) মাথার খুলি ( Skull)
২) ঘাড় ( Neck)
৩) উর্ধাবাঙ্গের অস্থি ( Upper Limb) হাতের
৪) নিম্নাঙ্গের অস্থি ( Lower Limb) পায়ের
৫) বক্ষের অস্থি ( Thorax)
৬) ভার্টিব্রা ও পেলভিস ( Vertebrae & Pelvis)

07/12/2023

কঙ্কাল তন্ত্র ( Skeletal System)
শরীরের বিভিন্ন অস্থি একত্রে মিলে যে কাঠামো তৈরি করে তাকে কঙ্কাল তন্ত্র বলে।

মানব দেহে ২০৬ টি অস্থি দ্বারা গঠিত।

07/12/2023

অস্থির প্রকার ভেদ ৪ টি

১) লম্বা অস্থি ( Long Bone)
২) ছোট অস্থি ( Short Bone)
৩) চ্যাপ্টা অস্থি ( Flat Bone)
৪) অসম অস্থি ( Irregular Bone)

07/12/2023

ত্বক ২ টি স্তরে বিভক্ত
১) এপিডার্মিস ( Epidermis)
২) ডার্মিস ( Dermis)

Send a message to learn more

07/12/2023

দেহের বিভিন্ন অংশের নাম:
১) মাথা ( Head)
২) ঘাড় ( Neck)
৩) বুক ( chest)
৪) কাধ ( Shoulder)
৫) উদর বা পেট ( abdomen)
৬) পেলভিস ( Pelvis) কোমড়
৭) বাহু ও পা ( Limbs)

06/12/2023

মানবদেহ ১০ টি তন্ত্র নিয়ে গঠিত

১) ত্বক তন্ত্র ( Integumentary system )
২) কঙ্কাল ও পেশী তন্ত্র ( Skeletal & Muscular system)
৩) শ্বাশ তন্ত্র ( Respiratory system )
৪) রক্ত সঞ্চালন তন্ত্র ( Blood Circulatory systems)
৫) পরিপাক তন্ত্র ( Digestive system)
৬) মূত্র তন্ত্র ( Urinary system)
৭) প্রজনন তন্ত্র ( Reproductive system)
৮) স্নায়ু তন্ত্র ( Nervous system)
৯) অন্তঃক্ষরা তন্ত্র ( Endocrine system)
১০) লসিকা তন্ত্র ( Lymphatic system)

06/12/2023

যা দ্বারা

মানবদেহের গঠন তৈরী হয় তা উল্লেখ করা হলো :
১) কোষ ( যা খালি চোখে দেখা যায় না)
২) কলা, অঙ্গ এবং তন্ত্র
৩) অস্থি
৪) সন্ধি
৫) পেশী
৬) রক্ত
৭) রক্ত সংবহন তন্ত্রের গঠন: হৃদপিন্ড, শিরা, ধমনী ও কৈশিকনালি
৮) লসিকা তন্ত্র
৯) বক্ষের গঠন
১০)শ্বাশ তন্ত্র
১১) পরিপাক তন্ত্র
১২) মুত্র তন্ত্র
১৩) পেলভিস
১৪) স্ত্রী প্রজনন তন্ত্র
১৫) স্তনের গঠন
১৬) পুরুষ প্রজনন তন্ত্র
১৭) বহিঃক্ষরা গ্রন্থি
১৮) অন্তঃক্ষরা গ্রন্থি
১৯) স্নায়ু তন্ত্র
২০) সংবেদনবাহি অঙ্গ সমূহ: চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Medical Information posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram