Shahabuddin Medical College & Hospital

Shahabuddin Medical College & Hospital Shahabuddin Medical College established in 2003 and500 bedded tertiary-level Hospital with modern

ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর, যা এডিস মশার কামড়ের মাধ্যমে শিশুদের মধ্যে দ্রুত ছড়ায়। বর্ষাকালে এর প্রকোপ বেড়ে যায়। ডে...
17/08/2025

ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর, যা এডিস মশার কামড়ের মাধ্যমে শিশুদের মধ্যে দ্রুত ছড়ায়। বর্ষাকালে এর প্রকোপ বেড়ে যায়। ডেঙ্গু হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া এবং ডাক্তারের নির্দেশিত চিকিৎসা করানো জরুরি।

🔍 শিশুর ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণসমূহ:
✅ হঠাৎ করে তীব্র জ্বর আসা (১০৩°-১০৫° ফারেনহাইট)।
✅ প্রচণ্ড মাথাব্যথা, বিশেষ করে চোখের পেছনে ব্যথা।
✅ শরীর, হাড় ও মাংসপেশীতে তীব্র ব্যথা।
⚠️ বিপজ্জনক লক্ষণসমূহ: তীব্র পেট ব্যথা, ক্রমাগত বমি, নাক বা দাঁতের মাড়ি থেকে রক্তপাত, শিশু নিস্তেজ হয়ে পড়লে বা অস্থিরতা দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে।

🏥 আমাদের সেবা:
🔹 রক্ত পরীক্ষার (NS1, CBC, Anti-Dengue IgG/IgM) মাধ্যমে দ্রুত ডেঙ্গু শনাক্তকরণ।
🔹 জ্বর নিয়ন্ত্রণের জন্য সঠিক ঔষধ প্রদান ও নিবিড় পর্যবেক্ষণ।
🔹 শিশুর শরীরের তরলের ভারসাম্য রক্ষা ও প্লাটিলেট কাউন্ট অনুযায়ী সুচিকিৎসা। জটিল ও গুরুতর ডেঙ্গু রোগীদের হাসপাতালে ভর্তি রেখে নিবিড় পরিচর্যার ব্যবস্থা ইত্যাদি।

👩‍⚕️ বিশেষজ্ঞ ডাক্তার:
সহকারী অধ্যাপক ডাঃ নাঈমা রহমান
এমবিবিএস (ঢাকা), এমডি (পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি)
সহকারী অধ্যাপক, এনআইসিইউ

📅 চেম্বার সময়:
শনিবার - বৃহস্পতিবার
⏰ সকাল ৯টা - বিকাল ৩টা

📍 ঠিকানা: রোড: ১১৩/এ, বাসা-১৫, ১৬, গুলশান-২, ঢাকা।
📲 হেল্পলাইন: 01915-055555
📩 ইমেইল: info@shahabuddinmedical.org
🌍 ওয়েবসাইট: www.shahabuddinmedical.org

#ডেঙ্গু #শিশুরস্বাস্থ্য #ডেঙ্গুজ্বর #স্বাস্থ্যসেবা

ডায়াবেটিস (Diabetes) বা বহুমূত্র রোগ হলো একটি দীর্ঘস্থায়ী বিপাকীয় সমস্যা। এ রোগে শরীর হয় পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে ...
16/08/2025

ডায়াবেটিস (Diabetes) বা বহুমূত্র রোগ হলো একটি দীর্ঘস্থায়ী বিপাকীয় সমস্যা। এ রোগে শরীর হয় পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না অথবা তৈরি হওয়া ইনসুলিন সঠিকভাবে ব্যবহার করতে পারে না। সঠিক যত্ন ও নিয়মিত চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

🔍 ডায়াবেটিসের সাধারণ লক্ষণসমূহ:
✅ ঘন ঘন প্রস্রাব হওয়া এবং অতিরিক্ত পানি খাওয়া।
✅ অজানা কারণে অতিরিক্ত ক্ষুধা লাগা এবং শরীরের ওজন কমে যাওয়া।
✅ শরীর দুর্বলতা ও অস্বাভাবিক ক্লান্তি অনুভব।
✅ শরীরে ছোটখাটো কাটা-ছেঁড়া বা ক্ষত সেরে উঠতে দেরি হওয়া।
✅ চোখে ঝাপসা দেখা বা দৃষ্টি ঝাপসা হওয়া।
✅ হাত-পায়ে ঝিঝি ধরা বা অবশভাব অনুভূত হওয়া।

🏥 আমাদের সেবা:
🔹 রক্ত পরীক্ষার মাধ্যমে সঠিকভাবে ডায়াবেটিস নির্ণয়।
🔹 ঔষধ ও ইনসুলিন ব্যবস্থাপনা।
🔹 খাদ্যাভ্যাস, ব্যায়াম ও জীবনযাত্রার পরিবর্তন বিষয়ে পরামর্শ প্রদান।

🩺 বিশেষজ্ঞ ডাক্তার:
👩‍⚕️ সহকারী অধ্যাপক ডাঃ খাদিজা সিদ্দিকা
এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমএসিপি
সহকারী অধ্যাপক, ইন্টারনাল মেডিসিন বিভাগ

📅 চেম্বার সময়:
🕘 শনিবার - বৃহস্পতিবার
⏰ সকাল ৯টা - দুপুর ২টা

🏡 ঠিকানা: রোড: ১১৩/এ, বাসা- ১৫, ১৬, গুলশান-২, ঢাকা, বাংলাদেশ।
📲 হেল্পলাইন: 01915-055555
📩 ইমেইল: info@shahabuddinmedical.org
🌍 ওয়েবসাইট: www.shahabuddinmedical.org

#ডায়াবেটিস #বহুমূত্ররোগ #স্বাস্থ্যসচেতনতা #ডায়াবেটিসচিকিৎসা #স্বাস্থ্যসেবা #স্বাস্থ্যপরামর্শ

কিডনি পাথর হলো কিডনির ভেতরে খনিজ ও লবণের জমাট বাঁধা কঠিন অবস্থা, যা তীব্র ব্যথা ও নানা জটিলতার কারণ হতে পারে।🔍 কিডনি পাথ...
15/08/2025

কিডনি পাথর হলো কিডনির ভেতরে খনিজ ও লবণের জমাট বাঁধা কঠিন অবস্থা, যা তীব্র ব্যথা ও নানা জটিলতার কারণ হতে পারে।

🔍 কিডনি পাথরের লক্ষণসমূহ:
✅ কোমরের দুই পাশে বা পেটে তীব্র ব্যথা।
✅ ব্যথা হঠাৎ শুরু হওয়া এবং তীব্রতার সাথে বমি বা বমি ভাব।
✅ প্রস্রাবের সময় জ্বালাপোড়া বা ব্যথা।
✅ প্রস্রাবের সাথে রক্ত যাওয়া।
✅ ঘন ঘন প্রস্রাবের বেগ এবং পরিমাণ কমে যাওয়া ইত্যাদি।

🏥 আমাদের সেবা সমূহ:
🔹 ওষুধের মাধ্যমে ছোট পাথর বের করার চিকিৎসা।
🔹 ESWL, PCNL এর মাধ্যমে ছোট ছিদ্র করে পাথর অপসারণের আধুনিক সার্জারি।
🔹 ইউরেটেরোস্কোপির মাধ্যমে পাথর অপসারণ ও লেজারের সাহায্যে দ্রুত আরোগ্য।

🩺 বিশেষজ্ঞ ডাক্তার:
অধ্যাপক ডাঃ মোঃ মেরাজুল ইসলাম (মিরাজ)
এমবিবিএস, এমএসপিএস (সার্জারি), এমএস (ইউরোলজি)
অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইউরোলজি বিভাগ

📅 চেম্বার সময়:
🕘 শনিবার - বৃহস্পতিবার
⏰ সকাল ৮টা - দুপুর ২টা
🏡 ঠিকানা: রোড: ১১৩/এ, বাসা- ১৫, ১৬, গুলশান-২, ঢাকা, বাংলাদেশ।
📲 হেল্পলাইন: 01915-055555
📩 ইমেইল: info@shahabuddinmedical.org
🌍 ওয়েবসাইট: www.shahabuddinmedical.org

#কিডনি_পাথর #ইউরোলজি #স্বাস্থ্যসেবা #স্বাস্থ্যপরামর্শ #লেজারসার্জারি

এন্ডোমেট্রিওসিস হলো যখন জরায়ুর বাইরে, যেমন—ডিম্বাশয়, ফ্যালোপিয়ান টিউব বা অন্য কোনো অঙ্গে জরায়ুর মতো টিস্যু বৃদ্ধি পা...
14/08/2025

এন্ডোমেট্রিওসিস হলো যখন জরায়ুর বাইরে, যেমন—ডিম্বাশয়, ফ্যালোপিয়ান টিউব বা অন্য কোনো অঙ্গে জরায়ুর মতো টিস্যু বৃদ্ধি পায়। এটি মাসিকের সময় তীব্র ব্যথা, বন্ধ্যাত্ব ও অন্যান্য শারীরিক সমস্যার কারণ হতে পারে।

🔍 রোগের লক্ষণসমূহ:
✅ মাসিকের সময় তলপেটে তীব্র ব্যথা।
✅ তলপেটে বা কোমরে ব্যথা থাকা।
✅ সহবাসের সময় ব্যথা।
✅ বন্ধ্যাত্ব বা গর্ভধারণে সমস্যা।
✅ অতিরিক্ত রক্তপাত ও অনিয়মিত মাসিক।

🏥 আমাদের সেবা:
🔹 ল্যাপারোস্কোপি বা সিটি স্ক্যানের মাধ্যমে রোগ নির্ণয়।
🔹 ওষুধ ও আধুনিক চিকিৎসা পদ্ধতিতে উপসর্গ নিয়ন্ত্রণ।
🔹 ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে টিস্যু অপসারণ।

🩺 বিশেষজ্ঞ ডাক্তার:
সহযোগী অধ্যাপক ডাঃ ফাতেমা বেগম
এমবিবিএস, ডিজিও, এফসিপিএস (অবস্ এন্ড গাইনী)
সহযোগী অধ্যাপক, অবস্ এন্ড গাইনী বিভাগ

📅 চেম্বার সময়:
🕘 শনিবার - বৃহস্পতিবার
⏰ সকাল ৮টা - দুপুর ২টা

🏡 ঠিকানা: রোড: ১১৩/এ, বাসা- ১৫, ১৬, গুলশান-২, ঢাকা, বাংলাদেশ।
📲 হেল্পলাইন: 01915-055555
📩 ইমেইল: info@shahabuddinmedical.org
🌍 ওয়েবসাইট: www.shahabuddinmedical.org

#এন্ডোমেট্রিওসিস #নারীরোগ #গাইনীসমস্যা #স্ত্রীরোগবিশেষজ্ঞ #মহিলাদেরস্বাস্থ্য #স্বাস্থ্যসেবা #ল্যাপারোস্কপি #গর্ভধারণসমস্যা #স্বাস্থ্যপরামর্শ

COPD ( ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ) হলো ফুসফুসের একটি দীর্ঘস্থায়ী রোগ, যা ধীরে ধীরে শ্বাস-প্রশ্বাসকে বাধাগ্রস্...
14/08/2025

COPD ( ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ) হলো ফুসফুসের একটি দীর্ঘস্থায়ী রোগ, যা ধীরে ধীরে শ্বাস-প্রশ্বাসকে বাধাগ্রস্ত করে। সময়মতো চিকিৎসা না নিলে এটি জীবনের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

🔍 লক্ষণসমূহ:
✅ দীর্ঘস্থায়ী কাশি, যা সকাল বেলায় বেশি হয় ও কফ সহ থাকে।
✅ শ্বাস-প্রশ্বাসে কষ্ট, বিশেষ করে হাঁটাচলার সময়।
✅ বারবার সর্দি-কাশি বা ফুসফুস সংক্রমণে আক্রান্ত হওয়া।
✅ শারীরিক দুর্বলতা ও শক্তি কমে যাওয়া।

🏥 আমাদের সেবা:
🔹 স্পাইরোমেট্রি বা পালমোনারি ফাংশন টেস্ট (PFT) এর মাধ্যমে ফুসফুসের কার্যকারিতা পরীক্ষা ও রোগ নির্ণয়।
🔹 ইনহেলার ও আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে রোগের উপসর্গ নিয়ন্ত্রণ।

🩺 বিশেষজ্ঞ ডাক্তার:
সহযোগী অধ্যাপক ডাঃ কাজী মোহাম্মদ মনির হোসেন
এমবিবিএস, ডিটিসিডি (চেস্ট)
সহযোগী অধ্যাপক, ইন্টারনাল মেডিসিন বিভাগ

📅 চেম্বার সময়:
🕘 শনিবার - বৃহস্পতিবার
⏰ সকাল ৮টা - দুপুর ২টা

🏡 ঠিকানা: রোড: ১১৩/এ, বাসা- ১৫, ১৬, গুলশান-২, ঢাকা, বাংলাদেশ।
📲 হেল্পলাইন: 01915-055555
📩 ইমেইল: info@shahabuddinmedical.org
🌍 ওয়েবসাইট: www.shahabuddinmedical.org

#ফুসফুসেররোগ #শ্বাসকষ্ট #ক্রনিকঅবস্ট্রাকটিভপালমোনারিডিজিজ #শ্বাসপ্রশ্বাস #শ্বাসনালীসংক্রমণ #ফুসফুসস্বাস্থ্য #হাসপাতাল #স্বাস্থ্যসেবা #ফুসফুসেরচিকিৎসা #স্বাস্থ্যপরামর্শ

11/08/2025

নির্ধারিত সময়ের আগে জন্ম নেওয়া (প্রিম্যাচিউর) নবজাতক ও কম জন্ম ওজনের শিশুদের জন্য প্রয়োজন বিশেষ যত্ন ও সেবা।

🩺 সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এই ধরনের নবজাতকদের সর্বোচ্চ মানের সেবা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

👨‍⚕️ সহযোগী অধ্যাপক ডাঃ খান গোলাম মুর্শেদ
এমবিবিএস (ঢাকা), ডিসিএইচ (ঢাঃবিঃ)
সহযোগী অধ্যাপক ও ইনচার্জ (এনআইসিইউ)

📅 চেম্বার সময়:
🕘 শনিবার - বৃহস্পতিবার
⏰ সকাল ৯টা - দুপুর ২টা

🏡 ঠিকানা: রোড: ১১৩/এ, বাসা- ১৫, ১৬, গুলশান-২, ঢাকা, বাংলাদেশ।
📲 হেল্পলাইন: 01915-055555
📩 ইমেইল: info@shahabuddinmedical.org
🌍 ওয়েবসাইট: www.shahabuddinmedical.org

#স্বল্পওজনশিশু #প্রিম্যাচিউরযত্ন

On World Hepatitis Day, Shahabuddin Medical College Hospital is committed to raising awareness about this silent threat ...
28/07/2025

On World Hepatitis Day, Shahabuddin Medical College Hospital is committed to raising awareness about this silent threat to liver health. Viral hepatitis can cause serious liver disease, but with timely action, it can be prevented and managed.

This World Hepatitis Day, take the step towards a healthier future. Don't delay—your liver depends on it.

গর্ভাবস্থা প্রতিটি মায়ের জন্য এক আশীর্বাদ। তবে কিছু ক্ষেত্রে বিভিন্ন শারীরিক কারণে গর্ভাবস্থা ঝুঁকিপূর্ণ হতে পারে। এই সম...
24/07/2025

গর্ভাবস্থা প্রতিটি মায়ের জন্য এক আশীর্বাদ। তবে কিছু ক্ষেত্রে বিভিন্ন শারীরিক কারণে গর্ভাবস্থা ঝুঁকিপূর্ণ হতে পারে। এই সময়ে মা ও অনাগত শিশুর জন্য প্রয়োজন হয় বিশেষায়িত সেবা ও নিবিড় পরিচর্যার।

🤰 High-Risk Pregnancy কি?
যখন কোনো গর্ভবতী মা বা তার গর্ভের শিশুর স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে বেশি ঝুঁকিতে থাকে, তখন সেই অবস্থাকে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলা হয়। এই সময়ে মা ও শিশুর জন্য বিশেষায়িত ও নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়, কারণ বিভিন্ন কারণে জটিলতা দেখা দিতে পারে।

🚩 গর্ভাবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ার প্রধান কারণসমূহঃ
● মায়ের বয়স ৩৫ এর বেশি হওয়া বা আগে থেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস থাকা।
● গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ (Pre-eclampsia) বা ডায়াবেটিস (Gestational Diabetes) দেখা দেওয়া।
● গর্ভে যমজ সন্তান, গর্ভফুলের অবস্থান নিচে থাকা বা শিশুর বৃদ্ধিতে সমস্যা।
● পূর্বে বারবার গর্ভপাত বা অপরিণত শিশু প্রসবের ইতিহাস।

👩‍👧‍👦 সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে আমরা আপনার পাশে আছি অত্যাধুনিক সব সেবা নিয়ে, যার মাধ্যমে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার যেকোনো জটিলতা মোকাবেলা করা সম্ভব।

🩺 আমাদের সেবা সমূহঃ
✅ ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েদের জন্য বিশেষায়িত পর্যবেক্ষণ ও ৪ডি আলট্রাসনোগ্রামের ব্যবস্থা।
✅ গর্ভকালীন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও অন্যান্য জটিলতার সঠিক ব্যবস্থাপনা।
✅ অপরিণত প্রসব সহ যেকোনো ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় চিকিৎসা প্রদান।
✅ জরুরি ও নিরাপদ প্রসবের জন্য অত্যাধুনিক ওটি এবং নবজাতকের জন্য এনআইসিইউ (NICU) সুবিধা।

এই সকল প্রতিকূলতা মোকাবেলায় আপনার সার্বক্ষণিক সঙ্গী হিসেবে আছেন দেশের স্বনামধন্য স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ:

👩‍⚕️ অধ্যাপক ডাঃ সংযুক্তা সাহা
এমবিবিএস, এমএস (অবস্ এন্ড গাইনী)
অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অবস্ এন্ড গাইনী বিভাগ
সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল

📅 চেম্বার সময়:
🕘 শনিবার - বৃহস্পতিবার
⏰ সকাল ৯টা - দুপুর ২টা

🏡 ঠিকানা: রোড: ১১৩/এ, বাসা- ১৫, ১৬, গুলশান-২, ঢাকা, বাংলাদেশ।
📲 হেল্পলাইন: 01915-055555
📩 ইমেইল: info@shahabuddinmedical.org
🌍 ওয়েবসাইট: www.shahabuddinmedical.org

#ঝুঁকিপূর্ণগর্ভাবস্থা #প্রসূতিসেবা

🧠 World Brain Day! 🧠Our brain is the master controller of our body, managing every thought, feeling, and action. Priorit...
22/07/2025

🧠 World Brain Day! 🧠
Our brain is the master controller of our body, managing every thought, feeling, and action. Prioritizing its health is fundamental to living a full and healthy life.

Let's use this day as a reminder to be more mindful of our brain health. A healthy brain means a healthier you.

আমাদের ছাত্র-ছাত্রী ও ইন্টার্নদের উদ্যোগে পরিচালিত অন্বেষণ ব্লাড ব্যাংক-এর একটি স্বেচ্ছাসেবী দল ইতোমধ্যে উত্তরা এলাকায় ...
21/07/2025

আমাদের ছাত্র-ছাত্রী ও ইন্টার্নদের উদ্যোগে পরিচালিত অন্বেষণ ব্লাড ব্যাংক-এর একটি স্বেচ্ছাসেবী দল ইতোমধ্যে উত্তরা এলাকায় চলমান রক্তদান কার্যক্রমে অংশগ্রহণ করছে।
সাহাবউদ্দিন মেডিকেল কলেজের বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে কেউ যদি রক্তদান করতে আগ্রহী থাকেন, তাহলে অনুগ্রহ করে অন্বেষণ ব্লাড ব্যাংকের সভাপতি মাহমুদুল (SM-17)-এর সঙ্গে যোগাযোগ করুন: 📞 ‪+880 1635-658525‬

REMEMBERING JULY ✊🇧🇩Remembering our Heroes 🇧🇩জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আহতদের প্রতি স...
20/07/2025

REMEMBERING JULY ✊🇧🇩
Remembering our Heroes 🇧🇩

জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আহতদের প্রতি সমবেদনা। জুলাই যোদ্ধারা বেঁচে থাকুক আমাদের হৃদয়ে চিরকাল 🇧🇩

জেনারেল সার্জারী সংক্রান্ত যেকোনো সমস্যা বা জিজ্ঞাসায় এখন সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন বিশেষজ্...
19/07/2025

জেনারেল সার্জারী সংক্রান্ত যেকোনো সমস্যা বা জিজ্ঞাসায় এখন সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডাঃ রুখসানা পারভীন।

🩺 জেনারেল সার্জারী (General Surgery) কি?
জেনারেল সার্জারী মেডিসিনের একটি বিশেষ শাখা যেখানে পেট ও এর বিভিন্ন অঙ্গ (যেমন - এপেন্ডিক্স, পিত্তথলি, অন্ত্র), স্তন, থাইরয়েড, হার্নিয়া ও পাইলস সহ বিভিন্ন রোগের সার্জিক্যাল চিকিৎসা প্রদান করা হয়।

🩺 সাধারণ সার্জারীর লক্ষণসমূহঃ
● পেটের যেকোনো অংশে তীব্র বা দীর্ঘস্থায়ী ব্যথা
● কুঁচকি, নাভি বা পুরোনো অপারেশনের জায়গায় ফুলে ওঠা (হার্নিয়া)
● মলত্যাগের সময় রক্তপাত, ব্যথা বা মাংসপিণ্ড বের হয়ে আসা (পাইলস, ফিস্টুলা)
● পেটের ডানদিকে অসহনীয় ব্যথা এবং বমি (এপেন্ডিসাইটিস)
● চর্বিজাতীয় খাবার খেলে ব্যথা হওয়া (পিত্তথলির পাথর)
● স্তন বা শরীরের যেকোনো অংশে টিউমার বা ফোলা অনুভব করা

🩺 আমাদের সেবা সমূহঃ
● হার্নিয়া, এপেন্ডিসাইটিস, পাইলস, ফিস্টুলাসহ সকল জেনারেল সার্জারী।
● ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে পিত্তথলির পাথর অপসারণ।
● স্তন ও থাইরয়েড গ্রন্থির বিভিন্ন রোগের সার্জারী ইত্যাদি।

🩺 অধ্যাপক ডাঃ রুখসানা পারভীন
এমবিবিএস, এফসিপিএস (সার্জারী)
অধ্যাপক ও বিভাগীয় প্রধান, জেনারেল সার্জারী বিভাগ
সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল

📅 চেম্বার সময়:
🕘 শনিবার - বৃহস্পতিবার
⏰ সকাল ৯টা - দুপুর ২টা

💙 সব ধরনের জেনারেল সার্জারী সংক্রান্ত পরামর্শ ও অপারেশনের জন্য আজই যোগাযোগ করুন।

🏡 ঠিকানা: রোড: ১১৩/এ, বাসা- ১৫, ১৬, গুলশান-২, ঢাকা, বাংলাদেশ।
📲 হেল্পলাইন: 01915-055555
📩 ইমেইল: info@shahabuddinmedical.org
🌍 ওয়েবসাইট: www.shahabuddinmedical.org

Address

Road-113/A, House-12,15,16 Gulshan-2
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Shahabuddin Medical College & Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shahabuddin Medical College & Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category