Nutri-Terrorist

Nutri-Terrorist Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nutri-Terrorist, Nutritionist, Dhaka.

Nidhi Rahman
BSC and MSC (Food and Nutrition)
University of Dhaka
Clinical dietitian and Nutritionist,
Diabetic Educator,
Honorary Nutritionist,
Bangladesh Medical College And Hospital
For online consultation : +8801939893112
(Whatsapp)

ছবিতে যাকে দেখছেন তিনি আমার ম্যাম ডাক্তার ইয়াসমিন আক্তার। তার মতো এত ডাউন টু আর্থ মানুষ আমি আমার পুরো জীবনে হাতে গোনা দু...
06/09/2025

ছবিতে যাকে দেখছেন তিনি আমার ম্যাম ডাক্তার ইয়াসমিন আক্তার। তার মতো এত ডাউন টু আর্থ মানুষ আমি আমার পুরো জীবনে হাতে গোনা দুই একজনই দেখেছি।
যদি আমাকে কেউ বলে- 'কিরে, তুই কি ইয়াসমিন ম্যামের চামচা নাকি??'
আই উড লাভ টু সে - 'ইয়েস, আই অ্যাম।'

Water – The Most Overlooked Nutrient!Protein? ✅Carb? ✅Fat? ✅Vitamin–Mineral? ✅আর পানি? - “আরে, তৃষ্ণা পেলে খাই।” হায়রে ব...
05/09/2025

Water – The Most Overlooked Nutrient!

Protein? ✅
Carb? ✅
Fat? ✅
Vitamin–Mineral? ✅
আর পানি? - “আরে, তৃষ্ণা পেলে খাই।”

হায়রে বেডা,
পিপাসা আসা মানে তোর শরীর already SOS signal পাঠাচ্ছে।
কিন্তু তুই সেটা পাত্তা না দিয়ে কফি, চা, কার্বোনেটেড বেভারেজেই ব্যস্ত।

পানি যে কত বড় মাপের প্লেয়ার জানোসই না, তাই শোন এটা তোর বডি যে কি কি করে-

1.Concentration বাড়ায় (Headache কমায়)।

2. Workout performance ধরে রাখে।

3.Skin-glow filter-free বানায়।

4.Constipation দূর করে।

তাও তুই পানি খাস না... তারপর বলোস—
“কেন জানি ফেস dull লাগছে।”
“ওজন কমছে না।”
“সবসময় tired।”
এগুলো পানির দোষ না, তোর negligence!

↔️ Rule of thumb:

Mobile charge দেওয়ার আগে এক গ্লাস পানি খাবি।

Meal এর আগে ছোট এক গ্লাস পানি খাবি ।

রাতে ঘুমানোর আগে পানি খাবি (কিন্তু বেশি না)।

হাজার হাজার টাকা খরচ করে supplement ঠিকই খাবি, কিন্তু পানি খাওয়ার সময় নাই।

So from today— Be cool, stay hydrated.
Because Water is not “just water”, it’s liquid life.
আর Nutritional সাজেশনের জন্য তো আমি আছি নাকি??? Action এর জন্য always রেডি তোদের Nutri-Terrorist.

অ্যাপয়েন্টমেন্টের জন্য কল কর বা whatsapp- এ ম্যাসেজ কর 01939-893112 নাম্বারে।

জীবনে মনে করেন কোন সমস্যা নাই, খালি Swag আর Swag.... আমি আবার ইদানিং একটু Phitness Phreak হইসি।তিন মাসের মেম্বারশিপ নিয়া...
30/08/2025

জীবনে মনে করেন কোন সমস্যা নাই, খালি Swag আর Swag....
আমি আবার ইদানিং একটু Phitness Phreak হইসি।তিন মাসের মেম্বারশিপ নিয়া জিমে ভর্তি হইসি এই আগস্ট মাসের পয়লা তারিখ। আজকে ৩০ তারিখ পর্যন্ত গেসি ৩ দিন।

বন্দুরা, তোমরাও বেশি বেশি জিম করো দিনে অন্তত ৩ বার 😌

প্রায়ই অনেকে অনেক ভালোবাসা থেকে কিংবা আপনজন ভেবে বলেন—“আমাকে একটা ফ্রি ডায়েট চার্ট বানিয়ে দাও না।” আপনাদের যত্ন আর আস্থা...
26/08/2025

প্রায়ই অনেকে অনেক ভালোবাসা থেকে কিংবা আপনজন ভেবে বলেন—“আমাকে একটা ফ্রি ডায়েট চার্ট বানিয়ে দাও না।” আপনাদের যত্ন আর আস্থার জায়গাটা আমার কাছে সত্যিই অমূল্য, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞও।

তবে একটা কথা শেয়ার করা দরকার—ডায়েট চার্ট আসলে শুধু কিছু খাবারের নাম বা তালিকা নয়। এর ভেতরে থাকে আমার দীর্ঘদিনের পড়াশোনা, অভিজ্ঞতা, ট্রেনিং আর নিরবচ্ছিন্ন গবেষণার ফসল।

যেভাবে একজন চিকিৎসক, শিক্ষক বা ইঞ্জিনিয়ারের জ্ঞান আর শ্রমের যথাযথ মূল্যায়ন করা হয়, ঠিক তেমনি একজন পুষ্টিবিদের কাজও সম্মানের দাবিদার। এই কাজই আমার পেশা, আমার সময়, আমার শ্রম আর জীবিকার অংশ।

তাই আমার বিনীত অনুরোধ, আপনারা সবসময় পাশে থাকবেন ও সমর্থন করবেন, তবে আমার পেশার প্রতি যথাযথ সম্মান রেখেই। আপনাদের এই সম্মানই আমার কাজকে অর্থবহ করে তোলে এবং আমাকে আরও দায়িত্বশীলভাবে আপনাদের সেবা দিতে অনুপ্রাণিত করে।❤️

সুস্থ জীবন, সঠিক খাদ্যাভ্যাস থেকেই শুরু! আপনি কি ডায়াবেটিস, থাইরয়েড, ফ্যাটি লিভার, পিসিওএস বা কোলেস্টেরল নিয়ে চিন্তিত?অথ...
22/08/2025

সুস্থ জীবন, সঠিক খাদ্যাভ্যাস থেকেই শুরু!

আপনি কি ডায়াবেটিস, থাইরয়েড, ফ্যাটি লিভার, পিসিওএস বা কোলেস্টেরল নিয়ে চিন্তিত?
অথবা ওজন কমানো–বাড়ানো নিয়ে দুশ্চিন্তায় আছেন?
এবার সেই চিন্তার ইতি টানুন। নিয়ে নিন অনলাইন পার্সোনালাইজড ডায়েট ও হেলথ কনসালটেশন!

✨ এখানে পাবেন:
✅ আপনার জন্য একেবারে Personalised diet plan
✅ ডায়াবেটিস, থাইরয়েড, ফ্যাটি লিভার, কোলেস্টেরল, আর্থ্রাইটিস ও পিসিওএস ম্যানেজমেন্ট
✅ শিশু ও গর্ভকালীন/মাতৃত্বকালীন পুষ্টি পরামর্শ
✅ ওজন নিয়ন্ত্রণ (Weight loss & Weight gain)
✅ হেলদি লাইফস্টাইল টিপস

📌 কীভাবে কনসালটেশন হবে?

Zoom / Google Meet / WhatsApp Video Call/ audio call
[ বুকিং অনুযায়ী নির্ধারিত দিন ও সময়ে]

বুকিং করার সহজ ধাপঃ
1.ইনবক্সে নাম + বয়স + স্বাস্থ্য সমস্যা লিখুন
2.এপয়েন্টমেন্ট কনফার্ম করুন
3. ফি প্রদান করে শুরু করুন আপনার সুস্থতার যাত্রা

মনে রাখবেন — সঠিক খাবারই হতে পারে সেরা ওষুধ!
আজই বুক করুন 👉 [Inbox / WhatsApp Number / Email]

হ্যাপি হরমোন – শরীরের ভেতরের ছোট্ট সুখের ফ্যাক্টরি!আমরা ভেবেই পাই না, খুশি আসলে কোথা থেকে আসে! আসলে এর পিছনে লুকিয়ে আছে ...
21/08/2025

হ্যাপি হরমোন – শরীরের ভেতরের ছোট্ট সুখের ফ্যাক্টরি!

আমরা ভেবেই পাই না, খুশি আসলে কোথা থেকে আসে! আসলে এর পিছনে লুকিয়ে আছে শরীরের চারজন হিরো-

১.ডোপামিন
২.সেরোটোনিন
৩.অক্সিটোসিন
৪.এন্ডরফিন।

এরা কীভাবে কাজ করে?

ডোপামিন – তোমার "target পূরণ হলে" যে মজা লাগে, ওটা ওর কৃতিত্ব!

সেরোটোনিন – তোমাকে chill রাখে, যেন হঠাৎ হঠাৎ কারো সাথে ঝগড়া না লেগে যায়।

অক্সিটোসিন - Hug করলে, বন্ধুদের সাথে সময় কাটালে, এমনি প্রেমিকার গালে চুমু দিলেও কিন্তু এটা তোমাকে হৃদয়ের ভেতর গরম গরম ফিল দেয়।

এন্ডরফিন – ব্যায়ামের পর যে “আইস্সালা.... কি বডি বানাইলাম মামা” ফিল আসে, ওটা এন্ডরফিনের ম্যাজিক।

একজন নিউট্রিশনিস্ট হিসেবে আমি সবাইকে সাজেস্ট করবো যে -

২০ মিনিট ব্যায়াম করো – ফ্রি এন্ডরফিন পাবে!

প্রেমিক-প্রেমিকাকে জড়িয়ে ধরো – অক্সিটোসিন ঝরবে।

সূর্যের আলোয় একটু হাঁটো – সেরোটোনিন রিচার্জ হবে।

টার্গেট সেট করো আর শেষ করো – ডোপামিন তোমার পাশে থাকবে।

আর হ্যাঁ… মাঝে মাঝে চকলেটও খেতে ভুলো না।

আর proper guideline এর জন্য আমি Nutri-Terrorist আছি তোমাদের সাথে। যেকোন প্রয়োজনে ইনবক্স করো🌱

The person behind being a Nutri-terrorist.My mentor, My inspiration♥️(যে কথাটা বলে আমরা এরকম ভ্যাকভ্যাক করে হাসতেসি সেটা...
20/08/2025

The person behind being a Nutri-terrorist.
My mentor, My inspiration♥️

(যে কথাটা বলে আমরা এরকম ভ্যাকভ্যাক করে হাসতেসি সেটা এখানে বললে মান সম্মান আর থাকবেনা কারোই)

"বারবার খিদা নাকি জাঙ্ক ফুডের ক্রেভিং?" রাত ১১টা বাজতেই হঠাৎ মনে হয়—“যাই একটা বার্গার খাই জলদি” অথবা দুপুরে পেট ভরা তারপ...
17/08/2025

"বারবার খিদা নাকি জাঙ্ক ফুডের ক্রেভিং?"

রাত ১১টা বাজতেই হঠাৎ মনে হয়—
“যাই একটা বার্গার খাই জলদি”
অথবা দুপুরে পেট ভরা তারপরেও মনে হয় কি জানি খাওয়া দরকার।

এটাই হলো Junk Food Craving!

কিন্তু দুঃখের বিষয় হলো মামু— এই ক্রেভিং কিন্তু তোর পেটের জন্য না, মনের জন্য!

👉 কারণ?
বেশি লবণ, চিনি আর ফ্যাট তোর মগজে “ডোপামিন” দেয়।আর এতেই তোর মন একদম মিঠুন চক্রবর্তীর মতো উথাল পাথাল লাফ দেয়।মানে যত বেশি খাবি, তত বেশি চাইবে এমন একটা ব্যাপার !

👉 এখন প্রশ্ন হলো, কন্ট্রোল করবি ক্যামনে?
১️. পানি খাবি – অনেক সময় ক্ষুধা না, পিপাসাই ক্রেভিং আকারে আসে।
২️. ফল খাবি– মিষ্টি খেতে মন চাইলে আপেল/খেজুর/পাকা কলা সেরা বিকল্প।
৩️. ঘুম ঠিকমতো দিবি – ঘুম কম হলে ক্রেভিং বাড়ে।
৪️. ছোট ছোট মিল খাবি – পেট খালি রাখলে জাঙ্ক ফুডের প্রেমে পড়তে দেরি লাগে না।
৫️. হাতের কাছে হেলদি স্ন্যাকস রাখবি – বাদাম, দই, পপকর্ন (কম তেলে), গ্রীন টি ইত্যাদি।

😂 মনে রাখবি, “একটা বার্গার খেলে কী হবে” – এই কথাটাই আসলে পুরা ফ্রিজ খালি করার ষড়যন্ত্র!

💡 তাই আজ থেকে জাঙ্ক ফুড দেখলেই –

*না বলবি
*চিৎকার দিবি
*নিরাপদ স্থানে যাবি
*Nutri-Terrorist কে জানাবি

বারবার বলতেসি কিছু লাগলে নক দে, এরপরেও হাবিজাবি খাইয়া শরীর নষ্ট করবি তোরা😑

আজকে ৪-৫ দিন ধরে আপনাদের প্রাণপ্রিয় Nutri-Terrorist আপা জ্বর, ঠান্ডা,কাশি নিয়ে চ্যাগায়ে আছে। মনে হচ্ছে চুলে একটু কালার ক...
08/08/2025

আজকে ৪-৫ দিন ধরে আপনাদের প্রাণপ্রিয় Nutri-Terrorist আপা জ্বর, ঠান্ডা,কাশি নিয়ে চ্যাগায়ে আছে। মনে হচ্ছে চুলে একটু কালার করাইলে হয়তো ভালো লাগবে। এটা ২০২৩ এর সময়ের ছবি। আপনারা বলেন এই যাত্রায় বেঁচে গেলে কি রং মাখবো চুলে?

সারাদিন কঠোর পরিশ্রম করে একজন Unhealthy ডায়েটেশিয়ান যখন healthy lifestyle এর পোষ্টার বানায়🙃🙃🙃
03/08/2025

সারাদিন কঠোর পরিশ্রম করে একজন Unhealthy ডায়েটেশিয়ান যখন healthy lifestyle এর পোষ্টার বানায়🙃🙃🙃

আজকে আমার এক বন্ধু আমার রাগ ভাঙাতে এই গোলাপ আর চকলেট দিয়েছে। এগুলো দেখে কি মনে হয়??? চকলেটটা আমি খাবো আর গোলাপটা আমি পান...
02/08/2025

আজকে আমার এক বন্ধু আমার রাগ ভাঙাতে এই গোলাপ আর চকলেট দিয়েছে। এগুলো দেখে কি মনে হয়??? চকলেটটা আমি খাবো আর গোলাপটা আমি পানি দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখবো???
No.. এই দুইটাই আমি খাবো😌
কারন-

✅ গোলাপ অত্যন্ত উপকারী একটি ফুল।

1.গোলাপের পাপড়ি দিয়ে বানানো যায় মিষ্টি মোরব্বা, যা হজমে দারুণ সাহায্য করে, গরমে ঠাণ্ডা রাখে।
2.Rose Tea বানানো যায়, যা হারবাল টি হিসেবে কাজ করে, মানসিক চাপ কমায়, ঘুমে সাহায্য করে।
3.ডেজার্টের ডেকোরেশনে গোলাপ। যাতে থাকে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন C –যা ত্বক ও ইমিউনিটির জন্য ভালো।

✅Chocolate ও কিন্তু কোন অংশে কম না।
– এতে থাকে থিওব্রোমিন ও সেরোটোনিন, যা মন ভালো করতে সাহায্য করে।স্ট্রেস বা দুঃখ কমায় সাময়িকভাবে।
-ডার্ক চকলেট হলে হার্টের উপকার এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে (ফ্ল্যাভোনয়েডস), যা হার্ট ভালো রাখে।
-স্মৃতি ও ফোকাসে সাময়িক সহায়ক
– চকলেট খেলে মস্তিষ্কে রক্তপ্রবাহ সাময়িকভাবে বাড়ে, কিছুক্ষণের জন্য ব্রেন অ্যালার্ট থাকে।
– হঠাৎ ক্ষুধা বা ক্লান্তি কাটাতে এক টুকরো চকলেট দ্রুত শক্তি দেয়।

🚫🚫তবে গোলাপ যেমন দোকানের না হয়ে কিটনাশকমুক্ত অর্গানিক হতে হবে, তেমনি চকলেটের ক্ষেত্রেও কিন্তু ডার্ক চকলেটই খেতে হবে। মিল্ক চকলেট হলে চলবে না। কেননা এতে অনেক বেশি চিনি ও চর্বি থাকে যা বেশি খেলে ওজন বৃদ্ধি, ইনসুলিন রেসিস্ট্যান্স ও দাঁতের ক্ষতি হতে পারে।চিনি ও ক্যারামেল দাঁতের এনামেল নষ্ট করে, ক্যাভিটি বাড়ায়। এমনকি অতিরিক্ত খেলে ডিপ্রেশনও বাড়তে পারে।🚫🚫

আপনারা কি খাবেন না খাবেন সেটা যদি এত বড় হওয়ার পরও বুঝতে না পারেন তাইলে আর কি করার?? ইনবক্সে একটা নক দিলেই তো হয়। 😌

♥️♥️♥️♥️
01/08/2025

♥️♥️♥️♥️

Address

Dhaka
1214

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nutri-Terrorist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category