Breast Cancer & Thalassemia Awareness BD

Breast Cancer & Thalassemia Awareness BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Breast Cancer & Thalassemia Awareness BD, Alternative & holistic health service, Dhaka.

আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস!থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ। রক্তে যদি হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে তাহলে থ্যালাসেমিয়া...
08/05/2020

আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস!

থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের রোগ। রক্তে যদি হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে তাহলে থ্যালাসেমিয়া হয়। এর ফলে রক্তস্বল্পতা দেখা দিতে পারে। থ্যালাসেমিয়া ধারণকারী মানুষ সাধারণত রক্তে অক্সিজেন স্বল্পতা বা অ্যানিমিয়াতে ভুগে থাকেন। অ্যানিমিয়ার ফলে অবসাদগ্রস্ততা থেকে শুরু করে অঙ্গহানি পর্যন্ত ঘটতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে থ্যালাসেমিয়া রোগের বাহক প্রায় ২৫০ মিলিয়ন। বাংলাদেশে প্রায় ১০-১২ শতাংশ মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক। বিশ্বে প্রতি বছর এক লাখ শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে।
সবাই নিজ নিজ জায়গা থেকে বিয়ের আগে ইলেকট্রোফেরোসিস টেস্ট করুন, থ্যালাসেমিয়ামুক্ত পৃথিবী গড়ুন।

08/03/2020

International Women's Day.
💘

24/02/2020

খুব জরুরী!!
ঢাকার টেকনিকালে একজন গর্ভবতী মায়ের জন্য আজ [25.02.2020] ভোর চারটার মধ্যে যতো দ্রুত সম্ভব ১ ব্যাগ দুর্লভ [B-ve] বি নেগেটিভ রক্ত দরকার। দিতে না পারলেও শেয়ার করুন যেন অন্য কেউ এগিয়ে আসতে পারে।
স্থান: বিআইএইচএস হসপিটাল, টেকনিকাল সিগন্যাল, ঢাকা।
যোগাযোগ: ‭ 01768533715 [রোগীর আত্বীয়]

বুকের ব্যথা নাকি ব্যথা বুকে?মাস দুই আগের কথা।সেই সোমবার। রোগীর ভীড় উপচে পড়ছে। রুমের বাইরে যথা রীতি ঠেলা ঠেলি, চিৎকার চ্য...
29/07/2019

বুকের ব্যথা নাকি ব্যথা বুকে?

মাস দুই আগের কথা।সেই সোমবার। রোগীর ভীড় উপচে পড়ছে। রুমের বাইরে যথা রীতি ঠেলা ঠেলি, চিৎকার চ্যাচামেচি।সবে রোগী দেখতে শুরু করেছি।

আমি পরবর্তী রোগীকে ডাকলাম। আজ রইল সেই রোগীর গল্প।।

একজন বছর চল্লিশ এর মহিলা। কিছুই করেন না তিনি। থাকেন শ্বশুড় শ্বাশুড়ী ও বরের সাথে। তার এক মেয়ে স্কুলের শিক্ষক।

মাস তিনেক ধরে তিনি ভুগছেন । সমস্যা হলো ডান বুকে ব্যথা।অনেক ডাক্তার দেখিয়েছেন।অনেক ওষুধও খেয়েছেন।তবে কষ্ট যেই কে সেই। প্রথমে কাউকে বলেন নি। ঔষুধের দোকান থেকে বেশ কিছুদিন গ্যাসের ট্যাবলেট খেয়েছেন। কিছু লাভ হয় নি।ঘরোয়া টোটকা যেমন গরম সেখ,তেল মালিশ,কিছুতেই সে ব্যথা যায় না।

থাকতে না পেরে সে তার মেয়ে কে জানায়।মেয়েটি তবে সচেতন।সে অনুমান করে ,যে অসুখটা অতটা সহজ নয় এবং নিয়ে আসে হাসপাতালে।

যাই হোক আমি পরীক্ষা করি।
আলট্রাসোনোগ্রাফি ও ম্যামোগ্রাম বা স্তনের X RAY.
নিচের ছবিটিতে (মেমোগ্রাম) দেখা যাচ্ছে টিউমার (সাদা অংশটি) টি।

সব পরীক্ষা করে ধরা পড়ল স্টেজ ২ ক্যান্সার।

সার্জারী করে টিউমার বাদ দেই। তার পর চলে কেমোথেরাপি ও রে।

এখন তিনি সুস্থ।।
মূল কথা হলো আজ তিনি সুস্থ। কারণ প্রথম পর্বে রোগটি ধরা পড়ে সঠিক সময় মতো চিকিৎসাটি হয়।তবে এটি সম্ভব হয়েছিল কারণ তার মেয়েটি সচেতেন ছিল।
রোগ না ফেলে রেখে , ঠিক কাজটি করেছিল।

তাই আসুন আমরা ও সচেতন হই। একসাথে পারবো ক্যান্সার মুক্ত সমাজ তৈরী করতে।

Dr Suvendu Maji
Surgical oncologist
Kolkata

______________ HELP POST_________________________________ SHARE IT_____________________আমার ছোট বোনকে পাওয়া যাচ্ছে না!!...
04/04/2019

______________ HELP POST___________________
______________ SHARE IT_____________________

আমার ছোট বোনকে পাওয়া যাচ্ছে না!!

আমার বোন নাফিসা নেওয়াজ বিন্দু। ইডেন কলেজে বিবিএস এর ছাত্রী। গতকাল বুধবার ৩/০৪/১৯ তারিখে উত্তরা যাবার উদ্দেশ্যে বাসা থেকে দুপুর ১ টায় রওনা দেয়। কমলাপুর ষ্টেশন থেকে রাজশাহী গামী সিল্ক সিটি তে দুপুর ২.২০ মিনিটে ওঠে উত্তরা ষ্টেশন নামার জন্য। দূর্ভাগ্যবশত উত্তরা ষ্টেশন নামতে পারেনি। বিকাল ৪টা ৩ মিনিট এ সে মাকে ফোন করে বলে যে "মা আমি উত্তরা ষ্টেশন মিস করে ফেলছি। এখন ট্রেন কোথায় আছে জায়গাটা চিনতে পারছি নানা। পরের ষ্টেশন এলে নেমে বাস ধরে যাবো।" এ কথা বলার মধ্যেই ফোনটা কেটে গেল আর এটাই ছিলো শেষ ফোন। এর পর থেকে ফোন বন্ধ। 😭😭😭😭😭
কাল থেকে এখন পর্যন্ত নিখোঁজ, কোনো খোজ পাওয়া যাচ্ছে না। পুলিশ ইনফর্ম করা হয়েছে। জিডি করা আছে। ফোন Track করে সর্বশেষ গাজীপুর সদর আসা পর্যন্ত ওর ফোন on ছিলো তা জানা গেছে।
সবার কাছে আাকুল আবেদন আমার বোনটার সন্ধান পেলে বা কোথাও তাকে চোখে পরলে নিচের ঠিকানায় ও নাম্বারে যোগাযোগ করবেন।
১: 01673577194
২: 01922335723
GD nmbr : 246 jatrabari thana
Date : 3/04/19
ঠিকানা: ৩৫০/১ মিরহাজিরবাগ, কাজীবাড়ি,যাত্রাবাড়ি, ঢাকা-১২০৪
পোষ্টটি শেয়ার করে সাহায্য করবেন।

23/03/2019

মোট জনসংখ্যার সাত শতাংশ মানুষ থ্যালাসেমিয়া রোগ বহন করে এবং প্রতি বছর সাত হাজার নতুন শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে।
😞😞

ছবিতে দেখে নিন স্তন ক্যান্সারের লক্ষণগুলো। :) নিজে সচেতন হোন এবং অন্যদেরকেও জানতে সহযোগীতা করুন।
12/03/2019

ছবিতে দেখে নিন স্তন ক্যান্সারের লক্ষণগুলো। :)
নিজে সচেতন হোন এবং অন্যদেরকেও জানতে সহযোগীতা করুন।

12/03/2019

আজ রাত থেকে আবারও শুরু হতে যাচ্ছে Breast Cancer & Thalassemia Awareness BD এর কার্যক্রম।
:)

প্রেগনেন্সি টেস্ট!অনেক সময় দেখা যায় অবিবাহিত মেয়ের পিরিওড বন্ধ হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বললো প্রেগনেন্সি টে...
25/02/2019

প্রেগনেন্সি টেস্ট!

অনেক সময় দেখা যায় অবিবাহিত মেয়ের পিরিওড বন্ধ হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বললো প্রেগনেন্সি টেস্ট করে নিয়ে আসুন । এমতাবস্থায় প্রথমে হয়তো রোগীর লোক বলবে রোগী অবিবাহিত। এখনও বিয়ে হয়নি, বাচ্চা কিভাবে হবে ডাক্তার তখন জোর দিয়ে বলবে আগে টেস্ট করে নিয়ে আসুন তারপর রোগী দেখবো, না হলে দেখবো না। রোগী যাবে টেস্ট করাতে। এবার দেখা গেলো রোগী প্রেগনেন্সি টেস্ট পজেটিভ। বাড়ির লোক অবাক, রোগী অজ্ঞান।

তখন স্বাভাবিক ভাবেই রোগীর বক্তব্য থাকবে,
আমি কিছু করিনি। রোগীর লোকের বক্তব্য, কিছু করিসনি তো বাচ্চা কোথা থেকে এলো।
ডাক্তারের কাছে রোগী কাঁদতে কাঁদতে বলবে, বিশ্বাস করেন ডাক্তার সাহেব আমি কিছুই করিনি। বাচ্চা কোথা থেকে এলো আমি জানিনা।

রোগীর লোক যদি জীন বিশ্বাসী হয় তবে বলে দেবে জীনের বাচ্চা ওটা কিন্তু ডাক্তারের কেরামতি এখনও বাকি আছে।ডাক্তার তখন আলট্রাসনোগ্রাফির সাহায্য নেবে।

আলট্রাসনোগ্রাফিতে দেখা যাবে রোগী প্রেগনেন্ট না। রোগীর তল পেটে কোন ফেটাস নেই।

এখন প্রশ্ন হচ্ছে রোগীর পেটে বাচ্চা নেই কিন্তু প্রেগনেন্সি টেস্ট পজেটিভ আসলো কেন।
এটা যে স্ট্রিপ দিয়ে টেস্ট করা হয় সেই স্ট্রিপ আসলে বাচ্চা ডিটেকটর না।

একজন মহিলা যখন বাচ্চা কনসিভ করে তার ৬ দিনের মধ্যে Human Chorionic Gonadotropin (HCG) নামক একটি হরমোন নিঃসৃত হয় দেহ থেকে যা ইউরিন এর মাধ্যনে দেহ থেকে বের হয়। হরমনটি মূলত syncytiotrophoblast (প্লাসেন্টা অংশ) রক্ষার কাজে ব্যবহৃত হয়।

কিন্তু এই একই হরমোন অনেক টিউমার যেমন : Seminoma, choriocarcinoma, germ cell tumors, hydatidiform mole formation, teratoma with elements of choriocarcinoma, and islet cell tumor এর কারণেও নি:সৃত হতে পারে। তখন তো প্রেগনেন্সি টেস্ট পজেটিভ দেখাবে।

এইরকম পরিস্থিতিতে প্রথমেই অনেকে আত্মহত্যার পথ বেছে নেই। আত্মহত্যা করা বা অন্য কিছু ঘটানোর আগে সিউর হোন। আপনি নিজে সতর্ক হোন আর আশেপাশের মানুষকেও সতর্ক করুন। তাহলে হয়তো একটা প্রাণ বাঁচতে পারে। কে জানে এমন কিছু ঘটনা আপনার আশেপাশেই ঘটছে কিনা।

TOUCH your breasts. Can you feel anything unusual?✔️✔️🌀COMING SOON! 🌀✔️✔️
20/12/2018

TOUCH your breasts. Can you feel anything unusual?✔️✔️
🌀COMING SOON! 🌀
✔️✔️

আমাদের দেশের বেশিরভাগ নারীই জানেন না সেলফ ব্রেস্ট চেকআপ কী? বা কিভাবে নিজেই নিজের ব্রেস্ট চেকআপ করা যায়।আসুন জেনে নেই সে...
11/12/2018

আমাদের দেশের বেশিরভাগ নারীই জানেন না সেলফ ব্রেস্ট চেকআপ কী? বা কিভাবে নিজেই নিজের ব্রেস্ট চেকআপ করা যায়।

আসুন জেনে নেই সেলফ ব্রেস্ট চেকআপের প্রথম ধাপ:

Begin by looking at your breasts in the mirror with your shoulders straight and your arms on your hips.

Here's what you should look for:

⭕️Breasts that are their usual size, shape, and color.

⭕️Breasts that are evenly shaped without visible distortion or swelling.

⭕️Dimpling, puckering, or bulging of the skin.

⭕️A ni**le that has changed position or an inverted ni**le (pushed inward instead of sticking out).

⭕️Redness, soreness, rash, or swelling.

⛔️If you see any of the following changes, bring them to your doctor's attention

আমাদের দেশের বেশিরভাগ নারীই জানেন না সেলফ ব্রেস্ট চেকআপ কী? বা কিভাবে নিজেই নিজের ব্রেস্ট চেকআপ করা যায়।আসুন জেনে নেই সে...
30/11/2018

আমাদের দেশের বেশিরভাগ নারীই জানেন না সেলফ ব্রেস্ট চেকআপ কী? বা কিভাবে নিজেই নিজের ব্রেস্ট চেকআপ করা যায়।

আসুন জেনে নেই সেলফ ব্রেস্ট চেকআপের প্রথম ধাপ:

Begin by looking at your breasts in the mirror with your shoulders straight and your arms on your hips.

Here's what you should look for:

◘Breasts that are their usual size, shape, and color.

◘Breasts that are evenly shaped without visible distortion or swelling.

◘Dimpling, puckering, or bulging of the skin.

◘A ni**le that has changed position or an inverted ni**le (pushed inward instead of sticking out).

◘Redness, soreness, rash, or swelling.

⛔️If you see any of the following changes, bring them to your doctor's attention.

Asif Islam Abir এর পরিচালনায়, Iqbal Ali Shimun এর সার্বিক সহযোগীতায় এবং Bushra Noor এর উপস্থাপনায় পর্বভিত্তিক সচেতনতামূল...
24/11/2018

Asif Islam Abir এর পরিচালনায়, Iqbal Ali Shimun এর সার্বিক সহযোগীতায় এবং Bushra Noor এর উপস্থাপনায় পর্বভিত্তিক সচেতনতামূলক প্রামান্যচিত্র► থ্যালাসেমিয়া এবং বাংলাদেশ।

দেখতে চোখ রাখুন Breast Cancer & Thalassemia Awareness BD তে।

03/11/2018

Guidelines on Breast Screening➡️

💢 39 Years and below► monthly breast self examination.

💢 40 to 49 Years ► monthly breast self examination &
annual screening mammography.

💢50 Years and above ► monthly breast self examination &
two yearly screening mammography.

02/11/2018

আপনিও হতে পারেন একজন থ্যালাসেমিয়া রোগীর বাহক!

02/11/2018

ব্রা পড়ার সাথে ব্রেস্ট ক্যান্সারের সম্পর্ক কি? একটু গুগল করলেই পাবেন।তাও কিছুটা শেয়ার করি।

►দিনে ২৪ ঘন্টা ব্রা পড়ে থাকা নারীদের মধ্যে প্রতি ৪ জনে ৩ জন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন।

► দিনে ১২ ঘন্টা ব্রা পড়ে থাকা, এবং ঘুমানোর সময় ব্রা না পড়ে থাকা নারীদের মধ্যে প্রতি ৭ জনে ১ জন এই
রোগে আক্রান্ত হন।

► দিনে ১২ ঘন্টার কম ব্রা পড়ে থাকা নারীদের মধ্যে প্রতি ১৫৩ জনে ১ জন আক্রান্ত হয়ে থাকেন।

►যে নারীরা একেবারেই ব্রা পড়েন না, কিংবা খুব কম পড়েন, তাদের প্রতি ১৬৮ জনে মাত্র ১ জন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন।

দেখুন আক্রান্ত হওয়ার হার কিভাবে কমে এসেছে। মানে ব্রা পরিধান করা একটু নিয়ন্ত্রন করতে পারলেই, ব্রেস্ট ক্যান্সারের ঝুকি কতটুকু কমানো যাচ্ছে।

19/10/2018

প্রতিবছর বাংলাদেশে সাড়ে ১২ হাজারের বেশি নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন, যার অর্ধেকেরও বেশি মারা যান।

17/10/2018

স্তন ক্যান্সারের সতর্কতাসূচক লক্ষণগুলো আজকে থেকে একটা একটা বিষয় প্রতিদিন জেনে নিন:
আজকের বিষয়► পিঠের উপরের দিকে বা কাধে ব্যাথা।

Address

Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Breast Cancer & Thalassemia Awareness BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share