Al Islam Zahuria Primary Health Care Center

Al Islam Zahuria Primary Health Care Center স্বল্প মূল্যে উন্নত স্বাস্থ্যসেবা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে আমাদের পথ চলা।

ঐতিহ্যবাহী জহুরীয়া দরবার শরীফ এর উদ্যোগে আগামী ০৩ ফেব্রুয়ারী হতে ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইসায়ী, রোজ সোম, মঙ্গল, বুধ ও বৃহ...
26/01/2025

ঐতিহ্যবাহী জহুরীয়া দরবার শরীফ এর উদ্যোগে
আগামী ০৩ ফেব্রুয়ারী হতে ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইসায়ী, রোজ সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (৪ দিন ব্যাপী) প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুক্তির পথ প্রদর্শক, কোরআন ও হাদীসের আলোকে বৈজ্ঞানিক তত্ত্ব বিশ্লেষণকারী জাহেরী ও বাতেনী ইলমের আলোক বর্তীকা, ইসলামী জাগরণের অগ্রদূত, শির্ক ও বিদ-আতের মূল উৎপাটনকারী, সমাজ সংস্কারক, ফুরফুরা শরীফের খলিফা, ভূতপূর্ব অধ্যাপক-পদার্থবিজ্ঞান ও উপাধ্যাক্ষ-সরকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পীরে কামেল-
আলহাজ্ব হযরত মাওলানা অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি এঁর
২১ তম ইন্তিকাল বার্ষিকী উপলক্ষে “আল ইসলাম জহুরীয়া হাজী আইনউদ্দীন দাখিল মাদ্রাসা প্রাঙ্গন, উত্তর বাহেরচর, তারানগর, কেরাণীগঞ্জ, ঢাকায় ৪ দিন ব্যাপি বার্ষিক ঈছালে ছাওয়াব ও তা’লীমি মাহ্ফিল-এর আয়োজন করা হয়েছে। উক্ত মাহ্ফিলে স্ববান্ধব উপস্থিত হয়ে আল্লাহ্পাক ও রাসূলে করিম সাল্লেল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এঁর মহব্বত হাসিল করুন।

16/01/2025

01879797891

17/07/2024

শোক সংবাদ
إنا لله و إنا اليه راجعون
রফিকে আ'লার দরবারে চলে গেলেন ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক চর্চা কেন্দ্র, দক্ষিণ বঙ্গের ইলমে শরীয়াত ও ত্বরীকতের প্রাণকেন্দ্র, ঐতিহাসিক ছারছীনা দরবার শরীফের হযরত পীর এবং মুর্শিদ ছারছীনা দরবার শরীফের আ'লা হযরত পীর কিবলা।

■ দেশ-বিদেশের কোটি কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লার মাননীয় আমির, প্রায় দুই হাজার দ্বিনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিন এর প্রধান পৃষ্ঠপোষক ও মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মুতাওয়াল্লী এবং ছারছীনা দরবার শরীফের পীরে কামেল শাহ সূফী আ'লা হযরত মাওলানা শাহ মোহাম্মাদ মুহিব্বুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আজ রাত দুইটা ১১ মিনিটের সময় রাজধানী সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী র’জিয়ূন! ইন্তেকালের সময় মরহুমের বয়স হয়েছিল ৭০ এর কাছাকাছি!"

■ পীর সাহেব কেবলা(রহঃ)দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগতে ছিলেন। প্রথমতঃ তিনি রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে, এরপরে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এবং সর্বশেষ গ্রিন রোদস্থ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

■ ইন্তেকালের সময় তিনি স্ত্রী, দুইপুত্র এবং তিন কন্যা সহ অনেক নাতি নাতনি রেখে যান। সকল পীরভাই, মুহিব্বীন দের নিকট পীর সাহেব কেবলার রুহের মাগফিরাতের জন্য দু'আ কামনা করছেন হযরত পীর সাহেব কেবলা (রহঃ) এর বড় সাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছরুদ্দীন আহমদ হোসাইন (মাঃআঃ)।

■ জানাজা ও দাফনঃ
আগামীকাল ১৮ জুলাই, ০৩ শ্রাবণ, ১১ মুহাররম, রোজ- বৃহস্পতিবার বেলা ৩টায় ছারছীনা দরবার শরীফ (পিরোজপূর জেলার, নেসারাবাদ থানা/ঊপজেলা) ময়দানে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে ইন শা আল্লাহ! সকল পীরভাই, মুহিব্বীন এবং দল-মত ও ছেলছেলা নির্বিশেষে সকল ঈমানদার মুসলমান ভাইদেরকে হুজুরের জানাজায় উপস্থিত হবার/থাকার জন্য আহ্বান জানাচ্ছি!

■ মরহুমের ইন্তিকালে ঐতিহ্যবাহী জহুরীয়া দরবার শরীফ এর বর্তমান পীর সাহেব কিবলা পীরে তরিকত আলহাজ্ব শাহ সূফী মোহাম্মাদ আজহারুল ইসলাম আল কাদেরী, মাঃজিঃআঃ আজ সকালে এক বার্তায় গভীর শোক প্রকাশ করেন। তিনি শোকাহৃত মরহুমের পরিবার ও ভক্ত-অনুরক্ত সকলের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রাফয়ে দারাজাত কামনা করেন।

।। ডেস্ক_রিপোর্ট।।
জহুরীয়া দরবার শরীফ
উত্তর বাহেরচর, তারানগর
কেরাণীগঞ্জ, ঢাকা।
১৭ জুলাই ২০২৪, রোজ বুধবার
০২/০৪/১৪৩১ বঙ্গাব্দ
১০/০১/১৪৪৬ হিজরী

ঢাকা ও এর আশেপাশের এলাকার সময় অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজের সময় সূচী। -হানাফী মাজহাবের মতামতে।
07/01/2024

ঢাকা ও এর আশেপাশের এলাকার সময় অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজের সময় সূচী। -হানাফী মাজহাবের মতামতে।

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ্। সুপ্রিয় এলাকাবাসী, আল ইসলাম জহুরীয়া কমপ্লেক্স এর কার্যক্রমের অংশ আল ইসলাম জহুরীয়া প...
03/01/2024

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ্।

সুপ্রিয় এলাকাবাসী, আল ইসলাম জহুরীয়া কমপ্লেক্স এর কার্যক্রমের অংশ আল ইসলাম জহুরীয়া প্রাথমিক স্বাস্থসেবা কেন্দ্র উত্তর বাহেরচর, তারানগর, কেরাণীগঞ্জের পক্ষ হতে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম।

এখন নাম মাত্র ভিজিটে প্রতি শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আল ইসলাম জহুরীয়া প্রাথমিক স্বাস্থসেবা কেন্দ্রে গর্ভবতী মায়েদের গর্ভকালীন সমস্যা, মহিলাদের সন্তান না হওয়া, ব্রেস্ট টিউমার, রক্তশূন্যতা, জরায়ুতে টিউমার, নরমাল ডেলিভারীর পরামর্শ সহ যাবতীয় প্রসূতি ও মহিলারোগের জন্য একজন মহিলা বিশেষজ্ঞ ডাক্তার এবং শিশু রোগ, এ্যজমা-শ্বাসকষ্ট, বাতব্যাথা, এলার্জি, ডায়াবেটিস, হৃদরোগের জন্য মেডিসানের একজন বিশেষজ্ঞ পুরুষ ডাক্তার চিকিতসা সেবা প্রদান করে চলেছেন।
এলাকার শিশু, মহিলা, পুরুষ যারা মহিলা অথবা পুরুষ ডাক্তার দেখাতে আগ্রহী তাদেরকে সকাল নয়টায় সিরিয়াল লিখানোর অনুরোধ করছি।

চলে আসুন, আল ইসলাম জহুরীয়া প্রাথমিক স্বাস্থসেবা কেন্দ্র, হাজী বাড়ি, উত্তর বাহেরচর, তারানগর, কেরাণীগঞ্জ, ঢাকা।

জহুরীয়া দরবার শরীফ নিউজআগামী ৩০ জানুয়ারি হতে ০২ ফেব্রুয়ারী ২০২৪ ইসায়ী, রোজ মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার (৪ দিন ব্য...
26/12/2023

জহুরীয়া দরবার শরীফ নিউজ

আগামী ৩০ জানুয়ারি হতে ০২ ফেব্রুয়ারী ২০২৪ ইসায়ী, রোজ মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার (৪ দিন ব্যাপী) জহুরীয়া দরবার শরীফ এর উদ্যোগে পীর ছাহেব কিবলা রহমতুল্লা আলাইহি- এঁর ২০তম ইন্তিকাল বার্ষিকী উপলক্ষে “আল ইসলাম জহুরীয়া হাজী আইনউদ্দীন দাখিল মাদ্রাসা প্রাঙ্গন, উত্তর বাহেরচর, তারানগর, কেরাণীগঞ্জ, ঢাকায় বার্ষিক তা’লিমী ও ঈছালে ছাওয়াব মাহ্ফিল- এর আয়োজন করা হয়েছে। উক্ত মাহ্ফিলে উপস্থিত হয়ে আল্লাহ্পাক ও রাসূলে করিম সাল্লেল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এঁর মহব্বত হাসিল করুন।

আরজগুজার
মুহেব্বীনে হযরত মাওলানা আলহাজ্ব অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম আল কাদেরী (রহঃ) এঁর পক্ষে-
মাহ্ফিল ইন্তেজামিয়া কমিটি

আল ইসলাম জহুরীয়া প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের পক্ষ হতে সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা।  আপনাদের সেবার আমাদের সাথে ন...
20/11/2023

আল ইসলাম জহুরীয়া প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের পক্ষ হতে সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা।

আপনাদের সেবার আমাদের সাথে নতুন ভাবে যুক্ত হচ্ছেন এক জন মেডিসিন ডাক্তার।

আল ইসলাম জহুরীয়া কমপ্লেক্স এর কার্যক্রমের অংশ হিসেবে একজন থেকে প্রতি শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত আল ইসলাম জহুরীয়া প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা সেবা প্রদান করবেন স্ত্রী, প্রসূতি, মহিলারোগ বিশেষজ্ঞ ও
এক জন মেডিসিনের পুরুষ ডাক্তার।
আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা গাইনি ও মেডিসিনের ডাক্তার দেখাতে আগ্রহী প্রতি শনিবার সকাল ৯ ঘটিকায় চলে আসুন, আল ইসলাম জহুরীয়া প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে।

আল ইসলাম জহুরীয়া প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে উত্তর বাহেরচর, তারানগর, কেরাণীগঞ্জ ঢাকা।


#হাসপাতাল

এখন থেকে প্রতি শনিবার আমরা আপনার পাশে আছি।
20/11/2023

এখন থেকে প্রতি শনিবার আমরা আপনার পাশে আছি।

Address

Uttar Baherchar, Taranagar, Keranigong
Dhaka
1312

Alerts

Be the first to know and let us send you an email when Al Islam Zahuria Primary Health Care Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Al Islam Zahuria Primary Health Care Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram