03/04/2024
📌 #বাত (আর্থ্রাইটিস) :
বাত শুধুমাত্র একটি রোগ নয় বরং একই পরিবারভুক্ত অনেকগুলো রোগের সমষ্টি। প্রায় ১০০ টি বিভিন্ন ধরনের রোগ নিয়ে হয় বাত রোগ। এই রোগে প্রধানত জয়েন্টগুলো আক্রান্ত হলেও হাড়ের প্রদাহ, ক্ষয় রোগ, লিগামেন্ট ও টেন্ডনের ব্যাথা, মাংসপেশির ব্যথা, মেরুদন্ডের প্রদাহ, ক্ষয়, আড়ষ্ঠতা এগুলোও বাত রোগের পর্যায়ে পড়ে।
⭕ কারণ : বাতরোগের প্রকৃত কারণ উদঘাটন অধিকাংশ ক্ষেত্রেই কষ্টসাধ্য। কেননা অনেকগুলো কারণে এই রোগসমূহের উদ্ভব হতে পারে। তবে নিম্নোক্ত কারণসমূহ বাতরোগের ঝুঁকি বাড়ায় -
🔷 আঘাত : পূর্ববর্তী বড় ধরনের কোন আঘাত বাতের কারণ এর অংশ হতে পারে।
🔷 অপুষ্টি : প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের অভাব বিশেষতঃ ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ঘাটতি।
🔷 বয়স : বয়স বৃদ্ধির সাথে সাথে তরুণাস্থি ভঙ্গুর হয়ে পড়ে এবং এর পুনর্গঠন এর ক্ষমতাও কমে যায়। তাই বয়স বাড়ার সাথে বাতরোগে আক্রান্ত হবার সম্ভাবনাও বাড়ে।
🔷 অতিরিক্ত ওজন : জয়েন্ট ক্ষয় খানিকটা শরীরের বাড়তি ওজনের সাথে সম্পর্কিত। অতিরিক্ত ওজন জয়েন্টগুলোর উপর অতিরিক্ত চাপ স্থাপন করে। তাই স্থূলকায় ব্যক্তিরা সাধারণত বাতরোগে বেশি ভুগে থাকেন।
🔷 ব্যাকটেরিয়ার সংক্রমণ : কতিপয় ব্যাকটেরিয়ার সংক্রমণ যেমন: ক্লিবসেলা ও এলার্জি স্বল্পমেয়াদি বাতব্যথার উদ্ভব ঘটাতে পারে। সংক্রমনের কারণে সংঘটিত বাতরোগকে 'রিএক্টিভ আর্থ্রাইটিস' বলে।
🔷 বংশগত : বাতরোগে বংশগতির প্রকৃত ভূমিকা কি তা এখনো জানা সম্ভব হয়নি, তবে এতে বংশগতির যে সুস্পষ্ট প্রভাব আছে সে বিষয়ে বিশেষজ্ঞরা একমত।
⭕ প্রকারভেদ :
বাতরোগ সাধারণত কয়েক ধরনের হয়ে থাকে যেমন:
🔷 সন্ধিবাত/ গাঁট (Rheumatoid Arthritis)
🔷 অস্টিওআর্থ্রাইটিস (Osteoarthritis)
🔷 গেটেবাত (Gout)
🔷 কটিবাত বা কোমর প্রদাহ (Lumbago)
🔷 মেরুদন্ড প্রদাহ (Spondylitis)
🔷 সায়াটিকা (Sciatica)
🔷 আম বাত/আর্টিকেরিয়া/এলার্জি (Urticaria)
🔷 বাতজ্বর (Rheumatic fever)
🔷 সংক্রামক বাত (Septic Arthritis)
⭕ রোগের লক্ষণ ও উপসর্গ :
যদিও বাত বিভিন্ন ধরনের হয়ে থাকে, তবে সব বাতরোগের সাধারণ উপসর্গ হলো- বিভিন্ন মাত্রার ব্যথা, জয়েন্টে ফোঁলা, শক্ত হয়ে যাওয়া, আড়ষ্টতা এবং জয়েন্টের চারপাশের স্থায়ী যন্ত্রণা।
⭕ আর্থ্রাইটিস ফাউন্ডেশন এর একটি গবেষণা থেকে জানা যায় ১৮ থেকে ৬৪ বছর বয়সের তিনজন মানুষের মধ্যে প্রতি একজন আর্থ্রাইটিসে আক্রান্ত।
🛑 সম্পূর্ণ পার্শ্ব-প্রতিক্রিয়াহীন এই 'হিজামা চিকিৎসা' (Cupping Therapy) আর্থ্রাইটিসের জন্য খুবই ফলপ্রসু। যারা দীর্ঘদিনের বাতের ব্যথায় ভুগছেন তারা আর দেরি না করে আজই যোগাযোগ করুন।
🛑 এপয়েন্টমেন্ট নিতে কল করুন - 01312062480
©️ Women's Hijama Care