Govt PN Girls' High School, Rajshahi Friends

Govt PN Girls' High School, Rajshahi Friends I am Ok, You are OK
(1)

11/05/2025

প্রিয় চৈ,
ফারহানা আপার অনুরোধে যখন তোকে ম্যাসেজ দিলাম।
এবং তুই ম্যাসেজ দেখেও উত্তর দিলি না , তখন মনে মনে যত গালিগালাজ করা যায় সব করলাম।
মনে মনে আরও বললাম-.. লা, শুধু লেখা পড়া শিখেছে, প্রেসক্রিপশন লেখার জন্য। ছোট্ট বেলার বান্ধবী একটা ম্যাসেজ দিলো, তার উত্তরটাও দিলো না!
কেমন বান্ধবী আমার!
প্রচন্ড মেধাবী এবং দুষ্টু , এই দুই কম্বিনেশন ছিলো তোর।
আর আজ রুগী দেখতে দেখতে শান্ত, শিষ্ঠ, লেজ বিশিষ্ট হয়ে গেছে? ছেলে মেয়েদেরকে নিশ্চয়ই গর্ব করে বলে- তোমাদের মতো বয়সে আমি কি শান্ত ছিলাম।
বের করছি ওর শান্তগীরি/
কিন্তু আমার সব ভুল ভেঙে গেছে আজ সকালে তোর ম্যাসেজ পেয়ে। নিজেকে তিরষ্কার ও করেছি , মনে মনে তোকে গালিগালাজ করার জন্য।
ভালোবাসি তোদের বন্ধু।
সারাজীবন অনেক বন্ধু হয়েছে , কিন্তু স্কুলের বন্ধুদের মতো না।
অনেক অনেক ভালোবাসা তোর জন্য। ছেলেমেয়েদেরকে আমার আদর দিবো। ভাইকে আমার সালাম দিবি।
বিঃদ্রঃ ছেলে মেয়েদের আমার কাছ থেকে দূরে রাখিস, তা না হলে তোর দুষ্টামিগুলো বলে দিবো😜।
ইতি
তোর ছোট্ট বেলার বান্ধবী
রু
০৫/০৪/২৫

02/04/2025

ঈদ মোবারক

17/06/2024

ঈদ মোবারক

29/04/2024

আজ বিশ্ব ইচ্ছা দিবস।
(World wish day ).
যুক্তরাষ্ট্রভিত্তিক ফাউন্ডেশন ,যার নাম "Make a wish foundation “তাদের উদ্যোগে দিনটি চালু হয়।
৭ বছরের ক্রিস গ্রেসিয়াস ,মরণ ব্যাধি লিউকোমিয়ায় আক্রান্ত হয়। ক্রিস বড় হয়ে পুলিশ কর্মকর্তা হতে চেয়েছিলো।স্থানীয় পুলিশ বিভাগ বিষয় টা জানতে পেরে ক্রিসকে একদিনের জন্য পুলিশ বানিয়ে তার কখনও পূরণ না হওয়া স্বপ্নকে পূরণ করেছিলো। ঘটনা টি ঘটেছিলো ১৯৮০ সালের ২৯ এপ্রিল।
এরপর অনেক বছর গড়িয়ে গেছে। ২০১০ সাল থেকে দিনটি আনুষ্ঠানিক ভাবে উইশ ডে হিসাবে পালিত হয়।

08/03/2024
29/01/2024

৯৬ প্রভাতি শাখার বন্ধুরা,মনে আছে গন্ধভাজাল গাছের পাতা ক্লাস রুমে ডলে কেমন করে ইংরেজি ক্লাস ভন্ডুল করেছিলাম আমরা কয়েকজন দুস্ট বন্ধুরা মিলে,হাহাহা।
Saleha Khatun;96

28/01/2024

ক্লাস টেন এ বেশ কিছুদিন যখন টিফিন কম হতে লাগলো, মানে ক্যাপ্টেন ঠিকঠাক গুনে আনলেও ১/২ টা কম, তখন হাফিজ স্যার একটা বুদ্ধি বের করেছিলেন তোদের মনে পড়ে?
স্যার আমাদের সবার কাছে জানতে চাইলেন কার কোন টিফিন খুব পছন্দের?
আমার ডালপুরি, চৈতীর সিংগাড়া, এমন সবার কোনটা, তখন স্যার বললেন, প্রতিদিন একটা করে টিফিন বেশি আসবে, বাই রোটেশন আমরা আমাদের পছন্দের টিফিন একটা করে বেশি পাবো!!!
আর কোনদিন টিফিন কম হয়নি।
কি অদ্ভুত ভাললাগা কাজ করে স্যারের জন্য আজও!!!
#সানজিদা খানম
ব্যাচ # ৮৮

28/01/2024

সবাই কেমন আছো বন্ধুরা?
এই পেজের পি,এন স্কুলের বন্ধুদেরকে অনুরোধ করছি তাঁদের স্কুলের স্মৃতি, মজার ঘটনা বা পি,এন স্কুলের গুরুত্বপূর্ণ কিছু তথ্য লেখতে।
অগ্রীম ধন্যবাদ সবাইকে।

Address

Dhaka

Telephone

+8801712735696

Website

Alerts

Be the first to know and let us send you an email when Govt PN Girls' High School, Rajshahi Friends posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Govt PN Girls' High School, Rajshahi Friends:

Share