11/05/2025
প্রিয় চৈ,
ফারহানা আপার অনুরোধে যখন তোকে ম্যাসেজ দিলাম।
এবং তুই ম্যাসেজ দেখেও উত্তর দিলি না , তখন মনে মনে যত গালিগালাজ করা যায় সব করলাম।
মনে মনে আরও বললাম-.. লা, শুধু লেখা পড়া শিখেছে, প্রেসক্রিপশন লেখার জন্য। ছোট্ট বেলার বান্ধবী একটা ম্যাসেজ দিলো, তার উত্তরটাও দিলো না!
কেমন বান্ধবী আমার!
প্রচন্ড মেধাবী এবং দুষ্টু , এই দুই কম্বিনেশন ছিলো তোর।
আর আজ রুগী দেখতে দেখতে শান্ত, শিষ্ঠ, লেজ বিশিষ্ট হয়ে গেছে? ছেলে মেয়েদেরকে নিশ্চয়ই গর্ব করে বলে- তোমাদের মতো বয়সে আমি কি শান্ত ছিলাম।
বের করছি ওর শান্তগীরি/
কিন্তু আমার সব ভুল ভেঙে গেছে আজ সকালে তোর ম্যাসেজ পেয়ে। নিজেকে তিরষ্কার ও করেছি , মনে মনে তোকে গালিগালাজ করার জন্য।
ভালোবাসি তোদের বন্ধু।
সারাজীবন অনেক বন্ধু হয়েছে , কিন্তু স্কুলের বন্ধুদের মতো না।
অনেক অনেক ভালোবাসা তোর জন্য। ছেলেমেয়েদেরকে আমার আদর দিবো। ভাইকে আমার সালাম দিবি।
বিঃদ্রঃ ছেলে মেয়েদের আমার কাছ থেকে দূরে রাখিস, তা না হলে তোর দুষ্টামিগুলো বলে দিবো😜।
ইতি
তোর ছোট্ট বেলার বান্ধবী
রু
০৫/০৪/২৫