30/11/2025
স্কয়ার ক্যান্সার সেন্টারের উদ্যোগে ২৫ নভেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার স্কয়ার হসপিটালে অনুষ্ঠিত হয় ব্রেস্ট ক্যান্সার সারভাইভার্স প্রোগ্রাম। দেশের বিভিন্ন জেলা থেকে ১০০ জন এর বেশি ব্রেস্ট ক্যান্সার সারভাইভার ও তাদের কেয়ারগিভাররা এই চমৎকার আয়োজনে অংশগ্রহণ করেন। স্কয়ার ক্যান্সার সেন্টার সবসময়ই আন্তর্জাতিক মান বজায় রেখে ক্যান্সার চিকিৎসা, গবেষণা, রোগীর শিক্ষা এবং সারভাইভারদের সহায়তায় বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।
তারই ধারাবাহিকতায় স্কয়ার হসপিটাল আয়োজন করেছিল ইয়োগা থেরাপি, আর্ট থেরাপি ও মিউজিক থেরাপির। ইয়োগা থেরাপি ও মিউজিক থেরাপি পরিচালনা করেন বাংলাদেশের অন্যতম স্বনামধন্য যোগ প্রতিষ্ঠান জয়সান ইয়োগা এন্ড ওয়েলনেস সেন্টার। এই সেশনটি পরিচালনা করেন যোগাচার্য কুশল রায় জয় ও তার সহযোগি সঞ্চিতা সরকার, নার্গিস সুলতানা মুন্নি, মুক্তা পাল, জয়ীতা সমাদ্দার ও সুব্রত দে।
মানসিক এবং শারীরিক সুস্থতায় জয়সান ইয়োগা বনানী এবং ধানমন্ডি সেন্টারে তাদের প্রতিদিনের অনলাইনে ও অফলাইনে বিভিন্ন ক্লাস ও কোর্স করিয়ে থাকেন। এছাড়াও তারা বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ক্লাব এবং বিভিন্ন অফিসে কর্পোরেটে যোগ, আয়ুর্বেদ ও ধ্যান সেবা দিয়ে আসছে। গত ৮ বছর ধরে দেশে এবং দেশের বাইরে প্রায় ৯০ টি প্রতিষ্ঠানের সাথে সফলভাবে কাজ করছে জয়সান ইয়োগা।