12/10/2025
"সন্তানের ডায়েট নিজে করে এখন অসুস্থ এক মা"
আপনারা গোপনীয়তা পারদর্শী কিন্তু ডায়েটিশিয়ান এর কাছে, গোপনীয়তা মানেই বিপদ।
চলুন আগে হিস্ট্রি টা জানি
৪৩ জন বয়সের একজন মা
➡️২০২০-২১ ( জিরো কার্বহাইড্রেট ডায়েট করছেন তাও নিজে না দেখিয়ে, ছেলেদের দেখিয়েছেন এক সনামধন্য জায়গায় অতঃপর সেটা সে নিজেও পালন করে এরপর অসুস্থ হয় ভয়াবহ)
২-৩ বার অজ্ঞান ও হয়েছে
📌 যার ডায়েট তার, আপনার ডায়েট ভিন্ন, আপনারা যদি মনে করে ৫০০টাকা দিয়ে একজন কে দেখায়ে পরিবারের ৫ জন মানবেন তাহলে তো ক্ষতি হবেই, একটা মুরগির রান কি ৫জন খান?
তাহলে ডায়েটের বেলায় কার্পন্যতা কেন?
➡️ ২০২২ সালে অতিষ্ঠ বাদ দেন ডায়েট, খাওয়া দাওয়া করেন ভরপেট
📌 এটাই স্বাভাবিক, সমাজের সাথে মিলায়ে চলার জায়গায় যদি আজগুবি পন্থা অবলম্বন করেন ওজন কমানোর যা রীতিমতো নিজের উপর টর্চার তাহলে একদিন হাল ছাড়তে হবেই
➡️ ২০২৩ -২৪ এক Gym এ জয়েন করেন, ট্রেনারের গাইডলাইন এ ডায়েট করেন
➡️ ২০২৪-২৫ এ Gym পরিবর্তন করেন এবং তারপর থেকে নিজে নিজে সব করেন এবং ওজন বৃদ্ধি হতেই আছে
📌১৮ সেপ্টেম্বর আমার কাছে আসেন এবং সব গোপন করেন শুধু বলেন ২০২০-২১ এ অমুক জায়গা থেকে ডায়েট করেছে
📌২২ দিন পর আমার সাথে ফলোআপে আসেন আলহামদুলিল্লাহ Acidity, bloating, constipation এর কোনো সমস্যা আর নাই, হারায় যাওয়া appetite ফেরত এসেছে তবে তার অনেক গুলা সমস্যা এখনে রয়েছে যা কমাতে ওজন কমানোর ভূমিকা প্রকট
তবে সে দুশ্চিন্তা এবং ৬ বছরের এই নিজেই নিজের ক্ষতি করে মেটাবলিজম নষ্ট করে ফেলেছেন
বলেন এই ড্যামেজ শরীরে ডায়েট কাজ না করা টা তো জায়েজ তাহলে এখানে আমাদের করণীয় কি?
এমন ড্যামেজড পেশেন্ট এর সুস্থতা করা যায় তাদের ড্যামেজের রেশিও এবং বয়স অনুযায়ী
অলরেডি ৩ জনের রিভিউ পাবেন শীঘ্রই কিন্তু বয়স যত বাড়বে আপনাদের জটিলতা বাড়বেই
তখন কান্না করেও লাভ হয় না
একসময়ের ৫০০টাকা বাঁচাতে গিয়ে পরবর্তী জীবনে ৫০ হাজার টাকা খরচের পথ সহজ করছেন না তো?
নিজেকে প্রশ্ন করুন 📌
চেষ্টা করবো ভিডিও দেওয়ার এই বিষয়ে
জাযাকাল্লাহ খাইরান
মায়িশা ফারজানা অন্তরা
নিউট্রেশন এবং ডায়েট কনসালটেন্ট
বি.এস.সি (অনার্স), এম.এস.সি ( খাদ্য ও পুষ্টিবিজ্ঞান) ঢাবি
সিএনডি (বাংলাদেশ মেডিকেল কলেজ এবং হাসপাতাল)
লাইফ মেম্বার (আইএপিইএন) ইন্ডিয়া এসোসিয়েশন ফর পেরেন্টাল এবং ইন্টারনাল নিউট্রেশন, ইন্ডিয়া
গুলশান ক্লিনিক লি.
তালহা হেল্থ কেয়ার লি.
বাড্ডা জেনারেল হাসপাতাল এবং ডায়াগনস্টিক (পিভিটি)লি.
সিআরপি কনসালটেন্ট এবং ডায়াগনস্টিক লি.