Raqi Zakaria Tamim

Raqi Zakaria Tamim Raqi Zakaria Tamim

আধুনিক চিকিৎসা ব্যবস্থার সমন্বয়ে রাসূল (সাঃ) এর চিকিৎসা বিজ্ঞানকে পুনরুজ্জীবিত করা।

রুকইয়াহ বিষয়ে জানতে এবং পরামর্শ পেতে যোগাযোগ করুন 01742835639 এই নাম্বারে।

সুন্নাহ সম্মত চিকিৎসা প্রচার করাই আমাদের উদ্দেশ্য।

17/09/2025

জিনের সাহায্য নিয়ে কি চিকিৎসা করা যাবে?
বিস্তারিত কমেন্টে।

07/09/2025

আজকে ব্লাড মুন এই রাত বা সময় গুলোকে যাদুকরার যাদু পরিচর্চা (রিনিউ) করে থাকে।

আক্রান্তদের আজকের ফিডব্যাক জানাবেন।

বিঃদ্রঃ - বাংলাদেশ সময় আজ রাত আনুমানিক ০৯:২৮ মিঃ

06/09/2025

হস্তমৈথুনে আসক্ত,আশিক জ্বীন দ্বারা আক্রান্ত।
অনিচ্ছাকৃত ভাবে বিছানায় গেলে হস্তমৈথুন হয়ে যায়।

বি: দ্র: পেশেন্ট একজন মাদ্রাসার ছাত্র।

03/09/2025

রুকইয়াহ শারইয়ার মাধ্যমে বনি আদমের শরীর থেকে জীন তাড়ানো এটা অতি উত্তম একটি কাজ। আর এটা প্রত্যেক নবী-রাসুল ও নেককার লোকদের কাজ।

ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ।

02/09/2025

আপনি রাতে ঘুমানোর আগে কি কি আমল করে ঘুমান?

27/08/2025

বিচ্ছেদের জাদু থাকলে স্বামী-স্ত্রীর সহবাসে বাধা আসে, স্বামী-স্ত্রী একে অপরের কাছাকাছি আসলে শরীরে জ্বালাপোড়া, রাগ উঠা,দম বন্ধ হয়ে আসা কিংবা অস্থির লাগে।

কোনো কোনো বিচ্ছেদের যাদুর ক্ষেত্রে স্বামী-স্ত্রী একে অপরের শরীর থেকে প্রচুর দুর্গন্ধ পায়...যা অন্য কেউ পায় না।

#বিচ্ছেদের_যাদু #স্বামী_স্ত্রীর_বিচ্ছেদের_যাদু #যাদুর_লক্ষণ

23/08/2025

পুরুষরা সব চেয়ে বেশী রিজিক বন্ধের জাদুতে আক্রান্ত থাকে।

22/08/2025

একজন অভিজ্ঞ রাক্বীর কাজ হলো রোগীর শরীরে থাকা জ্বীন শয়তানের চক্রান্ত বুঝতে পারা,

যেমন আজকে আমার এক পেশেন্ট এর শিডিউল ছিলো,তো সে সেন্টারে আসতে নারাজ,যে তার শরীর অসুস্থ,পিঠে,ঘাড়ে,বুকে ব্যাথা, ডাক্তার দেখিয়েছে, ঔষুধ খাচ্ছে,,,

তার শরীর ভালো লাগছে না,সে রুকইয়াহ করবে না,অথচ আগেই তার শিডিউল ছিলো,আজকে খুরুজের সেশন করার কথা ছিলো,কেসটা প্রায় শেষের দিকে আলহামদুলিল্লাহ এখন খুরুজ বাকি আছে,,,

অতঃপর তার হাজবেন্ড এই অবস্থায় ফোন দিলেন আমাদেরকে যে,আমার স্ত্রী রাজি না রুকইয়াহ করতে অথচ আগে এমন হয়েছে অনেক বার,তার হাজবেন্ড রাজি না, স্ত্রী রুকইয়াহ করার জন্য শিডিউল নিয়ে চলে এসেছে,উনি আমাদের রেগুলার একজন পেশেন্ট।

আমরা তাকে বলি আচ্ছা তাহলে অনলাইনে ভিডিও কলে চেক করি আপনার সমস্যা গুলো কি মেডিকেল কেন্দ্রিক নাকি জ্বীন যাদু কেন্দ্রীক।

তার পর আমরা রুকইয়াহ শুরু করলাম তখন তার শরীরে বিভিন্ন জায়গায় ব্যাথা দৌড়াদৌড়ি শুরু করলো,যেই ব্যাথার জন্য তিন দিন আগে ডাক্তার দেখিয়ে ঔষুধ খাচ্ছেন তিনি কিন্তু ব্যাথা কমছে না।

রুকইয়াহর একপর্যায়ে উনার শরীর জ্বলতে শুরু করলো, এবং বিচ্ছেদের যাদুর খাদেম একটিভ হয়ে গেলো,,উনার শরীরের ব্যাথা রুকইয়াহ শেষে উধাও হয়ে গেল আলহামদুলিল্লাহ।

এরকম ভাবে অনেকেই ডাক্তার দেখিয়েও সমাধান পাচ্ছেন না বহু রোগের,রুকইয়াহ ডায়াগনসিস করলে আসল সমস্যা স্পষ্ট হয়ে যায়।

Zakaria Tamim

সিনিয়র রাক্বী Markazus Sunnah Ruqyah & Hizama Center

যোগাযোগ: 01742835639

21/08/2025

রুকইয়াহতে সফলতা পেতে হলে সবরের সাথে লেগে থাকার কোন বিকল্প নেই।

18/08/2025

রুকইয়াহ সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছি।

জ্যামে অবস্থা খারাপ, গাজীপুর কোনো দিন জ্যাম কমবে না মনে হয়!

16/08/2025

বিলম্বিত সতর্কতা:
১৬ তারিখ জন্মাষ্টমী। আজ রাত ১১:৫০ থেকে আস্তমী তিথি সময় মেনে পূজা শুরু হবে, অনেক জাদু করবে। পুরাতন জাদুগুলো নবায়ন করবে। যাদের জাদু নবায়ন হয়েছে নষ্ট করে ফেলুন।

ব্যথা, অস্থিরতা, অশান্তি ও খারাপ লাগা বেড়ে গেলে জাদু নষ্ট করুন। মাথায় হাত রেখে সুরা ফাতিহা, আয়াতুল কুরসি, ফালাক ও নাস ৩/৭ বার পড়ুন এবং সম্ভব হলে সিহরের আয়াত যুক্ত করে পুরো শরীরে ফু দিন এবং পানিতে ফু দিয়ে পান করুন৷ স্বপ্নে খেতে দেখলে এই পানিতে বরইপাতা বা সোনাপাতা যুক্ত করে পান করুন৷

15/08/2025

যার ঔষুধ খেয়ে সুস্থতা আসতেছে না,তার উচিত রুকইয়াহ করা‌।

Address

Keraniganj , Kadomtoli, Chunkutia
Dhaka
1310

Telephone

+8801881219976

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raqi Zakaria Tamim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raqi Zakaria Tamim:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram