Taqwa Health Service Center

Taqwa Health Service Center ডা:এইচ এম ইয়াসিন আরাফাত। বি,এ,এম,এস (ঢাকা বিশ্ববিদ্যালয়)। চর্ম যৌন,বাত,ব্যথা ও রোগে অভিজ্ঞ

17/06/2025

বিলিষটার মেশিন (Blister Machine) কী?

বিলিষটার মেশিন হলো এমন একটি যন্ত্র যা ঔষধ বা অন্যান্য ছোট ছোট বস্তুগুলোকে আলাদা আলাদা সেলে (বিলিষটার প্যাক) প্যাকেজ করার জন্য ব্যবহৃত হয়। এতে সাধারণত প্লাস্টিক বা ফয়েল শীট ব্যবহার করে পিল, ক্যাপসুল বা ট্যাবলেটগুলোকে সিল করা হয়, যাতে পণ্যগুলো সুরক্ষিত থাকে।

কাজের ধাপ:

1. প্লাস্টিক শীট থেকে খাঁজ বা সেল তৈরি হয়।

2. প্রতিটি সেলে পিল বা ক্যাপসুল বসানো হয়।

3. উপরে ফয়েল শীট দিয়ে সিলিং করা হয়।

4. পরে কাটছাঁট করে আলাদা আলাদা প্যাকেজ তৈরি হয়।

উপকারিতা:

ঔষধ সুরক্ষিত থাকে আর্দ্রতা, দূষণ থেকে।

ডোজ ব্যবস্থাপনায় সুবিধা।

পরিবহন সহজ হয়।

পার্টনার নয়, আপনার রাত জাগার অপেক্ষায় থাকে কিছু সুবিধাবাদী জীবাণু!সুস্থ মানুষের দেহেও বিভিন্ন ধরণের জীবাণু থাকে। তবে ইমি...
30/04/2025

পার্টনার নয়, আপনার রাত জাগার অপেক্ষায় থাকে কিছু সুবিধাবাদী জীবাণু!

সুস্থ মানুষের দেহেও বিভিন্ন ধরণের জীবাণু থাকে। তবে ইমিউনিটি সক্রিয় থাকায় এরা সুপ্ত থাকে। অপেক্ষা করে ইমিউন দুর্বলতার। এদের বলে 'অপারচুনিস্টিক প্যাথোজেন'। নিউমোনিয়া, যক্ষা, চিকেন পক্স, ঠোঁটে ফোস্কার জীবাণুও এই দলে পড়ে।

এদিকে রাত জাগাকে 'বিপদ' হিসবে শনাক্ত করে দেহ। বিপদে পড়লে দেহ একটা প্রোটিন তৈরি করে। নাম সাইটোকাইন। এই প্রোটিনের কাজ দেহে যুদ্ধ ঘোষণা করা। সমস্ত কোষ সতর্ক হয়ে প্রস্তুতি নেয় সে যুদ্ধের।

যারা নিয়মিত রাত জাগেন, তাদের দেহে সর্বদাই এই 'অবান্তর' যুদ্ধ চলে। এতে ক্লান্ত হয়ে পড়ে ইমিউনিটি। ভেঙে পড়ে রোগ প্রতিরোধ ব্যবস্থা। ফলে সত্যিকার সংক্রমণ বা অসুখ দেখা দিলে তা সারিয়ে তুলতে হিমশিম খায় দেহ।

অন্তত একটি রাত নির্ঘুম কাটালেও এভাবে দেহের ইমিউনিটি দুর্বল হয়ে যায়। সুপ্ত জীবাণুগুলো এতে পেয়ে বসে সুযোগ। বাড়ে সংক্রমণের ঝুঁকি। ব্যাখ্যা: বিজ্ঞানপ্রিয়।

29/04/2025

পুরুষের ৩০ বছরের পরে প্রতি বছর ২% করে সে*ক্স হরমোন কমতে থাকে । (Journal of Clinical Endocrinology & Metabolism)

তাই ৩০ বছরের পরে অল্প বয়সী নারী বিবাহ করলে সেই নারী পর*কী*য়া ও কলহে সম্ভাবনা বেশি!

তাই ৩০ বছরের আগেই বিয়ে করুন অথবা ৩ বছরের বেশি বয়সে ছোট নারী বিয়ে থেকে বিরত থাকুন।

29/04/2025

precoder (Shri Gopal Taila) একটি আয়ুর্বেদিক তেল যা সাধারণত স্নায়বিক দুর্বলতা, যৌন দুর্বলতা এবং দেহে বল বাড়াতে ব্যবহৃত হয়। এটি বিভিন্ন মূল্যবান ভেষজ উপাদান দিয়ে তৈরি এবং বহু আয়ুর্বেদ গ্রন্থে এর উল্লেখ রয়েছে।
উপকারিতা:

1. নার্ভের দুর্বলতা দূর করে – স্নায়বিক দুর্বলতা, অবসাদ, অবসন্নতা এবং দুর্বল স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে।

2. শক্তি ও সহনশক্তি বৃদ্ধি করে – নিয়মিত ব্যবহারে দেহে বল ও উত্সাহ বাড়ায়।

3. যৌন দুর্বলতা হ্রাস করে – পুরুষের যৌন দুর্বলতা, ধাতুক্ষয়, দ্রুত বীর্যপাত ইত্যাদিতে উপকারী হতে পারে।

4. মানসিক চাপ ও উদ্বেগ কমায় – মন শান্ত করে ও ঘুম ভালো হতে সাহায্য করে।

5. মাসাজের মাধ্যমে রক্তসঞ্চালন বৃদ্ধি করে – তেলটি শরীরে মালিশ করলে রক্তসঞ্চালন ভালো হয় এবং পেশীর ক্লান্তি দূর হয়।

6. বাত ও স্নায়বিক ব্যথায় সহায়ক – বাতব্যথা ও শরীরের দুর্বলতা কমাতে সাহায্য করতে পারে।

ব্যবহার পদ্ধতি:

সাধারণত এটি বাহ্যিকভাবে শরীরে মালিশ করে ব্যবহার করা হয়।

কখনো কখনো চিকিৎসকের পরামর্শে অভ্যন্তরীণ সেবনেও দেওয়া হয়

29/04/2025

স্বামী-স্ত্রীর সহবাসের সংখ্যা নির্দিষ্ট কোনো নিয়মে বাঁধা নয়। এটি মূলত নির্ভর করে দুজনের শারীরিক ও মানসিক চাহিদা, স্বাস্থ্য, বয়স, পারস্পরিক সম্পর্ক এবং জীবনধারার ওপর।

তবে সাধারণভাবে:

প্রতি মাসে:

অনেক দম্পতি সপ্তাহে ১-৩ বার সহবাস করে, অর্থাৎ মাসে প্রায় ৪-১২ বার।

কারো কারো ক্ষেত্রে তা কম বা বেশি হতে পারে—এটি স্বাভাবিক, যদি উভয়ের সম্মতি থাকে এবং শারীরিক-মানসিক চাপ সৃষ্টি না করে।

দিনে কতবার করা যায়:

শারীরিকভাবে সক্ষম থাকলে দিনে ১-২ বার সহবাস করা যেতে পারে, তবে এটা দৈনন্দিন অভ্যাস না করাই উত্তম।

অতিরিক্ত সহবাস শারীরিক দুর্বলতা, ক্লান্তি, যৌন ইচ্ছা কমে যাওয়া বা প্রস্রাবের সমস্যা তৈরি করতে পারে।

পরামর্শ: সবকিছুই পরিমিতি ও স্বাস্থ্যসম্মত হলে ভালো। যদি কোনো শারীরিক সমস্যা বা যৌনজীবন নিয়ে উদ্বেগ থাকে, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

28/04/2025

ব্লিস্টার মেশিন (Blister Machine) হলো একটি বিশেষ ধরনের মেশিন, যা ঔষধ শিল্পে ট্যাবলেট, ক্যাপসুল, অথবা ছোট ছোট মেডিকেল ডিভাইসের জন্য প্যাকেজিং তৈরি করতে ব্যবহৃত হয়। এই মেশিন প্লাস্টিক (PVC, PVDC) এবং অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করে ব্লিস্টার প্যাক বানায়, যেখানে প্রতিটি ট্যাবলেট বা ক্যাপসুল আলাদা আলাদা চেম্বারে থাকে।

সংক্ষেপে ব্লিস্টার মেশিনের কাজ হলো:

প্লাস্টিক ফিল্ম গরম করে আকার দেওয়া (Blister forming)

ট্যাবলেট বা ক্যাপসুল ওই গর্তে বসানো (Filling)

উপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সিল করা (Sealing)

নির্দিষ্ট আকারে কেটে নেওয়া (Cutting)

ব্লিস্টার প্যাকের সুবিধা:

ঔষধের সুরক্ষা (ময়লা, আর্দ্রতা থেকে)

নির্দিষ্ট ডোজ আলাদা করা

ভোক্তাদের জন্য ব্যবহারে সহজ

বাজারজাতকরণে আকর্ষণীয় প্যাকে

28/04/2025

বাবার টাকা না থাকলে টের পাওয়া যায় উপরে ওঠার সিঁড়িটা কত টা ভয়ংকর

28/04/2025

@ছবিতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে:
এই রেকটোহিল (Rectohil) ওষুধটি উৎপাদন করেছে —

> AB Laboratories (Ayu)
Vatara, Dhaka, Bangladesh

অর্থাৎ এটি এ বি ল্যাবরেটরিজ (আয়ুর্বেদিক ইউনিট) নামক একটি প্রতিষ্ঠানের তৈরি পণ্য। প্রতিষ্ঠানটি ঢাকার ভাটারা এলাকায় অবস্থিত।

---

ছবির আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য:

Composition (উপাদানসমূহ):

Sesamum indicum (তিল)

Piper longum (পিপ্পলি)

Zingiber officinale (আদা)

Glycyrrhiza glabra (যষ্টিমধু)

Indications (ব্যবহার ক্ষেত্র):

Hemorrhoids (অর্শ/পাইলস)

Pile fold

A**l fissure (মলদ্বারের ফাটল)

Fistula (ফিস্টুলা রোগ)

Usage & Dosage:

আক্রান্ত স্থানে দিনে ২-৩ বার প্রয়োগ করতে বলা হয়েছে, অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী।

---

23/04/2025

নিচে ৫০টি ফ্রি AI টুলের তালিকা বাংলা সিরিয়াল নাম্বারসহ দেওয়া হলো, যেগুলো আপনার কাজকে ১০ গুণ দ্রুত করতে সাহায্য করবে —

১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

এই রকম আরো ভাল ভাল পোষ্ট পেতে আমাদের পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন নাহ।

আমাদের সার্ভিস চার্জ লিস্ট ১ প্যাকেজ ( ওয়েট কাপিং বা হিজামা) :⭕ ৮০০ টাকা : ১০ টি পয়েন্ট।⭕১০০০ টাকা : ১৫ টি পয়েন্ট। ⭕১৩০০...
02/08/2024

আমাদের সার্ভিস চার্জ লিস্ট
১ প্যাকেজ ( ওয়েট কাপিং বা হিজামা) :
⭕ ৮০০ টাকা : ১০ টি পয়েন্ট।
⭕১০০০ টাকা : ১৫ টি পয়েন্ট।
⭕১৩০০ টাকা : ১৫ টি পয়েন্ট + ফায়ার ড্রাই কাপিং+আয়ুর্বেদিক ওয়েল মেসেজ।
⭕১৫০০ টাকা : ২৫ টি পয়েন্ট।
⭕১৭০০ টাকা : ২৫ টি পয়েন্ট +ফায়ার ড্রাই কাপিং+আয়ুর্বেদিক ওয়েল মেসেজ।
⭕২০০০ টাকা : ৩৫ টি পয়েন্ট।
⭕২২০০ টাকা : ৩৫ টি পয়েন্ট + ফায়ার ড্রাই কাপিং+আয়ুর্বেদিক ওয়েল মেসেজ।
⭕২৫০০ টাকা : ৪৫ টি পয়েন্ট +( ফায়ার ড্রাই কাপিং+আয়ুর্বেদিক ওয়েল মেসেজ ফ্রি)

২ ফায়ার কাপিং চার্জ :
⭕ ৫০০ টাকা ( শুধুমাত্র ফায়ার ড্রাই কাপিং+আয়ুর্বেদিক ওয়েল মেসেজ)।।

তাকওয়ার হেলথ সার্ভিস সেন্টারে এখন নিয়মিত রোগী দেখবেন। ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা পিএইচডির( রাজশাহী বিশ্ববিদ্যালয়) ডক্...
04/06/2024

তাকওয়ার হেলথ সার্ভিস সেন্টারে এখন নিয়মিত রোগী দেখবেন। ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা
পিএইচডির( রাজশাহী বিশ্ববিদ্যালয়) ডক্টর অফ মেডিসিন (ভারত) বিএএমএস( ঢাকা বিশ্ববিদ্যালয়) লেকচারার গভারমেন্ট ইউনানী এবং আয়ুর্বেদি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল।
এছাড়াও পঞ্চকর্ম চিকিৎসায় বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন

24/05/2024

আমলকি রসায়ন বাননোর প্রক্রিয়া

Address

Mirpur
Dhaka
1216

Telephone

+8801909267278

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa Health Service Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Taqwa Health Service Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram