Sushtho Jibon - সুস্থ জীবন

Sushtho Jibon - সুস্থ জীবন সুস্থ দেহ, সুস্থ মন, সুস্থ থাকুন আজীবন
(2)

❗ বছরে প্রায় ৩ লাখ মানুষ হার্ট অ্যাটাকে প্রাণ হারায়!এটা শুধুই সংখ্যা নয়, প্রতিটা মৃত্যু একেকটা পরিবারকে ভেঙে দেয় 💔আজকের ...
16/05/2025

❗ বছরে প্রায় ৩ লাখ মানুষ হার্ট অ্যাটাকে প্রাণ হারায়!
এটা শুধুই সংখ্যা নয়, প্রতিটা মৃত্যু একেকটা পরিবারকে ভেঙে দেয় 💔

আজকের অনিয়মিত জীবনযাত্রা, ভুল খাদ্যাভ্যাস ও স্ট্রেস আমাদের হার্টকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু সময়মতো সতর্ক হলে এই ভয়াবহতা এড়ানো সম্ভব।

অর্জুন পাউডার সেবন করে
প্রাকৃতিক উপায়ে হার্টের যত্ন নিন, সুস্থ থাকুন দীর্ঘদিন।

🌿 এটি হৃদপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায়
🌿 রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে
🌿 পালপিটেশন কমায় ও বুক ধরফর হ্রাস করে
🌿 সম্পূর্ণ ভেষজ, কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই

কল করুনঃ 017626-40133, 01646-187851
ভিজিট করুনঃ www.sushthojibon.com

হার্টের সমস্যা যতই জটিল হোক না কেন সময় থাকতে সমাধান নিন প্রকৃতির মাধ্যমে অজান্তেই শুরু হওয়া বুক ধড়ফড়, উচ্চ রক্তচাপ বা ...
15/05/2025

হার্টের সমস্যা যতই জটিল হোক না কেন সময় থাকতে সমাধান নিন প্রকৃতির মাধ্যমে
অজান্তেই শুরু হওয়া বুক ধড়ফড়, উচ্চ রক্তচাপ বা বুকে ব্যথা—এগুলো আজকাল বহু মানুষের দৈনন্দিন যন্ত্রণা।

তাই সুস্থ জীবন এর অর্জুন পাউডার— শতভাগ প্রাকৃতিক যা নিয়মিত সেবনে হার্টকে রাখে সুস্থ, সবল ও কর্মক্ষম।

✅ ডায়েবিটিস নিয়ন্ত্রণ করে
✅ উচ্চ রক্তচাপ কমায়
✅ কোলেস্টেরল মাত্রা ঠিক রাখে
— সবকিছুতেই এটি হতে পারে আপনার নির্ভরতার নাম।

🌿 বিশ্বাস রাখুন প্রকৃতির উপর। সুস্থ থাকুন প্রতিদিন।

📞 অর্ডার করুন: 017626-40133, 01646-187851
🌐 www.sushthojibon.com

⭐ আলহামদুলিল্লাহ, প্রিয় কাস্টমারদের মূল্যবান রিভিউ ⭐আমাদের প্রকৃত সাফল্য প্রতিটি কাস্টমারের সুস্থতায়। প্রতিদিন অসংখ্য কা...
15/05/2025

⭐ আলহামদুলিল্লাহ, প্রিয় কাস্টমারদের মূল্যবান রিভিউ ⭐
আমাদের প্রকৃত সাফল্য প্রতিটি কাস্টমারের সুস্থতায়। প্রতিদিন অসংখ্য কাস্টমার তাঁদের অভিজ্ঞতা ও ভালোবাসা দিয়ে আমাদেরকে নতুন করে অনুপ্রাণিত করেন। ইনশাআল্লাহ, সকলের সুস্থতা নিশ্চিত করতে “সুস্থ জীবন” সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।

📦 আমাদের পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে ও অর্ডার করতে ভিজিট করুন:
🌐 sushthojibon.com

📞 যেকোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করুন কাস্টমার সাপোর্টে:
☎️ 01646-187851

🌙 পবিত্র রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি 🕋রমজান হলো ইবাদত, সংযম ও আত্মশুদ্ধির মাস। এ মাসে রোজা আমাদের ধৈর্য, আত্মনিয়ন্ত্...
09/03/2025

🌙 পবিত্র রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি 🕋

রমজান হলো ইবাদত, সংযম ও আত্মশুদ্ধির মাস। এ মাসে রোজা আমাদের ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ ও ত্যাগের শিক্ষা দেয়। দিনের বেলায় রোজা পালন এবং রাতে তারাবিহ ও নফল ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করি। আল্লাহর অপার রহমত, মাগফিরাত ও নাজাত অর্জনের এই বিশেষ মাসে আমাদের উচিত বেশি বেশি দোয়া, কুরআন তিলাওয়াত ও ইবাদতে সময় ব্যয় করা।

📅 আজকের সেহরি ও ইফতারের সময়সূচি (বাংলাদেশ) 🌟
🗓 তারিখ: ০৯ মার্চ ২০২৫ (২৬ রজব ১৪৪৬ হিজরি)
🌙 সেহরির শেষ সময়: ভোর ৪:৫৭ মিনিট
🌅 ইফতারের সময়: সন্ধ্যা ৬:০৬ মিনিট

📌 গুরুত্বপূর্ণ নির্দেশনা:
🔹 বাংলাদেশের অন্যান্য জেলার সময়: ঢাকার সময়ের সাথে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে নির্ধারণ করা হয়।
🔹 বিশ্বাসযোগ্য সূত্র অনুসরণ করুন: নির্দিষ্ট এলাকার সঠিক সময় জানতে স্থানীয় মসজিদ বা ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত সময়সূচি দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।

🤲 আল্লাহ আমাদের রোজা, দোয়া ও ইবাদত কবুল করুন এবং রহমতের ছায়ায় রাখুন। রমজানুল মোবারক!

🌙 পবিত্র রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি 🕋রমজান হলো বরকত, রহমত ও মাগফিরাতের মাস, যা আমাদের আত্মশুদ্ধি, ধৈর্য ও সংযমের শি...
07/03/2025

🌙 পবিত্র রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি 🕋

রমজান হলো বরকত, রহমত ও মাগফিরাতের মাস, যা আমাদের আত্মশুদ্ধি, ধৈর্য ও সংযমের শিক্ষা দেয়। সারাদিন রোজা রেখে আল্লাহর আদেশ পালন এবং রাতে তারাবিহ নামাজের মাধ্যমে ইবাদতে মনোনিবেশ করা আমাদের আত্মিক উন্নতির পথ সুগম করে। এই মাসে প্রতিটি সেকেন্ড রহমতে ভরপুর, তাই আমাদের উচিত বেশি বেশি ইবাদত ও দোয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা।

📅 আজকের সেহরি ও ইফতারের সময়সূচি (বাংলাদেশ) 🌟
🗓 তারিখ: ০৭ মার্চ ২০২৫ (২৪ রজব ১৪৪৬ হিজরি)
🌙 সেহরির শেষ সময়: ভোর ৪:৫৯ মিনিট
🌅 ইফতারের সময়: সন্ধ্যা ৬:০৫ মিনিট

📌 গুরুত্বপূর্ণ তথ্য:
🔹 বাংলাদেশের অন্যান্য জেলার সময়: ঢাকার সময়ের সাথে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে নির্ধারণ করা হয়।
🔹 সঠিক সময় অনুসরণ করুন: স্থানীয় মসজিদ বা ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত সময়সূচি দেখে ইফতার ও সেহরির সময় নিশ্চিত করুন।

💖 আল্লাহ আমাদের রোজা, দোয়া ও ইবাদত কবুল করুন এবং আমাদের ওপর রহমত বর্ষণ করুন। রমজানুল মোবারক! 🤲

রোজা: ধৈর্য, ত্যাগ ও আত্মশুদ্ধির পথরমজান মাস মুসলমানদের জন্য একটি পবিত্র ও বরকতময় সময়। এই মাসে রোজা পালন আমাদের ধৈর্য, আ...
05/03/2025

রোজা: ধৈর্য, ত্যাগ ও আত্মশুদ্ধির পথ

রমজান মাস মুসলমানদের জন্য একটি পবিত্র ও বরকতময় সময়। এই মাসে রোজা পালন আমাদের ধৈর্য, আত্মসংযম ও ত্যাগের শিক্ষা দেয়। সারাদিন রোজা রেখে, রাতে তারাবিহ নামাজ আদায়ের মাধ্যমে আমরা আত্মিক উন্নতি এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি।

📅 আজকের সেহরি ও ইফতারের সময়সূচি (বাংলাদেশ) 🕋✨
🗓 তারিখ: ০৫ মার্চ ২০২৫
🌙 সেহরির শেষ সময়: ভোর ৫:০১ মিনিট
🌅 ইফতারের সময়: সন্ধ্যা ৬:০৪ মিনিট

বাংলাদেশের অন্যান্য জেলার সময়সূচি নির্ধারণের জন্য ঢাকার সময়ের সাথে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করা হয়। সুনির্দিষ্ট সময়ের জন্য স্থানীয় মসজিদ বা ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত সময়সূচি অনুসরণ করা উচিত।

আল্লাহ আমাদের সকল ইবাদত কবুল করুন। রমজানুল মোবারক! 💖

রোজা রাখা মুসলমানদের জন্য এক অন্যতম ফরজ ইবাদত। রোজা মানুষের ধৈর্য, ত্যাগ ও আত্ম-সংযম শেখায়। এই মাসে সারা দিন রোজা রেখে, ...
04/03/2025

রোজা রাখা মুসলমানদের জন্য এক অন্যতম ফরজ ইবাদত। রোজা মানুষের ধৈর্য, ত্যাগ ও আত্ম-সংযম শেখায়। এই মাসে সারা দিন রোজা রেখে, রাতে তারাবিহ নামাজ আদায় করে, মানুষ আত্মিক উন্নতি এবং আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করে।

আজকের সেহরি ও ইফতারের সময়সূচি 📿🕋

📅 তারিখ: ৪ মার্চ ২০২৫ (বাংলাদেশ)
🌙 সেহরির শেষ সময়: ভোর ৫:০২ মিনিট
🌅 ইফতারের সময়: সন্ধ্যা ৬:০৩ মিনিট

বাংলাদেশের অন্যান্য জেলার সময়সূচি ঢাকার সময়ের সাথে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে নির্ধারণ করা হয়। সুনির্দিষ্ট সময়ের জন্য স্থানীয় মসজিদ বা ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত সময়সূচি অনুসরণ করা উচিত।

রমজানুল মোবারক! 💖

রমজানের এই পবিত্র ও বরকতময় দিনগুলো আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় হয়ে উঠতে পারে, যদি আমরা ইবাদতে মনোযোগী হই ও আল্লাহর সন্তুষ্...
03/03/2025

রমজানের এই পবিত্র ও বরকতময় দিনগুলো আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় হয়ে উঠতে পারে, যদি আমরা ইবাদতে মনোযোগী হই ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে এই মহান মাসের রহমত, মাগফিরাত ও নাজাত লাভের তওফিক দান করুন। 🤲🌙✨

আজকের সেহরি ও ইফতারের সময়সূচি 📿🕋

📅 তারিখ: ৩ মার্চ ২০২৫ (বাংলাদেশ)
🌙 সেহরির শেষ সময়: ভোর ৫:০৩ মিনিট
🌅 ইফতারের সময়: সন্ধ্যা ৬:০৩ মিনিট

বাংলাদেশের অন্যান্য জেলার সময়সূচি ঢাকার সময়ের সাথে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বা বিয়োগ করে নির্ধারণ করা হয়। সুনির্দিষ্ট সময়ের জন্য স্থানীয় মসজিদ বা ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত সময়সূচি অনুসরণ করা উচিত।

রমজানুল মোবারক! 💖

রমজানের এই বরকতময় দিনগুলো আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় হতে পারে, যদি আমরা সঠিকভাবে ইবাদতে মনোযোগী হই। আল্লাহ আমাদের সকলকে এ...
02/03/2025

রমজানের এই বরকতময় দিনগুলো আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় হতে পারে, যদি আমরা সঠিকভাবে ইবাদতে মনোযোগী হই। আল্লাহ আমাদের সকলকে এই মাসের বরকত ও রহমত লাভের তওফিক দান করুন।
🤲🌙✨

আজকের সেহরি ও ইফতার সময়সূচি
রমজানুল মোবারক! 💖

13/02/2025

আপনি কি অল্প হাটলেই ক্লান্ত হয়ে পড়ছেন, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, অথবা বুক ধড়ফড় করা ও হালকা ব্যথা অনুভব করছেন? এই লক্ষণগুলোকে কখনোই অবহেলা করবেন না, কারণ এগুলো হার্টের সমস্যার প্রাথমিক সতর্কসংকেত। সময়মতো ব্যবস্থা না নিলে, সমস্যা ভয়াবহ হয়ে উঠতে পারে, যা শেষ পর্যন্ত হার্ট অ্যাটাক থেকে মৃত্যুর কারণও হতে পারে। প্রতিদিন অসংখ্য মানুষ অকালে প্রাণ হারাচ্ছে এই মারণব্যাধির কারণে।
হার্টের সুস্থতায় আধুনিক চিকিৎসা অত্যন্ত ব্যয়সাধ্য ও কষ্টকর, কিন্তু আল্লাহ প্রকৃতিতে রেখেছেন নিরাপদ সমাধান, যার মধ্যে অর্জুন অন্যতম।
হার্টের সুস্থতায় প্রকৃতির আশীর্বাদ অর্জুন গাছের বাকল, যা যুগ যুগ ধরে আয়ুর্বেদে ব্যবহৃত হচ্ছে। এতে থাকা শক্তিশালী উপাদানসমূহ রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখার ফলে বুক ধরফর করা, একটু হাটলেই হাপিয়ে পড়া, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া এবং এর পাশাপাশি ব্লকেজ কমাতে ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখে।
শুধু তাই নয় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণেও সহায়তা করে। নিয়মিত গ্রহণ করলে, এটি আপনার হার্টকে শক্তিশালী ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তবে মনে রাখতে হবে, বিশুদ্ধ অর্জুন গুঁড়া ছাড়া কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। তাই "সুস্থ জীবন" নিয়ে এসেছে ১০০% বিশুদ্ধ ও প্রাকৃতিক অর্জুন গুঁড়ার নিশ্চয়তা। আমাদের অর্জুন ছাল সরাসরি মাঠ পর্যায় থেকে সংগ্রহ করে, নিজস্ব তত্ত্বাবধানে যত্নসহকারে প্রক্রিয়াজাত করা হয়।
ইতোমধ্যেই আমাদের অসংখ্য গ্রাহক অর্জুন গুড়া সেবন করে হার্টের সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। তাঁদের সন্তুষ্টি এবং সুস্থতা আমাদের সবচেয়ে বড় প্রেরণা। তাছাড়া আমাদের অর্জুন পাউডার ল্যাব টেস্টেড ও ক্ষতিমুক্ত। আমরা আমাদের পণ্যের গুণগত মানে আত্মবিশ্বাসী, এটি সেবনে আপনার বিন্দুমাত্র সন্দেহের কারণ নেই। কেননা আমাদের প্রত্যেকটি প্রডাক্টের সাথে ল্যাব টেস্ট ফলাফল ও খাবার নিয়ম দিয়ে থাকি।
অর্জুন গুড়া সেবনের নিয়ম খুবই সহজ। প্রতিদিন রাতে এক চা চামচ গুড়া এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। সকালে শুধু সেই পানিটুকু পান করুন। নিয়মিত সেবনে আপনি ধীরে ধীরে চমৎকার ফলাফল অনুভব করবেন।
সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। লাখ লাখ টাকা ব্যয় করার আগে প্রাকৃতিক সমাধান গ্রহণ করুন এবং নিজেকে নিরাপদ রাখুন।
সুতরাং আর দেরি না করে, এখনই "Order Now" বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করুন। অথবা, মেসেজের মাধ্যমে অর্ডার করতে পারেন। এছাড়াও, সরাসরি যোগাযোগের জন্য আমাদের হটলাইন নাম্বারে কল করুন - 🕿 0176264013

05/02/2025

আপনি কি এখনো ভাবছেন আমাদের অর্জুন পাউডার বিশুদ্ধ কিনা? অথবা আসল অর্জুন গুড়া পাচ্ছেন কিনা? এইসব দুশ্চিন্তা এখনই ভুলে যান! কারণ “সুস্থ জীবন” দিচ্ছে ১০০% বিশুদ্ধ, ল্যাব টেস্টেড ও নিরাপদ অর্জুন পাউডা্রের নিশ্চয়তা।
আমাদের অর্জুন পাউডার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের BTRI কর্তৃক পরীক্ষা করা হয়েছে, যেখানে এটি প্রমাণিত হয়েছে যে এতে কোনো ক্ষতিকর উপাদান নেই।তাই আর চিন্তার কিছু নেই। “সুস্থ জীবনের” অর্জুন পাউডার হল আপনার জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ সমাধান

অর্জুন পাউডারে কো-এনজাইম কিউটেন থাকার কারণে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। ফলে বুক ধরফর করা, একটু হাটলেই হাপিয়ে পড়া, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া এবং এর পাশাপাশি ব্লকেজ কমাতে ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখে।

আজ আমি আপনাদের কাছে আমাদের সাইন্স ল্যাব টেস্টের রিপোর্ট নিয়ে হাজির হয়েছি। আমার হাতে যে টেস্ট রিপোর্টটি রয়েছে, এটি “বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা” পরিষদের BTRI কর্তৃক প্রাপ্ত ক্ষতিমুক্ত সমাধনের প্রমানপত্র। রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, আমাদের অর্জুন পাউডারে কোনো ধরনের ক্ষতিকর উপাদান নেই। সুতরাং “ সুস্থ জীবনের” অর্জুন পাউডার সেবন নিয়ে দুঃশ্চিন্তার বিন্দুমাত্র কারণ নেই।

আপনাদের জন্য একটি দারুণ সুখবর হচ্ছে, আমরা আপনাদের হাতে একটি গাইডলাইন দিচ্ছি যেখানে সঠিক খাবার নিয়ম বিস্তারিতভাবে লেখা থাকবে। এতে আপনি সহজেই জানতে পারবেন কীভাবে সেবন করলে সবচেয়ে ভালো এবং কার্যকর ফলাফল পাওয়া যাবে।

পাশাপাশি আপনাদের জানার সুবিদার্থে ল্যাব টেস্টের রিপোর্টাও দিয়ে দিচ্ছি। আলহামদুল্লিল্লাহ আমরা অত্যন্ত শুশি যে, আমাদের অসংখ্য কাস্টমার তাদের হার্টের সমস্যা থেকে মুক্তি পাওয়ার কথা আমাদের প্রতিনিয়তই জানাচ্ছেন। যা আমাদের কাজ করার স্পৃহাকে আরো বাড়িয়ে দিচ্ছে।

তাই আর দেরি কেন? নিজের এবং পরিবারের সুস্থতা নিশ্চিত করতে এখনই “Order Now” বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করুন!

অথবা কল করতে পারেন হটলাইন নাম্বারে - 🕿 01762640133

Address

Block/B, Banasree, Rampura
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Sushtho Jibon - সুস্থ জীবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sushtho Jibon - সুস্থ জীবন:

Share