27/04/2023
Starting from today. Enroll soon.
🟪𝗗𝗮𝘃𝗶𝗱𝘀𝗼𝗻 April 𝗕𝗮𝘁𝗰𝗵
🟥𝗨𝗻𝗽𝗮𝗿𝗮𝗹𝗹𝗲𝗹 𝗠𝗲𝗻𝘁𝗼𝗿𝘀 𝗣𝗮𝗻𝗲𝗹
April এর 27 তারিখ থেকে আমরা পরবর্তী ব্যাচ শুরু করতে যাচ্ছি। এর আগের প্রতিটি ব্যাচে পার্টিসিপেন্ট ক্লাস করেছেন।
🟥যারা সামনে FCPS বা MRCP পরীক্ষা দিবেন, তাদের জন্য এই কোর্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
🟥কে আপনাদের পড়াচ্ছে সেটি খুব ক্রিটিক্যাল এবং গুরুত্বপূর্ণ বিষয় । ক্লাস কোয়ালিটি সমৃদ্ধ করতে আমরা বদ্ধপরিকর।
অধিকাংশ ক্ষেত্রে আমরা এই ব্যরিয়ারটি ক্রস করতে চেয়েছি।
আমাদের রয়েছে অপ্রতিদ্বন্দ্বী ফেসিলিটেটর প্যানেল, যারা নিজেদের ক্লিনিক্যাল ফিল্ডেও ব্যপক সুপরিচিত। ক্লিনিক্যাল ও একাডেমিক ফিল্ডে এক্সপার্ট এরকম মেন্টর কম্বিনেশনের কাছে ক্লাস করাটা আপনাদের জন্য একটি দারুণ সুযোগ হয়ে উঠবে।
প্যানেল মেন্টরঃ
♦ডা.সাইফ হোসেন খান মার্ক
MBBS(DMC), MRCP, FCPS (Medicine, Gold Medalist)
♦ডা.জামান
MBBS(DMC), MRCP
সপ্তাহে ২-৩ দিন ক্লাস হবে। ক্লাসগুলো হবে সাধারণত ২ ঘন্টাব্যপী, রাত ১০ টা থেকে ১২ টা।
বাসায় বসে চা কিংবা কফি খেতে খেতে সপ্তাহে মাত্র ২ টা করে ক্লাস করে শরীরিক ও মানসিক চাপ ছাড়া বইটা যদি একবার পড়া হয়ে যায় তবে এর থেকে বড় অর্জন আর কিছু হতে পারে।
আপনি মেডিকেলের যে ডিসিপ্লিনেরই সদস্য হোন না কেন। পুরো যদি আপনার একটা মিনিমাম দখল না থাকে তবে আমরা মনে করি সেই M.B.B.S. ডিগ্রির কোন মূল্য..."
সবগুলো #অডিও ক্লাস অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে হবে। ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। কোর্স শেষ হবার পর থেকে ১ মাস পর্যন্ত রেকর্ড গুলো শোনা যাবে)
🟥
১.প্রতিটি সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা।
২.FCPS এবং MRCP part 1 & 2 এবং MD রেসিডেন্সী এক্সাম এ ডেভিডসনের যে অংশগুলো বারবার আসে সেগুলো হাইলাইট করা এবং দাগিয়ে দেয়া।
৩.গুরুত্বপূর্ণ বক্সগুলো নিয়ে আলোচনা করা।
৪. FCPS এবং MRCP part 1 & 2 এক্সাম এ কোয়েশ্চেন কিভাবে আসতে পারে সেটা আলোচনা করা।
৫.সম্পূর্ণ কোর্স শেষে SBA based একটি Mock test এবং তার সলভ্ ক্লাস।
🟥যে কোন চিকিৎসক আমাদের এ প্রোগ্রামটিতে যুক্ত হতে পারবেন।
♦কোর্স ফিঃ 7,000 টাকা 01708406230 / 01673617535 নাম্বারে টাকা বিকাশের সময় রেফারেন্সে আপনার নাম অবশ্যই উল্লেখ করবেন। একই সাথে পেইজের ইনবক্সে যোগাযোগ করে আপনার পেমেন্টের স্ক্রিনশট এবং WhatsApp নাম্বারটি দিয়ে এনরোলমেন্ট
🟦যারা এনরোল করবেন তাদেরকে নিয়ে একটি WhatsApp গ্রুপ খোলা হবে। ক্লাস হবার দিনগুলোতে সেই গ্রুপে ক্লাস শুরু হবার ১০ মিনিট পূর্বে লিঙ্ক দিয়ে দেয়া হবে। লিঙ্কে ক্লিক করলেই আপনারা ক্লাসে জয়েন করতে পারবেন।
🟥যোগাযোগঃ
𝗗𝗿.𝗦𝗵𝗮𝗵𝗮𝗿𝗶𝗮𝗿
𝟬𝟭𝟲𝟮𝟭𝟳𝟳𝟬𝟲𝟴𝟰 (𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽)
কো-অর্ডিনেটর
PG Made Easy Academy