
13/07/2025
আধুনিক সময়ের শিশুদের সবচেয়ে কাছের সঙ্গী হয়তো এখন মোবাইল ফোন। তবে সেই ছোট্ট পর্দার পেছনে লুকিয়ে আছে বড় একটা ঝুঁকি—চোখের ক্লান্তি, দৃষ্টির সমস্যা আর অজানা ভয়। শহরের আলো-আঁধারিতে ওদের দৃষ্টিশক্তি রক্ষা করাও আজকের দিনের জরুরি দায়িত্ব।