30/09/2025
অভিভাবকেরা,
এই পোস্টটি আপনাদের জন্য!
কখনো কি খেয়াল করে দেখেছেন আপনার সন্তান পড়াশুনায় অমনোযোগী, পড়তে বসলে মাথা ব্যথা করে, ড্রয়িং রুমের টিভি খুব কাছে গিয়ে দেখতে চায়।
অথবা স্কুল থেকে কমপ্লেইন আসে পেছনের বেঞ্চে বসালে বোর্ডের লেখা পরিষ্কার দেখতে পায় না।
এগুলোর অর্থ হচ্ছে আপনার বাচ্চার মাইয়োপিয়া আছে।
মাইয়োপিয়া আপনার সন্তানের নীরব ঘাতক,
সময় মত স্ক্রীনিং অথবা কন্ট্রোল না করলে এটি তার শিক্ষাজীবন যেমন ব্যাহত করবে ঠিক একইভাবে তার চোখের অপূরণীয় ক্ষতি হতে পারে।
আপনার সন্তানের মাইয়োপিয়া আছে কিনা সেটি ফ্রি স্ক্রীনিং করতে এই গুগল ফর্ম পূরণ করুন:
https://forms.gle/dAaCqUQNmzP9jjU17