
08/04/2023
নিটোর বিপিটি ১৯ তম ব্যাচ ও নর্থ সাউথ ইউনিভার্সিটির (এমপিএইচ) মেধাবী ছাত্র ডা: মুহাম্মদ জহিরুল হক গতকাল রাত ১টায় মৃত্যুবরন করেন। ডা: জহির দীর্ঘ সময় ধরে জটিল রোগ লিভার ক্যান্সারে ভুগছিলেন। অবশেষে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আল্লাহর ডাকে সাড়া দেন।
সবাই জহিরের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে ডা: জহিরকে জান্নাত নসীব করেন। ওর পরিবার যেনো এই শোক কাটিয়ে তুলতে পারে। ওর নবজাতক শিশু যেনো ভালো এবং দ্বীনদার মানুষ হতে পারে।
আমরা হারালাম একজন তরুণ মেধাবী ফিজিওথেরাপি চিকিৎসক, একজন তরুণ স্বপ্নবাজ গবেষক, একজন খাঁটি যোদ্ধা যিনি কিনা পেশার জন্য ছিলেন নিবেদিত প্রাণ। বাঁচার ইচ্ছা ছিলো প্রবল তাই শেষ নি:শ্বাস পর্যন্ত যুদ্ধ করে গেছেন।
জহিরের বাঁচার লড়াই শুধু জহিরের একার ছিলো না ছিলো ওর পরিবার, বন্ধু, সিনিয়র, জুনিয়র সহ সকল ফিজিওথেরাপি পরিবার। এ শোক আমাদের সবার।
হিউম্যান অফ নিটোর পরিবারের পক্ষ থেকে জহিরের জন্য দোয়া প্রার্থী। জহির কারো মনে কষ্ট দিয়ে থাকলে মাফ করে দেয়ার অনুরোধ জানাচ্ছি।