Dr.Touhida Akter Poly

Dr.Touhida Akter Poly MBBS,FCPS Medicine (Final part)
Future Medicine Internist

What is ur ECG findings & Dx? Let's try
20/09/2025

What is ur ECG findings & Dx?
Let's try

What is ur ECG findings?
19/09/2025

What is ur ECG findings?

60 yrs male with Chest pain...What is ur ECG findings?৬০ বছরের রোগী বুকে ব্যথা নিয়ে এসেছেন।ECG করে এমন Findings দেখা গেল...
19/09/2025

60 yrs male with Chest pain...What is ur ECG findings?

৬০ বছরের রোগী বুকে ব্যথা নিয়ে এসেছেন।ECG করে এমন Findings দেখা গেলো।

18/09/2025

:

🔹🔹🔹অনেকেই নিয়মিত খাবার খাওয়া সত্ত্বেও দূর্বলতা বা Weakness complaint করে থাকে।

👉বাংলাদেশে বেশিরভাগ মানুষই কার্বোহাইড্রেট বেশি খেয়ে থাকেন।ফলে High carbohydrate(ভাত,নুডলস, মিষ্টি জাতীয় খাবার,পাউরুটি, আলু etc) থেকে রক্তে সুগার বাড়ে, আর সেটাকে কোষের ভিতরে ঢুকানোর জন্যে অগ্ন্যাশয় থেকে Insulin হরমোন আসে।

👉ইনসুলিন cell( কোষ) এর ভিতরে সুগার নিয়ে যাওয়ার পাশাপাশি পটাশিয়ামকেও নিয়ে যায়।সেজন্যে রক্তে পটাশিয়ামের মাত্রাও Borderline এ থাকে।ফলে সবসময় weakness অনুভূত হয়।

👉S. electrolytes পরীক্ষা করলে দেখা যাবে পটাশিয়াম সবারই ৩.৭/৩.৮ এর মত।

🔺🔺🔺সেজন্যে weakness এর আর কোন কারন খুজে না পেলে(Must exclude anemia,thyroid disorder,Vit-D deficiency or other medical cause) high carbohydrate এর history নিতে হবে।

নিজেকে Fit রাখতে হলে খাবারে পরিবর্তন আনতে হবে ও ব্যায়াম করতে হবে।

👉ভাত কম খেয়ে ১-২ বেলা মাঝারি রুটি ২-৩ টা ও সবজি বেশি খেতে হবে। সাথে পরিমিত মাছ/মুরগী,ডাল,ফলমূল,ডিম খেতে হবে ও ২-৩ লিটার পানি পান করতে।

🔺N.B: ১.কিডনী রোগীদের পটাশিয়াম বাড়ে এমন খাবার অবশ্যই পরিহার করতে হবে।

২. যাদের খাবার healthy ও exercise করেন,তারা actually Fit থাকেন।

What is ur ECG findings? First look at the limb lead,then at a glance at the chest lead.
16/09/2025

What is ur ECG findings?

First look at the limb lead,then at a glance at the chest lead.

স্ট্রোকের রোগীর অনেক সময় ব্রেইনের CT-scan এ Typical lesion বুঝা যায় না! Stroke এর কয়েকটা earliest radiological sign আছে,...
14/09/2025

স্ট্রোকের রোগীর অনেক সময় ব্রেইনের CT-scan এ Typical lesion বুঝা যায় না!

Stroke এর কয়েকটা earliest radiological sign আছে,যা দেখে বুঝতে হয় স্ট্রোক করেছে।

Which sign is present here or earliest radiological sign of stroke?

22 yrs old male presented with SOB. CBC :Hb= 22 g/dl,HCT= 72.Tell his clinical Dx from these imaging?
11/09/2025

22 yrs old male presented with SOB.
CBC :Hb= 22 g/dl,HCT= 72.

Tell his clinical Dx from these imaging?

08/09/2025

:

🔹🔹🔹
সম্প্রতি কয়েকটা রোগী পেয়েছি,যাদের আগে হার্টের সমস্যা ছিলো না,কিন্তু একটা ইনফেকশনের পরেই হার্টের সমস্যা দেখা দিয়েছে!

👉এক রোগী এসেছে ডায়রিয়া থেকে Hypovolemic shock নিয়ে।রোগীর প্রেসার কোনভাবেই Fluid দিয়ে বাড়ানো যাচ্ছিলো না!পরে বাড়ানো গিয়েছিলো।

রোগীর sweating হচ্ছিলো।

Trop-i & Echo তে আসলো Non-STEMI( Heart attack) with HF.

অথচ Cardiogenic shock এর typical feature ছিলো না!নিয়ে এসেছিলো Hypovolemic shock.

👉আরেক রোগী অনিয়ন্ত্রিত ডায়াবেটিস সাথে প্রস্রাবের ইনফেকশন নিয়ে আসেন।

সেই রোগীর same cardiac problem start হয়েছে।

এগুলোকে Septic myocarditis বলা যায়।

👉এমনকি ডেংগু রোগীরও heart attack এর মত feature বা report এ ধরা পড়লে, তাকে Dengue myocarditis বলে।

🔺তবে Dengue myocarditis এর চিকিৎসা আলাদা।Typical Rx নয়।

🔹🔹🔹
সর্বশেষে,রোগ হলে বসে না থেকে দ্রুত চিকিৎসা গ্রহন করতে হবে।অন্যথায় রোগের জটিলতা বাড়ে।

What is ur Radiological Dx? Several findings present here...Let's try
07/09/2025

What is ur Radiological Dx?

Several findings present here...

Let's try

What is ur Radiological Dx?
04/09/2025

What is ur Radiological Dx?

🔹🔹🔹একজন সদা হাস্যোজ্জ্বল ২১ বছরের রোগীর কথা বলছি❗মেয়েটির চেহারা অনেক মায়াবী ও দেখতেও Masha-Allah অনেক সুন্দরী।  Mathmeti...
03/09/2025

🔹🔹🔹একজন সদা হাস্যোজ্জ্বল ২১ বছরের রোগীর কথা বলছি❗

মেয়েটির চেহারা অনেক মায়াবী ও দেখতেও Masha-Allah অনেক সুন্দরী। Mathmetics এ অনার্স করছে।

👉ছবিতে হাতের মধ্যে লাল লাল র‍্যাশ দেখা যাচ্ছে!আসলে তার শরীরে রক্ত দিলেও কমে যাচ্ছে!

👉প্রায় ৩মাস আগে রোগীর জ্বর ছিলো,যা কমতো না!সাথে শরীরের বিভিন্ন জায়গায় লাল লাল,ছোপ ছোপ রক্ত জমাট বেধে থাকতো।সাথে রোগী অনেক দূর্বলতা অনুভব করতো।

👉পরীক্ষা করে দেখা গেলো Pancytopenia(মানে রক্তের হিমোগ্লোবিন,শ্বেতরক্তকনিকা,অণুচক্রিকা সবই কম).

১৪ ব্যাগ রক্ত নিয়েছে,কিন্তু শরীরে রক্ত থাকে না!

👉এই রোগীর Immunity অনেক কম।মানে তার সামনে একটা হাচি দিলেও সেই জীবানু শরীরের গিয়ে অনেক ক্ষতি করবে।

👉গতমাসেই মেয়েটির Aplastic anemia রোগটি ধরা পরে।এই রোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল।

Young age person,Proper চিকিৎসা নিলে survival rate প্রায় ৫ বছর।

👉কিন্তু যার রক্তক্ষরন হয় বারবার, Neutropenic sepsis থাকে,তাদের Survival rate অনেক কম।যেকোন সময় Sudden death হয়।

👉অনেক আগে আরো কম বয়সের এক মেয়ে ছিলো।যাকে দেখলাম দুপুরে হেসে বেনী করতে দিয়েছে তার মাকে।পরেরদিন এসে দেখি মেয়েটা দুনিয়াতে নেই!

👉যখনই এই রোগীকে ফলো-আপ করতে যাই,তার মায়াবী চেহারার দিকে অনেকক্ষন তাকিয়ে থাকতাম।🙁

আল্লাহ্‌ তার হায়াত বাড়িয়ে দিক!🤲

01/09/2025

:

🔺🔺🔺অনেকের চোখের নিচে muscle এ কাপুনী হয়।অনেকেই বিশ্বাস করে ডান বা বাম চোখে কাপুনীর সাথে ভালো বা খারাপ হওয়ার relation রয়েছে❗

👉এটা actually কুসংস্কার‼️মেডিকেলের ভাষায় একে Eyelid myokymia বলে❗

🔺কী জন্যে হতে পারে❓

👉দীর্ঘদিন ধরে রাতে ঠিকমত না ঘুমালে(Chronic sleep deprivation) চোখের মাংসপেশী fatigue/weak হয়ে সেখানে Nerve excitability বাড়ে।ফলে চোখের নিচে muscle এ কম্পন অনুভূত হয়।

👉তারমানে পর্যাপ্ত ঘুমালে Eyelid myokymia হয় না!❗

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Touhida Akter Poly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram