05/10/2025                                                                            
                                    
                                                                            
                                            অনেকেই মনে করেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীরা সুস্থ হলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন না, এমনকি সন্তানও নিতে পারবেন না। আজকের এই ভিডিওটি সেই ভুল ধারণা ভাঙতেই।
আমার সামনে বসে আছেন ফাহিমা। ২০১৯ সালে, মাত্র ২১ বছর বয়সে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। সেই মুহূর্তে তার পরিবারের জন্য আকাশ যেন ভেঙে পড়েছিল। দীর্ঘ চিকিৎসা, অসংখ্য পরীক্ষা-নিরীক্ষা, আর অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে কঠিন সময় পার করেছে তারা।
এখন ওর বয়স ২৭। ধৈর্য আর সঠিক চিকিৎসায় ফাহিমার গল্পে এসেছে নতুন অধ্যায়।
 ২০২২ সালে তার চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়। এবং ২০২৪ সালে এসে ফাহিমা মা হওয়ার সিদ্ধান্ত নেন।
আজ আল্লাহর অশেষ রহমতে ফাহিমা একজন সুস্থ শিশুর মা। মা এবং শিশু দুজনেই সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি আমাদের কাছে এসেছেন ফলো আপের জন্য। আজ তাকে দেখলে বিশ্বাস করা কঠিন যে কয়েক বছর আগে তিনি ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করেছিলেন।
এই অভিজ্ঞতা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ বার্তা পাই, ব্লাড ক্যান্সার মানেই জীবনের শেষ নয়। সঠিক সময়ে রোগ নির্ণয়, বিশেষজ্ঞ চিকিৎসা, নিয়মিত ফলোআপ এবং পরিবারের সহযোগিতায় রোগীরা সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। এমনকি তারা সুস্থ সন্তানের জন্ম দিতেও সক্ষম।
ফাহিমার এই সুন্দর সফলতার গল্প অনেক রোগী ও তাদের পরিবারের জন্য আশা ও সাহসের উৎস হোক।
সরাসরি হেমাটোলজিস্ট ডাঃ আরিফ উর রহমানের এ্যাপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন:
01978-098088 , 01823-541919
চেম্বার সমূহ:
১। ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল
মগবাজার, ঢাকা | রুম নং ৩২৬ , ভবন ০২
রবি, মঙ্গল ও বৃহস্পতিবার (৫ টা – ৯ টা)
সিরিয়াল: 01978098088
২। ইবনে সিনা সাভার শাখা
জালেশ্বর, সাভার | রুম নং ৬০৪
শনি ও সোমবার (৪ টা – ৭.৩০ টা)
সিরিয়াল: 09610-009613
৩।পপুলার ডায়াগনস্টিক সেন্টার
মাইজদী, নোয়াখালী | রুম নং ৫০৪
প্রতি শুক্রবার (১০ টা – ৭ টা)
সিরিয়াল: 09666-787818
সেবা নিন, সুস্থ থাকুন।