Dr. Arif Ur Rahman "Haematologist"

Dr. Arif Ur Rahman "Haematologist" Complete solution for blood related disease and blood cancer. Good Health, Happy Life
(1)

07/10/2025

বাংলাদেশে এখন চলছে ডেঙ্গুর মৌসুম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭১৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর মোট আক্রান্ত ৫১,৪০৪ জনের মধ্যে মৃত্যু হয়েছে ২১৭ জনের।

এই সময়ে জ্বর এলে অনেকেই দ্বিধায় পড়েন - “এটা কি ডেঙ্গু?”
রক্তরোগ বিশেষজ্ঞ ডা. আরিফ উর রহমান জানাচ্ছেন, জ্বর হলে কখন সেটাকে ডেঙ্গু হিসেবে সন্দেহ করবেন এবং কীভাবে প্রাথমিকভাবে সতর্ক থাকবেন।

05/10/2025

অনেকেই মনে করেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীরা সুস্থ হলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন না, এমনকি সন্তানও নিতে পারবেন না। আজকের এই ভিডিওটি সেই ভুল ধারণা ভাঙতেই।
আমার সামনে বসে আছেন ফাহিমা। ২০১৯ সালে, মাত্র ২১ বছর বয়সে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। সেই মুহূর্তে তার পরিবারের জন্য আকাশ যেন ভেঙে পড়েছিল। দীর্ঘ চিকিৎসা, অসংখ্য পরীক্ষা-নিরীক্ষা, আর অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে কঠিন সময় পার করেছে তারা।

এখন ওর বয়স ২৭। ধৈর্য আর সঠিক চিকিৎসায় ফাহিমার গল্পে এসেছে নতুন অধ্যায়।
২০২২ সালে তার চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়। এবং ২০২৪ সালে এসে ফাহিমা মা হওয়ার সিদ্ধান্ত নেন।
আজ আল্লাহর অশেষ রহমতে ফাহিমা একজন সুস্থ শিশুর মা। মা এবং শিশু দুজনেই সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি আমাদের কাছে এসেছেন ফলো আপের জন্য। আজ তাকে দেখলে বিশ্বাস করা কঠিন যে কয়েক বছর আগে তিনি ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করেছিলেন।
এই অভিজ্ঞতা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ বার্তা পাই, ব্লাড ক্যান্সার মানেই জীবনের শেষ নয়। সঠিক সময়ে রোগ নির্ণয়, বিশেষজ্ঞ চিকিৎসা, নিয়মিত ফলোআপ এবং পরিবারের সহযোগিতায় রোগীরা সম্পূর্ণ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। এমনকি তারা সুস্থ সন্তানের জন্ম দিতেও সক্ষম।
ফাহিমার এই সুন্দর সফলতার গল্প অনেক রোগী ও তাদের পরিবারের জন্য আশা ও সাহসের উৎস হোক।
সরাসরি হেমাটোলজিস্ট ডাঃ আরিফ উর রহমানের এ্যাপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন:
01978-098088 , 01823-541919
চেম্বার সমূহ:
১। ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল
মগবাজার, ঢাকা | রুম নং ৩২৬ , ভবন ০২
রবি, মঙ্গল ও বৃহস্পতিবার (৫ টা – ৯ টা)
সিরিয়াল: 01978098088
২। ইবনে সিনা সাভার শাখা
জালেশ্বর, সাভার | রুম নং ৬০৪
শনি ও সোমবার (৪ টা – ৭.৩০ টা)
সিরিয়াল: 09610-009613
৩।পপুলার ডায়াগনস্টিক সেন্টার
মাইজদী, নোয়াখালী | রুম নং ৫০৪
প্রতি শুক্রবার (১০ টা – ৭ টা)
সিরিয়াল: 09666-787818
সেবা নিন, সুস্থ থাকুন।

DVT এর ৫টি মারাত্মক ভুল ধারণাভুল-১: DVT শুধু বৃদ্ধদের হয়সত্য: ২০–৪০ বছর বয়সীদেরও হতে পারে। গর্ভবতী মহিলা, জন্মনিয়ন্ত্রণ ...
04/10/2025

DVT এর ৫টি মারাত্মক ভুল ধারণা

ভুল-১: DVT শুধু বৃদ্ধদের হয়
সত্য: ২০–৪০ বছর বয়সীদেরও হতে পারে। গর্ভবতী মহিলা, জন্মনিয়ন্ত্রণ পিল ব্যবহারকারী ও দীর্ঘক্ষণ বসে কাজ করা যুবকেরা ঝুঁকিতে।

ভুল-২: শুধু ব্যথা থাকলেই ধরা যায়
সত্য: প্রায় ৫০% DVT একেবারেই Silent—কোনো ব্যথা ছাড়াই হতে পারে।

ভুল-৩: পা ফোলা মানেই DVT
সত্য: হার্ট, কিডনি বা সংক্রমণেও ফোলা হয়। তবে হঠাৎ একপাশের পা ফুলে ব্যথা + উষ্ণতা থাকলে সতর্ক হতে হবে।

ভুল-৪: কেবল বিমান ভ্রমণে হয়
সত্য: দীর্ঘ সময় বসে থাকা, গাড়ি/অফিস ভ্রমণ, হাসপাতালে শয্যাশায়ী থাকলেও ঝুঁকি থাকে।

ভুল-৫: DVT মানেই মৃত্যু
সত্য: সময়মতো চিকিৎসায় ৯৫%+ ক্ষেত্রে রোগী পুরোপুরি সুস্থ হন। দেরি করলে Pulmonary Embolism প্রাণঘাতী হতে পারে।

বিভ্রান্তকর তথ্য বিশ্বাস করবেন না। আপনার শরীরে এরকম উপসর্গ থাকলে এখনই বিশেষজ্ঞের পরামর্শ নিন।
সরাসরি হেমাটোলজিস্ট আরিফ উর রহমানের এ্যাপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন:
01978-098088 , 01823-541919
চেম্বার সমূহ:
১। ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল
মগবাজার, ঢাকা | রুম নং ৩২৬ , ভবন ০২
রবি, মঙ্গল ও বৃহস্পতিবার (৫ টা – ৯ টা)
সিরিয়াল: 01978098088
২। ইবনে সিনা সাভার শাখা
জালেশ্বর, সাভার | রুম নং ৬০৪
শনি ও সোমবার (৪ টা – ৭.৩০ টা)
সিরিয়াল: 09610-009613
৩।পপুলার ডায়াগনস্টিক সেন্টার
মাইজদী, নোয়াখালী | রুম নং ৫০৪
প্রতি শুক্রবার (১০ টা – ৭ টা)
সিরিয়াল: 09666-787818

সব Hemophilia এক রকম নয়।Hemophilia A ও Hemophilia B আলাদা ঘাটতির কারণে হয়।উভয় ক্ষেত্রেই অতিরিক্ত রক্তপাত, সহজে কালশিটে প...
02/10/2025

সব Hemophilia এক রকম নয়।
Hemophilia A ও Hemophilia B আলাদা ঘাটতির কারণে হয়।উভয় ক্ষেত্রেই অতিরিক্ত রক্তপাত, সহজে কালশিটে পড়া বা আঘাতের পর দীর্ঘস্থায়ী রক্তক্ষরণ দেখা দিতে পারে।তাই বারবার রক্তপাত বা অস্বাভাবিক ব্লিডিং হলে অবহেলা না করে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সরাসরি হেমাটোলজিস্ট আরিফ উর রহমানের এ্যাপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন:
01978-098088 , 01823-541919
চেম্বার সমূহ:
১। ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল
মগবাজার, ঢাকা | রুম নং ৩২৬ , ভবন ০২
রবি, মঙ্গল ও বৃহস্পতিবার (৫ টা – ৯ টা)
সিরিয়াল: 01978098088
২। ইবনে সিনা সাভার শাখা
জালেশ্বর, সাভার | রুম নং ৬০৪
শনি ও সোমবার (৪ টা – ৭.৩০ টা)
সিরিয়াল: 09610-009613
৩।পপুলার ডায়াগনস্টিক সেন্টার
মাইজদী, নোয়াখালী | রুম নং ৫০৪
প্রতি শুক্রবার (১০ টা – ৭ টা)
সিরিয়াল: 09666-787818

01/10/2025

আইটিপি ( ITP-Immune Thrombocytopenia) একধরনের রক্তের সমস্যা যেখানে রক্তের উৎপাদন ঠিক থাকলেও রক্তকনিকা( প্লাটিলেট) কমে যেতে পারে।
মজার বিষয় হচ্ছে প্লাটিলেট কমলেও প্লাটিলেট ট্রান্সফিশন না করে শুধু ঔষধে প্লাটিলেট বাড়ে।।
তাই রোগ সময়মত ডায়াগনোসিস ও পরিপূর্ন চিকিৎসা খুব জরুরী।।
আইটিপি নিয়ে সচেতনতা সৃষ্টির সামান্য প্রয়াস।।
শেয়ার করে সবাই কে সচেতন হতে সাহায্য করুন। ধন্যবাদ।
ডা মো আরিফ উর রহমান
রক্তরোগ,থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যান্সার বিশেষঙ্গ।
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।

শুধু ক্লান্তি নয়, হিমোগ্লোবিন কমে গেলে শরীরের শক্তি কমে যায়, মস্তিষ্কের কার্যক্ষমতা দুর্বল হয়, এমনকি দীর্ঘমেয়াদে বড় জটিল...
01/10/2025

শুধু ক্লান্তি নয়, হিমোগ্লোবিন কমে গেলে শরীরের শক্তি কমে যায়, মস্তিষ্কের কার্যক্ষমতা দুর্বল হয়, এমনকি দীর্ঘমেয়াদে বড় জটিলতা তৈরি করতে পারে। এসব উপসর্গ অবহেলা করলে জটিলতা বাড়তে পারে। সময়মতো একজন হেমাটোলজিস্টের পরামর্শ নিন।

সরাসরি হেমাটোলজিস্ট আরিফ উর রহমানের এ্যাপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন:
01978-098088 , 01823-541919
চেম্বার সমূহ:
১। ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল
মগবাজার, ঢাকা | রুম নং ৩২৬ , ভবন ০২
রবি, মঙ্গল ও বৃহস্পতিবার (৫ টা – ৯ টা)
সিরিয়াল: 01978098088
২। ইবনে সিনা সাভার শাখা
জালেশ্বর, সাভার | রুম নং ৬০৪
শনি ও সোমবার (৪ টা – ৭.৩০ টা)
সিরিয়াল: 09610-009613
৩।পপুলার ডায়াগনস্টিক সেন্টার
মাইজদী, নোয়াখালী | রুম নং ৫০৪
প্রতি শুক্রবার (১০ টা – ৭ টা)
সিরিয়াল: 09666-787818

#হিমোগ্লোবিন #অ্যানিমিয়া

চেম্বার নোটিশঃশুধুমাত্র এই সপ্তাহে অনিবার্য কারণবশত, মাইজদি নোয়াখালী পপুলার ডায়াগোনেস্টিক সেন্টারে রক্তরোগ ও ব্লাড ক্যান...
30/09/2025

চেম্বার নোটিশঃ
শুধুমাত্র এই সপ্তাহে অনিবার্য কারণবশত, মাইজদি নোয়াখালী পপুলার ডায়াগোনেস্টিক সেন্টারে রক্তরোগ ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ ডা. আরিফ উর রহমান শুক্রবারের(৩ অক্টোবর) পরিবর্তে বৃহস্পতিবার (২ অক্টোবর) রোগী দেখবেন। পরবর্তী সপ্তাহ থেকে আবার নিয়মিত শুক্রবার চেম্বার চালু থাকবে

Hemophilia হলো এমন একটি বংশগত রোগ, যেখানে রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে যায়।বারবার নাক দিয়ে রক্ত পড়া, দাঁতের মাড়ি থেকে রক্...
28/09/2025

Hemophilia হলো এমন একটি বংশগত রোগ, যেখানে রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমে যায়।বারবার নাক দিয়ে রক্ত পড়া, দাঁতের মাড়ি থেকে রক্তপাত, ছোট আঘাতেও দীর্ঘ সময় ধরে রক্ত ঝরা এসবই হতে পারে Hemophilia-এর লক্ষণ।ফলে আঘাতের পর অতিরিক্ত রক্তপাত হয় এবং ছোটখাটো ইনজুরিও বিপজ্জনক হয়ে উঠতে পারে।
এই সমস্যাগুলোকে হালকাভাবে নেবেন না, বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সরাসরি হেমাটোলজিস্ট আরিফ উর রহমানের এ্যাপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন:
01978-098088 , 01823-541919
চেম্বার সমূহ:
১। ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল
মগবাজার, ঢাকা | রুম নং ৩২৬ , ভবন ০২
রবি, মঙ্গল ও বৃহস্পতিবার (৫ টা – ৯ টা)
সিরিয়াল: 01978098088
২। ইবনে সিনা সাভার শাখা
জালেশ্বর, সাভার | রুম নং ৬০৪
শনি ও সোমবার (৪ টা – ৭.৩০ টা)
সিরিয়াল: 09610-009613
৩।পপুলার ডায়াগনস্টিক সেন্টার
মাইজদী, নোয়াখালী | রুম নং ৫০৪
প্রতি শুক্রবার (১০ টা – ৭ টা)
সিরিয়াল: 09666-787818

সেবা নিন, সুস্থ থাকুন।

26/09/2025

আমাদের আজকের হিলিং স্টোরির রোগী এসেছেন সুদূর দিনাজপুর থেকে।
মাত্র তিন মাস বয়স থেকেই তাকে নিয়মিত রক্ত দিতে হতো। শিশুটির পরিবার মাসের পর মাস উদ্বেগে কাটাতো কখন আবার রক্তের প্রয়োজন হবে, কোথায় পাওয়া যাবে, আর কেমন থাকবে সন্তানের স্বাস্থ্য।
ডাঃ আরিফ উর রহমান স্যারের কাছে আসার আগের দিনগুলোতে এমনকি একাধিক ব্যাগ রক্তও দিতে হয়েছে। কিন্তু পরিবারের ধৈর্য আর চিকিৎসকের আন্তরিক প্রচেষ্টায় গল্পটা নতুন মোড় নেয়।
স্যারের কাছে সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা শুরুর পর থেকে এখন আর রক্ত দিতে হচ্ছে না। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী তার হিমোগ্লোবিন ৮.০ যা পরিবারের জন্য আনন্দ ও স্বস্তির বড় কারণ।
এ অভিজ্ঞতা আমাদের আরেকটি বাস্তব বার্তা দেয়- সব থ্যালাসেমিয়া রোগীকেই যে নিয়মিত রক্ত নিতে হবে, তা নয়। সঠিক চিকিৎসা, বিশেষজ্ঞের পরামর্শ ও নিয়মিত পর্যবেক্ষণ অনেক সময় ভিন্ন পথের আশা দেখাতে পারে।

সরাসরি হেমাটোলজিস্ট আরিফ উর রহমানের এ্যাপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুনঃ
01978-098088 , 01823-541919
চেম্বার সমূহ:
১। ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল
মগবাজার, ঢাকা | রুম নং ৩২৬ , ভবন ০২
রবি, মঙ্গল ও বৃহস্পতিবার (৫ টা – ৯ টা)
সিরিয়াল: 01978098088
২। ইবনে সিনা সাভার শাখা
জালেশ্বর, সাভার | রুম নং ৬০৪
শনি ও সোমবার (৪ টা – ৭.৩০ টা)
সিরিয়াল: 09610-009613
৩।পপুলার ডায়াগনস্টিক সেন্টার
মাইজদী, নোয়াখালী | রুম নং ৫০৪
প্রতি শুক্রবার (১০ টা – ৭ টা)
সিরিয়াল: 09666-787818

সেবা নিন, সুস্থ থাকুন।



25/09/2025

২৬/০৯/২০২৫
শুক্রবার।
ইনশাআল্লাহ থাকবো
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, মাইজদী, নোয়াখালীতে।।
সিরিয়াল @০৯৬৬৬ ৭৮৭৮১৮
( কোনও কারনে লাইন না পেলে whats app@০১৭১৭৬৭২৮০৫)

রক্তশূন্যতা, থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যান্সারের যেকোন অসূবিধায় যোগাযোগ করতে পারেন।।
সেবা নিন, সুস্থ থাকুন। ধন্যবাদ।।

ডা মোঃ আরিফ উর রহমান
রক্তরোগ, থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ।
সহকারী অধ্যাপক ( হেমাটোলজি)
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।

করবো আগে কারন নির্নয়।রক্ত ভরা ছাড়াই হবে রক্তশূন্যতা জয়।।আজকের গল্প রক্ত ভরা ছাড়াই রক্তস্বল্পতা জয়ের।আমাদের রোগী আয়...
25/09/2025

করবো আগে কারন নির্নয়।
রক্ত ভরা ছাড়াই হবে রক্তশূন্যতা জয়।।
আজকের গল্প রক্ত ভরা ছাড়াই রক্তস্বল্পতা জয়ের।
আমাদের রোগী আয়েশা বেগম ৪৫ বছরের ভদ্রমহিলা। পেটে ব্যথা নিয়ে ইউরোলজিষ্ট স্যারকে দেখিয়েছিলেন। ধরা পড়ে কিডনিতে পাথর, সাথে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেক কম মাত্র ৭.৪ গ্রাম/ডিএল।
আমার কাছে রেফার করেন পরবর্তী চিকিৎসার জন্য। আমরা বিস্তারিত ইতিহাস, শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর, ব্লাড পরীক্ষার মাধ্যমে জানতে পারি উনি আয়রনের অভাবে ভূগছেন। সেই অনুযায়ী চিকিৎসা প্রদান করি, ব্লাড না দিয়ে আস্থা রাখতে বলা ঔষধের উপর। আলহামদুলিল্লাহ আজ ফলোআপে এসেছেন,এখন উনার হিমোগ্লোবিন ১২.৮ গ্রাম/ডিএল।
আলহামদুলিল্লাহ ।।
তাই রক্তস্বল্পতা মানেই রক্ত ভরা নয়, কারন নির্নয় ও তার চিকিৎসায় রক্ত ভরা ছাড়াই রক্তস্বল্পতা জয় করা সম্ভব।।
আপনি যদি রক্ত ভরা ছাড়াই কারন নির্নয়পূর্বক চিকিৎসা গ্রহণ করতে ইচ্ছুক হোন,তাহলে যোগাযোগ করুন।

ডা মোঃ আরিফ উর রহমান
সহকারী অধ্যাপক( হেমাটোলজী)।
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।

চেম্বার:
০১) ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হাসপাতাল, মগবাজার,ঢাকা।
রুম নং ৩২৬, ভবন ০২
রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ( ৬ টা হতে ৯ টা)
সিরিয়াল@ ০১৯৭৮০৯৮০৮৮
০২) ইবনে সিনা সাভার শাখা,
জালেশ্বর, সাভার।
রুম নং ৯০৪
শনি ও সোমবার( ৪ টা হতে ৭.৩০ টা)
সিরিয়াল@09610-009613
০৩) পপুলার ডায়াগনস্টিক সেন্টার
মাইজদী, নোয়াখালী।
রুম নং ৫০৪
প্রতি শুক্রবার (১০ টা হতে ৭ টা)
সিরিয়াল@ 09613787818

Address

11 Shahid Taj Uddin Ahmed Sarani, Moghbazar
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Arif Ur Rahman "Haematologist" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Arif Ur Rahman "Haematologist":

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category