03/01/2026
আজকের হিলিং স্টোরির রোগী আহসান হাবীব, বয়স ২১ বছর।
তিনি একজন বিটা থ্যালাসেমিয়া রোগী। ছোটবেলা থেকেই তার চিকিৎসা সংগ্রামের শুরু মাত্র ৫ বছর বয়স থেকে নিয়মিত রক্ত নিতে হতো। শুরুতে ৩–৪ মাস পরপর হলেও সময়ের সঙ্গে সঙ্গে রক্তের প্রয়োজন বাড়তে থাকে। ২০০০ সালের পর থেকে প্রায় প্রতি মাসেই রক্ত নেওয়া লাগত।
২০২৪ সালের জুন মাসে তিনি আমাদের কাছে আসেন। তখন বিস্তারিতভাবে তার সম্পূর্ণ ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি, প্রথম কবে রক্ত নিয়েছেন, শরীরে আয়রনের মাত্রা কত সবকিছু খুঁটিয়ে মূল্যায়ন করা হয়। অভিভাবকের সঙ্গে আলোচনা করে একটি সমন্বিত চিকিৎসা পরিকল্পনা শুরু করা হয়।শেষবার তিনি ফলোআপে এসেছিলেন আগস্ট ২০২৪-এ, তখন তার হিমোগ্লোবিন ছিল ৮.৬ g/dL। নির্ধারিত চিকিৎসা ও নির্দেশনা নিয়মিতভাবে অনুসরণ করার পর, ২০ ডিসেম্বর ২০২৪-এ পরীক্ষায় দেখা যায় তার হিমোগ্লোবিন বেড়ে হয়েছে ৯.৬ g/dL, তাও কোনো রক্ত ছাড়াই।
আজকের হিলিং স্টোরির মূল বার্তা হল
সঠিক রোগ নির্ণয়, পরিকল্পিত চিকিৎসা ও নিয়মিত ফলোআপের মাধ্যমে থ্যালাসেমিয়া রোগীরাও রক্ত ছাড়াই সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।
সরাসরি হেমাটোলজিস্ট আরিফ উর রহমানের এ্যাপয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন:
01978-098088 , 01823-541919
চেম্বার সমূহ:
১। ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল
মগবাজার, ঢাকা | রুম নং ৩২৬ , ভবন ০২
রবি, মঙ্গল ও বৃহস্পতিবার (৫ টা – ৯ টা)
সিরিয়াল: 01978098088
২। ইবনে সিনা সাভার শাখা
জালেশ্বর, সাভার | রুম নং ৬০৪
শনি ও সোমবার (৪ টা – ৭.৩০ টা)
সিরিয়াল: 09610-009613
৩।পপুলার ডায়াগনস্টিক সেন্টার
মাইজদী, নোয়াখালী | রুম নং ৫০৪
প্রতি শুক্রবার (১০ টা – ৭ টা)
সিরিয়াল: 09666-787818
#থ্যালাসেমিয়াসচেতনতা #রক্তরোগবিশেষজ্ঞ #হিলিংস্টোরি